নিছক তুমি অথবা অনুভূতির সরলরেখা

(এইটা কিন্ত গল্পও নয়, কবিতাও নয়, প্রেম তো নয়ই। বরং এইটা গল্পের মত করে বলা কবিতা বা কবিতার মত করে পড়া গল্প। উলটা পালটা কিছু বলতে চাইলে আগে হ্যান্ডস ডাউন তার পর কথা।)

কলিং বেল চেপে চুপ করে দাঁড়িয়ে থাকি, মিষ্টি একটা পাখির ডাক ভেসে আসে। আমি জানি কিছুক্ষন এর মধ্যেই তুমি দৌড়ে আসবে। মুখে একরাশ হাসি, চোখে কৌতুক, “ঠিক বুঝেছি তুই এসেছিস, আয় আয়”
হাত ধরে টেনে নেবে ভিতরে।

ড্রইং রুম এর সামনের দোলনায় বসতে হবে প্রথমে, দু’তিনটা দোলা দিবে তুমি আমায়, এরপর হাত ধরে টেনে নিবে রুমের ভিতর। কথা বলে যাবে অনর্গল, একটানা। আমি দুচোখ ভোরে দেখব তোমায়, কালো মুখ, চিবুকের ঘাম, চোখ উল্টিয়ে দ্রুত হাত নাড়া।

“এত ঘন ঘন আসা যাবে না তোর, বুঝেছিস, মা নিষেধ করে দিতে বলেছেন, …আর তোরই বা এত দরকারটাকি আমার কাছে, বল, শিমুলের আম্মাও কেমন করে তাকায় এখন, একদম ভালো লাগে না আমার। তাছাড়া পড়াশুনা, সামনে টেষ্ট, তুই আসলেই দুই তিন ঘন্টা নষ্ট, তুই চলে গেলে পড়তে পারিনা পুরো দিন”।

দেড় দিন পরে আমি আবার যাই, কলিং বেল চিপি, দৌড়ে আস তুমি “এসেছিস, আয় আয়, বোস,
কতদিন পরে এলি, কেমন আছিস রে”।

(অনেকে কবিতা রূপ চাচ্ছে, কি আর করা পাব্লিক ডিমান্ড B-) )

কলিং বেল চেপে চুপ করে দাঁড়িয়ে থাকি,
মিষ্টি একটা পাখির ডাক ভেসে আসে
আমি জানি কিছুক্ষন এর মধ্যেই তুমি দৌড়ে আসবে।
মুখে একরাশ হাসি, চোখে কৌতুক,
“ঠিক বুঝেছি তুই এসেছিস, আয় আয়”
হাত ধরে টেনে নেবে ভিতরে।

ড্রইং রুম এর সামনের দোলনায় বসতে হবে প্রথমে,
দু’তিনটা দোলা দিবে তুমি, এরপর হাত ধরে টেনে নিবে রুমের ভিতর।
কথা বলে যাবে অনর্গল, একটানা।
আমি দুচোখ ভোরে দেখব তোমায়,
কালো মুখ, চিবুকের ঘাম, চোখ উল্টিয়ে দ্রুত হাত নাড়া।

“এত ঘন ঘন আসা যাবে না তোর, বুঝেছিস,
মা নিষেধ করে দিতে বলেছেন,
আর তোরই বা এত দরকারটাকি আমার কাছে, বল,
শিমুলের আম্মাও কেমন করে তাকায় এখন,
একদম ভালো লাগে না আমার। তাছাড়া পড়াশুনা,
সামনে টেষ্ট, তুই আসলেই দুই তিন ঘন্টা নষ্ট,
তুই চলে গেলে পড়তে পাড়িনা পুরো দিন”।

দেড় দিন পরে আমি আবার যাই, কলিং বেল চিপি,
দৌড়ে আস তুমি
“এসেছিস, আয় আয়, বোস,
কতদিন পরে এলি, কেমন আছিস রে”।

৫,৮৩৬ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “নিছক তুমি অথবা অনুভূতির সরলরেখা”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এইটা কিন্ত গল্পও নয়, কবিতাও নয়, প্রেম তো নয়ই। বরং এইটা গল্পের মত করে বলা কবিতা বা কবিতার মত করে পড়া গল্প

    পুরাটা পইড়া আমি ভাবলাম গল্প কবিতার মতো করে পড়া প্রেম :shy: :shy:

    বস্, কমান্ড দ্যান, হ্যান্ডস ডাউন নাকি ডাইরেক্ট ফ্রন্টরোল 😕


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বস্ দশটা দিছি ফ্রন্টরোল। এইবার ইজি হইয়া একটা কথা কইবার চাইছিলাম... না থাউক, পরে সারাদিন না আবার লং আপ হয়া থাকন লাগে :)) 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. টিটো, তোমারে পাংগাইতে পারলাম না। ভার্চুয়াল কমেন্টাইছো দেখি।

    ফৌজিয়ান, তুমি তো বেশ ভাল ছেলে হে। তোমারে একটা কথা কই, সিনিয়ররা কাপড় না পড়লে চোখ বন্ধ রাখতে হয়, বুঝলা। ন্যাংটো এইটা বলা নিষেধ।

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    জি বস্, জো হুকুম, আমি চোখ বন্ধ কইরা থাকলাম.... আপনাগো দিকে আর তাকাইলামনা 😀 😀

    এইবার মনে হয় আর পাংগা থেইকা বাচতে পারলামনা 🙁


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. এক্সকিউজ কয়দিন, ডাক্তার কেডায়?
    এক্সকিউজ যেইদিন শেষ, অইদিন পিটি টাইম থাইক্যা ডিগবাজি দেয়া শুরু করবা।

    অফ টপিকঃ
    আরে না, এইটা কনফু কাহিনী, আমার নামে ছাপাইছি 😀

    জবাব দিন
  6. সাইফ (৯৪-০০)

    মাগো, ফয়েজ ভাই ক্যাম্পে ল্যাখেন এমুন সুন্দর ল্যাখা গো,আমার ত গান গাইতে ইচ্ছে হয়েছে গো,....।..।।..।............

    আসবা বইলা কথা দিলা
    বিছানা পাতলাম ডাবল কইরা
    আসি আসি বইলাও আস লা না .।।.।।.........।।
    রুপের মাইয়্যা দেখ চাহ ইয়ারে..................।।

    জবাব দিন
  7. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ফয়েজ ভাই,
    আমারে হাতুড়ি দিয়া বাড়ি মারেন অথবা কেয়ামত পর্যন্ত ফ্রন্টরোল ক্যারি করতে বলেন- আমি একটা সত্যি কথা বলবোই...

    এই কবিতাটা আমার জীবনে পড়া অন্যতম শ্রেষ্ঠ একটা রোমান্টিক কবিতা...কি মিষ্টি কি মিষ্টি...

    বস, আমি আজকে থিকা আপনার পুরা পাংখা হয়া গেলাম :hatsoff:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  8. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    এই লেখাটার কবিতা ভার্সনটা দেওয়া যায়না?
    যেইটা সচলায়তনে দিসিলেন...
    সংগ্রহে রাখতে চাই...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  9. সাকেব (মকক) (৯৩-৯৯)
    এইটার কপি-রাইট তোমার, আমার তো না।

    বস,
    অনেক ধন্যবাদ... :salute:
    আসলেই চোখে প্রায় পানি আইসা গেল...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  10. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    ফয়েজ ভাই দেখি ফেব্রুয়ারি আইলেই কেমুন জানি হইয়া যায়, ভ্যালেন্টাইনস ডে আইলে যে কি করবো তাই ভাবছি। ভ্যালেন্টাইনস ডেতে ল্যাপুর সামনে থেকে নড়ুম না, আপনার পোষ্ট সবার আগে পড়ুম। বুকিং দিয়া রাখলাম।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।