না, কালকে বাংলাদেশে ঈদ না। তবে বিশ্বের অনেক জায়গাতেই ঈদ। বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেকেই ফেসবুক, এসএমএস এ ঈদ মোবারক জানানো শুরু করে দিয়েছে। আমিও এর দ্বারা অনুপ্রানিত হয়ে ঈদ মোবারক জানানো শুরু করেছি, সিসিবিতেও এবারের কোরবানীর প্রথম ঈদ শুভেচ্ছা দেবার লোভটা সামলাতে পারলাম না।
ঈদ মোবারক!
গত তিন সপ্তাহ যাবত ছুটি কাটাচ্ছি। এ সময়ে একচুয়াল জীবন নিয়ে অতীব ব্যস্ত, ভার্চুয়াল জগতে দেয়ার মত সময় নাই।
বিস্তারিত»


