ছাড়া গরু অথবা বউ দূরে থাকার অসুবিধাসমূহ

ভালোই চলতেছিল সময়। প্রেম করি,খাই-দাই, ঘুমাই। কিন্তু বাধ সাধলো বাপ মা, তাদের এক কথা বিয়ে করা লাগবে। তাদের যতোই বুঝাই, আরো দুই বছর যাক, তা না তারা বলে তোর ছোট ভাইয়ের আগে তোর বিয়ে করাই লাগবে। কি আর করা, একদিন রাজী হয়ে গেলাম। বিয়ের আগে বেশ কিছু ঝামেলা বাধলো,ফলাফল আগে প্ল্যান ছিল আমি কানাডায় যাবো একবারে নতুন করে আমাদের সংসার শুরু করব, কিন্তু এখন অবস্থার ফেরে ঠিক হলো সে তিন সপ্তাহের জন্য ইংল্যান্ড আসবে হানিমুন করতে তারপর ফেরত চলে যাবে। সেই তিন সপ্তাহ হানিমুনের পাশাপাশি সংসার ও করসি আমরা। সে ফিরে চলে যাওয়ার পরে বুঝতে পারলাম বউ দূরে থাকার কি কি অসুবিধা-

১। এখন বড্ড একা একা লাগে। আগে বাসায় ফিরে খালি বাসা দেখার অভ্যাস হয়ে গেছিল, এখন বাসায় ফিরে সে নাই বাড়ি ধু ধু করে। ঘরে ফিরার টান থাকে না।

২। বউ আগে কখনও রান্না করে নাই তার বাসায়। এখানে এসে দেখি সে দিব্বি রান্না করছে। সেই রান্না খেয়ে এখন আমার নিজের রান্না বিস্বাদ লাগে। একি রান্না আমি রান্ধি কিন্তু সেই স্বাদ পাই না।

৩। রাস্তায় হাটার সময় বউয়ের হাত থাকত হাতে, এখন তার হাত থাকে না। সবাই দেখি বউ, বান্ধবী নিয়ে ঘুরে আমি হাপিত্যেশ করি।

৪। তার মধুর খুনসুটি, ঝগড়া, অভিমান না দেখে ভাল লাগে না।

৫। বউ দূরে থাকে সে কিছুতেই বিশ্বাস করতে চায় না আমি তারে বাদ দিয়ে আর কারো কথা চিন্তা করি না। তার ধারনা থাকে আমি টাংকী মেরে বেড়াচ্ছী, কিম্বা কোন পরকীয়া করা শুরু করসি। কয়েকদিন আগে যেমন গেসিলাম লন্ডনে, তাকে রাতে এসএমএস করতে দেরী হয়েছে একটু। দেখি তার মেসেজ এসে হাজির-

জামাই আমার ছাড়া গরু,
চারিদিকে ধুধু মরূ।
অন্য বেটির জন্য পাগল,
তার ধারণা আমি ছাগল।
মনে পড়েনা,মনে ধরেনা,
জামাই আমাকে মিস করেনা।

বউ দূরে থাকার এই অসুবিধাগুলোই মনে পড়ছে। আর বেশিদিন দূরে থাকা লাগবে না। সতের দিন পর সে দেশে যাবে, আমিও আসতেছি তারপর দুইজনই ইনশাল্লাহ কানাডার উদ্দেশ্য উড়াল দিব। সবাই দোয়া রাইখেন। একা থাকার দিন শেষ, বিয়ে করেও ব্যাচেলর থাকার দিন শেষ।

ছাড়া গরু এইবার বান্ধা থাকবে সবসময়।

১০,৬০৬ বার দেখা হয়েছে

১১১ টি মন্তব্য : “ছাড়া গরু অথবা বউ দূরে থাকার অসুবিধাসমূহ”

  1. জামাই আমার ছাড়া গরু,
    চারিদিকে ধুধু মরূ।
    অন্য বেটির জন্য পাগল,
    তার ধারণা আমি ছাগল।
    মনে পড়েনা,মনে ধরেনা,
    জামাই আমাকে মিস করেনা।

    :guitar: :gulti: :khekz: :guitar: :gulti: :khekz:

    সামি ভাই,
    এমন এসএমএস যদি আমারে কেউ খালি একবার দিতো, কসম খোদার, আমি এক্কেরে ভালো হইয়া যাইতাম। 😉 😉
    আফসোস ,কেউ কথা রাখে নি। 🙁

    ওরা ক্যান বুঝে না আমিও বান্ধা গরু হইতাম চাই। 😉 😉

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)
    জামাই আমার ছাড়া গরু,
    চারিদিকে ধুধু মরূ।
    অন্য বেটির জন্য পাগল,
    তার ধারণা আমি ছাগল।
    মনে পড়েনা,মনে ধরেনা,
    জামাই আমাকে মিস করেনা।

    জোস জোস :awesome: :awesome:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. জিহাদ (৯৯-০৫)

    বান্ধা গরু বানানোর প্রচারণা চালানোর তীব্র প্রতিবাদ জানাই। :chup:

    ভাই, আপনে এই ব্লগটা ভাবীরে দেখায় দিয়েন। তাইলেই মনে হয় উনার সব অভিমান খান খান হয়ে যাবে। :guitar:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  4. আদনান (১৯৯৯-২০০৫)

    সামি ভাই,ভাবীরে রিটার্ন মেসেজ পাঠাইয়া দেন।বলেন.........
    "বউ তুমি চইলা আসো
    আমারে তুমি ভালোবাসো
    ভালো লাগেনা তোমারি বিহনে
    আসোনা তুমি কি কারণে?
    তোমায় ছাড়া এ জীবনে হায়
    সময় কাটানো বড়ই যে দায়
    আমি যে এক ছাড়া গরু
    আমার ভালোবাসার এইতো শুরু।"
    :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  5. আহসানুল ময়েজ

    :(( :(( সামি ভাই আমিও বান্দা গুরু হইতাম চাই 😛
    বিঃদ্রঃ এর আগে ১ম জন কিশোর গইঞ্জ থিকা আসছিলো মাগার সিরাজ গইঞ্জের হাওয়া লাইগা এনথ্রাক্স আক্রান্ত হয়া মারা গেছে।
    তাই আগেই জানায়া রাখলাম আমি এনথ্রাক্স মুক্ত জিবন চাই মানে সোজা কতায় নিজের কাঠের গুড়িতে :duel: থুক্কু নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাই :bash: ইয়াহু :tuski: :just: :party:


    আহসানুল ময়েজ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।