শিরোনাম দেখে মনে করার অবকাশ থাকতে পারে, কিন্তু আসলে এটি কোন গল্প নয়। আমি যে কি লিখতে বসেছি তা নিজেও জানি না(মিথ্যা কথা, আমি জানি)। সিসিবিতে যোগদানের পর ভেবেছিলাম যে অনেক লিখব। সময় গড়াল, দিন গেলো, মাস গেলো, কিন্তু আমার পোস্টের সংখ্যা আর বাড়ল না। আমার চেয়ে অনেক কর্মব্যস্ত, দায়িত্ব পালনকারী মানুষদের দেখি তারা নিয়মিত লেখা দিয়ে যাচ্ছেন, আর আমি ব্যস্ততার অজুহাতে কিছুই লিখছি না। আমি লিখতে পারি না, কিন্তু তাই বলে লিখতে চাই না সেটা নয়। আমি লিখতে চাই এবং আমি যে লিখতে পারি না, এ নিয়ে আমার কোন লজ্জাও নাই। অথচ আমি লিখি না। কেন? আমার নিজের কাছে নিজের প্রশ্ন।
নিজেকে আমি কোন জবাব দিতে পারি নি। আমি কি সত্যিই ব্যস্ত ছিলাম? একটু হয়ত ছিলাম কিন্তু আমার চেয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন এমন ভাইয়েরাও লিখেন। আমি কেন লিখি না। আমি কি অলস? হতে পার। সাধারণ ক্যাডেটিয় গুণাবলী হিসেবে আমি অলসতাটুকু পেয়েছি। কিন্তু তাহলে যারা লেখেন তারাওতো ক্যাডেট, তার মানে তারাও অলস। তারা কি করে লেখেন? জানি না।
আমি কি সিসিবিকে ভালবাসি না? একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। আমার বাসায় একটা কম্পিউটার যেটা আমি আর আমার বড় ভাই ব্যবহার করি। মধ্যে ২ দিন সিসিবিতে বসতে পারি নি বলে টানা ২০ ঘণ্টা সিসিবিতে বসে পোস্ট পড়েছি(লগ ইন না করে)। এর কারণে আমার ভাই আমার উপর প্রচণ্ড রাগ করে এবং আমার ও সিসিবির কিঞ্চিত মুণ্ডপাত করে। যাই হোক, তার মানে দাঁড়াল আমি সিসিবিকে ভালবাসি। তাহলে সমস্যা কোথায়?
একটা কারণ হতে পারে। আমি ছোটবেলা থেকেই পড়তে খুব পছন্দ করি। তাই হয়তো আমি কমেন্টও খুব বেশি করি না, আর পোস্টও দেই না। আমি যা লিখতে চাই তা লিখতে পারি না কেন? :(( শিরোনাম লেখার সময় ঠিক করেছিলাম যে আমি স্বার্থপরতা বিষয়ক একটি প্রবন্ধ লিখবো। এইটা কি লিখলাম? 😮
ফাষ্টো... 😀
বিলাডি বন্য... x-(
তুই মাঝে কই ছিলি??? 😮
আবার ইদানিং দেখি লগ ইন করস...কিন্তু কোন কমেন্ট নাই...পোস্ট নাই... :-B
ভাব বাড়ছে, না??? 😡
এমন পাংগান পাংগামু যে যাবতীয় ভাব তোর শরীরের সম্ভাব্য সব জায়গা দিয়া বের হইব... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
2nd
সিসিবির মুন্ডুপাত করায় শার্লীর ভাইয়ের ব্যাঞ্চাই... :grr: :grr:
আরে বন্য ফুয়াদ, তুই আছিলি কই? আমার ভাইরে ব্যান কইরা দিলাম যা।
ভ্যান চা... কামে দিবো...... :awesome: :awesome: :awesome:
আরে জুনায়েদ ভাই!!… x-(
আপনে নাকি মাঝখানে খালি সিসিবিতে পইরা থাক্তেন??? 😮
আবার ইদানিং দেখি সারাদিন লগ ইন …খালি কমেন্ট আর পোষ্ট … :-B
ভাব বাড়ছে, না??? 😡
খাড়ান,আপ্নারে এমন জ্বালান জ্বালামু যে সব ভাব শরীরের সম্ভাব্য সব জায়গা দিয়া ভিত্রে ঢুইকা যাইব :grr:
আজাইরা কথা-বার্তা বলার জন্য এবং গুরুতর অভিযোগ পাশ কাটানোর ব্যর্থ চেষ্টা করার জন্য তোর ব্যান চাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব্যান কি?? :dreamy:
আমিও ব্যান হপো.. :(( :((
বুঝছি, তোগো দুইটার বডির সব সিভিল ওয়াটার ডিসপোজ করার টাইম আইছে :grr: :grr: :grr: খালি একবার সিসিবি থেইকা লগআউট করবার অপ-টেরাই মাইরা দেখ 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
হ হ আমিও খেয়াল করসি,জুনায়েদ ভাইর বডিতে প্রচুর সিভিল পানি!!
কপিরাইট:খনার বচন(মিস খনা কর্তৃক সংগৃহীত)
বন্য, অনেকদিন পর ব্লগে তোমাকে দেখলাম। ব্যস্ত নাকি খুব?
একটা ব্যক্তিগত প্রশ্ন করি। তোমার প্রোফাইল দেখতে গিয়ে পেলাম তুমি কুমিল্লার, এবং অবস্থান কাল দিয়েছ ৯৯-০৬ অর্থাৎ ৭ বছর। এটা কিভাবে সম্ভব? ভুলে লিখেছ নাকি?
:khekz: :khekz: :khekz: রেলিগেট ক্যাডেট :khekz: :khekz: :khekz:
আরে!!সত্যিই তো!!
আমি মনে হয় ব্লগীয় ষড়যন্ত্রের শিকার.. x-(
আমি ৯৯-০৫ ব্যাচের সোনার ছেলে ভাইয়া... 😀
আর,
খুব খুব খুবই ব্যাক্তিগত এক্টা প্রশ্ন করায় রহমান ভাইয়েরও ব্যাঞ্চাই... :grr:
ক্যাডেটরাও রেলিগেট হয় নাকি? 😮 😮
ক্যান মনে নাই......ইন দা ইয়ার ১৯৯৯ তুমি যখন...থাউক সবার সামনে কইলাম না...।পরে কানে কানে কমু নে 😛 😛 😛 😛 😛
হ মনে পরছে, ইন দা ইয়ার অফ ২০০৫ তুই যখন...................বুঝছস?
শিরোনামের সাথে লেখার কোন মিল না থাকায় শার্লীর ব্যাঞ্চাই।
শার্লী, অনেকদিন পর লেখা দিলা। ক্যারি অন ব্রো। :thumbup: :thumbup:
বন্য ফুয়াদ, ওয়েলকাম। :hug:
ভাই ব্যাঞ্চাইলেও লাভ নাই। আমি যামু না :grr: । আর হ্যা লেখা অনেকদিন পর দিলাম। এইজন্য দুঃখিত।
..............................................শার্লী
বহুদিন পর মোটে একখান লেখা ছাড়লি x-( ~x(
........................................বণ্য
আবার তোকে পেয়ে সিসিবি ধণ্য :guitar: :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরো ছারুম ভাই। দোয়া কইরেন।
ছাইড়া দিলে আবার চইলা যাবে। রশির আগা ধইরা রাইখো। 😀
কামরুল ভাই..আজকে দেখি আপনার সবই ভাল হচ্ছে.. :boss: :boss: %2
😉 😉
তুমি তো অনেক লিখেছ। ৬ টা ব্লগ, কম না।
লেখার ব্যাপার টা মানসিক। লিখতে মন না চাইলে লিখিও না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই আমারে ঝারি দেয় নাই! 😮 আমি তো ধন্য হইয়া গেলাম। খুশিতে কয়েকটা :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দিয়া লই।
ভাই আমাকে প্রশ্রয় দিয়েন না। আমি কইলাম মানুষ ভালো না। :grr:
খাঁটি কথা। লেখা মন থেকে আসা চাই। তবে :frontroll: দিতে পার হাজারে বিজারে, যেম্নে খুশি। নিজের মনে না চাইলে কইয়ো তোমার সিনিয়ার আমরা যারা আছি বাই অর্ডার :frontroll: করামুনে 😀 😀 😛 ।
Life is Mad.
পরের পোস্টে, শার্লী যে কিভাবে আলসামি এবং স্বার্থপরতা ছাড়ল তার উদাহরণ দেখতে চাই। ;;) ;;) ;;)
আমি নিজেও বুঝি নাই যে আমি কি নিয়ে পোস্ট লিখছিলাম। তৌফিক ভাইই একমাত্র মানুষ যিনি বুঝলেন। আপনি ভাই বস :boss:
দারুণ লাগলো একটা "কিছুই না" পোস্ট পইড়া।
এরকম পোস্ট আবার চাই। 😀 😀 😀 😀 😀
এই তাইলে ব্যাপার :-B
কি তাইলে ব্যাপার? O:-)
শার্লী অনেকদিন পর লেখলা । দারুন লেখছো ভাই :boss: :boss:
যাই পরেরটা কি লিখছো পড়ি গিয়া 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ ভাই :shy:
তোরে বড় ভাইয়ের আইপিটা এডু স্যাররে পাঠা। ব্যান কইরা দেক। :grr: :grr:
আমার আর আমার ভাইয়ের একই আইপি, তাই পাঠানো যাইবো না।