টন খানি ডাল কিনে গাল খেত ডালটন
বৌ ঝাড়ি দিলে যেত চলে নয়া পল্টন।
এডিসন রেডিসনে খেত রোজ ব্রেকফাস্ট
লুচি, ডাল ভাজি ভুলে নিত জ্যুস, কেক ফার্স্ট।
আসি আসি করে শেষে আসেনিতো আসিমভ
বেড়ে রাখা খাসি ভুনা হয়ে গেছে বাসি সব।
মার্কোনী নাকি চারকোণী হয়ে রাতদিন
হেঁটে শেষে ঘরে এসে কেশে বলে, “ভাত দিন। ”
ম্যাক্স প্ল্যাংক নাকি ব্ল্যাংক চেকে করে ছিল সই
ক্যাবে করে এসে RAB বলে,” ব্যাটা গেল কই?”
হকিংয়ের রকিংয়েতে হলো শখ বক্সিং
খেলে জয়ী হতে হবে ম্যাচ করে ফিক্সিং।
আজকাল নাকি রং ভুলে গেছে প্যাস্কেল
RGB দেখে বলে, “আরে এটা গ্রে স্কেল।”
স্কচ টেপে ফুটো পেলে খেপে যেত কেপলার
পিন তার ছিল নাকো ,ছিলো শুধু স্টেপলার।
হিউমারে বড় কাঁচা ছিল ভন নিউম্যান
জোক শুনে হিন্দীতে ক’তো “এয়সা কিউ, ম্যান?”
গেমিং এর বড় নেশা ধরেছিল ফ্লেমিংয়ের
তারও আগে গীটারেতে টুং টাং জ্যামিংয়ের।
বিজ্ঞানে ছিল ভাল মহামতি ল্যাপ্লাস
ব্যাটা শুধু বাংলাতে পেলো নাকো এ প্লাস।
( ভাগ্যিস এ ছড়াটা দেখেনিতো তারা কেউ
কে জানে কে পড়ে তবে ঠিকই যেত মারা কেউ। 😛 )
বাপ্রে বাপ। সিরম সিরম। 😀
কিরম? 😛
সাতেও নাই, পাঁচেও নাই
Simply A+
:clap:
ধন্যবাদ, আলম ভাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
হেভভি হইছে। পুরা ঠাক ঠুক ছড়া। পইড়া যেমুন আরাম, তেরুম মজা।
মোর ভাষায় সিরুম... সিরুম... :hatsoff: :hatsoff:
:hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
ভাল্লাগছে।
শুকরিয়া :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ
দুর্দান্ত আর মজারু হয়েছে
:clap: :clap: :clap: :clap: :clap:
অফটপিক:
বাবা মা খুব করে অর্থের খরচা
তোমাকে করিয়েছেন বিজ্ঞানের চর্চা
এই জ্ঞান দেখে আবার না যান মূর্ছা 😀 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মূর্ছা যানও যদি তবু গুড লাক তার
টিটো ভাই আছে না? সে ডেকে দেবে ডাক্তার :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
হুম........
তাই বলছি না আর মিছে
জিহাদ তুমি চালিয়ে যাও
.......আমরা আছি পিছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অনেকদিন পরে ফাঁকিবাজ এই ছড়াকারের ছড়া পাওয়া গেল। মজা লেগেছে
মিয়া আপনেও তো ফাকিবাজ হয়ে গেছেন। প্রত্যেক লিপ ইয়ারে একটা করে পোস্ট দেন :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
বিজ্ঞানীদের নিয়ে
মশকরা করে কে?
ডাল্টণের ভুত এসে
ঘাড় দেবে মটকে।
মার্কনী দেবে কনি
হকিংয়ের বক্সিং,
সাবধানে থেকো ভাই
করে ফেলো ফিক্সিং....... 😛 😛 😛
জিহাদ তুমি বস।
ওয়ে কনক ভাই, এইসব কি কন।
লিজ্জা পিলাম :shy:
সাতেও নাই, পাঁচেও নাই
ওই জিহাদ, চরম হইছে
পইড়া সবে মজা লইছে
বিজ্ঞানী দেখি সব খাইতে বইছে
মেন্যু এইগুলা! তরে কইছে !!
সংসারে প্রবল বৈরাগ্য!
বিজ্ঞানীদের ওয়েটার
গায়ে তার সোয়েটার
মেন্যু নিয়ে কাব্য লিখে
হয়ে যায় পয়েটার( 😕 )
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz: :gulti: :gulti: =))
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইনা পড়েই বলছে আমায়
বিজ্ঞানীদের দারোয়ান
এমন মেন্যু আরো আন! ( 😛 )
সাতেও নাই, পাঁচেও নাই
:clap: :clap: :clap: :clap: এপ্রেসিয়েট না করে পারলাম না। যাই হোক
দারোয়ান কে চিনতে হলে
কাব্যের ঘোর ছাড়ো
অর্ডার মত সাপ্লাই নিয়ে
আরো আগে বাড়ো
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
ভাই আমি কিন্তু ছড়া কইতে পারি না সুরি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ছড়াটা খুব মজার হইছে... :-B
সিরাম... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
ক্যাডেট কলেজে বানিজ্যিক নাই, তাই মানবিক পাইলেও বানিজ্যিক পাবিনা মনেলয় 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
বরাবরের মত এবারের ছড়ার পরীক্ষায়ও ক্যাডেট কলেজের বানিজ্যের ছেলেরা আশানরূপ ফল করতে পারেনি 😀 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
কেমন বানাও এইসব তুমি, কই থেকে কি মিলাই ফেললা 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস
মিলানের পর ফেলতে হয় না। এম্নেই পইরা যায়। 😀 😀 😀
কিছু কইলাম না, একটা ছড়া দিলাম শুধু
৯৯% ভেজাল বৈজ্ঞানিক ছড়া
আমিও কিছু কৈনাই।
খালি গিয়ে পড়ে আসছি 😛
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ সিরাম একটা লেখা :thumbup:
B-)
সাতেও নাই, পাঁচেও নাই
অয়ে হয়ে মামা.........মুই মানবিক... 😛 😛 😛
তাই কিছু কইবাম না... 😕 😕 😕
তয় মাস্ফ্যু ভাই ভালা কইতে পারবো 😉 😉 😉
মাস্ফ্যু দা রে তো ইদানীং দেখিনা। হ্যায় গেল কৈ 😕
সাতেও নাই, পাঁচেও নাই
মজার তো! 🙂
তাই নাকি? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
ওরে নারে না... পুরাগুল্লি।
দেখি আমিও একটা লেখি।
ইঞ্জিনিয়ারের মেয়ে সায়মা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে সায়মা বটা দিয়েছে। 😀 😀 😀 😀
ছড়া হয় নাই এইডা, প্যারোডি হইছে বেকুব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইটাতো আমি। 😀
জিহাদ আমারে নিয়া আরো ছড়া লিখো। :-B
তৌফিক A.K.A ফ্লেমিং
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চালু হইছে কিন্তু জিহাদ।
ফাটাফাটি।
তুমুল করতালি হচ্ছে... :clap:
সৈয়দ সাফী
ওরে রে ....সব দেখি কবি হইয়া গেল রে :party:
:hatsoff: :hatsoff: