অনেকদিন থেকে লেখার সময় করে উঠতে পারতেছিনা। অফিসে খুব ই প্রেসার এ আছি। খালি কাজ আর কাজ।
এর মাঝেই একটু পর পর সিসিবি চেক করি আর কমেন্ট দেই। (যাতে ইমোই থাকে বেশি)।
আজকে রায়হানের বিরিশিরি এর ছবি গুলো দেখে আমারো শখ চাপলো আমার তোলা কিছু ছবি শেয়ার করার। সব গুলোই আমার মোবাইল দিয়ে বিভিন্ন সময় আর জায়গাতে তোলা।
ময়মনসিংহ নদীর তীরে…
চিম্বুক পাহাড়, বান্দরবন…
বাসার ছাদে…
নীলগিরি, বান্দরবন…
নীলাচল, বান্দরবন…
ময়মনসিংহ…
অফিসের বারান্দা থেকে, এয়ারপোর্ট রোড…
সর্নমন্দির, বান্দরবন…
আমার গ্রামে…
কক্সবাজারে…
রাংগামাটি সেনানিবাস গেষ্ট হাউজ…
কিরে ট্যাগ রংপুর কেন 😉
ছবিতো মাশাআল্লাহ সৌন্দর্য্য তুলছোস :boss: :boss:
উপরে থেইকা চাইর নম্বর ছবিটার প্রেমে পিরা গেছি। :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইটা হইলো আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। নীলগিরি, বান্দরবন। আমার আরেকটা লেখায় বিস্তারিত পাবেন
নীলগিরি? হমম, গেছি। আসলেই দারুন জায়গা। নীলাচল'এ গেছিলি?
সংসারে প্রবল বৈরাগ্য!
হো ভাই। সেই টুর এর বিস্তারিত
//cadetcollegeblog.com/prince47/625
এডু স্যার, এই ব্লগ টা প্রথম পাতায় পুরাটা দেখায় কেন? একটু দেখবেন 🙂
হিংসা লাগতেছে 😛 ।
পেটের মধ্যে হিংসা ভুটভাট আওয়াজ দিচ্ছে।
এত্ত ভালো ছবি মোবাইলে তোলা যায়?
দারুণ।
Life is Mad.
আমার খুব মন খারাপ হইসে...আমিও যেতে চাই 🙁
আপনেরা ঘুরেটুরে আসেন...আর এইসব ছবি দেন... :chup: কি রকম বেইনসাফী
তুমিও ঘুরে আসো
আমিও নীলগিরি যাইতে চাই। 🙁 🙁 🙁
ইনশাল্লাহ নেক্সট জানুয়ারীর মধ্যে যাব!
ফটুকগুলা সুন্দর হইসে রবিন। :clap: :clap: :clap:
ওই জানাইস
তোর প্রোফাইল ছবিটা বড় সাইজ দিয়া দিতি। ওইটাও ভালো হইছে। 😉
:khekz: :khekz: :khekz:
=)) =)) =))
ব্যাটা এইটা কি লিখছিস? সর্নমন্দির, বান্দরবন…
স্বর্ণ বানান ঠিক কর!
www.tareqnurulhasan.com
দোস্ত নিচে 'ব' ফলা দিতে পারতেছিলাম না
'স্বর্ণমন্দির' না লিখতে পারলে সোনামন্দির লিখা দে। সোনার নিচে ব'ফলা লাগে না। 😉 😉 😉
এইটা কিন্তু ভালো কইসস।
অফ টপিকঃ এডু স্যার আবার আমারে ব্যান করবো না তো? :-/ :-/
এডু স্যার ঘুমাইতে গেছে। এই ফাঁকে কাম সাইরা ফেল। 😉
😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
রবিন ভাই, ছবিগুলা খুব ভালো লাগছে। :hug:
প্রথম ছবিটা কি আমার শৈশবের নদী ব্রহ্মপুত্রের ?
আহা, কতদিন ঝাঁপ দেই না, পাড়ে বইসা আড্ডা দেই না!
জি ভাই, ইহা সেই নদী
রবিন ভাই ইহা কোন সেট দিয়া তোলা?? 😮
দারুণ সব ছবি :salute:
নকিয়া ন৯৫
আমি ঘুরতে গেলে আমারে এই রকম একটা মোবাইল দিবেন??? 🙁
কিন্না দিতে হইব? :-/ :-/
ছয় নাম্বার ছবিতে ময়মনসিংহ কোনটা? চিনলাম না তো। :grr:
ছবিগুলা ভালৈছে।
সাতেও নাই, পাঁচেও নাই
চার নম্বর মোবাইল ক্যামেরা দিয়া...ক্যাম্নে কী? খুবই সুন্দর হইছে।
সব গুলাই মোবাইল দিয়া তোলা
নাহ একটা ক্যামেরা মোবাইল কিনতেই হবে দেখছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
"অফিসের বারান্দা থেকে, এয়ারপোর্ট রোড..." ছবিটা পাইলাম নাতো।
সবগুলাই সুন্দর। save করে নিছি, যেকোন দিন আমার profile pic হিসেবে দেখতে পারেন। :grr:
:clap: :clap: :)) :))
নামের সাথে "জাস্ট" কখন লাগল 😀 😮 😀 😛 ??
Life is Mad.
জাস্ট দিলাম আর কি :))
রবিন ভিই, দিরুন সিব ছিবি!!! ঝিক্কাস!!! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, শেষ পর্যন্ত ভাই রে ভিই বানাইলি, কি ভাষা আইলো রে...
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
চাকরি ছাইড়া ফুটো খিচার পেশায় চইলা যা। ব্যাপক হইছে :clap: :clap:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পেশা হিসেবে মন্দ হবে না। বেতন-টেতন কেমন জানোস কিছু। 😉 😉 😉
জানলে আমারে জানাইস
টিটো বলেছেন
ক্যাম্নে কি ??
নিজেরটা না বসেরটা ??
খিচা বুঝলাম কিন্তু ফুটো কি ...
ধুর আমি বেকুবই রই গেলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রবিন,
'তোমাকেই খুজছে পর্যটন বাংলাদেশ'
ছবি গুলা ভাল তুলছিস। সাবাস ব্যাটা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইয়েস, খালি একটা চ্যানেল চালু করুক এই ধরনের প্রতিযোগীতা
ব্যাপক সৌন্দর্য্য। :clap: :clap: 🙂