দুইটা লিরিক

[ফেসবুক মেমরি থেকে পেলাম। গত দশকের গোড়ার দিকের লেখা। গান হবে এরকম চিন্তা ছিল। হয়নি। ঘনিষ্ঠ এই ব্লগে আনকাট ভার্সনটা টুকে রাখা থাক।]

#
শ্যাওলা জমেছিল বুঝি
তোমার মনের পুকুরে,
ভিজতে ইচ্ছে করেছিল
তাই অন্য শ্রাবণ দুপুরে।

দেয়াল পাশের বাতায়নে
কাঁদতে যখন অঝোরে
ভাবনা জমাট বাঁধা ছিল
অন্য কারো আদরে।

খেয়াল খুশীর ইচ্ছে মত
আমায় কেন জড়ালে?
চাইনি তবুও মিথ্যে মায়ায়
হৃদয় কেন ভরালে?

আমার শেষ বরষার সবটুকু মেঘ
তোমার জন্য ঝরেছে,
মহাকালের স্তব্ধতায়
আজ তোমাকে মনে পড়েছে।

আমার অনেক ব্যথার হৃদয়টাকে
নতুন করে পোড়ালে
তোমার ক্ষণিক প্রেমের পাগলামিতে
ডাকলে কেন আড়ালে।

আমি ভালোই ছিলাম একলা একা
তারার রাত পাহারায়
চাঁদের আলো চাইনি আমি
থাকবে বলে অধরায়।

২২-০৫-১৩

* * * * * * * *

##

তোমায় কিছু কষ্ট দেব
নষ্ট হওয়ার কষ্ট,
তোমায় কিছু কষ্ট দেব
নীল বেদনার কষ্ট।

তোমায় কিছু কষ্ট দেব
একলা আকাশ দেখার,
ঘুমের চোখে রাত জাগা
আঁধার গায়ে মাখার।

তোমায় কিছু কষ্ট দেব
ভ্রুনেই মরে যাওয়ার,
একটি প্রাণের শেষ আকুতি
একটু বাঁচতে চাওয়ার।

তোমায় কিছু কষ্ট দেব
একলা পথে চলার,
ভীষণ রোদে নিজের সাথে
নিজেই কথা বলার।

তোমায় কিছু কষ্ট দেব
দারুণ অবহেলায়
হারিয়ে ফেলা এই আমাকে
অর্ধ পথের বেলায়।

আর কতটা কষ্ট দিলে
স্পষ্ট করে বলবে,
আজ কে থেকে শুধুই
আমার মনের মত চলবে।

(২২ মে, ২০১২)

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।