শালার চেহারা ছবি এতই আনইম্প্রেসিভ যে অপরিচিত লোকজন তো বটেই, আমার খুব কাছের বন্ধু-বান্ধবরাও মাঝে মাঝে সন্দেহ করে আমি মনে হয় কোন গ্যারেজে অথবা মেশিন ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে পার্ট টাইম জব করি! 🙁 ড্রেস-আপ গেট-আপের জন্য জীবনে কম ধরা খাইনি। টিউশনির ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বাসায় বাবা, এক সময়ের পার্বতী, ইউনিভার্সিটির শিক্ষক এমনকি আমার কাছের বন্ধুরা, সবার একই অভিযোগ আমার টার্ন-আউট ঠিক নেই। ঠিক যে নেই সেটা আমিও টের পাই। কোন অফিসে ঢুকতে গেলে গেটেই দাড়োয়ান আটকে দেয়। দাঁড় করিয়ে হাজারটা প্রশ্ন করে। দোকানে কেনাকাটা করতে গেলে অন্য ক্রেতারা মাঝে মাঝে আমাকেই দোকানদার ভেবে ভুল করে। অনেক অভিনেতা-অভিনেত্রী আমার নাটকে অভিনয় করতে এসে মাঝে মাঝে আমাকেই জিজ্ঞেস করে, ‘এই ছেলে, ডিরেক্টর কোথায়?’ :((
বেশি দুরের কথা না। এই তো সেদিন, নীলক্ষেতের ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পছন্দের বই পেয়ে গেলাম। দোকানের সামনে দাঁড়িয়ে নেড়েচেড়ে বইটা দেখছিলাম, হঠাৎ পিছন থেকে রিনিঝিনি গলায় কে যেন বললো, ‘এই যে ভাই, এই, ডিগ্রী’র গার্হস্ত্য অর্থনীতি বই আছে?’ আমি ফিরে তাকালাম। বেশ ধারালো গঠনের এক উর্বশী। এরকম কেউ বই চাইলে নিয়ম হচ্ছে না থাকলেও বই লিখে দিয়ে দেয়া। আমি খুব স্মার্টলি বলার চেষ্টা করলাম, ‘আমি আসলে জানি না, মানে………।’ আর কিছু বলার আগেই উর্বশী ঝাড়ি মারলো, ‘জানেন না তো বইয়ের দোকান দিয়ে বসে আছেন কেন?’ x-( বলে হন হন করে সামনে হাঁটা দিলো।
এতোক্ষনে আমার মাথায় ঢুকলো, খাইছে, উর্বশীতো আমাকেই দোকানদার মনে করেছিলো। আসল দোকানদার এতোক্ষন অন্য কাস্টমারের সাথে কথা বলছিলো। এবার সে আমার দিকে ফিরে বললো, ‘হে হে হে মামা, আফায় কি আপনেরে দোকানদার মনে করছিলো?’ আমি কিছু না বলে তাড়াতাড়ি সটকে পড়লাম। ভাগ্য ভালো আর কেউ দেখেনি। শালার আরেকটু হলেই মান-সম্মানের প্রেস্টিজ হইয়া যাইতো।
****** ******
ইউনিভার্সিটি থাকতে টিউশনি করাতাম। খুব সেজেগুজে থুতুনির নিচে দিল চাহতা হ্যায়’র আমির খানের মতো দাড়ি রেখে ছাত্রী পড়াতে গেলাম। ডোরবেল টিপে অপেক্ষা করছি, দরজার ফুটো দিয়ে কেউ উঁকি দিলো তারপর ভিতর থেকে ধমক দিলো, ‘মাফ করো।’
কি মুশকিল! আবার বেল টিপলাম। এবার দরজা খুলে আমার ছাত্রী উঁকি দিলো।
ও ভাইয়া আপনি? আমি ভেবেছিলাম ফকির।
মেজাজটা আগুন হয়ে গেলো। এই ফাজিল মেয়ে বলে কি! ইচ্ছে হলো কষে একটা লাগিয়ে দেই। কিন্তু এই টিউশনিটাই তখন ঢাকা শহরে আমার একমাত্র রুটি-রুজি। কোনরকমে রাগ চেপে পড়াতে বসলাম। পড়ানোর সময় অবশ্য মেয়েটাকে এতোটা ফাজিল মনে হয় না। বেশ মিষ্টি মিষ্টি চেহারা। হাত দিয়ে যখন কপালের উপর আসা চুলগুলি সরিয়ে নেয় তখন মাঝে মাঝে আমারই ‘ভাইয়া’ থেকে ‘সাইয়া’ হয়ে যেতে ইচ্ছে করে। সেদিন কেন জানি একটু বেশিই ইচ্ছে করছিলো। পড়ানোর একফাঁকে আমার জন্য চা নিয়ে এলো। একটা চুমুক দিয়ে বললাম, ‘বাহ ! তুমি তো দারুন চা বানাও। হাসি-টাসি মিশিয়ে দাও নাকি?’ বলে নিজেই একটা চকলেট মার্কা হাসি দিয়ে দিলাম। 😀
‘ভাইয়া, হাসলে না আপনাকে মিষ্টি কুমড়ার মতো লাগে।’
আমি চুপসে গেলাম। এই মেয়ে বলে কি!
‘এতো কিছু থাকতে মিষ্টি কুমড়ার মতো কেন?’
‘না, মানে মিষ্টি কুমড়া কেটে মাঝখান দিয়ে ফালি করলে যেমন দেখায় হাসলে আপনাকেও তেমন লাগে।’
মনের দুঃখে আমি মানুষের সামনে হাসাহাসি বন্ধ করে দিলাম। নিজেই নিজেকে স্বান্তনা দিলাম, বড় বাঁচা বেঁচে গেছিস ব্যাটা, খালি মিষ্টি কুমড়ার উপর দিয়ে গেছে। বেশি হাসাহাসি করলেতো কাঁচা বাজারের সব সবজি ফালি ফালি হয়ে যেত। ~x(
thanks God she didn't call you a cucumber...... :grr: or a Banana....or....Brinjal(its the English name of "Begun" ,right?)
তোরে হাতের কাছে পাইলে আমি ঝাড়ু দিয়া বাইরামু। x-( x-(
ইংলিশ ক্যান? বাংলা কি হইছে? ইংরেজিতে লেখার জন্য তোর নামে ১০টা ব্লগ ইস্যু হইলো। আপাতত যা, গিয়া লং আপ হইয়া থাক। 😉 😉
Maternal Uncle(mama),
I am in NSU now,right beside RjF Ma'am'sDesk.....unfortunately she does not have Bangla font.... 🙁
না থাকলে তুই সোলাইমান ভাইয়ের ফন্ট টা ঢুকাইয়া দে... :grr: :grr:
No I want to "insert" Mashfu Bhai's font..... 😀
কস্কি!!!
ফন্টের সাইজ তাইলে একটু বড় কইরা দিস। 😉 😉 😉
how about 8 inches? 😉
লা হাওলা ওলা কুয়া' তা... গজব নাজিলের টাইম এসে পড়ছে। 🙁
x-( কেন গজব হইব কেন এইটা তো লুত জাতির কেইস না 😛
=)) =)) =)) =)) :gulli2: :gulli2: :gulli2:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
শসা, কলা, বেগুন দিয়ে শুরু হওয়া গল্পে আকস্মিক মোড় ...
এই গল্পটাও দারুন।
যৌথ প্রযোজনার এই গল্পে কাম্রু ও মাস্ফ্যু কে ... :clap:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছি কি অশ্লীল!এডু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি-ব্লগার তাইফুরের অশালীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ সহকারে... 😀
কামরুল,
এই মাত্র আমার বউও তোমার এই ব্লগ পড়তাসে। হ্যার পড়া পরথম ব্লগ। পইড়াই কয় পাচ তারকা লাগাইতে। তুমি তো হিট হয়া গেলা দেহি 😀
যাক, মরতুজা ভাই উয়িথ পার্বতী ভাবি ব্যাক! 😀 😀 😀
মরতুজা ভাই, আপনার কচিকাচার সিরিজ কতদূর???
দিলেন তো আমার প্রেস্টিজ টা ভাবির কাছে পাংচার কইরা। 🙁 আর কিছু পাইলেন না? একটা ভালো লেখা পড়াইতেন, তাইলেনা বুঝতো সিসিবিতে পোলাপাইন কত ভালো লেখে। 😉 ধুর মিয়া। আপনে আসলে মানুষ ভালো না। :grr:
অফটপিকঃ
আপনে আছেন ক্যামন? ভুমিতেও নাই, ম্যাপেও নাই!! ক্যাম্নে কী? ভাবিরে সালাম। :salute:
বুজতেই তো পারতাছ, আপাতত আকাশেই আছি।
হাহাহাহাহা =)) =)) =)) =)) =)) =))
দোস্ত, চরম হইসে রে!
জানি এইগুলা বানানো ঘটনা, কিন্তু তুই খুব মজা করে লিখসিস। :salute: :salute: :salute:
তোগো তো নায়ক রাজ বাপ্পারাজের মতো চেহারা, এই গরীবের ঘটনা বানানো মনে হইবোই। :grr:
দিলি রে ইজ্জতের ফালুদা কইরা!
নাহ্! অতিস্বত্তর আমার ছবি চেইঞ্জ করতে হইব! রবিন কই গেলি রে? তাড়াতাড়ি সমুদ্র, আকাশ এইসব মার্কা একটা কয়েকটা ছবি পাঠা তো!
সেই কবে ... 'আইডি কার্ড চাওয়ার' গল্পের পর থিকা তোরে কইতাছি চেঞ্জ করতে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আফনে তানভীর মামার আইডি কার্ড চাইছিলেন? 😮
আস্তাগফিরু;;আহ নাউজুবিল্লাহ মিন যালেক...এ আমি কি শুনলাম...
😮 😮 😮
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori: :goragori: :goragori:
অফলাইনে পড়তেছিলাম, পাঁচ দাগাইতে গিয়া দেখি এই কথা লেখা
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
তাই বাধ্য হইয়া লগইন করলাম। 🙂
www.tareqnurulhasan.com
সিসিবিতে আইসা অফলাইন হইয়া থাকার জন্য তোরে মাইনাস। x-(
:)) :)) :))
সিনিয়রের দুঃখে হাসি আসে? x-(
:khekz: :khekz: :khekz: :khekz:
তুই যাদুকর হয়ে যাচ্ছিস..এই রকম লেখাই আমার পছন্দ।
আপনারে আরো খুঁজতে থাক...তাইলে আরো কয়টা সিরম পোস্ট পামু
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরো খুঁজুম? কস কি?
খুঁজার আর বাকি থাকলো কি? 😉 😉
সেই রকম... :gulli2: :gulli2: :gulli2:
কি রকম? 😉 😉
মিষ্টি কুমড়া কেটে মাঝখান দিয়ে ফালি করলে যেমন দেখায়, সে রকম :grr: :grr: :grr:
পুরা :gulli2: :gulli2: :gulli2:
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ওই বেটা তোরে কি রবিন রোগে ধরছে? :grr:
:goragori: :goragori: :goragori: :frontroll: :frontroll: :frontroll:
ফ্রন্টরোল দিলা ক্যান? দিতে কইনাই তো।
মিষ্টি কুমড়া কেটে মাঝখান দিয়ে ফালি করলে যেমন দেখায় হাসলে আপনাকেও তেমন লাগে।
মিষ্টি কুমড়া কেটে মাঝখান দিয়ে ফালি করলে যেমন দেখায় হাসলে আপনাকেও তেমন লাগে।
মিষ্টি কুমড়া কেটে মাঝখান দিয়ে ফালি করলে যেমন দেখায় হাসলে আপনাকেও তেমন লাগে।
যাক শেষ পর্যন্ত তুমি উদ্ধ্বৃতি দিতে পারছো, অতেই আমি খুশি। 😀
:khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:)) :)) :))
যাক শেষ পর্যন্ত কামরুলের লেখা পাইলাম। যথারীতি সেইরকম। লাস্ট কবে লেখা দিছিলি নিশ্চয়ই ভুইলা গেছিলি 😉 এরম ফাটাফাটি লেখা দিয়া কামব্যাকের লাইগা তোরে :salute:
আমারতো হেব্বি রোমান্টিক আর সেরকম লাগলো কথাডা 😡 তুই সেন্টু খাইলি ক্যা ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনেরেও কইছিলো নাকি? 😉 হায় হায় এই কাহিনীতো জানতাম না। :grr:
আজকাল রোমান্টিকতা যে মিষ্টি কুমড়া'র মতো হইয়া গেছে এইটা তো জানতাম না। 😉
😉
সংসারে প্রবল বৈরাগ্য!
বস ইজ ব্যাক।। :clap:
একটু গড়ায়া লই... =)) =)) :goragori: :frontroll: :khekz:
গড়ানি শেষ হইলে রিপোর্ট কইরো। তোমারে রগ্রা দিতে হবে। লাস্ট কবে গল্প লিখছো মনে আছে? x-(
তুমি সুন্দর যদি নাহি হও তায় বল কিবা যায় আসে
প্রিয়ার কি রূপ সেই জানে, যে কখনো ভালবাসে
তাই ত কই - তর কারেন্ট পার্বতী তরে এত বালা পায় ক্যাম্বে.........
কারেন্ট পার্বতী ডা কিডা ? :grr:
আমারে বালা পায়, তাইলে আমি চিনি না কেন? x-(
তুই চিনস ক্যাম্নে? 😉
কতদিনের সম্পর্ক? 😉
তুই মাঝে মাঝে বিকালে কই যাস? 😉
জাতির বিবেকের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। 😀
where he goes???????????
mamure jotil lekha hoise............oi jinis pete porle mone hoi aro notun kisu ber hoibo...... :gulli2: :gulli2: :gulli2:
কাঁচা বাজারের সব সবজি ফালি ফালি কইরা আমি হাসতেই আছি, হাসতেই আছি।
আমি ভাব্লাম বুঝি তোর শালার চেহারা-ছবির গল্প কইতাছস ... :khekz:
ড্রেস-আপ গেট-আপের উন্নতিকল্পে তুই ফুল প্যান্ট ছাইরা লুঙ্গী ধর।
( অল্প পরিমান হাওয়া দেই তোরে ...গূনীজনের ওইসব চেহারা-ছবি, ড্রেস-আপ গেট-আপ লাগে না 😀 )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তোরে খুব দ্যাখতে মঞ্চায় ... :-*
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮
গুগুলে মিষ্টি কুমড়া লেইখা সার্চ দিলেই তো আমার অনেক ছবি আসে। দেইখা লন। :grr: :grr:
অফটপিকঃ
হাওয়া টা খুব ভালো ছিলো। 😉
সুপার ডুপার বাম্পার..... :)) =)) ।
খুব সোন্দর হইছে 😛 ।
Life is Mad.
আপনার মতুন প্রোফাইল ছবিটাও খুব সোন্দর হইছে 😀
'মতুন' প্রফাইল ছবিটা কি জিনিষ ?? ম'র নীচে হ্রস্ব'উ' হইবেক মনে হয়। :-B তাই না ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই ঘটনাতো আমার লেখার কথা ছিল। ~x( এইগুলা তুমি জানলা ক্যমনে? :boss:
চাপা পিটাইস না। একগুচ্ছ বালিকার সাথে তোরে আমি প্রায়ই ক্যাম্পাসে দেখি। :grr: :grr:
কেম,গত কয়দিন মেজাজাটা খিট খিট হয়ে ছিল.....।..।..।...।তোর লেখাটা পইড়া ভাল হইয়া গেল..।..।।...।...।।।।ঢাকায় আইস্যা তরে মামা সেই জিনিস খাওয়ামু যাতে তোর ভিতর থেইক্যা এক রাইতে দ শটা ব্লগ বাইর হয়।..।...।..।।.।।.।।...।
আর মামা,তোর তুলনা আসলে তুই.........।...।।আর কেউ না..........বড় লেখক হইয়া গেলে মানে ধর তর যদি দুই এক খান বই টই বই মেলায় বাইর হইয়া যায় তাইলে কিন্তু আবার ভাব লওয়ার লাইগ্যা ছদ্ম নাম নিস না..।।...।।...।তুই আমাদের কেম কেম ই থাকিস.।...।..।।..।...হলিউডে চইল্যা গেলেও কিন্তু মামা একি থাকিস.।।...।।...।।...এঈটায় হইল অনন্য.।।.।...।।...।।...।।ইংরাজিতে যাকে বলে..।...।...।।...unique in signature............. :salute:
নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে নিশা লাগিলো রে... 😉 😉
তুই ফ্লাইট নাম্বার আর টাইম জানাইয়া মেইল করিস একটা।
আলদীন ভাই আমিও যাবো এয়ারপোর্টে।আমারেও মেইল কইরেন।
আমিও আরজেএফ ম্যামের কোলে মাথা রেখে সেই জিনিস খাপো :((
ভুলেও যদি কোন দিন আরজেএফ ম্যাম গুগুলে নিজের নাম লেইখা সার্চ দেয় এই রেজাল্ট আসবে।
মাস্ফু তুই শেষ। তোর টিএ শীপ যাবে। 😉
😮 আল্লাহ আমি শ্যাষ!!!!!
বাই দা ওয়ে, আরজে এফ ম্যাম বাংলায় টাইপ কইরা এই জিনিস লিখবে সেই সম্ভাবনা বড়ই কম 😛
আরো আছে-উনি এইটারে কম্পলিমেন্ট হিসাবে নিয়া আমাকে খাওয়াইতে নিয়া যাবে তার সম্ভাবনাই বেশি 😀
ভাবতাছি ... কি কি খাওয়াইতে পারে ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই লাইনের মধ্যে স প্রশ্নের জবাব লুকিয়ে আছে... :-B O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিরে জুনা, তুই যেটা মিন করছোস আমি কি সেইটাই ভাবতাছি? :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
সেকি? আপনেও গ্রেট নাকি???? =)) :khekz:
তাইলে তো চিন্তাধারা একই হইবোই... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি ফিডার খাপো :((
আমিও খাপো... :(( :(( :((
আলদিন্স...৫ তারিখ আইতাসোস না? আয়া পড়, আয়া পড়.....
মাইয়ার চেহারা মিষ্টি মিষ্টি... 😀 আপনার চেহারাও মিষ্টি (কুমড়া)... B-)
কেন যে আপনাগো কিছু হইল না... :((
তাইলে আপনাদের দুইজনরে আমরা সবাই কইতে পারতাম sweet couple!!! :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =)) =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
জুনা তোর চিন্তাধারাটা আমার পছন্দ হইছে ... :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অথবা মিস্টার এন্ড মিসেস কুমড়া !!! 😮 😮 😮
এবার তাইলে আমারে আপনার ছোট শালীর নম্বর দেন... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাহলে আজকে আম্রা শিক্তে পার্লাম যে, couple এর্বাংলা হৈলো "কুমড়া"
দুনিয়াজুরা পচুর অজানা... 🙁
ঠিক। 🙁
পোস্টটা পইড়া :khekz: :khekz: কি কমেন্ট করমু হেইডা ~x( । হেরপর কমেন্ট পড়তে পড়তে দেহি নানা ডালপালা গজাইছে। আগাইতে আগাইতে কি ল্যাখতে চাইছিলাম হেইডাই ভুইল্যা গ্যাছি। আমার অবস্থা অহন :-B :-B :-B
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্ পারফেক্ট পিরা যিবা কন্ডিশনে পিড়ছেন দিখতাছি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কি করমু তুমরা পোস্টের যে অবস্থা কইরা রাখো মাথা শেষ পর্যন্ত ঠিক রাখন যায় না। :bash: :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাভলু ভাই
সব দোষ মাস্ফু আর কাইউম ভাইয়ের। খালি খালি লাইন ছাড়া বেলাইনে আগায়।
এট্টু রগড়া দিয়া দেন দুইজন রে। 😀 😀
লাবলু ভাই কি ঘুমাইতে গেছেনি, হ তাই তো :grr:
এইবার কামরুলরে ধরি x-(
সিনিয়রের নামে আরো সিনিয়ররে রিপোর্ট দিতাছস x-( x-(
কাইলকা fox calling raait থেকে মেডালিয়নের সামনে :frontroll: দিতে থাকবি x-( x-( :chup:
লাবলু ভাই আইবার আগেই পলাই ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
উউপস, লাবলু ভাই হইবো ~x( ~x( ভয়ের চোটে কি লেখছি ~x( ~x(
বস্ তো আমারে :gulli2: দিবো।
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম ভাই,
তাইলে আমার টা ভুল হইছে। 🙁
আচ্ছা তাইলে ভাইয়া কে জিজ্ঞেস করি। ভাইয়া কিভাবে লিখে, লাভলু ভাই না লাবলু ভাই?
আপনে আগে ফ্রন্টরোল দেন পরে অন্য কথা :grr:
যাক তুই কপি পেষ্ট রাইখা লেখা দিছস
এইটাও কপি পেস্ট। এক্কেরে জীবন থেকে নেয়া। 😉
নাহ, পুরা গল্পই কোট কইরা দিতে হইবো সব দিতে গেলে, পিরা যিতাছি, কাম্রুল ভাই, আপ্নেএতোবস্কেন?
তুইয়েতো পেচাইয়ালেখিস ক্যান? 😉 😉
ফার্স্ট আমিও একটু গড়াগড়ি দিয়া লই =)) =)) =)) =))
টিটো ভাই আগেই কয়া দিছে। তারপরও আমি আবার বলি, এই লাইনটাই সবচেয়ে বেশী পছন্দ হইছে।
বুঝা যায়, তুই অনেক বই-টই লিখছিস। 😉 😉
:khekz: :khekz: :gulti: :gulti: দোস্ত, কি কমেন্ট করমু বুঝতেছি না। পুরা :gulli2: :gulli2:
দুঃখে কই সমবেদনা জানাবি , তা না কইরা খুশিতে :gulli2: মারতেসিস।
তোর মতো বন্ধু দুই একটা থাকলে আমার আর শত্রু লাগবে না। 😡
উনার কি আর সমবেদনা জানানোর সুময় আছে নি?উনি তো আমাগো "**ষা" ম্যাডামরে নিয়াই ব্যস্ত 😀
:khekz: :khekz:
হালার ভাই, আর ভাব লইছ না।। সারা জীবন ললনা দের হিট লিস্ট এ তারেক'র পর তোর নাম ই ছিল ;;) ;;) ;;) ।।
বিঃদ্রঃ কেমস, তরে আমি ঢাকা-লন্ডন-ঢাকা র টিকেট স্পন্সর করমু।।তুই খালি ঐ মাস্ফু পুলা টারে ও'র আরজেএফ র লগে শক্ত কইরা বাইন্ধা পান্থপথ'র এক মাথা থাইকা আরেক মাথা :frontroll: দেওয়াবি x-( 😡
মামা আরজেএফ ম্যামরে খালি আইন্না দ্যান।আমি খালি ফ্রন্টরোল না,সেই সাথে ফুশ আফও দিতাম ছাই 😛
ওফ টপিক-রাজীব ভাই, "**ষা"ম্যাডামের লগে দিনকাল কিমুন কাটতাছে?অগ্রগতি কদ্দুর? 😛
মন খারাপ কইরোনা, এই দুনিয়ায় তুমি একলানা। আমারও তোমার মত দুই একটা ঘটনা আসে। :bash:
দেখি কন তো আপনার দুই একটা ঘটনা। 😉
আপনে কই থাকেন? কতদিন দেখিনা আপনারে! খুব মিস করি যে এইটাও তো বুঝেন না। 🙁
আমার হাল তপুর মতই.
SSDD: Same Shit! Different Day.
শফি ভাই-সেই মোগলাই খাওনের পর কতদিন আপনেরে দেখিনা...
আমি আবার মোগ্লাই খাপো :((
কয়টা?! 😉
টার্ন-আউট নিয়া এত টেনশন নিও না তো। আজাইরা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নেই না তো।
খালি বিয়ার আগ পর্যন্ত এট্টু দুশ্চিন্তায় আছি আর কি 😉 😉 😉
'আপনারে' আমি খুজিয়া বেড়াই ...
তুই কারে খুজস, জুনিয়র কাউরে তো অবশ্যই না ... তাইলে তো 'তোরে' বা 'তোমারে' আমি খুজিয়া বেড়াই হইত। সিনিয়র কাউরে নিশ্চই। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আছে একজন আমার চেয়ে এট্টু বড়। 😉 😉 😉
আমিও এট্টু বড় আপুদের খুঁজপো :((
আপুদের?? আমার জইন্যেও এক্টা খুঁইজেন।
শিয়ালরে কয় আমার জন্যও মুরগী খুজিস !!! 😉 😉 😉
:khekz: :khekz: :khekz:
আমারে শিয়াল কইলেন নাকি? x-(
নাহ! আপুদের মুরগি কইছি। 😉 😉
মুরগি মানে কি চিক্স? 😕
জাস্ট ফ্রেন্ডস। 😉 😉
~x( ~x( ~x(
ops!
সাতেও নাই, পাঁচেও নাই
কাটা ঘায়ে 😡 মনে হয় কামরুল ভাই নুনের ছিটা =(( দিলেন... :dreamy: :dreamy: :dreamy:
যাকগে নুনে আয়োডিন আছে... মজা পাইলাম পড়ে :frontroll: :goragori: :khekz: :awesome: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চাপা পিটাইস না :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পোস্টটা পইড়া কি কমেন্ট করমু হেইডা খুজিয়া বেড়াই । হেরপর কমেন্ট পড়তে পড়তে দেহি নানা ডালপালা গজাইছে। আগাইতে আগাইতে কি ল্যাখতে চাইছিলাম হেইডাই ভুইল্যা গ্যাছি।
but :clap: :clap: to 'Sweet couple'
‘Sweet couple’ কারে কইলেন? 😛
এই কামরুল ভাই এখন টার্ন-আউট ঠিকঠাক রাইখা টাইম মতো অফিসে আইসা পড়ে! আল্লাহ কি দিন কাল পড়লো...।
কাল সকালে আমার আগে অফিসে গিয়া তোর ডেস্কের সাথে লঙ্গাপ হইয়া থাকবি। আমি আইসা উঠামু। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।