এমন একটা সময় ছিল

এমন একটা সময় ছিল

এমন একটা সময় ছিল – মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা – চাঁদের আলোর ফোয়ারা।
তোমার হাতে এই হাত ছিল – হৃদয়ে গুন্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে – কেন তা ফিরিয়ে দিলে?

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মতো
শুধু তুমি নেই আমার পাশে,
তোমার-আমার পথ আজ চলে গেছে
দূরে কোথাও সীমাহীন অজানায়।

এমন একটা হৃদয় ছিল- সুখগুলো বাস করছিল
সুনিপুন অভিনয় করে তুমি-কেন আজ অচেনা হলে?
এই আমার পাশে তুমি ছিলে-বুক ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া – কেন তুমি অচেনা হলে?

এমন একটা সময় ছিল – মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা – চাঁদের আলোর ফোয়ারা।
তোমার হাতে এই হাত ছিল – হৃদয়ে গুন্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে – কেন তা ফিরিয়ে দিলে?

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মতো
শুধু তুমি নেই আমার পাশে,
তোমার-আমার পথ আজ চলে গেছে
দূরে কোথাও সীমাহীন অজানায়।

কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আশিকুজ্জামান টুলু
শিল্পী-ব্যান্ডঃ আর্ক
এ্যালবামঃ তাজমহল (১৯৯৪)

২,৯৯৮ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “এমন একটা সময় ছিল”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    :boss: :boss:
    দোস্ত তুমি তো বস পাবলিক।
    কিন্তু তুমি এত চুপচাপ থাকো ক্যান?
    তোমার লেখালেখি নিয়ে, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের স্বর্ণযুগ নিয়ে, আমাদের চিরচেনা প্রিয় শিল্পীদের নিয়ে তোমার স্মৃতিগুলো নিয়ে দুচারটা কথা মন্তব্যে, ব্লগে বললে কি হয়?
    এত চুপচাপ থাকাটা কি ভালো হচ্ছে? B-)

    জবাব দিন
  2. মীম (২০০৬-২০১১)

    পুরাই 'বাচপান ইয়াদ দিলা দিয়া' টাইপ একটা গান আমার জন্য। আমার বড় ভাই খুব ফ্যান ছিল আর্ক ব্যান্ড এর। আমার ছোটবেলা কেটেছে এই গানগুলো শুনে.........

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    বাপ্পী ভাই, আরও লিখেন । :boss:


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. Bappy Khan (84-88)

    জানি না চেষ্টার পরেও প্রত্যেক মন্তব্যের জবাব কেন দিতে পারছি না। তাই সবাইকে এখানেই ধন্যবাদ দিচ্ছি। এরপরে প্রকাশিত অন্য গান ইউটিউব লিংক সহ পোষ্ট করবো। নতুন গেজেটে এই সাইট এড করতেই ভুলে গিয়েছিলাম। হা হা হা। ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি একটু অগোছালোই।


    Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan

    জবাব দিন

মওন্তব্য করুন : bappy khan

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।