সবচে অবাক হয়েছি ক্যাকটাসের ফুল দেখে।অধিকাংশ ক্যাকটাসের ফুল হয় এবং সে ফুল অনেক দিন থাকে!!!সপ্তাহে একবার অল্প করে পানি দিলেই চলে।আলাদা করে আর কোন যত্ন নেয়া লাগেনা।চাকরির কিছু চক্করে গত বছরের শুরু থেকেই দৌড়ের উপর আছি।তাই ক্যাকটাস কালেকশন কার্যক্রম খানিকটা থমকে আছে।ইচ্ছা আছে দেশে ফিরে নতুন উদ্যমে শুরু করার।
আসলেই অনেক সুন্দর :O আমার ৫ টা আছে... আমিও দেশে গিয়ে শুরু করব ^_^
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
তুমি শুরু কর-আমিও দেশে ফিরে নতুন উদ্যমে শুরু করব।আমার কালেকশনের বাইরে কিছু পেলে জানিও।
দোস্ত,একটা ক্যাকটাস খেয়ে দেখা না...
মাহমুদ মুড়ি খা। :gulli2:
কাঁটা গুলি ফেলে দিয়ে,বেশি করে ঝাল মসল্লা দিয়ে,কেশনাট আর চীনাবাদাম দিয়ে মিক্স করে খেয়ে ফেল্ ...
দোস্ত,আমি কন্টিনজেন্টের সাথে আছি।তোর মত খাওনের কষ্ট নাই। :goragori:
পূর্ণিমা চাঁদ আমার কাছে ঝলসানো রুটি মনে হয়না......। :khekz: