লাল গোলাপ শুধু তার জন্যে

বাসার সামনে গলির দোকানে চা খেতে খেতে রায়হানকে (রায়হান আবীর) জিজ্ঞেস করলাম, “কি করা যায় বুদ্ধি দেস না একটা ?” অনেক্ষন চিন্তা করেও কিছু না পেয়ে ও বললো, “বাদ দেন ভাইয়া, আপাতত কয়দিন এইভাবেই চলুক।”
-ধুর বেটা, একবার সিদ্বান্ত নিয়া এখন পিছাইয়া আসলে কেমন দেখা যায়
-তাইলে কি করবেন?
আমি কিচ্ছুক্ষন ভেবে বললাম, “উপায় আছে একটা, দাঁড়া, আজকেই মেইল করতেছি। হইয়া যাবে।”
তারপর রায়হান কে উপায়টা বুঝিয়ে বললাম। ওর ঠিক পছন্দ হয় না ব্যপারটা।
-উনারে ঝামেলায় ফেলা কি ঠিক হবে? রাগ করে যদি?
-আরে কিসের রাগ? ক্যাডেট কলেজের বড় ভাই। বিপদে আপদে এঁরাই তো ভরসা। রাগ করবেন কেনো?
-দেখেন যা ভালো মনে করেন।

আরো একদফা চা আর বেনসন শেষ করে রায়হান বাসায় ফিরে যায়। আমিও বাসায় এসে মেইল করতে বসলাম।

ব্যপার আসলে তেমন বড় কিছু না, তবে আমাদের জন্য বেশ জটিল। বেশ কিছুদিন ধরে সিসিবি তে টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছে। সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় সার্ভারে অনেক লোড পরছে। ফলে সদস্যরা অনেক ফিচার সুবিধা ঠিক মতো পাচ্ছেন না। তাছাড়া আরো কিছু ফিচার যোগ করার কথাও ভাবা হচ্ছিল। সব দেখে শুনে সিদ্বান্ত নেয়া হলো এইবার নিজেদের একটা বাড়ি দরকার। একটা নতুন সার্ভার। যেখানে ইচ্ছে মতো অনেক ফিচার যোগ করা যাবে, টেকি সমস্যাগুলি থাকবে না।
দিন দিন সিসিবি পরিবার আরো বড় হবে। সুতরাং এখনই সময় প্ল্যান করে সব গুছিয়ে ফেলার।

যেমন কথা তেমন কাজ। জিহাদ আর মইন মিলে আমাদের সাধ্যের মধ্যে মনের মতো একটা ঠিকানা খুঁজে বের করে ফেললো। এখন শুধু ওদের কাছ থেকে কিনে ফেলার অপেক্ষা। এবং এখানেই সমস্যা।
কোম্পানীটা বিদেশি। তাদের পে করতে হবে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডে এবং এমাউন্টও কম না।
সিসিবি’র শুভাকাঙ্খী অনেক। সুতরাং টাকা যোগাড় হয়তো হয়ে যাবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে এমন কেউ হাতের কাছে নেই। কি করা যায়?

চা খেতে খেতে আমি আর রায়হান এটাই ভাবছিলাম। হঠাৎ উপায়টা মাথায় এলো।

তার সঙ্গে আমার এর আগে খুব টুকটাক কথা হয়েছে। সিসিবি নিয়ে। সেই ভরসাতেই মেইল করে দিলাম।
“ভাইয়া, সিসিবি সার্ভার শিফট করছি। ক্রেডিট কার্ডে অনেক টাকা পে করতে হবে। আমাদের ক্রেডিট কার্ড নেই। আপনিই ভরসা।”
জবাব এলো একটু পরেই, “কোন সমস্যা নেই, কখন কিভাবে দিতে হবে বলো। আর শর্ত হলো আমি দিয়েছি এটা কোথাও বলবে না।”

খুশিতে জিহাদ, রায়হানকে ফোন দিলাম। “শোন, কোন চিন্তা নাই। পুরা টাকাই ভাইয়া দিবে আর শর্ত দিছে উনি দিছে এইটা কোথাও বলা যাবে না”
দুইজনেই লাফ দিলো। “না না কমু না, জীবন গেলেও কমু না।”

সার্ভার শিফটিং শুরু হলো।
ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ফেলে রেখে রাত জেগে কাজ করেছে জিহাদ। সঙ্গী হয়ে ছিলো মুহাম্মদ। ভাবি অসুস্থ, তারপরও অনেক সময় দিয়ে সাহায্য করেছে মইন। বসে বসে আমিও অনেকগুলি সিগারেট টেনেছি।

এর মাঝেও ভাইয়া নিয়মিত আপডেট নিয়েছেন। কেমন এগোচ্ছে কাজ জানতে চেয়েছেন। আর আমাকে দিয়ে প্রমিজ করিয়েছেন, তার কথা যেনো কাউকে না বলি। আমি অবলীলায় প্রমিজ করেছি, “প্রমিজ ভাইয়া, কাউরে কমু না।”

ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোন প্রমিজই রাখতে পারিনি। না বাবা-ম’র কাছে, না বন্ধু-বান্ধবদের কাছে, এমনকি আমাকে অকালে ছেড়ে যাওয়া প্রেমিকাদের কাছেতো নয়ই।

মরতুজা ভাই, আপনার কাছে করা প্রমিজটাও তাই রাখতে পারছি না। সরি ভাইয়া।

সবার স্বপ্নকে একা সত্যি করে দিতে পারেন যিনি, লাল গোলাপ শুধু সেই মরতুজা ভাইয়ের জন্য।

৬,৫৯৬ বার দেখা হয়েছে

৬৯ টি মন্তব্য : “লাল গোলাপ শুধু তার জন্যে”

  1. বন্য (৯৯-০৫)

    আজীবন খালি অন্যের উপর দিয়াই খায়া গেলাম... 😀
    মরতুজা ভাইরে বিশাল :salute:
    ইয়া আল্লাহ উনারে ধনে মানে বাড়ায়া দাও...কামরুল ভাইরে অনেক বিড়ি দাও...আর জিহাদ আর মইন ভাইরে অনেক সময় দাও(সিসিবির কাম করার জন্য 😡 😡 )

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মরতুজা ভাই, আপনে তো মিয়া খারাপ আছেন!!!
    আমাগো আন্ধারে রাইখ্যা আপনি মিচকি মিচকি হাসতে চাইছিলেন... ~x(

    কামরুল ভাই, আপনার প্রমিজ না রাখাকে :clap:

    মরতুজা ভাই... :salute:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    মরতুজা ভাই
    :salute: :salute: :salute:
    :salute: :salute: :salute:
    :salute: :salute: :salute:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    এর মাঝেও ভাইয়া নিয়মিত আপডেট নিয়েছেন। কেমন এগোচ্ছে কাজ জানতে চেয়েছেন। আর আমাকে দিয়ে প্রমিজ করিয়েছেন, তার কথা যেনো কাউকে না বলি। আমি অবলীলায় প্রমিজ করেছি, “প্রমিজ ভাইয়া, কাউরে কমু না।”

    এই লাইন কয়টা পড়তে পড়তে মনের মধ্যে সন্দেহ উঁকি দিচ্ছিল এই বুঝি কামরুলকে বলা হল "পাগল, সাঁকো নাড়াস না" 😀 । তার আগ পর্যন্ত মনে মনে ভাবতেছিলাম একদিন না একদিন এই নাম বের হবেই হবে - আর সেই আশাই আমি কমেন্টে ব্যক্ত করব। তার আর দরকার হল কই 😛 ? কামরুল তো সেই সাঁকোতে নাড়া দিলই। কামরুল তোমারে :clap: :clap: :party: ।

    যারা এই সার্ভার বদলের জন্য পায়ের ঘাম মাথায় তুলে কাজ করেছে তাদের জন্য অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা :clap: ।

    আর মরতুজা ভাইয়ের জন্য খালি স্যালুট আর স্যালুট।
    :salute: :salute: :salute: :salute:
    :salute: :salute: :salute: :salute:
    :salute: :salute: :salute: :salute:


    Life is Mad.

    জবাব দিন
  5. মরতুজা (৯১-৯৭)

    কামরুলকে আবার ধন্যবাদ সাহায্য করার সুযোগটা আমাকে দেবার জন্য। তবে মনটা খারাপ হয়ে গেল এইটা পড়ে "আরো একদফা চা আর বেনসন শেষ করে..."। আহারে, কতদিন ঢাকার রাস্তায় চা বিড়ি খাই না।

    জবাব দিন
  6. তৌফিক

    আমার ভাই তোমার ভাই--- মরতুজা ভাই, মরতুজা ভাই,

    মরতুজা ভাইয়ের চরিত্র--- ফুলের মতো পবিত্র।

    অল কিডিংস এসাইড,

    মরতুজা ভাইয়ের এই অবদান
    ক্যামতে করি প্রতিদান?

    মরতুজা ভাইরে সশস্র সালাম :gulli2: :salute:

    জবাব দিন
  7. মরতুজা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এইরকম একটা স্থায়ী ঠিকানা করে দেবার জন্য। :party:

    যাদের অক্লান্ত পরিশ্রম সিসিবির পিছনে, তাদের সবাইকে আমার :salute:

    লং লিভ সিসিবি।

    জবাব দিন
  8. টিটো রহমান (৯৪-০০)

    মরতুজা ভাই
    :boss: :salute:

    বস আমারে পিটানোর কিহিনী ভুইলা গেলাম। এমনকি আমার পোলারেও কমুনা(সিনেমার কাহীনি) :goragori:
    থ্যাংকু বস


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  9. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    মরতুজার অবদান সিসিবি-এর ইতিহাসে স্নরনীয় হয়ে থাকল |

    সেই সাথে কামরুল, জিহাদ, মুহাম্মদ, রায়হান, মইন সহ সকল নিবেদিত প্রাণ শুভাকাংখী যারা প্রতিনিয়ত ইতিহাস গড়ার কাজে ব্যস্ত.........

    ধন্যবাদ দিয়েও কি এদের প্রতি সত্যি কারের কৃতজ্ঞতা প্রকাশ করা যায় ?

    জবাব দিন
  10. সাইফ (৯৪-০০)

    মরতুজা ভাই,খবর শুইন্যা আমি খুশিতে বিছানায় ১০০ :frontroll: দিয়া দিসি.।।.।..।।......কেম,তর বিড়ি খাওয়ার কথা শুইন্যা আমিও কাল কে থেকে আজকে প র্যন্ত ৩প্যাকেট খাইসি.।।...।।...।।...।।...।।..টেন শনে না খু.।..।।.।।...।।...।।...।
    এসেছে মরতুজা ভাই ভেঙ্গেছে অন্ধকার
    কাম রুল জিহাদ,আবির,মুহাম্মদ..বীর সেনাদের ভয় নেই ত আর
    তোদের ঘামের উপর চিক চিক করে আভা ছড়াক রোদ্দুর..।.।।...।।
    সিসিবি হয়ে উঠুক ব্লগর বল্গর আর আড্ডায় ভরপুর
    :salute: কম রেডস ভেঙ্গে ফেল ব্যারিকেড............।। :gulli2:

    জবাব দিন
  11. পলাশ (৯৪-০০)

    মরতুজা ভাই... বহুত দেরি কইরা ফালাইলাম ধন্যবাদ দিতে... :bash: নগদে :frontroll: শুরু কইরা দিসি...আপনে কইলে সারাজীবন :frontroll: চালায়া যামু।

    কামরুলঃ তোরে কিছু কউয়ার নাই...আর কত করবি আমাগো লিগা... :salute:

    মঈনঃ সারাজীবন ত চুপে ঘাপে কাম কইরা গেলা...মাঝে মাঝে শব্দ দিও... :gulli2:

    জিহাদ, রায়হান, মুহাম্মদঃ অসংখ্য ধন্যবাদ ভাই

    জবাব দিন
  12. রকিব (০১-০৭)

    যাদের জন্য আজকের সিসিবিঃ
    মরতুজা ভাই, জিহাদ ভাই, মুহাম্মদ ভাই, কামরুল ভাই আর রকিব। সবাইকে লাল সালাম। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।