প্রত্যহ এইরূপ দুপুরবেলা, আমাদের পাড়ার জানলা দিয়ে, ঝাঁক ঝাঁক কিশোরীরা ফান্টা খেতে খেতে এগিয়ে যায়।।
আমাদের পাড়ার জানলায় আকাশী পর্দা ওড়ে রোজ। মুশকিল এই যে- , আকাশ যেদিন মেঘে মেঘে গুরুগম্ভীর কালো থাকে-; তবু ঐ সব আচানক জানলায়
ওই আকাশী পর্দাই ওড়ে।।
প্রত্যহ এইরূপ আমরা কয়েকফালি কিশোর আকাশের জানলা দিয়ে উঁকি দেই।
আর কিশোরীদের ঘুম স্বপ্নে রোলকল ডাকবো বলে, আমরা ফান্টা বেঁচি।
——–
০৬/০১/০৯
এইটা সামনের পাতায় আসলো ক্যামনে?
নিজের পাতায় পাবলিশ করতে চাই।
এডু ভাই, হেল্প।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
পইড়া ফেলছি। আপনি অনেক দুষ্টু :grr: :grr:
ফান্টা এখন আর পাওয়া যায় না ক্যান?
আমার এখন খুব ফান্টা খাইতে ইচ্ছা করতেছে।
তারেক ভাই, কবিতাটা সুন্দর লাগল। ফান্টা খেতে ইচ্ছা করছে যে! 🙂
আহারে ছুডু বেলায় ফান্টা ঠিকঠাক মতো বেচলে আজকে কতই না সুখে থাকতাম 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
বস, আপনার চেয়ে তো আপনার বউ বেশি ভাল লেখে 😀 , ওনারে কি এই খানে আনা যায় না ??
আমার বউএর লগে খাতির করতে চাও, ঘটনা কী? x-(
আমার কিন্তু কোন শালী-টালী নাই। ( তোমার বয়সী )
www.tareqnurulhasan.com
www.boidweep.com
না বস, আমি বাংলাদেশি মাইয়া বিয়া করমু না... ১০০% ডিটারমাইন্ড... আর আমি আসলেই ওনার লেখার ফ্যান ... সামু, সচল, প্রজাপতি, আর আপনার ব্লগ এর সব লেখাই আমার পড়া ...
আরে! তারেকের এই কবিতা মিস করলাম কেমনে???
দারুণ..দারুণ..
ওই ফান্টা বেচা পাব্লিক, তুমি থাক কই?
এইটা আমার মিস হইল ক্যামনে?
পয়লা পাতায় আসে নাই ক্যান এইটা? মকরামো না? পাংগা তো দেই না অনেকদিন, পানি জমছে । x-( 😡
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
বাসা বদলাইলাম, নেট ছিলো না অনেকদিন।
আর এইসব লেখা নিয়া বড়ই শরমিন্দা থাকি, তাই প্রথম পাতায় দেই না। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
বাই লেগাডা বালা লাগিচ্চে