বন্যর এই পোস্টখানা পড়ে আমি এই পোস্ট লিখতে বসছি। আমার জন্ম ১৯৮৭ সালের অক্টোবরে এবং আমার একজন বড় ভাই আছে যার জন্ম ১৯৮৪ সালের ডিসেম্বরে। আমাদের দুইজনেরই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমাদের একটা ছোট বোন থাকবে। কামরুলতপু ভাইয়ের মত জীবনে অসংখ্য কাজলাদিদি হয়ত পাইনি, কিন্তু আমারও পাতানো বোনের সংখ্যা কম ছিল না। কিন্তু কেন যেন বোনের অভাব পূরণ হচ্ছিল না।
আমি তখন কলেজে পড়ি। এক প্যারেন্টস ডেতে আমার মা বলল যে আমার একটা বোন(কনফার্ম হওয়ার পর) হবে। আমি খুশিতে কি যে করব তা বুঝতে পারছিলাম না। আমার বোন সচীর জন্ম ৫ই সেপ্টেম্বর ২০০৪, আমার ছেয়ে প্রায় ১৭ বছরের ছোট। ওর জন্মের ১মাস পর কলেজ ছুটি হয়েছিল। ততদিন পর্যন্ত আমি আমার বোনকে দেখি নি। ছুটির জন্য এতটা আগ্রহ ভরে আমি হয়তবা আর কখনও অপেক্ষা করি নি, করবোও না।
সেই ছুটিটা আমার জীবনের শ্রেষ্ঠ ছুটি ছিল। আমার ছোট্ট বোনটা সারাদিন আমার কোলে থাকত। এমন ঘটনা অনেকদিন ঘটেছে যে আমার বোনকে কোলে নিয়ে আমি সোফায় আধ শোয়া হয়ে টিভি দেখছি আর ও আমার কোলে ঘুমিয়ে পরেছে। এমন সময়ে ওকে বিছানায় শোয়াতে গেলে ওর ঘুম ভেঙে যেত। তাই ওকে কোলে নিয়েই আমি ৩ ঘণ্টা অথবা ২ ঘণ্টা সোফায় আধ শোয়া হয়ে কাটিয়ে দিয়েছি।
আমি কান্নাকাটি করি না খুব বেশি। আমার একমাত্র খালা মারা যাওয়ার সময় আমি কাঁদি নি। অথচ আমার বোনের পায়ে একবার একটুখানি চা পড়ে গিয়ে ওর পা সামান্য পুড়ে যায়। এরপর আমি হাউমাউ করে কেঁদেছি। ওইবার আমার বারবার মনে হচ্ছিল আহা যদি কলেজে না ফিরতে হত!
আমি কেন যেন আমার বোনকে নিয়ে বেশি কিছু বলতে পারি না। কারণ “ভাব যেখানে গভীর ভাষা সেখানে নীরব”। তাই আর কিছু লিখলাম না। সাকেব ভাইয়ের কথায় সচীর কিছু ছবি দিয়ে দিলাম।
১. সচীর ভাব
২.চিন্তামগ্ন সচী
৩. সচীর বয়স তখন ২
:salute: :hatsoff: :salute: :hatsoff: :guitar: :thumbup: :thumbup:
Life is Mad.
ধন্যবাদ সায়েদ ভাই। আপনাকেও :salute:
সায়েদ ভাই কিছু লেখে না কেন?
সিলভার
শুধু ইমো দিয়াও কোনোদিন গোল্ড পাইলি না। :grr:
:boss: :boss:
এইতো রবিন ভাই-মাউস ব্যবহারকারী কমেন্টশিল্পী। :boss: :boss:
হিংসা লাগতেসে তোমার পিচ্চি বোনটার কথা শুইনা...আর লিখসোও খুব সুন্দর কইরা... :thumbup:
পারলে সচীর একটা ফটো আপলোড কইরা দিও...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ছবি দিয়ে দিয়েছি ভাই।
অনেক কিউট মাশাল্লাহ...মিছরির মত...
৩নম্বর ছবিটা দেইখা গাল টিপা দিতে ইচ্ছা করতেসে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ধন্যবাদ ভাই, আমিই গাল টিপে দিচ্ছি।
পিচ্চি শচীকে অনেক আদর...
আমার ভাব কবে গভীর হবে???? ~x( ~x( ~x(
চুল ছিড়তে থাক আস্তে আস্তে হয়ে যাবে।
আর সচীকে তোর পক্ষ থেকে আদর দিয়ে দিলাম।
দেখতে হবে না কার বোন 😀 😀
আমিও দাত দেখাই 😀 😀
সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন...
বেশ ভাল লাগলো। পিচ্চিটাকে আমাদের কাছ থেকে অনেক আদর।
ধন্যবাদ ভাই। আদর দিয়ে দিলাম।
নাহ আজকে দেখি ব্লগের বন্যা বসায়া দিলি :clap:
তোর বোনের গল্প শুনে মজাক পাইলাম :thumbup:
পিচ্চি কে আমার পক্ষ থেকে আদর দিস
ব্লগে কোন বন্যা আছে নাকি? :-/ একটা বন্য আছে জানতাম 😕
আদর দিয়ে দিলাম।
আহহারে......... 🙁 🙁 🙁
আমার যদি একটা বুইন থাকত...... :dreamy: :dreamy: :dreamy:
ভাবতাসি বাসায় কমু নাকি......... 😛 😛 😛 😛
রেজওয়ান, চেষ্টা কইরা দেখ। অনেক বলার পর আমরা একটা পাইছি।
আমি কি চেস্টা করমু... 😮 😮 😮 😮 😮
অই হালা খারাপ কতা কস ক্যান... 😡 😡 😡 😡
ক যে 'রেজওয়ান কথা কইয়া দেখ...কনভিন্স করতে পারস কিনা' :dreamy: :dreamy:
খারাপ দৃষ্টিকোণ থেকে একটি অতন্ত্য সরল কথাকে দেখার অপরাধে রেজওয়ানের ব্যাঞ্চাই/ভ্যাঞ্চাই(যেইটা খুশি সেইটা)।
আমার একটা ছোট বোন আছে। চার বছরের ছোট। তোমার মতো অভিজ্ঞতা নাই। বাসায় কাজ কর্ম বাইড়া গেলে অবশ্য একটা ছোট ভাইয়ের জন্য আমার বড় হাপিত্যেশ করতে মন চায়। 🙂
ছেলে হইয়া জন্ম গ্রহণ করেছি ভাই, কাজতো একটু করতেই হবে।
শার্লী তোকে হাজার সালাম,
এমণ ছেলের জন্মো দিয়েছ তাই মা তোমায় সালাম...।
বস লিখাটা অসাধারন হইছে। তুই আসলেই একটা জলন্ত প্রতিভা। শচীকে আমার ভালবাসা দিস। ফটোগুলা খুবই সুন্দর হইছে। :boss: :boss: :boss: :boss: :boss:
আরেফিন, লজ্জা দিস কেনরে ভাই। আমি তোর কি করছি?
যাই হোক, থ্যাঙ্কস।
আমার যে ক্যান একটা ছোট বোন নাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমারতো বোনই নাইরে ব্যাটা 🙁 🙁
সচীর জন্য অনেক অনেক আদর ।
খুব ভালো লাগলো শার্লী।
আবারো টের পেলাম আমরা কত অভাগা 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ কাইয়ুম ভাই।
তাইফুর ভাইএর ব্যান চাওয়ার এত বড় একটা কারণ এখানে খালি খালি পিড়া আছে দেখি... B-)
তাইফুর ভাই এর ব্যান চাই... :grr:
শার্লী আমাদের ছোট্ট বোনটার জন্য রইল অনেক অনেক আদর...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ জুনায়েদ ভাই
তাইফুর ভাই, কষ্ট নিয়েন না।
ছবিগুলা বেশি ভালো................।
Life is Mad.
ধন্যবাদ সায়েদ ভাই।
ইশশ একটা বোন যদি থাকত আমার। সচীর জন্য অনেক আদর।
আপনার মত আমারও এই আক্ষেপ অনেকদিন ছিল। আপনার জন্য সমবেদনা।
আমাদের সাত ভাই, চম্পার মতো অবস্থা। চার ভাই এক বোনের সংসারে এখন ৭ সন্তান। পুত্র-কন্যা অনুপাত ৫:২। এখন ঘর আলো করে আছে সবচেয়ে ছোট ভাইয়ের ১০ মাস বয়সী কন্যা। সবার কঠিন আদরে বেশ মজাতেই দিন কাটাচ্ছে পিচ্চিটা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমাদের বাসায় সচীরও একই অবস্থা।
লাবলু ভাই আমার পোস্টে কমেন্ট করছে ওয়ে ওয়ে :tuski: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome:
উল্টাপুল্টা নাচস ক্যান??ফলিন কর... :grr:%2
মানুষ হবি কবে?
শার্লী, সচীর জন্য রইল অনেক আদর আর ভালোবাসা।
দারুন কিউট লাগছে।
আমারও বোন নাই। 🙁
ধন্যবাদ ভাই। বোন নাই তো কি হয়েছে? কামরুলতপু ভাইয়ের মত কাজলাদিদি বানিয়ে নেন।
কোন বোন নাই :(( :((
থাক ভাই, আর মন খারাপ করেন না।
ইস, আমার যদি একটা ভাইবোন কিছু একটা থাকতো!!!
পিচ্চিডা হেভি কিউট আছে।
থাক মনে কষ্ট নিস না।
তোমার বোনের জন্য এই লিঙ্ক টা দিলাম
লিংক কই??????????????????????????