জীবন নাকি একটা বহমান নদীর মত। কিন্তু আমার জীবনটা মনে হয় আর নদীর মত নাই, থেমে আছে চুপটি হয়ে। অফিস যাওয়া, বাসায় ফেরা, গেইম খেলা, খাওয়া, ঘুমিয়ে পড়া-এই টাইপ একটা জীবন যাচ্ছে আমার প্রতিদিন। এর মাঝে অবশ্য ব্যতিক্রমও আছে, সেই দিনগুলোয় মনে হয়- নাহ! পৃথিবীতে সুখ বলে কিছু একটা জিনিস আছে। সেই সুখের স্মৃতিও দীর্ঘস্থায়ী হয়না, পুরনো চক্রে পরে উধাও হয়ে যায়।
চাকরীর জীবন বেড়ে যাচ্ছে, হঠাৎ করে টের পাই। প্রায় পাঁচটি বছর কাটিয়ে দিলাম এখানে। শুরুর দিকের সময়ের সাথে এখন অনেক পরিবর্তন। দায়িত্ত্ব বেড়েছে, বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা অন্য যায়গায়। ব্যয় সকোচনের প্রভাব আমাদের উপর একটু বেশিই পড়েছে মনে হয়। আমাদের সহকর্মীরা একের পর এক চাকুরী ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু তাদের যায়গায় নেয়া হচ্ছে না কাউকে। ফলাফল- আমাদের কাঁধের উপর অতিরিক্ত চাপ। এভাবেই চলতে থাকবে মনে হয়। প্রতিদিন ভাবি কবে এরকম আমিও সবাইকে বিদায় জানায়ে একটা মেইল দিতে পারব।
সিসিবি আগের মত নেই- এর দায়ভার আমাদের সবার- আমার, আপনার, আমাদের সবার। আমি প্রতিদিন সকালে এসে সিসিবির পেইজটা খুলি, লেখা পড়ি, মনে মনে লেখা নিয়ে দুই-একটা কথা বলি। মনের কথা মনেই থেকে যায়, আগের মত করে মন্তব্যে আর আসে না। সামিয়া আমার জন্মদিনের কথা একটা পোস্টে বলেছিল- সেই পোস্টের জন্যও সামিয়াকে ধন্যবাদ জানিয়েছি ২ দিন পর!! পোস্টে মন্তব্য করা হয়ে উঠেনি আর। লেখালেখি করতে যে ইচ্ছে হয় না, তা না। মাঝে মধ্যে স্বপ্ন দেখি যে চমৎকার একটা লেখা লিখেছি, সবাই তাতে ঝাঁপায়ে পড়ে মন্তব্য দিচ্ছে, খুব বাহবা দিচ্ছে। কিন্তু লিখতে বসা হয়না, আর লিখতে বসলেও যে এরকম কিছু বের হবে না- তা আমার খুব ভালোভাবেই জানা।
মাঝে মধ্যে সময় না কাটলে মোবাইলে গেম খেলে সময় কাটাই। মাঝখানে তো এংগ্রি বার্ডস নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কেটেছে আমার। কেমন যেন একটা নেশার মত, যতক্ষণ না সব লেভেল পার হচ্ছি, মনে শান্তি নাই। যখন সব লেভেল শেষ হল, তখন শুরু এক স্টার পাওয়া স্টেজগুলোকে ২/৩ স্টার বানানো। কত্ত কত্ত এন্ড্রয়েড এপ্লিলেশন চারদিকে, যার কাছ থেকে যেটা শুনি- ভালো লাগলে ২-১টা ইন্সটল করি, তারপর ঐটা নিয়ে কিছুক্ষণ গুতোগুতি করি, তারপর আবার ভুলে যাই। এর মধ্যে একটা এপ্লিলেশন বেশ পছন্দ হয়েছে- ভাইবার (Viber)। কথা বলা, আর মেসেজ আদান-প্রদানের বেশ ভালো একটা জিনিস, বিশেষ করে বিদেশে।
জীবনের লক্ষ্য কি- এইটা নিয়ে চিন্তা করতে গেলে বেশ হিমসিম খেয়ে যাই। একটা সময় ছিল যখন চিন্তা করতাম যে দেশের বাইরে কখনও সেটল হওয়ার চিন্তা করবনা। যা আছে কপালে, দেশেই থাকব। এখন আস্তে আস্তে প্রায়োরিটিতে অনেক পরিবর্তন আসছে, সেই সাথে চিন্তা-ভাবনারও। এখন মনে হয় বাইরে স্থায়ী বসবাসের সুযোগ পেলে মন্দ হয় না। তার জন্য অবশ্য হ্যাপা কম না, আইয়েল্টস দাও, অনেক ভালো মার্কস পাও (না হলে আবার পয়েন্টের হিসেব মিলবে না), তারপরে কাগজপত্রের যোগাড়যন্ত্র কর, টাকা পয়সা যোগাড় কর, এপ্লাই করে বসে থাক। তারপর উনাদের দয়া হলে অনুমতি মিলবে, তখন আরেকটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে দৌড়াও। এভাবে কতদিন দৌড়াতে হবে কে জানে।
নতুন গানের সাথে তাল মেলানো অনেক আগেই ছেড়ে দিয়েছি, শুধু মাঝে মধ্যে দুই-একটা গান শোনা হয়ে যায়। “চলো পাল্টাই” ছবির এই গানটা ইদানিং শুনছি, ভালো লেগেছে বেশ।
চাওয়ালা- তোকে অনেক অনেক ধন্যবাদ। তোর জন্যই এই লেখাটা…
দোস্ত রুমকির আম্মু কেমন আছে?
নে গান শোনঃ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আছে, তোদের দোয়ায় ভালোই আছে :p
আমাদের ভাবী, তোর বউ কেমন আছে? 😀
তিনি ভালো আছেন। জিজ্ঞেস করছেন, আমাদের ভাবী, মানে তোর বউ কেমন আছে? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তিনিও ভালো আছেন 😛
পুরা
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তানভীর ভাই সিসিবিতে ব্লগ দিসে। সেইটা আবার আমাকে বেঁচে থাকতে দেক্তে হইলো। :ডি
আপনে মিয়া মানুষ ভালো না। আপনারে ভাইবারে মেসেজ দিসিলাম উত্তর দেননাই।
কামস্ ভাই তো কাম কইরা ফেললো। এইবার তানস্ ভাইয়ের স্ট্যাটাস চেঞ্জের অপেক্ষায় রইলাম।
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইবারে কবে মেসেজ পাঠাইসিলা? আমি প্রথমবার ইন্সটল করে ব্লক করে দিয়েছিলাম, চার্জ বেশি যাচ্ছিল বলে। এখান অবশ্য সব ঠিকঠাক। আমি তোমার মেসেজ পাইলে অবশ্যই রিপ্লাই দিতাম। 🙂
সবাই কি আর তোর মত খোমাখাতায় খোমাছবি দিতে পারে রে? 😉
একদিনে এত পোস্ট এই আনন্দ রাখি কই। ফয়েজ ভাইয়ের ভাষায় বলি,
মেল্লা পোস্ট, কোনটা থুয়া কোনটা পড়ি। এদিকে টাইমও নাইক্কা। ধূর বিজি হয়া গেলাম।
😀 😀
তানভীর ভাই ওয়েলকাম ব্যাক। আপনার ব্লগের পুরনো সব লেখা পড়ে ফেলেছি। নতুন লেখা চাই।
রেজা শাওন...আমি তোমার লেখার বিশাল ভক্ত। নিয়মিত লেখালেখি করবা এবং অবশ্যই সিসিবিতে। 🙂
নতুন লেখা লিখতে চাই, কিন্তু পারিনা। 🙁
পাঙ্খা পুষ্ট :thumbup:
আছেন কেমন ::salute::
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এইতো আছি ভাল।
কেমন আছিস ক্যাস্পার? 🙂
তানভীর আগের ফর্মে... :thumbup: :thumbup:
রুমকীর মার গল্প চাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আগের ফর্মে তানভীর ভাই
রুমকীর মার গল্প চাই ...... 🙂
খাইছে আমি দেখি কবি হয়া যাইতাসি
টিটো...মামা, অনেক অনেক অভিনন্দন। বাবুটাকে আমার হয়ে অনেক অনেক আদর দিস। 🙂
B-) আমার মেসেজ পেয়ে সবাই চলে আসলো সিসিবিতে 🙂
তানভির ভাই এর লেখা দেখে খুব খুশি হলাম।
কেমন আছিস নাজমুল? বৈদেশ জীবন নিয়ে কিছু লিখ, অনেক কিছু জানার আছে। 🙂
তানভীর ভাই... :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা দি গ্রেট... :hug:
আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
খুশীতে চিক্কুর মারলাম 😀 😀 😀
খিদা লাগছে, বিরানী বোরহানী খামু :grr: দাওয়াত দেন :awesome:
দাওয়াতের অনেক দেরী রে রেজু...
আপাতত তোর কাঁচা হাতের কাজ দেখি। 😉
আহারে! এমন একটা সময় ছিলো যখন আমার বউ সিসিবি কে সতীনের মত দেখতো!
আবার সেই পরকীয়া শুরু করতে মন চায় =((
তানভীর,
পুরনো অনেক মুখের সাথে তোমাকে দেইখাও অনেক ভালো লাগলো :hug:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই... :hug:
কেমন আছেন? দুনিয়ার একেক জায়গায় আপনার ছবি দেখি। বিশ্ব ভ্রমণ করা কি শেষ আপনার? 😛
সিসিবির পক্ষ থেকে একটা অ্যাংরি বার্ড প্রতিযোগিতা হইলে ভালো হইতো; জীবনে তো তেমন কোন মেডেল পাই নাই, এইবার হইলেও হইতে পারতো।
রুমকীমণি কেমন আছে? স্বাতী ভাবীরে সালাম দিয়েন।
ধন্যবাদ- কি জন্য সেটা না হয় নাই বললাম 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব্বা, আমার পোস্টে তোর দেখা নাই কেনো রে উলুম্বুষ? x-(
সিরিয়ালি নিচের থেকে উপ্রের দিকে যাইতেছিলাম :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, তোকে ভাইবারে মেসেজ পাঠিয়েছিলাম, পাস নাই মনে হয়!
আহারে তানভীর ভাই এর সেই মিষ্টি প্রেম কাহিনী শুনতে মন চাইতেছে।
ভাল আছেন তো ভাইয়া।
বিদেশ যাইয়েন না। একটা ভাল বুদ্ধি দিলাম।
আমিও পেম কাহিনী শুনপো :((
তপু, বিদেশ যাওয়ার ব্যাপারটা অনেক জটিল একটা ব্যাপার- অনেক কিছু একসাথে হিসেব করে চিন্তা করতে হয়!
প্রেম কাহিনী তো আমিও লিখতে চাই, আসে না! 🙁
আইলসা মানুষ হইলানা ....এত্ত পিচ্চি পোস্ট! পড়ার আগেই শ্যাষ! :gulli2:
তাও তো লিখছি!! তুমি তো মনে হয় কয়েক যুগ ধরে লেখালেখি কর না!!
টান্স এর লেখা। চউক্ষে পানি চলে আসলো।
আহা! এইটা কি বললি দোস্ত! আয় বুখে আয়! :hug:
আমারও। কই যাই, আজকে আমার মৃত্যু হইলেও আমার কোন দুঃখ নাই... :((
ফাজিল মেয়ে, এইসব না বলে লেখালেখি কর বেশি করে। 😀
আহারে, পোলাটার মনে কত দুঃখ,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনি লেখেন না ক্যান?
ফয়েজ ভাই, দুঃখের কি আর শেষ আছে!! এত্ত দুঃখ কই রাখি! 🙁
তানভীর অ্যাংরি বার্ড রিও টা ও খেলতে পার। তাহলে ব্লগে না লেখার আরো অজুহাত পাবা, আর এইটাও বলতে পারবা যে খেলতে যেয়ে রুমকীর মাকে সময় দিতে পারতেছ না। 😀
বস্! এংগ্রি বার্ডস রিও, সিজন্স- সব শেষ। কিছুদিন পর পর আপডেট খুঁজে ঐগুলাও শেষ করে ফেলি। 😀
আমার ভাগ্য ভালো যে গেম থিকা বাইর হইয়া আসতে পারছি।
নতুন চাকুরীর চেষ্টা করাটাই ভালো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাইয়া, আমি এখনও গেমিং থেকে বের হইতে পারলাম না! 🙁
নতুন চাকুরীর চেষ্টা- এইটা এই চাকুরী করার চেয়েও যন্ত্রণাদায়ক মনে হয়! 🙁
নিজের বাড়িতে স্বাগতম তানভীর ভাই... পরের পোস্টের অপেক্ষায় থাকলাম 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ...ধন্যবাদ। তোমার লেখা চাই নিয়মিত- খেলাধূলা, সিনেমা, গান...এইসব। 😀