বাসার সামনে গলির দোকানে চা খেতে খেতে রায়হানকে (রায়হান আবীর) জিজ্ঞেস করলাম, “কি করা যায় বুদ্ধি দেস না একটা ?” অনেক্ষন চিন্তা করেও কিছু না পেয়ে ও বললো, “বাদ দেন ভাইয়া, আপাতত কয়দিন এইভাবেই চলুক।”
-ধুর বেটা, একবার সিদ্বান্ত নিয়া এখন পিছাইয়া আসলে কেমন দেখা যায়
-তাইলে কি করবেন?
আমি কিচ্ছুক্ষন ভেবে বললাম, “উপায় আছে একটা, দাঁড়া, আজকেই মেইল করতেছি। হইয়া যাবে।”
তারপর রায়হান কে উপায়টা বুঝিয়ে বললাম। ওর ঠিক পছন্দ হয় না ব্যপারটা।
-উনারে ঝামেলায় ফেলা কি ঠিক হবে? রাগ করে যদি?
-আরে কিসের রাগ? ক্যাডেট কলেজের বড় ভাই। বিপদে আপদে এঁরাই তো ভরসা। রাগ করবেন কেনো?
-দেখেন যা ভালো মনে করেন।
আরো একদফা চা আর বেনসন শেষ করে রায়হান বাসায় ফিরে যায়। আমিও বাসায় এসে মেইল করতে বসলাম।
ব্যপার আসলে তেমন বড় কিছু না, তবে আমাদের জন্য বেশ জটিল। বেশ কিছুদিন ধরে সিসিবি তে টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছে। সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় সার্ভারে অনেক লোড পরছে। ফলে সদস্যরা অনেক ফিচার সুবিধা ঠিক মতো পাচ্ছেন না। তাছাড়া আরো কিছু ফিচার যোগ করার কথাও ভাবা হচ্ছিল। সব দেখে শুনে সিদ্বান্ত নেয়া হলো এইবার নিজেদের একটা বাড়ি দরকার। একটা নতুন সার্ভার। যেখানে ইচ্ছে মতো অনেক ফিচার যোগ করা যাবে, টেকি সমস্যাগুলি থাকবে না।
দিন দিন সিসিবি পরিবার আরো বড় হবে। সুতরাং এখনই সময় প্ল্যান করে সব গুছিয়ে ফেলার।
যেমন কথা তেমন কাজ। জিহাদ আর মইন মিলে আমাদের সাধ্যের মধ্যে মনের মতো একটা ঠিকানা খুঁজে বের করে ফেললো। এখন শুধু ওদের কাছ থেকে কিনে ফেলার অপেক্ষা। এবং এখানেই সমস্যা।
কোম্পানীটা বিদেশি। তাদের পে করতে হবে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডে এবং এমাউন্টও কম না।
সিসিবি’র শুভাকাঙ্খী অনেক। সুতরাং টাকা যোগাড় হয়তো হয়ে যাবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে এমন কেউ হাতের কাছে নেই। কি করা যায়?
চা খেতে খেতে আমি আর রায়হান এটাই ভাবছিলাম। হঠাৎ উপায়টা মাথায় এলো।
তার সঙ্গে আমার এর আগে খুব টুকটাক কথা হয়েছে। সিসিবি নিয়ে। সেই ভরসাতেই মেইল করে দিলাম।
“ভাইয়া, সিসিবি সার্ভার শিফট করছি। ক্রেডিট কার্ডে অনেক টাকা পে করতে হবে। আমাদের ক্রেডিট কার্ড নেই। আপনিই ভরসা।”
জবাব এলো একটু পরেই, “কোন সমস্যা নেই, কখন কিভাবে দিতে হবে বলো। আর শর্ত হলো আমি দিয়েছি এটা কোথাও বলবে না।”
খুশিতে জিহাদ, রায়হানকে ফোন দিলাম। “শোন, কোন চিন্তা নাই। পুরা টাকাই ভাইয়া দিবে আর শর্ত দিছে উনি দিছে এইটা কোথাও বলা যাবে না”
দুইজনেই লাফ দিলো। “না না কমু না, জীবন গেলেও কমু না।”
সার্ভার শিফটিং শুরু হলো।
ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ফেলে রেখে রাত জেগে কাজ করেছে জিহাদ। সঙ্গী হয়ে ছিলো মুহাম্মদ। ভাবি অসুস্থ, তারপরও অনেক সময় দিয়ে সাহায্য করেছে মইন। বসে বসে আমিও অনেকগুলি সিগারেট টেনেছি।
এর মাঝেও ভাইয়া নিয়মিত আপডেট নিয়েছেন। কেমন এগোচ্ছে কাজ জানতে চেয়েছেন। আর আমাকে দিয়ে প্রমিজ করিয়েছেন, তার কথা যেনো কাউকে না বলি। আমি অবলীলায় প্রমিজ করেছি, “প্রমিজ ভাইয়া, কাউরে কমু না।”
ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোন প্রমিজই রাখতে পারিনি। না বাবা-ম’র কাছে, না বন্ধু-বান্ধবদের কাছে, এমনকি আমাকে অকালে ছেড়ে যাওয়া প্রেমিকাদের কাছেতো নয়ই।
মরতুজা ভাই, আপনার কাছে করা প্রমিজটাও তাই রাখতে পারছি না। সরি ভাইয়া।
সবার স্বপ্নকে একা সত্যি করে দিতে পারেন যিনি, লাল গোলাপ শুধু সেই মরতুজা ভাইয়ের জন্য।
আজীবন খালি অন্যের উপর দিয়াই খায়া গেলাম... 😀
মরতুজা ভাইরে বিশাল :salute:
ইয়া আল্লাহ উনারে ধনে মানে বাড়ায়া দাও...কামরুল ভাইরে অনেক বিড়ি দাও...আর জিহাদ আর মইন ভাইরে অনেক সময় দাও(সিসিবির কাম করার জন্য 😡 😡 )
ইয়া আল্লাহ আমারেও মানে না হউক ধনে বারাইয়া দাও। আমিন। 😉
যার যেইটা অভাব...যাগ্গে ,ব্যাপার না...
সরল ও নির্দোষ স্বীকারোক্তির জন্য কামরুল ভাইকে :salute:
ইয়াল্লা ফুয়াইদ্দার মুখে গজব নাজিল করো। আমিন। :grr: :grr:
ইয়াল্লা ,নাযিল করেই সেখানে কামরুল ভাইকে ফালায়া দাও 😀
তোর মেইলের স্প্যাম ফোল্ডারটা চেক কর। বহুত ফিরিঙ্গি হাতেম তাই তোর আশা পুরার ব্যাপারে দুই পায়ে খাড়া হয়া আছে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম ভাই তাইলে এভাবেই ধন-ধান্যে পুষ্পে ভরা হইছেন?
B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
অশ্লীল অশ্লীল।
কামরুল ভাই কি যৌবনের শুরুতেই শক্তি অপচয় করছেন? 😀
বিয়া করতে ভয় পাইতাছেন? 😀
আপনার জন্য লাগবে ধনেশ পাখির তেল। 😀
বেয়াদবি নিয়েন না, বাংলাদেশে বাসে বিজ্ঞাপন দেখতাম, ওইখান থাইকা বললাম। :shy:
তৌফিক
তুই এক লক্ষ ফ্রন্ট রোল ক্যারি অন। বড় ভাইরে নিয়া আকথা-কুকথা কস।
এর পর থেইকা তুই সিসিবি তে লগ ইন কইরা লগে লগে আমার কাছে রিপোর্ট করবি। কেয়ামতের আগ পর্যন্ত তোর পাঙ্গা চলবে। :grr: :grr:
for (i=1; i<=100000; i++){ :frontroll: } কামরুল ভাই, এক লক্ষ ফ্রন্টরোল ক্যারি করলাম। আর এই যে রিপোর্ট করতাছি। বড় ভাইরে সৎ উপদেশ দেয়াই কি আমার অপরাধ ছিল? :(( :(( জাতির বিবেক জানতে চায়। :((
কামরুইল্লা x-( x-( তৌফিকরে তুই যেই কারণে রিপোর্ট লাগাইছস একই ফল্টতো নিজেই করছস x-( x-( , থাক, এখন পিচ্চিগো লুক ডাউন করায়া তোরে কাইলকা মেডালিয়নের সামনে রিপোর্ট লাগাইলাম :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সব সমস্যার একটাই সমাধান রায়হাইন্যার কাছে... :))
:salute: মরতুজা ভাইকে...
ইনফিনিটি চিয়ার্স ফর মরতুজা ভাই...
সবাই বলেন হুররে.............................
মরতুজা ভাই, আপনে তো মিয়া খারাপ আছেন!!!
আমাগো আন্ধারে রাইখ্যা আপনি মিচকি মিচকি হাসতে চাইছিলেন... ~x(
কামরুল ভাই, আপনার প্রমিজ না রাখাকে :clap:
মরতুজা ভাই... :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওই মিয়া,চুল ছিড়েন ক্যান?সালোকসংশ্লেষনের জইন্য আলো লাগলে আওয়াজ দেন..আমরা ব্যবস্থা করমুনে
এত পেরেশান হইয়েন না গো ভাইজান.. 😀
বন্য, সুরি ভাই!
আগের কমেন্টে ভুল কইরা তোর ছবি দিয়া দিছিলাম... 😀
ভাগ্যিস্, তুই বোঝস নাই...(একটু এডিট করা তো- তাই মনে হয়...) 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মরতুজা ভাইরে
জাস্ট :salute: :salute: :salute:
কোনো কথা নাই, জাস্ট :salute: :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
সেই সাথে কামরুল, জিহাদ, মুহাম্মদ, রায়হান, মইন সহ সব পোলাপাইনকেও :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
মরতুজা ভাই
:salute: :salute: :salute:
:salute: :salute: :salute:
:salute: :salute: :salute:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
নাহ,এমনে খেলা হয়!!! x-(
ইয়ে মানে, মনে প্রাণে সারাক্ষন সিসিবিতে থাকায় বন্যকেও :salute: :salute:
এইবার ঠিকাছে 😀
উপরের কমেন্টার জইন্য বইন্যরে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাইর মনের আশা বুঝতে পেরে উনাকেও :salute: :salute:
সাব্বাশ ব্যাটা :)) :))
কামরুইল্লা ডিস্টার্ব দিলে আওয়াজ দিস :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যান? আমারে রগড়া দিবেন? 😉 😉
থাউকগা, বন্য যেহেতু কিছু কয়নাই, ধইরা নিছি তুই আর অরে ডিস্টার্বাইতাছোসনা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
এই লাইন কয়টা পড়তে পড়তে মনের মধ্যে সন্দেহ উঁকি দিচ্ছিল এই বুঝি কামরুলকে বলা হল "পাগল, সাঁকো নাড়াস না" 😀 । তার আগ পর্যন্ত মনে মনে ভাবতেছিলাম একদিন না একদিন এই নাম বের হবেই হবে - আর সেই আশাই আমি কমেন্টে ব্যক্ত করব। তার আর দরকার হল কই 😛 ? কামরুল তো সেই সাঁকোতে নাড়া দিলই। কামরুল তোমারে :clap: :clap: :party: ।
যারা এই সার্ভার বদলের জন্য পায়ের ঘাম মাথায় তুলে কাজ করেছে তাদের জন্য অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা :clap: ।
আর মরতুজা ভাইয়ের জন্য খালি স্যালুট আর স্যালুট।
:salute: :salute: :salute: :salute:
:salute: :salute: :salute: :salute:
:salute: :salute: :salute: :salute:
Life is Mad.
অ্যাত্তো অ্যাত্তো স্যালুট নিতে নিতে তো আমার হাত ব্যাথা হয়া গেল।
আপনে রেস্ট নেন তাইলে, চামে আমি কিছু লইয়া লই 😉 😉
মরতুজা ভাইএর সাথে কাম্রুল ভাই কেও :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute:
এই হইলো ৯৯ ব্যাচের পোলাপাইন..
সৎ
আদর্শবান
ওয়াদাপালনকারী
B-)
৯৯ ব্যাচের পোলাপাইন সব গুলিরে :gulli2:
রনক্ষেত্রের সর্বশেষ পরিস্হিতি...
:chup:
:duel:
:gulli2: :goragori:
:gulli: :(( :((
অবশেষে ভুল বুঝতে পেরে কামরুল ভাই :bash:
শেষমেষ দুই পক্ষের :-*
সমাপ্তি 😉
:gulli2: বইন্য :gulli2: বইন্য
বন্যের মৃত্যুতে ব্লবাসীর ব্যাপক :(( বন্যের বিদেহী আত্মার প্রতি :salute:
এবং সেই সাথে আসামী কামরুল ভাইকে :chup:
নতুন ইমোক্টিন গুইলা জট্টিলস হইচে।
মরতুজা ভাই,
সবার স্বপ্নকে একা সত্যি করে দিতে পারেন যিনি, :salute: শুধু সেই মরতুজা ভাইয়ের জন্য।
দিলা তো পেস্টিজ এর পাংচার কইরা। সবাইকে আমার স্যালুট।
মরতুজা ভাইকে… :boss: :boss:
মরতুজা ভাই,যান আপনেরে ছায়া,অক্সিজেন ,আকাম করার জন্য আড়াল -সবকিছু আমি আর কবীর ভাই এক্সট্রা দিমু 😀
হোই মিয়া, এইসব আবার কি, আমি ভাল পোলা। আকাম কুকামে আমি নাই 😀
কামরুলকে আবার ধন্যবাদ সাহায্য করার সুযোগটা আমাকে দেবার জন্য। তবে মনটা খারাপ হয়ে গেল এইটা পড়ে "আরো একদফা চা আর বেনসন শেষ করে..."। আহারে, কতদিন ঢাকার রাস্তায় চা বিড়ি খাই না।
:gulli2: মরতুজা ভাই,
খুব দ্রুতই ঢাকায় ফিরে গিয়ে চা আর বেনসন টানেন, দোয়া কইরা দিলাম। :salute:
www.tareqnurulhasan.com
আমার ভাই তোমার ভাই--- মরতুজা ভাই, মরতুজা ভাই,
মরতুজা ভাইয়ের চরিত্র--- ফুলের মতো পবিত্র।
অল কিডিংস এসাইড,
মরতুজা ভাইয়ের এই অবদান
ক্যামতে করি প্রতিদান?
মরতুজা ভাইরে সশস্র সালাম :gulli2: :salute:
মরতুজা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এইরকম একটা স্থায়ী ঠিকানা করে দেবার জন্য। :party:
যাদের অক্লান্ত পরিশ্রম সিসিবির পিছনে, তাদের সবাইকে আমার :salute:
লং লিভ সিসিবি।
ধন্যবাদ ফয়েজ ভাই। তবে এখন আমি সত্যিই লজ্জিত বোধ করছি।
এখন থিকা সব সালাম সাইটের টেকি ভাইদের দিকে রিডাইরেক্ট কইরা দিলাম। সালামটা ওদেরই প্রাপ্য।
মরতুজা ভাই
:boss: :salute:
বস আমারে পিটানোর কিহিনী ভুইলা গেলাম। এমনকি আমার পোলারেও কমুনা(সিনেমার কাহীনি) :goragori:
থ্যাংকু বস
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ হাফিজ। তবে অন্যদের ধন্যবাদ দিতে ভুলো না। আমি তো পয়সা দিয়াই খালাস, যারা আসল কাজ করছে, ধন্যবাদটা তাদেরই প্রাপ্য।
আর পিটানোর কথা এখন মনে রেখেছ দেখে একই সাথে আনন্দিত ও দুঃখিত বোধ করছি। তবে সিনেমার কাহিনীটা বুঝলাম না। কিছু কি ভুলে যাচ্ছি নাকি?
:)) সিনেমার কাহীনি মানে ওই যে পোলারে কইয়া যায় না তোর অমুক আংকেল আমার সব কেড়ে নিয়েছে। বড় হয়ে তুই প্রতিশোধ নিস :goragori: তো পোলারেও কমু না যে আপনি মারছিলেন।
যাই হো বস আপনি সিরিয়াসলি নিয়েন না। আমাদের আগের ব্যাচের ওয়াহিদ ভাই আমারে সবচেয়ে বেশি মারছিল। তাদের ব্যাচের তারেই সব থিকা বেশি ফিল করি। এইটাই বোধ হয় ন্যাচারাল।
আর বস আপনি দুৎখিত হইলে আমি লজ্জা পামু। মনে হইব ফান করাটা ঠিক হয় নাই।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দুঃখিত বোধ করি এই জন্য, যে পোলাডারে এত পিডাইলাম, হেই পোলাডা সব ভুইলা গেলো :D। মাইর যদি ভুইলা গেলা তাইলে আর থাকলডা কি? আপসোস 😛
বড়ই আফসোস :grr: বড়ই আফসোস
কবেই ভুইলা গেছি গা....
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বস, মাইর গুলি ঠিক মতো লাগে নাই মনে হয়, নইলে ভুলে ক্যামনে?
আরেক দফা দিয়া দেন, হালার পো'রে পিডাইলে আমার খুব শান্তি লাগে।
দুনিয়া থিকা ইনসাফ উইঠা যাইতেছে।
আমারে দেয় মাইর আর কামরুলরে দেয় টেকা x-(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মরতুজা ভাইকে :salute:
বস :salute: দিতে দেরি ওইয়া গেল, কেয়ামত পর্যন্ত এক্সট্রা ড্রিল দিয়া দেন......
মরতুজার অবদান সিসিবি-এর ইতিহাসে স্নরনীয় হয়ে থাকল |
সেই সাথে কামরুল, জিহাদ, মুহাম্মদ, রায়হান, মইন সহ সকল নিবেদিত প্রাণ শুভাকাংখী যারা প্রতিনিয়ত ইতিহাস গড়ার কাজে ব্যস্ত.........
ধন্যবাদ দিয়েও কি এদের প্রতি সত্যি কারের কৃতজ্ঞতা প্রকাশ করা যায় ?
মরতুজা ভাইরে সশস্ত্র :salute:
sobaire salute..sobaire ekta kore ice cream, mortuja vaier 3ta...
(nij dayitte j jarta kheye neben :grr: )
.......................
kisu bollei kauke choto kora hoi, tarporo sobaire mon theke salute
মরতুজা ভাই,খবর শুইন্যা আমি খুশিতে বিছানায় ১০০ :frontroll: দিয়া দিসি.।।.।..।।......কেম,তর বিড়ি খাওয়ার কথা শুইন্যা আমিও কাল কে থেকে আজকে প র্যন্ত ৩প্যাকেট খাইসি.।।...।।...।।...।।...।।..টেন শনে না খু.।..।।.।।...।।...।।...।
এসেছে মরতুজা ভাই ভেঙ্গেছে অন্ধকার
কাম রুল জিহাদ,আবির,মুহাম্মদ..বীর সেনাদের ভয় নেই ত আর
তোদের ঘামের উপর চিক চিক করে আভা ছড়াক রোদ্দুর..।.।।...।।
সিসিবি হয়ে উঠুক ব্লগর বল্গর আর আড্ডায় ভরপুর
:salute: কম রেডস ভেঙ্গে ফেল ব্যারিকেড............।। :gulli2:
মরতুজা ভাই... বহুত দেরি কইরা ফালাইলাম ধন্যবাদ দিতে... :bash: নগদে :frontroll: শুরু কইরা দিসি...আপনে কইলে সারাজীবন :frontroll: চালায়া যামু।
কামরুলঃ তোরে কিছু কউয়ার নাই...আর কত করবি আমাগো লিগা... :salute:
মঈনঃ সারাজীবন ত চুপে ঘাপে কাম কইরা গেলা...মাঝে মাঝে শব্দ দিও... :gulli2:
জিহাদ, রায়হান, মুহাম্মদঃ অসংখ্য ধন্যবাদ ভাই
shobaike amar :salute:
late hoya gelo eijonno 10 ta :frontroll:
মরতুজা ভাই, আপনি এত বস ক্যান??
মরতুজা ভাই :salute: :salute: :salute:
কামরুল ভাই, জিহাদ ভাই, মুহাম্মদ ভাই, রায়হান ভাই, মইন ভাই :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
যাদের জন্য আজকের সিসিবিঃ
মরতুজা ভাই, জিহাদ ভাই, মুহাম্মদ ভাই, কামরুল ভাই আর রকিব। সবাইকে লাল সালাম। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রায়হান ভাই আর মঈন ভাই বাদ পড়ছেন আগের কমেন্টে স্যুরি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..