ভালোই চলতেছিল সময়। প্রেম করি,খাই-দাই, ঘুমাই। কিন্তু বাধ সাধলো বাপ মা, তাদের এক কথা বিয়ে করা লাগবে। তাদের যতোই বুঝাই, আরো দুই বছর যাক, তা না তারা বলে তোর ছোট ভাইয়ের আগে তোর বিয়ে করাই লাগবে। কি আর করা, একদিন রাজী হয়ে গেলাম। বিয়ের আগে বেশ কিছু ঝামেলা বাধলো,ফলাফল আগে প্ল্যান ছিল আমি কানাডায় যাবো একবারে নতুন করে আমাদের সংসার শুরু করব, কিন্তু এখন অবস্থার ফেরে ঠিক হলো সে তিন সপ্তাহের জন্য ইংল্যান্ড আসবে হানিমুন করতে তারপর ফেরত চলে যাবে। সেই তিন সপ্তাহ হানিমুনের পাশাপাশি সংসার ও করসি আমরা। সে ফিরে চলে যাওয়ার পরে বুঝতে পারলাম বউ দূরে থাকার কি কি অসুবিধা-
১। এখন বড্ড একা একা লাগে। আগে বাসায় ফিরে খালি বাসা দেখার অভ্যাস হয়ে গেছিল, এখন বাসায় ফিরে সে নাই বাড়ি ধু ধু করে। ঘরে ফিরার টান থাকে না।
২। বউ আগে কখনও রান্না করে নাই তার বাসায়। এখানে এসে দেখি সে দিব্বি রান্না করছে। সেই রান্না খেয়ে এখন আমার নিজের রান্না বিস্বাদ লাগে। একি রান্না আমি রান্ধি কিন্তু সেই স্বাদ পাই না।
৩। রাস্তায় হাটার সময় বউয়ের হাত থাকত হাতে, এখন তার হাত থাকে না। সবাই দেখি বউ, বান্ধবী নিয়ে ঘুরে আমি হাপিত্যেশ করি।
৪। তার মধুর খুনসুটি, ঝগড়া, অভিমান না দেখে ভাল লাগে না।
৫। বউ দূরে থাকে সে কিছুতেই বিশ্বাস করতে চায় না আমি তারে বাদ দিয়ে আর কারো কথা চিন্তা করি না। তার ধারনা থাকে আমি টাংকী মেরে বেড়াচ্ছী, কিম্বা কোন পরকীয়া করা শুরু করসি। কয়েকদিন আগে যেমন গেসিলাম লন্ডনে, তাকে রাতে এসএমএস করতে দেরী হয়েছে একটু। দেখি তার মেসেজ এসে হাজির-
জামাই আমার ছাড়া গরু,
চারিদিকে ধুধু মরূ।
অন্য বেটির জন্য পাগল,
তার ধারণা আমি ছাগল।
মনে পড়েনা,মনে ধরেনা,
জামাই আমাকে মিস করেনা।
বউ দূরে থাকার এই অসুবিধাগুলোই মনে পড়ছে। আর বেশিদিন দূরে থাকা লাগবে না। সতের দিন পর সে দেশে যাবে, আমিও আসতেছি তারপর দুইজনই ইনশাল্লাহ কানাডার উদ্দেশ্য উড়াল দিব। সবাই দোয়া রাইখেন। একা থাকার দিন শেষ, বিয়ে করেও ব্যাচেলর থাকার দিন শেষ।
ছাড়া গরু এইবার বান্ধা থাকবে সবসময়।
:guitar: :gulti: :khekz: :guitar: :gulti: :khekz:
সামি ভাই,
এমন এসএমএস যদি আমারে কেউ খালি একবার দিতো, কসম খোদার, আমি এক্কেরে ভালো হইয়া যাইতাম। 😉 😉
আফসোস ,কেউ কথা রাখে নি। 🙁
ওরা ক্যান বুঝে না আমিও বান্ধা গরু হইতাম চাই। 😉 😉
😉 😉 😕 😕
:(( আমিও বাধা গরু হপো :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( কিকৈবার্চাস?
ভাই এই আমি চুপ করলাম... আর একটাও মনের ভুলে কমু নাহ... 😛 😛 :no: :no:
আ্পনার বিসিএস এর রে্জাল্ট কবে বস????
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রেজাল্ট জিগাইস না রে।পরীক্ষা বেশি সুবিধার হয়নাই 🙁
রকিব ভাই সত্য কথাই কইবার্চায়। 😉
আমিও হপো
আপনে তো হইপাই আছেন 😛
ভাই আমি তো ভাবছিলাম তুমি just বাধা গরু।
হা...হা...।
জোস জোস :awesome: :awesome:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমিও বান্ধা গরু হইতাম চাই।
হন। সমস্যা নাই। খালি বান্ধা অবস্থায় পিরা যাইয়েন না। খুব খিয়াল কইরা...
সাতেও নাই, পাঁচেও নাই
রবিন ভাই কিন্তু থাইল্যান্ড যাইতাছে বান্ধা গরু হইতে-সুতরাং খিয়াল কইরা,খুব খিয়াল কইরা কইতাছি 😛
বান্ধা গরু বানানোর প্রচারণা চালানোর তীব্র প্রতিবাদ জানাই। :chup:
ভাই, আপনে এই ব্লগটা ভাবীরে দেখায় দিয়েন। তাইলেই মনে হয় উনার সব অভিমান খান খান হয়ে যাবে। :guitar:
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইরে সে ভয়ানক ভালো রকমের ব্লগ লিখে, আর অভিমান ভাঙ্গানো ওইটার আলাদা টেকনিক আছে :shy: :shy:
:shy: :shy: মাশা আল্লাহ দুইজনেই সেই রকম রোমান্টিক।আপনাদের রোমান্টিকতা উত্তরোত্তর বৃদ্ধি পাক,ভাতিজা-ভাতিজিতে ঘর আলো হয়া উঠুক খুব শিগগিরি-এই কামনা করি 😀
আমরাও ভাবির লেখা পড়তাম চাই। নইলে আপনার সাথে কথা নাই। 😀
ভাবীর ব্লগ চাই :thumbup: :thumbup:
ভাবী তো দেখি চ্রম ছড়াকার ... :awesome: :awesome: :awesome:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জি উনার বাবাও নামকরা ছড়াকার কিনা পুরা বাপ কা বেটী
লুতফর রহমান রিটন আপনার কিছু হন নাকি? :shy:
উনার ছড়া আমি খুব পছন্দ করি। 🙂
শশুর মশাই আমি তেনার জামাই 😛
কঙ্কি!!! 😮 😮
😮 😮 😮
কন কি!!!!!!!!!বস রে আমার সালাম পৌঁছায়া দিবেন।আরো কইবেন যে উনি দেশ ছাইড়া কানাডায় চইলা যাওয়াতে আমরা অনেক কষ্ট পাইছি।কিশোর তারকালোক আর কিশোর পত্রিকাতে উনার লিখা ছড়াগুলা এখনো অনেক অনেক মিস করি।
মাশা আল্লাহ!!!!!!
সামি ভাই,আপনে তো মামা পুরা সেলিব্রিটি জামাই তাইলে!!তৌকির ভাই(বিপাশা আফার জামাই) এর পর আরো একজন সেলিব্রিটি জামাই পাওয়া গেল ক্যাডেট কলেজ পরিবার!!! :salute:
উনি এখন দেশে আছে। আর এখন থেকে মনে হয় উনি থাকবেন দেশে যদি উনাকে থাকতে দেয় আর কি?
x-( উনারে দেশে থাকতে দিবেনা মানে? x-(
দেশটা কি কারো বাবার না স্বামীর??????
অফ টপিক-মামা আপন তো এই এক কারণেই সুপারহিট হয়া গেলেন...এইটা নিয়া একটা ব্লগ নামামু কিনা ভাবতাছি ;))
জ্বি নামাতে পারো ব্লগ। আর দেশটা বাবা আর স্বামীরই হয়তো। নাহলে এত বছর উনাকে দেশের বাইরে থাকা লাগত না।
মাস্ফু
তোরে এতোদিনেও ভদ্রতা শিখাইতে পারলাম না।
'বস' আবার কি? রিটন আঙ্কেল তাইলে সম্পর্কে আমাদের তালুই মশাই হয়। 😉
নাহ! ভাবিরে তাইলে ব্লগে আনা কম্পলসারি হইয়া গেলো। তালুই সাহেবের গুনের ছিটেফোটাও যদি পাইয়া থাকে (পাইছে যে তাতে কোন সন্দেহ নাই, যেই এক খান ছড়া লিখসে) তাইলেই সিসিবি পুরা হিট হইয়া যাবে। 😀
মামা আর যাই করেন তালুই সাহেবরে আমার জাস্ট ফ্রেন্ডের ব্লগ টা দেখাইয়েন না।তাইলে এইটা নিয়া কনফার্ম ছড়া লিখা ফালাইবো-আর তাইলে আমার ইজ্জতের ফেলুদা তোপসে না, এক্কেরে শার্লক হোমস-ওয়াটসন হয়া যাইব।
ইসস আমারই পার্টে মাটিতে পা পড়তাছেনা আর সামি মামা না জানি...... :duel:
:khekz: :khekz: :tuski: :awesome:
আহারে কবে যে গরু হমু, তারপরে ছাড়বো তারপরে গিয়া শেষে বানবো :bash: নাহ বিশাল প্রসিডিউর :bash: :bash: এই জন্মে বোধহয় আর হইলোনা ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz:
কি বলেন এখনো হন নাই ?!? কেমনে কি.....
হয় নাই আবার-আর্কিটেক্ট মানুষ-বুঝেনই তো
অফ টপিক-আমাদের অপি করিম আপাও কিন্তু আর্কিটেক্ট 😛
হ বিয়াও করছে আবার শুনলাম ছাড়ান ও দিছে । মাইয়াটারে একসময় বড় ভালা পাইতাম । আহা....
ছাইড়াও দিছে???
আলহামদুলিল্লাহ বলেন সবাই।
আমার্লগেতো বছর্পিরিত কৈরা আরেক্টারে বিয়া করনের্সময় খিয়ালাছিল না?
খিয়াল কৈরা, খুব খিয়াল কৈরা।
দেইখেন, গরু হইলে আপনারে জানি কেউ দুয়ায় না ফেলে 😛
(কপিরাইট-টুশকি)
আমারও মনটা বহুত খারাপ হয়ে গেল 🙁 ।
সব ছাড়া গরুর জন্য দোয়া রইল।
আমিও বান্ধা গরু হওয়ার জন্য দোয়া চাই 😀 ।
Life is Mad.
😮 আপনে তো অলদ্রেডি বান্ধা গরু হয়াই আছেন আবার কি চান????
ভাবীইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই শিগগিরি এইদিকে আসেন.................. x-(
নাহ, পোলাডা বুজল না 😡 ।
আরে ব্যাটা আমি তো লাইবেরিয়া না থাইকা তোর ভাবীর খোয়াড়েই বান্ধা থাকতে চাই।
Life is Mad.
পুলাপাইন বুঝেনা, খালি বান্ধা গরু হইবার চায়, কি যে করি এগো লইয়া। :no: :-/
শফি ভাই,আপনে কি বান্ধা গরু হয়া ফিসা(ফাইসা) গেছেন নাকি? 😛
amio chora likhpo.. :((
সামিয়াপ্পু, তাইলে তো তোমার জন্য একটা বান্ধা গরু দেখতে হয় 😛
okkhuni amare goru aina den :(( , naile kainda sobar kaner porda chira felabo :(( :((
সবাই পালা, কান বাঁচাইতে চাইলে ।
আইহাই সামিয়াপ্পু,নিজের বিয়ের কথা এইভাবে বলতেছ কেন, আমরা ভাইয়েরা তো লজ্জা পাই!লোকে শুনলে কি বলবে যে আমাদের বোন এত বিয়ে পাগলা! 😛
আমরা যত্ন আত্তি করিনা এইটাও বলতে পারে x-(
কিন্তু বোন যে বুড়া হইয়া যাইতাছে সেটার দিকে তো নজর রাখো নাই! কি করবো বেচারা শেষে নিজের কথা নিজেরে কইতে হইতাছে!!
:party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মিয়া আপনে আর কথা কইয়েন না।সবচেয়ে বড় ভাই হইয়া এইসব দিকে নজর রাখেন নাই আর এইদিকে বোন কাঁনতেসে।
হ। আমি না হয় বুড়া হইছি! চোক্খেও তেমন দেখিনা। তারপর আবার পরিবারের ব্যাপারে উদাসীন!! তা তুমরা কি করো? খালি নসুর ম্যাডাম :guitar: আর রিমঝিম :awesome: না কি ওদের নিয়া ব্যস্ত থাকলে হইবো? জলদি বোনের কান্দা থামাও। কানের পোকা একটাও আর ভিতরে নাই!! 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮 😮
সানাউল্লাহ ভাই এইগুলা কি কন?????
ইয়া মাবুদ, আমার মত দুধের শিশুরেই ছাইড়া কথা কইতাসেন না(রিমঝিম,নসুর ম্যাডাম-এদের কাহিনী এই ব্যস্ততার মইদ্যেও ষোল আনা মনে রাইখা দিছেন),কেলাস মেটদের পচাইয়া না জানি কি করতেন ~x(
আমরা একটা ঘটকালীর সংস্থা খুলতে পারি, গ্রাহক কম হবে না মনে হয়।
:shy: ইয়ে মানে,বিয়া শাদি না হইলেও আমার একটা লং টার্ম গতি করন যায় না? :shy:
ঐ ব্যাটা ফাযিল লং টার্ম গতি তো তোর হয়ে গেসে অলরেডী । এখন খালি কাজী ডাকা লাগবে ।
হ, তুমি কানাডা আর আম্রিকা অফিস চালাইবা। আমি ঢাকা অফিস। সিসিবিতেও একটা সাইট অফিস খুলমুনে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া
আমার কথাডা এট্টু মাথায় রাইখেন। এই গরীব লজ্জায় আবার নিজে কিছু বলতে পারে না...। 😉 😉
আমি রাজী। একদিন স্পেশাল ডিনার এ সবাইরে দাওয়াত দিয়ে আর দোয়া নিয়ে চলেন শুরু করে দেই।
এইজন্যই তো সিসিবিতে সাইট অফিস খুলমু। @ কামরুল।
আসো দেশে আসো। স্পেশাল ডিনারের মেনুতে চাপাতি রাখলে খরচ কম হইবো। @ সামি
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যাই, তাড়াতাড়ি ভাগি। ডিনার সাইরা পোলাপাইন আবার ব্লগে ফিরতাছে। ওইদিকে বাসার দরজা পার্মানেন্টলি বন্ধ হইয়া যাইতে পারে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি প্রথম গ্রাহক হইলাম।
সামী ভাইয়ের ঘটকালির।
তোমার জন্য ইস্পেসাল ডিসকাউন্ট হাজার হলেও আমার কলেজের পোলা। 😀
ধন্যবাদ।
আমিও আপনার কলেজের পোলা... 🙂
আমিও আপনার ঘটকালিতে বান্ধা গরু হইতাম চাই...তয় ভাই......গাভী কইলে মনের মতন হওন চাই :dreamy:
x-( সা... আপুরে তুই গাভী কইলি নাকি রে পিন্টু? x-(
সামিয়ার জন্য আজকে ঘটকালী করতে গিয়া বেইজ্জতি হইছি... 🙁
পোলার বাপে হালায় যে চুপচুপ কইরা সিসিবি পড়ে কে জানত?? :bash:
সামিয়ার কথা বলা মাত্রই কইল,'ঐ টেরোরিস্ট মেয়ের ভাই তুমি???? ঘর থেকে বেরিয়ে যাও নইলে পুলিশ...'
আমি কইলাম, 'ব্লগের মধ্যে গুল্লি, বোমা মারলেও বইনটা আমার বড়ই ভালা মনের...'
আমার কথা শেষ করতে না দিয়ে বলল, 'যে ব্লগে গুল্লি, এটম বোমা মারে-সে বাস্তবে কম করে হলেও স্যান্ডেল দিয়া যে আমার পোলারে মারবে না,তার গ্যারান্টি কি???'
আমি গ্যারান্টি দিলাম, 'স্যার চড়-থাপ্পড় মারলেও জুতা দিয়া কখনোই মারবে না...'- এই না শুনে পোলার বাপ পুলিশে ফোন করতে উদ্যত হতেই আমি বাসা থেকে বের হয়ে পগার পার... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আইজ বুঝলাম কেন লোকে আপনারে কমেন্টশিল্পী কয় =)) =)) =))
:khekz: :khekz: :khekz: :gulli2:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সরল মনে একটা কমেন্ট দিলাম, এখন তো দেখি বন্যা শুরু হইসে ~x(
জুনায়েদ ভাই, ফাঁকতালে আমারে গালাইলেন? :(( :(( পোলার বাপ কে এইটা খালি বলেন x-( :gulli2: :gulli2:
কি মারবা? বুমা না গুল্লি 😛 😀 ?
Life is Mad.
:khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
:)) :)) :khekz: :khekz:
সামি ভাই, ভাবিকে ব্লগে আনেন। আরো মজার মজার ছড়া শুনতে চাই।
আমিও বান্ধা গোরু হপো (সামনে কুর্বানীরীদ। গোরুহৈলে হালালহৈবার্চান্সাছে।) :(( :(( :((
হাঁসের ছানা বলে আমি গরু হপো !!! 😉
ক্যাম্নে কী?? 😉
:bash: :bash: :bash:
এইডা কি কইলাম!!! :bash: :bash: :bash:
কিয়ামত পর্যন্ত :frontroll: :frontroll: :frontroll:
না আসলে ব্যাপারটা ক্লোনিং 😛
গরু ব্যাপারিরা তো মাথায় হাত দিছে! ঈদের আগে গরুর দাম এক্কেবারে পিরা গেছে!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ছড়াটা বেশি জটিল হইছে। ভাবীকে স্যালুট। আর কি টাইপের মেসেজ পান সেইগুলা নিয়ে ছাড়া গরুর মোবাইল নিয়ে একটা সিরিজ নামিয়ে ফেলেন ভাইয়া ।
সহমত!!!!! we want to visit http://www.আরোমেসেজপর্তেচাই.com
তিনি নিজেই লিখা দিবেন বলেছেন। আপাতত তাকে গুতাচ্ছি লিখা তাড়াতাড়ি দেওয়ার জন্য।
আজকে দশদিন হয় প্রতীক্ষায় আছি সামি ভাই। ভাবীরে একটু কন না।
ভাবীরে আনেন......ওনার লেখা চাই। =))
ভাই মাত্র ৫ টা পয়েন্ট দিলেন 😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাইরে ওই ৫ টা পয়েন্ট পাইসি আরও তো আছে অবশ্যই কিন্তু মনে করে কষ্ট বাড়ায়ে লাভ কি বলো?
স্যাম, তোর্জন্নেক্টাগোরু নিয়াসলাম। দেখপছোনদো হয় কিনা।
জটিল,মামা।।। 😀 😀 :)) :)) =)) =)) =)) :khekz:
এত গরু আমি রাখপো কোথায়? :(( :((
ব্লগে একটা জায়গা দেন মডু সাহেব, গরু গুলা বাইন্ধা রাখি 😀
কয়েকটারে হাটে নিয়ে বেচে দিলেই হয়। এইবার নাকি গরুর দাম চড়া, ভালো দাম পাইলে আমারে কমিশন দেওয়া লাগবে এই আইডিয়া দিলাম সেই জন্য 😀 😀
হাঁসের বাচ্চা হইয়াও তোর চয়েস সোন্দর আছে , আমার পছন্দ হইসে :shy: , ধইন্যাপাতা
:khekz: :khekz: =)) =)) :khekz: :khekz:
Life is Mad.
সামি, এক ছড়াতেই কাইত হয়া গেলাম, তুমি না জানি কত কাইত হয়া আছরে ভাইডি
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই আসলেই কাত হয়ে আছি। তাই এতদিন ঢাকা শহরে থেকেও ব্লগে আসতে পারি নাই। বউ কানাডা ফেরত গেছে আর আমি যাওয়ার জন্নে অপেক্ষা করি। মাঝে মাঝে ব্লগে আসি কিছু লিখতে মন চায় না, আজকে ভাবলাম এখানে একটু কমেন্ট করে যাই .. গতকাল রাতে সপ্নে দেখি আমি কই জানি গেছি সেইখানে মাশরুফ আর কামরুল বসে আছে আমারে দেখে চিতকার দিয়ে উঠছে 'সামি ভাই' ...
আশা করি সবাই ভালো আছে।
ওই সামি তুমি আইছ, আরে ভাইডি তোমারে নিয়া লিখলাম একটা তুমি নাই, যাও যাও তাড়াতাড়ি পইড়া হাত উঠাও
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খেরোখাতাঃ কিছু মহা নিখোজ সংবাদ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy: :shy:
আজ্ঞে সামিদা আপনি আবার এই অধমকে সপ্নেও দ্বেক্বেচেন নাকি? হেহেঁহেঁ...বড়ই উল্লাসিত হোলুম সুনে...
কবে যে বান্ধা গরু হব !!!!!! :((
আগেই পড়েছিলাম, কমেন্ট করা হইনি ভাইয়া ...
ভাবীতো চমৎকার ছড়া লিখে। উনাকে ধইরা বাইন্ধা সিসিবি'তে নিয়া আসেন। 😀
:just: :thumbup:
সামি ভাই,ভাবীরে রিটার্ন মেসেজ পাঠাইয়া দেন।বলেন.........
"বউ তুমি চইলা আসো
আমারে তুমি ভালোবাসো
ভালো লাগেনা তোমারি বিহনে
আসোনা তুমি কি কারণে?
তোমায় ছাড়া এ জীবনে হায়
সময় কাটানো বড়ই যে দায়
আমি যে এক ছাড়া গরু
আমার ভালোবাসার এইতো শুরু।"
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
ওরে খাইছে তুই দেখি আরো এক কাঠি সরেশ!
আর সি সি রকায়.........আর সি সি এর ভাবীরাও রকায় :salute: :party: :party:
:(( :(( সামি ভাই আমিও বান্দা গুরু হইতাম চাই 😛
বিঃদ্রঃ এর আগে ১ম জন কিশোর গইঞ্জ থিকা আসছিলো মাগার সিরাজ গইঞ্জের হাওয়া লাইগা এনথ্রাক্স আক্রান্ত হয়া মারা গেছে।
তাই আগেই জানায়া রাখলাম আমি এনথ্রাক্স মুক্ত জিবন চাই মানে সোজা কতায় নিজের কাঠের গুড়িতে :duel: থুক্কু নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাই :bash: ইয়াহু :tuski: :just: :party:
আহসানুল ময়েজ
সামী ভাইয়ের এই ব্লগটা কতদিন পর আবার পড়লাম!!!
অফ টপিক-সামী ভাই কিন্তু এই ব্লগের আদি জামাই 😀
আহারে সামি ভাই .... আপনার কষ্ট এখন হাড়ে হাড়ে বুঝতেসি|
🙁 🙁 🙁