উদ্ভট ফ্যান্টাসী – ০১ । ০২ । ০৩
৯।
রিকান কে বললাম “মূল কম্পিউটারে খোজ নাও এই মহাকাশযান সম্পর্কে।”
বলে নিজে বসলাম সংঘর্ষ হলে বা আক্রমন হলে কিভাবে তার মোকাবেলা করা যায়।
কিরিক্রি দেখো তো আর কি কি তথ্য পাওয়া যায় এই মহাকাশ যান এর ব্যাপারে।
কিরিক্রি এর উত্তর “গত শতাব্দীতে এই যানটি যাত্রা শুরু করে। একে চতুর্থ মাত্রার একটি অভিযান দেয়া হয়। মূল উদ্দেশ্য কি ছিলো তা কেন্দ্রীয় ডাটা বেজ এ সপ্তম মাত্রার নিরাপত্তা কোড ছাড়া বের করা সম্ভব নয়। শুধুমাত্র “বিজ্ঞান আকাডেমী” এর সদস্যরাই বের করতে পারেন।তবে বেশ কয়েক দশক পর এর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া হয় নাগরিক কমিটি এর মতামতে। কেনো? সেটাও অজানা। “
“তুমি এক কাজ করো, ক্রিনি এর সাথে আমার যোগাযোগ করাও।” (ক্রিনি আমার কমিউনিকেশন মডিউলের ভয়েজ রিপ্রেসেন্টর।)
চেক করে দেখি, সাভাবিক গতির চেয়ে অনেক দ্রুত এগিয়ে আসছে। মনে হয় সংঘর্ষ হওয়া থেকে বাচার উপায় নাই। কি করি?
হঠাত মনে পড়লো সানা ভাই এর কথা। কি অদ্ভুত। ভুলেই গিয়েছিলাম। কিছুদিন আগেই সানা ভাই নাগরিক কমিটির একজন সদস্য হয়েছেন।
(নাগরিক কমিটির সদস্য তারাই হন যারা নিজ নিজ কাজের ফিল্ডে অসাধারন অবদান রাখেন। সানা ভাই যে রেডিও শুরু করেছিলেন গত শতাব্দীতে তা এখন আন্ত গ্যালাক্সী তে সবচেয়ে জনপ্রিয়)।
কিরিক্রিঃ “ক্রিনি এর সাথে যোগাযোগ করা হয়েছে”।
ক্রিনিঃ “আপনার মস্তিস্কের সিনাপ্সের স্পন্দন এর আন্দোলন থেকে বোঝা যাচ্ছে যে, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত।”
আমিঃ “ক্রিনি তোমার মধ্য থেকে আবেগটা একটু কমিয়ে দিতে হবে। বেশি কথা বলো কাজের সময়। তুমি এখনি সানা ভাই এর সেলকেটর এ কানেক্ট করো। ”
সঙ্গে সঙ্গে সানা ভাই এর অফিস রুম এর ভার্চুয়াল চিত্র ভেসে আসলো আমার কন্ট্রোল রুম এ। বাহ, আমি এদিকে কঠিন বিপদে, আর ভাইজান দেখি আরামে বসে গান শুনছেন। সাথে আবার শওকত ভাই ও আছেন।
সানা ভাইঃ “কি ব্যাপার খবর কি? আছো কেমন?”
আমি ভাইকে সব খুলে বললাম। সানা ভাই সাথে সাথে খোজ নিয়ে জানাবেন বলে চলে গেলেন।
কিরিক্রিঃ “আর ২৮ মিনিট বাকি আছে সংঘর্ষ এর।”
ধন্যবাদ সুখবর দেয়ার জন্য।
রিকান ফিরে এলো হঠাত। নাহ, নিরাপত্তা এর জন্য তেমন কোন তথ্য পাওয়া যায় নাই।
হঠাত আমার মাথায় একটা আইডিয়া এলো। বেশ কিছুখন চিন্তা করলাম। জানি না কাজ করবে কি না। কিন্তু মাঝে মাঝে জুয়া খেলতে ভালই লাগে। আর যেহেতু আমি এই মহাকাশযানের অধিনায়ক তাই এই বিপদ মুহুর্তে আমার কারো পারমিশন নিতে হবে না।
পরবর্তী দশ মিনিট আমি একা একা উদ্ভট আইডিয়া টা নিয়ে চিন্তা করলাম। রিকান কে ডেকে বললাম, আমার ক্রিস্টাল রিডার টা দিয়ে যেতে। (এটা দিয়ে চিন্তার অনেক কাজ করা যায়। শুধু কিছু হাইপোথিসিস ইনপুট দিয়ে দিলে নিজে থেকেই বিশ্লেষন করে কিছু সিনারিও দিয়ে দেয়)।
কিরিক্রি, গ্যালাক্সী-আর৬ (উদ্ভট ফ্যান্টাসী-০৩) থেকে যে ডিস্ক টা এনেছি সেটার সিকিউরিটি খুলে দাও।
সেজন্য আপনার রেটিনা স্ক্যান লাগবে অধিনায়ক হিসাবে। এবং আর ৫ মিনিট ১৩ সেকেন্ড বাকি আছে।
রিকান বললোঃ স্যার আমরা বুঝি আর বাচতে পারলাম না।
১০।
শেষ পর্যন্ত বেচে গেলাম। কেমন করে ?? সেটা উদ্ভট ভাবে। আর কাউকে বললে হয়তো বলবে কি আজব? এভাবে কিভাবে?
আসলে আমাদের কে বাচিয়ে দিয়েছে ইউনো ল্যাংগুয়েজ। ভিন গ্যলাক্সি থেকে নিয়ে আসা এক ভিন্ন প্রযুক্তি। এটার খমতা এই প্রথম কোন মানুষ ব্যভার করলো বা ব্যবহার করে বেচে গেলো।
আসলে আগেই বলেছিলাম যেহেতু এটি প্রচলিত বাইনারী সিস্টেম থেকে শক্তিশালী, তাই এটি দিয়ে যেকোনো কিছু করা সম্ভব। কারন এটি দিয়ে যেকোনো কোড ব্রেক করা সম্ভব। আমাদের আদি গ্রহের বানানো যেকোনো সিকিউরিটি ভেংগে দেয়া সম্ভব। আমি ঠিক তাই করেছি। যখন সেই মহাকাশ যান টি আমাদের খুব কাছে চলে এসেছে তখন আমি ইউনো ল্যাংগুয়েজ ব্যবহার করে সেটার মূল কম্পিউটার এর নিয়ন্ত্রন নিতে পেরেছি খুব সহজেই। বলতে গেলে তেমন কোনো বেগ পেতে হয়নি। তারপর ওটাকে রিভার্স রূট এ ফেরত পাঠিয়ে দিয়েছি। ওটা এখন অনন্ত কাল ধরে অনন্তের পথে চলবে ঠিক আমাদের জীবনের মতো।
ক্রিনি আমার প্রিয় গান্ টা ছাড়ো তো।
পুরোটা কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে মিস্টি সুর…।
জনি জনি প্লিজ ডোন্ট ক্রাই…
।
১ম B-)
খুবই ভালো লাগলো :clap:
এত বিপদের মধ্যেও সানা ভাই এবং শওকত ভাই গান শুনছিলেন বলে ওনাদের ডিজিটাল ব্যান চাই... 😛
রবিন ভি, ই পির্বটাও জিস হিইছে... :clap:
আপনেরে চামে একখান... :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সহমত। :thumbup: :thumbup:
:salute: :salute:
অনেকগুলি লাইন প্রথম বন্ধনীর ভিতরে দিয়েছিস কেন? এগুলি বন্ধনী ছাড়া দিলেও পড়তে কোন হেরফের হয় না। বরং ভালো লাগে দেখতে।
আর দুই একটা বানান ভুল। অন্তত ফেব্রুয়ারি মাসের প্রতি সম্মান দেখিয়ে ঠিক করে দে। 😀
লেখা ভালো হয়েছে। তবে আমার কোন পার্ট নাই দেইখা দুঃখ পাইলাম। খালি তুই একলাই নায়কের পার্ট করতেছিস। :grr:
দোস্ত, কিছু বানান লিখতে পারতেছিনা। যেমনঃ খমতা, অই কার কেমনে দেয়। তাই বানান গুলা ঠিক করতে পারতেছি না।
আর তোর পার্ট আছে পরবর্তীতে। কি করমু তুই তো জুপিটারে থাকোস।
ক্ষমতাঃ- kSHomota
ঐ- কার, তৈরীঃ- tOIri
ক্ষমতাঃ KSHomota অথবা kkhomota 😀 😀
হসন্ত কেমনে দিবো??? :-/
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হসন্ত, ত্ - দ্- t,, - d,,
রকিব্ rokib,, 😀
বুঝলাম
আমি একটা কই... B-)
খণ্ড-ত ত(ৎ), t``
আমি কত জানি রে... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা,
বানান পরে হবে। আগে উচ্চারন ঠিক কর। আমার সাথে সাথে বল-
চাচা তুমি চাঁছা চটা চাঁছ নাকি অচাঁছা চটা চাঁছ ? ;;;
চাচা, তোমার চটা চাঁছা শেষ??? 😉
গুড!!! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কামরুল ভাই, হেয় তো কাজ শেষ কইরা ফালাইছে... 😀
আর জিগায়া কি লাভ??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চাচার চটা চাঁছা শেষ? তাইলে চাচীরে বল চাচারে চা দিতে 😀
চাচী চেইত্যা আছে, চাচার জন্য চা চাইলে আবার চলা কাঠ চাইল্যা না মারে... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চাচার চেয়ে দেখি চাচী চাল্লু ;;;
"চ" দিয়ে কথা বলা খুব বিপদজ্জনক.. :-B x-(
আগুন নিয়ে খেরা করতে নেই... :grr: :grr:
ক্যান রে 😕
চ দিয়া আর কি হয় রে :dreamy:
ও পাইসি...অই যে নতুন এডভার্টাইস দেয়... ;;;
চু চু নি*ল :grr: :grr:
=)) =))
আপ্নেও পুরান ব্লগ পরা ধর্ছেন ক্যান?? 😡 😡
বস,ঘটনার পুরা একমাস পরে আপনি হাসি দিলেন...কিসের সাথে যেন মিল খুজে পাই 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz:
নারে মন ঠিক করার জন্য পুরানো লেখা গুলো পড়তেছিলাম
দোস্ত, দারুন হইছে এই পর্বটা।
বানানগুলা ঠিক করে নিস!
আমাকে আর কামরুলকে নায়ক না বানানোয় তোর ভ্যান চাই। B-)
:thumbup:
আমাকে, তানভীরকে আর কামরুলকে নায়ক না বানানোয় তোর ভ্যান চাই।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমাকে, টিটোকে, তানভীরকে আর কামরুলকে নায়ক না বানানোয় তোমার ভ্যান গাড়ি চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই
আমরা নায়ক হইলে তো আপনি অটো নায়কের বড় ভাই হন। ;;;
=)) =))
টোটাল কে কে নায়ক হইতে চায় লিস্ট কর
আমি ভিলেন হইতে চাই :grr:
অবশ্যই আন্তঃগ্যালাক্সীয় একটা 'সিরাম' সিন রাখতে হবে কিন্তু 😉
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দোস্ত ভবিষ্যতের মানুষরা পিরা ভাষায় কথা বললেই তো পারে
ডায়লগে পিরা ভাষা নিয়া আয় 🙂
দারুণ হইছে :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হো ভালো আইডিয়া
দুর শেষ কইরা ফেল্লা মনে হচ্ছে। সুন্দর হচ্ছিল।
আরও কয়েকটা পর্ব করনা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আরো করার ইচ্ছা আছে। কিন্তু খুব বেশি পাব্লিকের মনে হয় ভালো লাগে নাই। রেস্পন্স কম। 🙁
বস, এটা বলেন না, সত্য কথা খুব ভালো লেগেছে...
প্লীজ এসিরিজটার আয়ু আর একটু বাড়ালে আমার মতো নাদান সায়েন্স ফিকশনপ্রেমীরা অনেক লাভবান হবে। :thumbup: :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি ধরনের লাভবান বলো তো?
:no: :no: :no:
এখন তো অফ-পিক টাইম চলতেছে। পিক-আওয়ার আসুক (4 PM to 12 pm)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দেখি
পিক আওয়ার আসছে। রবিনের কত কমেন্ট লাগবে বল। আমি আর জুনা রেডি।
রেস্পন্স দিয়া ভইরা দেই। ;;;
আপনে তো ফাকা দেখলেই খালি ভইরা দিতে চান 😛
:khekz: :khekz: :khekz: :khekz:
😐 🙂 😀 :)) :khekz: :goragori:
ভাই খুবই ভাল লাগছে সায়েন্স ফিকশনটা পড়ে(ধুর এক কথা আর কত বলব)। :clap:
:)) :))
হাইসেন না ভাই, লেখা খুবই ভাল হইছে তা সত্যি, কিন্তু একই কথা বারবার বলতে হয়তো, তাই বলছিলাম আর কি।
ভাই এর কি কমেন্ট সেঞ্চুরী লাগবে...??
তাইলে একটু হাক দিয়েন... 😀 😀
আছি ইনশাল্লাহ :boss:
হাক মওলা :grr: :grr: :grr:
র
বি
ন
ভা
ই
প্লি
জ
সা
ইন্স
(খালি ই দিলে কয় Duplicate comment detected; it looks as though you've already said that! x-( x-( )
ফি
ক
শ
ন্টা
থা
মা
ইয়ে
(আবারও :bash: )
ন্না
যাক অবশেষে 😀
পথিমধ্যে যে শত্রুটি ডিস্টার্ব দিসিল :gulli2: :gulli2:
You are posting comments too quickly. Slow down
সব খতম..সো রবিন ভাই,কি ডিশিশান নিলেন?? 😀
ভাই রে, তোরা যে রেস্পন্স দিছোস, (বিশেষ করে বন্য) ভাই মাফ চাই জীবনে আর কমু না
পরের পর্ব কবে দিচ্ছেন??? B-)
নাহলে কিন্তু... :grr: :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিমু
x-( x-(
কবে 😕 😕 ?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😕 😕
দিয়া দেন তার্তারি... 😡 😡 😡
ইস পুরান লেখা পড়তে কতো ভালো লাগে। আগে কি সুন্দর দিন কাটাইতাম
ইস পুরানো লেখা পড়তে কতো ভালো লাগে
রিবিন ভাই, খানি পড়তেই ভাল লাগে? লিখতে ভাল লাগেনা :-/ আবার লেখা শুরু করেন, আমরা আবারো পড়ে ভাল লাগাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷