স্বার্থপরতা

শিরোনাম দেখে মনে করার অবকাশ থাকতে পারে, কিন্তু আসলে এটি কোন গল্প নয়। আমি যে কি লিখতে বসেছি তা নিজেও জানি না(মিথ্যা কথা, আমি জানি)। সিসিবিতে যোগদানের পর ভেবেছিলাম যে অনেক লিখব। সময় গড়াল, দিন গেলো, মাস গেলো, কিন্তু আমার পোস্টের সংখ্যা আর বাড়ল না। আমার চেয়ে অনেক কর্মব্যস্ত, দায়িত্ব পালনকারী মানুষদের দেখি তারা নিয়মিত লেখা দিয়ে যাচ্ছেন, আর আমি ব্যস্ততার অজুহাতে কিছুই লিখছি না। আমি লিখতে পারি না, কিন্তু তাই বলে লিখতে চাই না সেটা নয়। আমি লিখতে চাই এবং আমি যে লিখতে পারি না, এ নিয়ে আমার কোন লজ্জাও নাই। অথচ আমি লিখি না। কেন? আমার নিজের কাছে নিজের প্রশ্ন।

নিজেকে আমি কোন জবাব দিতে পারি নি। আমি কি সত্যিই ব্যস্ত ছিলাম? একটু হয়ত ছিলাম কিন্তু আমার চেয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন এমন ভাইয়েরাও লিখেন। আমি কেন লিখি না। আমি কি অলস? হতে পার। সাধারণ ক্যাডেটিয় গুণাবলী হিসেবে আমি অলসতাটুকু পেয়েছি। কিন্তু তাহলে যারা লেখেন তারাওতো ক্যাডেট, তার মানে তারাও অলস। তারা কি করে লেখেন? জানি না।

আমি কি সিসিবিকে ভালবাসি না? একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। আমার বাসায় একটা কম্পিউটার যেটা আমি আর আমার বড় ভাই ব্যবহার করি। মধ্যে ২ দিন সিসিবিতে বসতে পারি নি বলে টানা ২০ ঘণ্টা সিসিবিতে বসে পোস্ট পড়েছি(লগ ইন না করে)। এর কারণে আমার ভাই আমার উপর প্রচণ্ড রাগ করে এবং আমার ও সিসিবির কিঞ্চিত মুণ্ডপাত করে। যাই হোক, তার মানে দাঁড়াল আমি সিসিবিকে ভালবাসি। তাহলে সমস্যা কোথায়?

একটা কারণ হতে পারে। আমি ছোটবেলা থেকেই পড়তে খুব পছন্দ করি। তাই হয়তো আমি কমেন্টও খুব বেশি করি না, আর পোস্টও দেই না। আমি যা লিখতে চাই তা লিখতে পারি না কেন? :(( শিরোনাম লেখার সময় ঠিক করেছিলাম যে আমি স্বার্থপরতা বিষয়ক একটি প্রবন্ধ লিখবো। এইটা কি লিখলাম? 😮

৩,১৩০ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “স্বার্থপরতা”

    • জুনায়েদ কবীর (৯৫-০১)

      বিলাডি বন্য... x-(
      তুই মাঝে কই ছিলি??? 😮
      আবার ইদানিং দেখি লগ ইন করস...কিন্তু কোন কমেন্ট নাই...পোস্ট নাই... :-B
      ভাব বাড়ছে, না??? 😡

      এমন পাংগান পাংগামু যে যাবতীয় ভাব তোর শরীরের সম্ভাব্য সব জায়গা দিয়া বের হইব... :grr:


      ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

      জবাব দিন
  1. বন্য (৯৯-০৫)

    আরে জুনায়েদ ভাই!!… x-(
    আপনে নাকি মাঝখানে খালি সিসিবিতে পইরা থাক্তেন??? 😮
    আবার ইদানিং দেখি সারাদিন লগ ইন …খালি কমেন্ট আর পোষ্ট … :-B
    ভাব বাড়ছে, না??? 😡

    খাড়ান,আপ্নারে এমন জ্বালান জ্বালামু যে সব ভাব শরীরের সম্ভাব্য সব জায়গা দিয়া ভিত্রে ঢুইকা যাইব :grr:

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    ..............................................শার্লী
    বহুদিন পর মোটে একখান লেখা ছাড়লি x-( ~x(
    ........................................বণ্য
    আবার তোকে পেয়ে সিসিবি ধণ্য :guitar: :guitar:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।