ভয়াবহ ভদ্রলোক
—————— ডঃ রমিত আজাদ
ময়লার স্তুপ থেকে উঠে এলেন তিনি,
স্যুট-কোট পড়া এক ভয়াবহ ভদ্রলোক।
একসময় তিনি লোকালে হাইজ্যাক করতেন,
শিক্ষাঙ্গনে দৌড়-ঝাপ দিতেন, বই হাতে নয়,
ছুরি-চাকু অথবা আরো মারাত্মক কিছু নিয়ে,
আজ তিনি স্যুট পড়েন,
জমকালো টাই বেধেছেন,
তবে চোখের ক্রঢ়তা, এখনো আগের মতই আছে,
মুখের উচ্চারণটাও অনেক ঘষামাজা করেও
তার জুতার মত চকচকে করতে পারেননি।
![Bhalobasa joto boro.flv_snapshot_04.40_[2012.10.06_16.58.30]](http://www.cadetcollegeblog.com/wp-content/uploads/2012/10/Bhalobasa-joto-boro.flv_snapshot_04.40_2012.10.06_16.58.30-300x225.jpg)

