বন্যর এই পোস্টখানা পড়ে আমি এই পোস্ট লিখতে বসছি। আমার জন্ম ১৯৮৭ সালের অক্টোবরে এবং আমার একজন বড় ভাই আছে যার জন্ম ১৯৮৪ সালের ডিসেম্বরে। আমাদের দুইজনেরই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমাদের একটা ছোট বোন থাকবে। কামরুলতপু ভাইয়ের মত জীবনে অসংখ্য কাজলাদিদি হয়ত পাইনি, কিন্তু আমারও পাতানো বোনের সংখ্যা কম ছিল না। কিন্তু কেন যেন বোনের অভাব পূরণ হচ্ছিল না।
আমি তখন কলেজে পড়ি।
বিস্তারিত»