আমাদের বাসার সামনে উপজেলা অফিস।প্রতি বছর সেখানে কৃষিমেলা নামক কিছু একটা ব্যাপার হয়।খুব ছোটবেলা স্থানীয় এক কলেজ অধ্যাপক তার পিএইচডি এর জন্য যোগার করা ক্যাকটাস দিয়ে একটা স্টল দিয়েছিলেন।তখন খুব ভাল লেগেছিল।প্রায়ই মনে পড়ত সে স্মৃতি ।মিশনে আসার বছরখানেক আগে হঠাৎ করে মাথায় পোকা ঢুকল ক্যাকটাস কালেকশন করার। কারণ দেখতে সুন্দর,যত্ন খুব বেশি করা লাগেনা।মাথায় চিন্তা আসা মাত্রই কাজে নেমে পড়লাম।তবে যোগার করতে গিয়ে টের পেলাম ব্যাপারটা অত সহজ না।কারণ সব নার্সারিতেই কিছু কমন প্রজাতির বাইরে কিছু পাওয়া যায় না। তাই কাছের মানুষদের জ্বালানো শুরু করলাম।অনেকের অবদান আর অনেক কাঠখড় পুড়িয়ে মোটামুটি হাফ সেঞ্চুরি করে ফেলেছি।সবগুলা আমার রুমে থাকে,অসম্ভব সুন্দর একেকটা।তবে আমার বিচ্ছু জুনিয়র গুলা এই ক্যাকটাস নিয়া আমাকে পচানর ট্রাই দেয়।এই গুলা নাকি আমার …………………ইয়ে মানে বেটার হাফ।
১৯ টি মন্তব্য : “এরা আমার সম্পত্তি নয়,সম্পদ-১(আমার ক্যাকটাস কালেকশন)”
মন্তব্য করুন
:boss: :boss:
Life is Mad.
সায়েদ ভাই,সিনিয়র প্রসংসা করলে কেমন জানি আনইজি লাগে।আমি আবার "সিনিয়র বলে **র ভাই,আমার খুশির সীমা নাই" কথাটা বিশ্বাস করি কিনা...... 😀
(তবে অফ টপিক হইল...............এইগুলা আমার অর্ধেক মাত্র,বাকিগুলা আগামী খন্ডে প্রকাশ্য।তবে আফ্রিকান নেটের পাল্লায় পইড়া ডাউট লাগতেছে বাকি গুলা আর আপলোড করা হবে কিনা।এই নেট স্পীডে ছবি আপলোড করার চেয়ে আসল ক্যাকটাস যোগার করা মনে হয় অনেক সোজা।)
আফ্রিকান নেট ~x( জঘন্য
আর কাঁটাওয়ালা বেটার হাফ :-/ খারাপ না
আপনার কালেকশন নিয়ে জাইতে ইচ্ছা করতেসে 🙁
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
কোন অসুবিদা নাই,যখন ইচ্ছা ছবি উঠায়ে লইয়া যাও 😀
x-( আসছে আমার! সেলেব্রিটি গাছ! B-)
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
হাহাহাহাহা।ভাল বলছ-তবে একটা কলেজের কিন্তু নিক নেম "গাছ"।তাদের কেউ কেউ আসলেই সেলিব্রেটি থাকতে পারেন...।।
জানি, সেই কলেজের বাসের রঙ ও সবুজ 😀 জাস্ট লাইক এ গাছ 😛 নো অফেন্স
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
বাসের রঙ সবুজ কিনা মনে নাই।
রাকিব,পালন কর...
মামদ,দূরে গিয়া মর............ডিজিএম।
:brick:
তুই KAM,কাছে আইসা মর
তুই গানা গিয়া মর GGM.
:khekz:
MGM ম্যান সিস্টার গিয়ে মর :)) :)) :))
থাক তুই বাইচ্চা,মইরা গেলে তো পইচা গন্ধ ছুটাবি :goragori:
বাহ! আমার মায়েরও ক্যাকটাসের শখ। আমার এত ধৈর্য্য নাই। তবে দেখতে ভাল লাগে। 😛
আন্টীকে সালাম।আমার ও ধৈর্য নাই বলেই ক্যাকটাস নিয়া পড়ে আছি।তেমন কোন যত্ন নেয়া লাগেনা।শুধু কিনে ফেলে রাখলেই হয়। 🙂
তোর আর্টিক্যালের ক্যাপশনটা ভাল হয়েছেঃ এরা আমার সম্পত্তি নয়,সম্পদ-১
অনেকটা এই রকমঃ এরা আমার :just: ফ্রেন্ড না,হৈমন্তী ..
দোস্ত ঘটনা সইত্য......। 😀 😛
আমার ক্যাকটাস গুলো সব আজিবভাবে পচে মারা যাচ্ছে। এই থেকে কি করে রক্ষা পাবো????