আমার স্বার্থপরতা পোস্টে তৌফিক ভাই বলেছেন যে আমি কীভাবে অলসতা ও স্বার্থপরতা ছাড়লাম তার উদাহরণ দেখতে চেয়েছেন। তাই এই পোস্টের অবতারণা করলাম।
আমরা যারা লন্ডন বিশ্বদ্যালয়ের এক্সটার্নাল ছাত্র তাদের প্রধান লক্ষ্য থাকে যে তারা একজন ব্যারিস্টার হবে। আমারও তাই ইচ্ছা। ইংল্যান্ডে মাত্র ৭টি প্রতিষ্ঠান BVC(BAR VOCATIONAL COURSE) করায়। এই ৭টি প্রতিষ্ঠানে সিট আছে ২০০০, আর আবেদন করে ২০ থেকে ২৫ হাজার ছাত্র। এই কোর্সে চান্স পেতে হলে ভালো রেজাল্ট থাকাই যথেষ্ট নয়, ভালো রেজাল্টের সাথে সাথে আবেদন পত্র খুবই ভালো ভাবে পূরণ করতে হয়। নাইলে চান্স পাওয়া অসম্ভব প্রায় হয়ে পরে। আমার ফর্ম(আবেদন পত্র) জমা দেওয়ার আগে সেটাকে সম্পূর্ণ সঠিক এবং ফর্মাল(এই শব্দের বাংলা কি?) ইংরেজিতে লিখে স্যারদের অথবা অভিজ্ঞ সিনিয়রদের দিয়ে চেক করিয়ে নিতে হয়। যদি কেউ চেক না করাতে চায় তবে কয়েকজন বন্ধু একসাথে বসে নিজেরাই নিজেদেরটা ঘষামাজা করে ঠিক করে নেয়া বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক এত বড় ভূমিকার অবতারণা করলাম এই বোঝাতে যে আমি এই ফর্ম পূরণ করা নিয়েই ব্যস্ত ছিলাম। এই সময়টায় এতটা স্বার্থপর হয়ে গিয়েছিলাম যে আমার অনেক প্রিয় বন্ধুরা সময় চেয়ে আমার কাছ থেকে সময় পায় নি। সিসিবিকে সময় দেওয়ার চেয়ে আমি ফর্ম পূরণের পেছনে সময় দেয়াকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছি।
কিছুদিন পর ব্যস্ততা শেষ হল আর আমি ভাবলাম যে একটু আরাম করি। তখন আমার অলসতা শুরু হল। এই অলসতা করতে করতে আমি পড়াশোনার কথাও ভুলে গেলাম। সিসিবিতে লগ ইন না করে সারাদিন পোস্টগুলা পড়েছি, কিন্তু কমেন্ট করতে বা পোস্ট করতে ইচ্ছা করে নি। বেশ কয়েকদিন চলে যায় এভাবে কিন্তু আমার অলসতা হতে উত্তরণ হয় না। এখন মনে হয় অলসতা কাটিয়ে উঠতে পারছি, কিন্তু সমস্যা হল আমি মনে হয় আবার ব্যস্ত হয়ে পরব। কি জানি, আমার সমস্যা কি। আমার গল্পটা আমি কমেন্টেও দিতে পারতাম। কিন্তু রাজশাহীর পোস্টের যা অবস্থা, তাতে লজ্জা লাগে। তাই আর একটা ফাও পোস্ট দিয়ে দিলাম।
Disclaimer: অনেকের জন্য অপ্রয়োজনীয় কিছু তথ্য দেয়ার কারণে দুঃখিত। এই সকল তথ্যের মাধ্যমে লেখক কোন পরামর্শ বা উপদেশ দেয়ার প্রত্যয় ব্যক্ত করে নি।
কি কপাল...টানা ফার্ষ্ট হইতেসি... 😀 😀
২য়... 😀 :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বোরন্জ.........
মূল কথা ঘুরাইয়া-ফিরাইয়া দুই পোস্টে দেওয়ায় লেখক শার্লীর ব্যান চাই। B-) B-)
তানভির ভাই খালি আমার ব্যাঞ্চায় :(( :((
3rd
রবিন ভাই, আপনি ৩য় হইতে পারেন নাই।
x-( x-( x-( x-(
~x( ~x( ~x( ~x(
😡 😡 😡 😡
:chup: :chup: :chup: :chup:
ওই তোর কি হইছে। আমি কি করছি?
রেজওয়ান,
রবিন্সমাইল রোগের কথা শুনছিলাম...
তোমার কি রবিন্ম্যাড রোগ ধরসে? :-/
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
রবিন্ম্যাড, রবিন্সমাইল আর রবিনহুড এরা কি ৩ ভাই?
নাকি এইগুলি আমাদের রবিনেরই বিভিন্ন ছদ্মনাম? ঝাতি জানতে চায়। 😀
চলেন আমরা এট্টু ফেসবুকের ফ্যান ক্লাব ঘুইরা দেখি... 😛 😛 😛
যদি রহস্য উন্মোচন হয় :)) :)) :))
:thumbup: :thumbup: :thumbup:
Life is Mad.
সায়েদ ভাই আমারে থাম্বস আপ দিসে ওয়ে ওয়ে :awesome: :awesome: :awesome: :tuski: :tuski: :tuski: :tuski:
আমিও মিউজিক ছাইড়া একটু ওয়ে ওয়ে কইরা লই...
:awesome: :awesome: :awesome:
:awesome: :awesome: :awesome:
আরে! এইটাতো আমাদের ছোটবেলার গান... :awesome:
টিভিতে এই অ্যাডটার আওয়াজ শুনলেই মিতা নূরকে দেখার জন্য উইট্যা-পুইট্যা দৌড় দিতাম...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আফায় ঝালর লাগায়া চাকা চাকা ভুম ভুম কইয়া যা এক খান বেরেক ড্যান্স মারতো একটা দাড়োয়ানি টর্চ লাইট নিয়া 😡 😡 উফফফ, সেইরকম 😉 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :)) :)) :))
:khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
:khekz: :khekz:
সবচেয়ে জটিল কবিতার থিম মাথায় আসত পরীক্ষার আগের দিন রাতে। একবার তো পরীক্ষার হলেই দুর্দান্ত একটা প্লট মাথায় আসল। পরীক্ষার পর ছুটি শুরু হওয়ার পর প্লটের কথা আর মনেই ছিল না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই আমার পরীক্ষার সময় অনেক কিছুই মাথায় আসে। একই ঘটনা।
শিরোনামেই আমার নাম!!
কথা রাখার জন্য ধন্যবাদ শার্লী।
ব্যারিস্টার শার্লীর জন্য আগাম অভিনন্দন।
তৌফিক ভাই, এখনও ব্যারিস্টার হইবার পারি নাইক্কা। দোয়া রাইখেন।
:thumbup: :thumbup:
ব্যারিস্টার শার্লীর জন্য আগাম অভিনন্দন।
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আইন - ব্যারিস্টার ইত্যাদি দেখলেই আমার টুশকি ৯ এর ৭ নম্বর গল্পটা মনে পড়ে যায় :khekz: :khekz: :khekz: :khekz: 😉 😉 ।
Life is Mad.
সায়েদ ভাই, আবার গল্পটা মনে করাইয়া দিলেন 😛
ধন্যবাদ কাইয়ুম ভাই। 🙂
এপ্লিকেশন গ্রান্টেড হইলে আরেকখান পোস্ট দিস। সুসংবাদের অপেক্ষায় রইলাম। 🙂
অবশ্যই দেব। শুভকামনার জন্য ধন্যবাদ(মন থেকে, ভান করতাছি না)।
শার্লি তোর কাজ ঠিকমত হইসিল কিনা তা তো জানাইলি না।কোন ঝামেলা হয়নাই তো পরে?
সরি ভাই। কাজ হইছিল ঠিকমত। আমি মনে করছি আপনি জানেন। এখন ৩রা মার্চের অপেক্ষায়।
এখনো পিসিসি'র সামনে আছো। খুব রিস্কি কিন্তু। তাড়াতাড়ি সরো। 😉
পিসিসির সামনে আছে তো 'বিজ্ঞান'... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শার্লী, শুভ কামনা... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইউরো ট্রিপের ডায়লগটা মনে পইরা গ্যাল..
:grr: :grr: :grr:
শার্লী ভাল থাকিস... 😉 %0
ধন্যবাদ ভাই