(এইটা কিন্ত গল্পও নয়, কবিতাও নয়, প্রেম তো নয়ই। বরং এইটা গল্পের মত করে বলা কবিতা বা কবিতার মত করে পড়া গল্প। উলটা পালটা কিছু বলতে চাইলে আগে হ্যান্ডস ডাউন তার পর কথা।)
কলিং বেল চেপে চুপ করে দাঁড়িয়ে থাকি, মিষ্টি একটা পাখির ডাক ভেসে আসে। আমি জানি কিছুক্ষন এর মধ্যেই তুমি দৌড়ে আসবে। মুখে একরাশ হাসি, চোখে কৌতুক, “ঠিক বুঝেছি তুই এসেছিস, আয় আয়”
হাত ধরে টেনে নেবে ভিতরে।
ড্রইং রুম এর সামনের দোলনায় বসতে হবে প্রথমে, দু’তিনটা দোলা দিবে তুমি আমায়, এরপর হাত ধরে টেনে নিবে রুমের ভিতর। কথা বলে যাবে অনর্গল, একটানা। আমি দুচোখ ভোরে দেখব তোমায়, কালো মুখ, চিবুকের ঘাম, চোখ উল্টিয়ে দ্রুত হাত নাড়া।
“এত ঘন ঘন আসা যাবে না তোর, বুঝেছিস, মা নিষেধ করে দিতে বলেছেন, …আর তোরই বা এত দরকারটাকি আমার কাছে, বল, শিমুলের আম্মাও কেমন করে তাকায় এখন, একদম ভালো লাগে না আমার। তাছাড়া পড়াশুনা, সামনে টেষ্ট, তুই আসলেই দুই তিন ঘন্টা নষ্ট, তুই চলে গেলে পড়তে পারিনা পুরো দিন”।
দেড় দিন পরে আমি আবার যাই, কলিং বেল চিপি, দৌড়ে আস তুমি “এসেছিস, আয় আয়, বোস,
কতদিন পরে এলি, কেমন আছিস রে”।
(অনেকে কবিতা রূপ চাচ্ছে, কি আর করা পাব্লিক ডিমান্ড B-) )
কলিং বেল চেপে চুপ করে দাঁড়িয়ে থাকি,
মিষ্টি একটা পাখির ডাক ভেসে আসে
আমি জানি কিছুক্ষন এর মধ্যেই তুমি দৌড়ে আসবে।
মুখে একরাশ হাসি, চোখে কৌতুক,
“ঠিক বুঝেছি তুই এসেছিস, আয় আয়”
হাত ধরে টেনে নেবে ভিতরে।
ড্রইং রুম এর সামনের দোলনায় বসতে হবে প্রথমে,
দু’তিনটা দোলা দিবে তুমি, এরপর হাত ধরে টেনে নিবে রুমের ভিতর।
কথা বলে যাবে অনর্গল, একটানা।
আমি দুচোখ ভোরে দেখব তোমায়,
কালো মুখ, চিবুকের ঘাম, চোখ উল্টিয়ে দ্রুত হাত নাড়া।
“এত ঘন ঘন আসা যাবে না তোর, বুঝেছিস,
মা নিষেধ করে দিতে বলেছেন,
আর তোরই বা এত দরকারটাকি আমার কাছে, বল,
শিমুলের আম্মাও কেমন করে তাকায় এখন,
একদম ভালো লাগে না আমার। তাছাড়া পড়াশুনা,
সামনে টেষ্ট, তুই আসলেই দুই তিন ঘন্টা নষ্ট,
তুই চলে গেলে পড়তে পাড়িনা পুরো দিন”।
দেড় দিন পরে আমি আবার যাই, কলিং বেল চিপি,
দৌড়ে আস তুমি
“এসেছিস, আয় আয়, বোস,
কতদিন পরে এলি, কেমন আছিস রে”।
বাহ! রোমান্টিকতার হালকা পরশ!
ভাইয়া, আপনার লেখাটা খুব ভালো লেগেছে! :boss: :boss:
অই হ্যান্ডস ডাউন, তিন মিনিট, ঘড়ি আছে তো।
পুরাটা পইড়া আমি ভাবলাম গল্প কবিতার মতো করে পড়া প্রেম :shy: :shy:
বস্, কমান্ড দ্যান, হ্যান্ডস ডাউন নাকি ডাইরেক্ট ফ্রন্টরোল 😕
সংসারে প্রবল বৈরাগ্য!
ফ্রন্টরোল,দশটা বেয়াদব, সিনিয়রকে নিয়া মামদোবাজি।
ফয়েজ ভাই দেখি আজকে আফ্রিদি মুডে আছেন! সবাইরে সমানে পাঙ্গাইতেসেন! 😀
ফয়েজ ভাই,
কলেজে ত আপনি বেশ নিরীহ টাইপের সিনিয়র ছিলেন। এখন এমন কড়া মেজাজ!
ভাবি কি এই লেখাটা দেখে ......... 😛
(আমি কিন্তু হ্যান্ডস ডাউনেই আছি :(( )
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
পুরান লেখা পড়তেছ পড় না, এত কথা কও ক্যান? :chup: :chup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইজান (হ্যান্ড্স ডাউন অবস্থায়)
কেমন অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা মনে হয় 🙂 🙂 🙂 🙂
তৌহিদ, গুড বয়। ইজি।
আরে না, কামরুল থেইক্যা কপি করছি
@ফয়েজ ভাই
জোস একটা গল্পের মত করে বলা কবিতা বা কবিতার মত করে পড়া গল্প পড়লাম। :gulli: :gulli:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বস্ দশটা দিছি ফ্রন্টরোল। এইবার ইজি হইয়া একটা কথা কইবার চাইছিলাম... না থাউক, পরে সারাদিন না আবার লং আপ হয়া থাকন লাগে :)) 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
টিটো, তোমারে পাংগাইতে পারলাম না। ভার্চুয়াল কমেন্টাইছো দেখি।
ফৌজিয়ান, তুমি তো বেশ ভাল ছেলে হে। তোমারে একটা কথা কই, সিনিয়ররা কাপড় না পড়লে চোখ বন্ধ রাখতে হয়, বুঝলা। ন্যাংটো এইটা বলা নিষেধ।
এইটা একটা ফাটাফাটি লেখা! :boss:
এই ব্লগে প্রিয় পোস্টের অপশান নাই ক্যালা? কর্তৃপক্ষ জবাব চাই! :grr:
www.tareqnurulhasan.com
জি বস্, জো হুকুম, আমি চোখ বন্ধ কইরা থাকলাম.... আপনাগো দিকে আর তাকাইলামনা 😀 😀
এইবার মনে হয় আর পাংগা থেইকা বাচতে পারলামনা 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
তারেকও দেখি বহুত সেয়ানা, পাংগাইতে পারলাম না।
অই ফৌজিয়ান, আমি পুরা নীতিবান পোলা বুঝছ, একটা ফল্টে দুইবার ধোলাই দেই না। যাও মাফ
তারেক, এইটা এত পছন্দ হইলো ক্যান, তুই তুই কইরা ডাইকা প্রেম কর নাকি তুমি? 😮
ফয়েজ ভাইয়ের তো হেব্বি বুদ্ধি 😛
ফয়েজ ভাই দেখি তারেকের ব্যাপারটা এক্কেবারে খাপে খাপ (বাপরে বাপ!) ধরসেন! 😛
কঠিন।
ফয়েজ ভাই তো ভিতরে ভিতরে পুরা রোমান্টিক হিরু।
অফ টপিকঃ
বস ইনিই কি আমাদের ভাবি? 😉 😉
আইজকা আমার এক্সকিউজ আছে। সো, পাঙ্গা দিতে পারবেন না।
এক্সকিউজ কয়দিন, ডাক্তার কেডায়?
এক্সকিউজ যেইদিন শেষ, অইদিন পিটি টাইম থাইক্যা ডিগবাজি দেয়া শুরু করবা।
অফ টপিকঃ
আরে না, এইটা কনফু কাহিনী, আমার নামে ছাপাইছি 😀
আয় হায়! এইসব কিতা? সবাই মালামাল, থুক্কু, কাহিনি নিজ দায়িত্বে রাখুন। B-)
( ফয়েজ ভাই,
বুলস আই! :clap: )
www.tareqnurulhasan.com
শুন তারেক, যেই সব পোলাপাইন টুক টুক কইরা তুই তুই কথা কয় আর প্রেম করে ওগো আমার অনেক সলিড মনে হয়।
তোমারে কইলাম, কাউরে কইও না।
ফয়েজ ভাই,
আমি আপনার সাথে এক মত।তাদের ফিলিংস সলিড......
অনেক কিছু বলতে ইচ্ছা করছে...কিন্তু গুছিয়ে বলতে পারলাম না...(দীর্ঘশ্বাস!!!)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিছু বল নাই, খুব খুশি হইছি
সারা দিন পাংগাইতে পাংগাইতে ক্লান্ত হয়ে গেছি।
প্রেম পিরীতি ভালোবাসা
এই তিন সর্বনাশা।
😀 😀 😀
তিনটার ডিফেরেন্সটা তো কইলা না
দেহজ, মনজ আর ট্যা ট্যা B-)
বুজা গেছে জিনিসটা......
ফয়েজ ভাই,
হ! টুকটুক করেই চলতেছে, বিবাহের পূর্বে এবং পরে। দোয়া রাইখেন। 🙂
www.tareqnurulhasan.com
😀 দোয়া রাখলাম।
সবাই তাইলে ছ্যাকার দলে নাই।
মাগো, ফয়েজ ভাই ক্যাম্পে ল্যাখেন এমুন সুন্দর ল্যাখা গো,আমার ত গান গাইতে ইচ্ছে হয়েছে গো,....।..।।..।............
আসবা বইলা কথা দিলা
বিছানা পাতলাম ডাবল কইরা
আসি আসি বইলাও আস লা না .।।.।।.........।।
রুপের মাইয়্যা দেখ চাহ ইয়ারে..................।।
😀 পোলাটা দেখি পুরা আউলাই গ্যালো
সবার সামনে বিছানা বিছানা করে, কি শরমের কথা গো :shy:
ফয়েজ ভাই,
আমারে হাতুড়ি দিয়া বাড়ি মারেন অথবা কেয়ামত পর্যন্ত ফ্রন্টরোল ক্যারি করতে বলেন- আমি একটা সত্যি কথা বলবোই...
এই কবিতাটা আমার জীবনে পড়া অন্যতম শ্রেষ্ঠ একটা রোমান্টিক কবিতা...কি মিষ্টি কি মিষ্টি...
বস, আমি আজকে থিকা আপনার পুরা পাংখা হয়া গেলাম :hatsoff:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
শরম্পাইতেছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি অনেক দেরি কইরা ফালাইলাম দেখি। ভাই আমার পড়া অন্যতম শ্রেষ্ট একটি লেখা(কবিতা না গল্প বুঝি নাই :(( :(( )। সরাসরি প্রিয়তে। আপনে গুরু :boss: :boss:
গুরুদক্ষিনা কই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস,
এই লেখাটার কবিতা ভার্সনটা দেওয়া যায়না?
যেইটা সচলায়তনে দিসিলেন...
সংগ্রহে রাখতে চাই...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আরে কি কও 😕
সচল থেকে কপি-পেষ্ট করে নাও। এইটার কপি-রাইট তোমার, আমার তো না। :))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস,
অনেক ধন্যবাদ... :salute:
আসলেই চোখে প্রায় পানি আইসা গেল...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
পানি আসলে তো হবে না, রূপকথার পরের পার্ট কবে আসবে সেটার জন্য অনেকে অয়েট করছে।
হুম। ফয়েজ ভাইয়ের ব্যাঞ্চাই।
সাতেও নাই, পাঁচেও নাই
ফয়েজ ভাই দেখি ফেব্রুয়ারি আইলেই কেমুন জানি হইয়া যায়, ভ্যালেন্টাইনস ডে আইলে যে কি করবো তাই ভাবছি। ভ্যালেন্টাইনস ডেতে ল্যাপুর সামনে থেকে নড়ুম না, আপনার পোষ্ট সবার আগে পড়ুম। বুকিং দিয়া রাখলাম।
মান্নান,
খুব খিয়াল কইরা... :-B
এইটা অক্টোবর মাসের লেখা...
বসের তো পুরা বছরই ভ্যালেন্টাইন...আলাদা কইরা ফেব্রুয়ারী মাস লাগেনা :boss:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
অনেক দেরীতে পড়ার জন্য ভাইয়া কি হ্যান্ডস ডাউন বা ফ্রন্ট্রোল দিতে হইবো? 😕
অসাধারন হয়েছে ভাইয়া 😀