আপনারে আমি খুঁজিয়া বেড়াই-১

শালার চেহারা ছবি এতই আনইম্প্রেসিভ যে অপরিচিত লোকজন তো বটেই, আমার খুব কাছের বন্ধু-বান্ধবরাও মাঝে মাঝে সন্দেহ করে আমি মনে হয় কোন গ্যারেজে অথবা মেশিন ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে পার্ট টাইম জব করি! 🙁 ড্রেস-আপ গেট-আপের জন্য জীবনে কম ধরা খাইনি। টিউশনির ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বাসায় বাবা, এক সময়ের পার্বতী, ইউনিভার্সিটির শিক্ষক এমনকি আমার কাছের বন্ধুরা, সবার একই অভিযোগ আমার টার্ন-আউট ঠিক নেই। ঠিক যে নেই সেটা আমিও টের পাই। কোন অফিসে ঢুকতে গেলে গেটেই দাড়োয়ান আটকে দেয়। দাঁড় করিয়ে হাজারটা প্রশ্ন করে। দোকানে কেনাকাটা করতে গেলে অন্য ক্রেতারা মাঝে মাঝে আমাকেই দোকানদার ভেবে ভুল করে। অনেক অভিনেতা-অভিনেত্রী আমার নাটকে অভিনয় করতে এসে মাঝে মাঝে আমাকেই জিজ্ঞেস করে, ‘এই ছেলে, ডিরেক্টর কোথায়?’ :((

বেশি দুরের কথা না। এই তো সেদিন, নীলক্ষেতের ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পছন্দের বই পেয়ে গেলাম। দোকানের সামনে দাঁড়িয়ে নেড়েচেড়ে বইটা দেখছিলাম, হঠাৎ পিছন থেকে রিনিঝিনি গলায় কে যেন বললো, ‘এই যে ভাই, এই, ডিগ্রী’র গার্হস্ত্য অর্থনীতি বই আছে?’ আমি ফিরে তাকালাম। বেশ ধারালো গঠনের এক উর্বশী। এরকম কেউ বই চাইলে নিয়ম হচ্ছে না থাকলেও বই লিখে দিয়ে দেয়া। আমি খুব স্মার্টলি বলার চেষ্টা করলাম, ‘আমি আসলে জানি না, মানে………।’ আর কিছু বলার আগেই উর্বশী ঝাড়ি মারলো, ‘জানেন না তো বইয়ের দোকান দিয়ে বসে আছেন কেন?’ x-( বলে হন হন করে সামনে হাঁটা দিলো।
এতোক্ষনে আমার মাথায় ঢুকলো, খাইছে, উর্বশীতো আমাকেই দোকানদার মনে করেছিলো। আসল দোকানদার এতোক্ষন অন্য কাস্টমারের সাথে কথা বলছিলো। এবার সে আমার দিকে ফিরে বললো, ‘হে হে হে মামা, আফায় কি আপনেরে দোকানদার মনে করছিলো?’ আমি কিছু না বলে তাড়াতাড়ি সটকে পড়লাম। ভাগ্য ভালো আর কেউ দেখেনি। শালার আরেকটু হলেই মান-সম্মানের প্রেস্টিজ হইয়া যাইতো।

****** ******
ইউনিভার্সিটি থাকতে টিউশনি করাতাম। খুব সেজেগুজে থুতুনির নিচে দিল চাহতা হ্যায়’র আমির খানের মতো দাড়ি রেখে ছাত্রী পড়াতে গেলাম। ডোরবেল টিপে অপেক্ষা করছি, দরজার ফুটো দিয়ে কেউ উঁকি দিলো তারপর ভিতর থেকে ধমক দিলো, ‘মাফ করো।’
কি মুশকিল! আবার বেল টিপলাম। এবার দরজা খুলে আমার ছাত্রী উঁকি দিলো।
ও ভাইয়া আপনি? আমি ভেবেছিলাম ফকির।
মেজাজটা আগুন হয়ে গেলো। এই ফাজিল মেয়ে বলে কি! ইচ্ছে হলো কষে একটা লাগিয়ে দেই। কিন্তু এই টিউশনিটাই তখন ঢাকা শহরে আমার একমাত্র রুটি-রুজি। কোনরকমে রাগ চেপে পড়াতে বসলাম। পড়ানোর সময় অবশ্য মেয়েটাকে এতোটা ফাজিল মনে হয় না। বেশ মিষ্টি মিষ্টি চেহারা। হাত দিয়ে যখন কপালের উপর আসা চুলগুলি সরিয়ে নেয় তখন মাঝে মাঝে আমারই ‘ভাইয়া’ থেকে ‘সাইয়া’ হয়ে যেতে ইচ্ছে করে। সেদিন কেন জানি একটু বেশিই ইচ্ছে করছিলো। পড়ানোর একফাঁকে আমার জন্য চা নিয়ে এলো। একটা চুমুক দিয়ে বললাম, ‘বাহ ! তুমি তো দারুন চা বানাও। হাসি-টাসি মিশিয়ে দাও নাকি?’ বলে নিজেই একটা চকলেট মার্কা হাসি দিয়ে দিলাম। 😀
‘ভাইয়া, হাসলে না আপনাকে মিষ্টি কুমড়ার মতো লাগে।’
আমি চুপসে গেলাম। এই মেয়ে বলে কি!
‘এতো কিছু থাকতে মিষ্টি কুমড়ার মতো কেন?’
‘না, মানে মিষ্টি কুমড়া কেটে মাঝখান দিয়ে ফালি করলে যেমন দেখায় হাসলে আপনাকেও তেমন লাগে।’

মনের দুঃখে আমি মানুষের সামনে হাসাহাসি বন্ধ করে দিলাম। নিজেই নিজেকে স্বান্তনা দিলাম, বড় বাঁচা বেঁচে গেছিস ব্যাটা, খালি মিষ্টি কুমড়ার উপর দিয়ে গেছে। বেশি হাসাহাসি করলেতো কাঁচা বাজারের সব সবজি ফালি ফালি হয়ে যেত। ~x(

১১,৩৬২ বার দেখা হয়েছে

১২৮ টি মন্তব্য : “আপনারে আমি খুঁজিয়া বেড়াই-১”

  1. টিটো রহমান (৯৪-০০)

    :khekz: :khekz: :khekz: :khekz:

    বেশ ধারালো গঠনের এক উর্বশী। এরকম কেউ বই চাইলে নিয়ম হচ্ছে না থাকলেও বই লিখে দিয়ে দেয়া।

    তুই যাদুকর হয়ে যাচ্ছিস..এই রকম লেখাই আমার পছন্দ।
    আপনারে আরো খুঁজতে থাক...তাইলে আরো কয়টা সিরম পোস্ট পামু


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    যাক শেষ পর্যন্ত কামরুলের লেখা পাইলাম। যথারীতি সেইরকম। লাস্ট কবে লেখা দিছিলি নিশ্চয়ই ভুইলা গেছিলি 😉 এরম ফাটাফাটি লেখা দিয়া কামব্যাকের লাইগা তোরে :salute:

    ‘ভাইয়া, হাসলে না আপনাকে মিষ্টি কুমড়ার মতো লাগে।’

    আমারতো হেব্বি রোমান্টিক আর সেরকম লাগলো কথাডা 😡 তুই সেন্টু খাইলি ক্যা ;))


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    কাঁচা বাজারের সব সবজি ফালি ফালি কইরা আমি হাসতেই আছি, হাসতেই আছি।

    শালার চেহারা ছবি এতই আনইম্প্রেসিভ যে অপরিচিত লোকজন তো বটেই, আমার খুব কাছের বন্ধু-বান্ধবরাও মাঝে মাঝে সন্দেহ করে আমি মনে হয় কোন গ্যারেজে অথবা মেশিন ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে পার্ট টাইম জব করি!

    আমি ভাব্লাম বুঝি তোর শালার চেহারা-ছবির গল্প কইতাছস ... :khekz:
    ড্রেস-আপ গেট-আপের উন্নতিকল্পে তুই ফুল প্যান্ট ছাইরা লুঙ্গী ধর।
    ( অল্প পরিমান হাওয়া দেই তোরে ...গূনীজনের ওইসব চেহারা-ছবি, ড্রেস-আপ গেট-আপ লাগে না 😀 )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. সাইফ (৯৪-০০)

    কেম,গত কয়দিন মেজাজাটা খিট খিট হয়ে ছিল.....।..।..।...।তোর লেখাটা পইড়া ভাল হইয়া গেল..।..।।...।...।।।।ঢাকায় আইস্যা তরে মামা সেই জিনিস খাওয়ামু যাতে তোর ভিতর থেইক্যা এক রাইতে দ শটা ব্লগ বাইর হয়।..।...।..।।.।।.।।...।

    আর মামা,তোর তুলনা আসলে তুই.........।...।।আর কেউ না..........বড় লেখক হইয়া গেলে মানে ধর তর যদি দুই এক খান বই টই বই মেলায় বাইর হইয়া যায় তাইলে কিন্তু আবার ভাব লওয়ার লাইগ্যা ছদ্ম নাম নিস না..।।...।।...।তুই আমাদের কেম কেম ই থাকিস.।...।..।।..।...হলিউডে চইল্যা গেলেও কিন্তু মামা একি থাকিস.।।...।।...।।...এঈটায় হইল অনন্য.।।.।...।।...।।...।।ইংরাজিতে যাকে বলে..।...।...।।...unique in signature............. :salute:

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাইয়ার চেহারা মিষ্টি মিষ্টি... 😀 আপনার চেহারাও মিষ্টি (কুমড়া)... B-)
    কেন যে আপনাগো কিছু হইল না... :((
    তাইলে আপনাদের দুইজনরে আমরা সবাই কইতে পারতাম sweet couple!!! :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    পোস্টটা পইড়া :khekz: :khekz: কি কমেন্ট করমু হেইডা ~x( । হেরপর কমেন্ট পড়তে পড়তে দেহি নানা ডালপালা গজাইছে। আগাইতে আগাইতে কি ল্যাখতে চাইছিলাম হেইডাই ভুইল্যা গ্যাছি। আমার অবস্থা অহন :-B :-B :-B


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. ০১. এরকম কেউ বই চাইলে নিয়ম হচ্ছে না থাকলেও বই লিখে দিয়ে দেয়া।
    ০২. হাত দিয়ে যখন কপালের উপর আসা চুলগুলি সরিয়ে নেয় তখন মাঝে মাঝে আমারই ‘ভাইয়া’ থেকে ‘সাইয়া’ হয়ে যেতে ইচ্ছে করে।
    ০৩. বাহ ! তুমি তো দারুন চা বানাও। হাসি-টাসি মিশিয়ে দাও নাকি?

    নাহ, পুরা গল্পই কোট কইরা দিতে হইবো সব দিতে গেলে, পিরা যিতাছি, কাম্রুল ভাই, আপ্নেএতোবস্কেন?

    জবাব দিন
  8. মুহাম্মদ (৯৯-০৫)

    ফার্স্ট আমিও একটু গড়াগড়ি দিয়া লই =)) =)) =)) =))

    বেশ ধারালো গঠনের এক উর্বশী। এরকম কেউ বই চাইলে নিয়ম হচ্ছে না থাকলেও বই লিখে দিয়ে দেয়া।

    টিটো ভাই আগেই কয়া দিছে। তারপরও আমি আবার বলি, এই লাইনটাই সবচেয়ে বেশী পছন্দ হইছে।

    জবাব দিন
  9. তাইফুর (৯২-৯৮)

    'আপনারে' আমি খুজিয়া বেড়াই ...
    তুই কারে খুজস, জুনিয়র কাউরে তো অবশ্যই না ... তাইলে তো 'তোরে' বা 'তোমারে' আমি খুজিয়া বেড়াই হইত। সিনিয়র কাউরে নিশ্চই। :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  10. রকিব (০১-০৭)

    কাটা ঘায়ে 😡 মনে হয় কামরুল ভাই নুনের ছিটা =(( দিলেন... :dreamy: :dreamy: :dreamy:
    যাকগে নুনে আয়োডিন আছে... মজা পাইলাম পড়ে :frontroll: :goragori: :khekz: :awesome: :thumbup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  11. আস আদ (৮৮-৯৪)

    পোস্টটা পইড়া কি কমেন্ট করমু হেইডা খুজিয়া বেড়াই । হেরপর কমেন্ট পড়তে পড়তে দেহি নানা ডালপালা গজাইছে। আগাইতে আগাইতে কি ল্যাখতে চাইছিলাম হেইডাই ভুইল্যা গ্যাছি।
    but :clap: :clap: to 'Sweet couple'

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।