[সামহোয়্যারইনব্লগ এ প্রকাশিত…১৯ শে জানুয়ারি, ২০০৭]
আমার ব্যক্তিগত এই রূপকথার শেষ পর্বটা ‘সামহোয়্যার’ এর পাতা থেকে হারায়ে গেছে…দোষটা আমারই, কোন ব্যাকআপ রাখা হয় নাই…যাইহোক, আপাততঃ পুরান চোথা দিয়াই সিসিবিতে ডেব্যু করি! ক্ষমাসুন্দর দৃষ্টিতে 😀 …
—‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়’—
ছোট্ট স্টেশন।বালক ট্রেন থেকে নামে; দ্যাখে -প্ল্যাটফর্মের এককোণের বেঞ্চিতে বালিকা বসে আছে..
:পথে কষ্ট হলো?
::তেমন না;তবে আপনি অনেক দেরী করলেন..
:সরি! আরে,তুমি দেখি সত্যিসত্যি কলাবেণী করে আসছো! খুকী-খুকী লাগতেসে..
::হাসবেন না, প্লীজ! আপনিই না এভাবে চুল বাঁধতে বললেন..আমার বেণী শুধু খুলে যায়..
:আবার দেখি নেইল-পালিশ ও দিসো?
::উফ! আপনি না বড্ড জালান!
:পায়ের এই রুপার আঙটিটা আমি কিনে দিসিলাম না? হাতে পরে আছো কেন?
::কি করবো? হাতের আঙটি কিনে দেয়ার মতো তো কেউ নাই..
বালক-বালিকা পাহাড়ী রাস্তার ঢাল বেয়ে বেয়ে সমুদ্রের দিকে নেমে যায়..কেউ কাউকে ছোঁয়না কিন্তু..সমুদ্রের পারে বাঁধানো উঁচু পাথরে তারা বসে..বালক পা ঝুলায়ে দিয়ে সমুদ্রের জলে ভিজায়ে বসে থাকে..বালিকার ছোট্ট পা প্রশান্ত মহাসাগরের নাগাল পায়না..সে তার নরম হাতে ভর দিয়ে একটু উঁচু হয়ে পা দিয়ে জল ছোঁয়ার চেষ্টা করতে থাকে..
:নাও,তোমার জন্য এইটা আনছি..
::ওমা,চকলেট! আমি ভাবসিলাম,আপনি আমার জন্য হাতে বানানো কিছু আনবেন..(কপট রাগত: স্বরে)
:তুমি কি আনছো?
বালিকা হলুদ রঙের একটা খাম আগায়ে দ্যায় বালকের দিকে..তারপর একটু দূরে বসে চকলেটে কুটুস-কুটুস কামড় দিতে থাকে..বালক দুরুদুরু বুকে জীবনের প্রথম সুগন্ধী খামটা খুলে..সূর্যমুখী ফুল আঁকা একটা ছোট্ট হলুদ চিঠি, গোটা গোটা মেয়েলী অক্ষরে লেখা..
‘..রাজপুত্র,আমি কি আপনার চুলে একটুছুঁয়ে দেখতে পারি?..’
বালক এক মূহুর্তের জন্য নি:শ্বাস নিতে ভুলে যায় কি?
আবার দু’জনের ছোট ছোট গল্প,ছোট ছোট খুনসুটি চলতে থাকে..বালক অন্যমনষ্ক ভঙ্গিতে একথা-সেকথায় সায় দিয়ে যায়..অনেকদিন আগে হলুদ শাড়ি পরা বালিকার ছবি দেখে ‘মুনিয়া পাখি’ বলে ভ্রম হওয়ার কথা মনে পড়ে..চিম্বুক পাহাড়ের চূড়ায় উঠে কার জন্য যেন বুকে মোচড় দেয়া কষ্টের কথা মনে পড়ে..একজোড়া সস্তা রুপার নূপুর মনে পড়ে..একটা নিতান্ত সাধারণ,কিন্ত সাহসী প্রথম গোলাপ মনে পড়ে..
হঠাৎ বালিকার উচ্ছল চিৎকারে সম্বিত ফিরে পায়..
:দ্যাখেন,দ্যাখেন! রঙধনু..আমি দেশের বাইরে আসার পরে এই প্রথম রঙধনু দেখলাম..আপনি?
::আমিও।এই দেশের বৃষ্টির দেবতা বোধহয় খুব কৃপণ! বৃষ্টিই দ্যায় ভিক্ষার মতন, রঙধনু তো দূরের কথা..
:আজকে তাইলে একটা অদ্ভুত বিকাল, তাইনা?
::হমম।কিন্তু বেগুনীর চাপে আসমানীটা তো দ্যাখাই যাচ্ছেনা..
:রঙধনুর সব রঙ দেখতে হলে সেরকম চোখ লাগে..
::আমি তো ভাই ছোটবেলা থেকেই চশমাওয়ালা। কোনদিন না জানি পুরা কানা হয়ে যাই..
:সত্যিই! সো এক্সাইটিং! আপনি আসলেই শুভ্রের মত কানাবাবা হয়ে যাবেন?
::কেন?হইলে তুমি খুশি হও নাকি?
: অবশ্যই! শুভ্র যখন একদম অন্ধ হয়ে যায়,তখন সে চশমা খুলে রেখে রুপার হাত ধরে সমুদ্রে নেমে পড়ে..কি রোমান্টিক না, বলেন?
::বিশ্বাস করো, আমি না চোখে কিছু দেখতে পাচ্ছিনা..মনে হয় এখনি অন্ধ হয়ে গেলাম..
:ধুর! ঢং করবেন না তো..
বালক-বালিকা প্রশান্ত মহাসাগরের পাড়ে কিছুক্ষণ এলোমেলো হাঁটাহাঁটি করে..আসলেই সে এক অদ্ভূত বিকেল!কন্যাসুন্দর আলোর(নাকি আলোসুন্দর কন্যার) প্রভাবে চারদিক বড় মোহময়, বড় প্রগলভ লাগে..বালক ব্যাকুল হয়ে সন্ধ্যার জন্য প্রতীক্ষা করতে থাকে.. নিজের অনিবার্য অন্ধত্বের জন্য মনে মনে প্রার্থনা করতে করতে..
১ম হয়ে গেলাম নাকি!!!! হে হে হে এইবার বন্য ভাইকে হারায় দিছি 😀 😀
সাকেব ভাই চরম হচ্ছে। পরের সিরিজ আজকেই দেয়া যায় না???? :bash: :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরে তোদের উৎসাহটা ধরে রাখার জন্যই তো ছাইড়া দিলাম.. B-) B-)
পড়ার আগেই চ্রম বলার জন্য তোর ব্যাঞ্চাই... x-( x-(
পড়ার পরেও কিছু না বলার জন্য বন্যের ব্যাঞ্চাই x-(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ক্যান্টিনে যাওয়ার আগে কুপন বইটা নিয়া যায়ো :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এইটার শেষ পর্ব আমি হারিকেন দিয়া খুঁজছি সাম ইন এ। x-(
যাউকগা, সাকেব ভাই নতুন পুরান যাই হোক কিসু একটা দিসে সেই আনন্দেই কয়েকটা :frontroll: দিয়া নেই। :awesome: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
আমিও হ্যাজাকবাত্তি দিয়া খুঁজছি... ~x(
শালার মডুরাও কিচ্ছু বলতে পারেনা... x-(
খুঁইজা পাইলে আমারে জানায়ো... 🙁
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
হুম। সাকেব ভাই , আপনার সামুর নিকটা কন । পরের পার্ট পড়ে আসি।
এইটাই তো ট্র্যাজেডি রে, ভাই...
সামু থিকা পরের পার্টটা হাওয়া হয়া গেসে 🙁
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
অবশেষে সাকেব ভাই হাত খুললেন। পড়তে পড়তে চোখের সামনে আতামি ভেসে উঠছিল।
তোমার জন্যই হাত খোলার সুযোগ পেলাম...
আজকে "কেবাব" খাইতে গেলো বলেই তো 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
চ্রম 😀
😮 😮 😮
"ছিদ্রান্বেসী সাকেব" পোষ্ট লিখছে?
কিন্তু বাসি পোষ্ট দিয়ে ডেব্যু করলা, এই কাজটা কি ঠিক করলা? সিসিবির জন্য ফ্রেশ কিছু ছাড়ো ভাই। তবে, এইটা পড়ে ভাল লাগছে :thumbup:
লেখক হিসেবে নতুনভাবে স্বাগতম :hatsoff:
কবি রহমান ভাই,
একটা বয়স ছিল যখন কেউ "ছিদ্রান্বেষী" বললে গর্বে বুকটা ভইরা উঠতো... :shy:
হায়...দিনগুলি মোর সোনার খাঁচায় রইলনা.. :no: .
(খাঁচার প্রোপ্রাইটরঃ টিটো 😉 )
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:khekz: :khekz: :pira: :pira: :gulli2: :gulli2:
হুম..................
পাঁচতারা দাগাইলাম- পরের পর্ব ছাড়েন কুইক কুইক!!
সিনিয়রকে কমান্ড করার জন্য রায়হানের ব্যাঞ্চাই 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিও রায়হানের ব্যাঞ্চাই। সাকেব ভাই পরের পর্ব ছাড়েন, কুইক কুইক। 😕
ভালো লেগেছে। লিখনা কেন তুমি?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই,
অনেক ধন্যবাদ...
আসলে নানারকম easy কাজে busy থাকি তো :dreamy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ওফ্ শিট্, কতদিন ধইরা প্ল্যান করে আছি, ব্লগে একটা রুপকথা লিখে পোস্ট করবো, নাম হবে "স্বামীর খোঁজে স্যামঝ্যাং", তার আগেই আপনি লিখে ফেললেন। যাহোক, ব্যাপার না, আমারটা আসছে খুব শিগগির। 😀
আলম
এতো সিনিয়রের মাঝখানে 'শিট' বলার জন্যে আগামী দশদিন সিসিবিতে লগ-ইন করা মাত্র লং আপ হইয়া থাকবা। :grr:
আইহায়...আলম ভাই লংআপ হইয়া আসে...আমি দেইখ্যা ফালাইসি... 😀
তোরে দেখার পারমিশন দিছে ক্যাডা? সিনিয়রের পানিশ্ম্যান্ট দেখার জন্যে তুই আগামী ৩ দিন সিসিবিতে :frontroll: দিতে দিতে লগ ইন করবি।
:khekz: :khekz: :khekz:
সিরাম রূপকথা হবে বইলা মনে হইতেসে...তাড়াতাড়ি নামায়া ফেলো. 😀 ..
আর আমারটার টাইটেল ই শুধু রূপকথা...আসলে কিন্তু সত্য ঘটনা অবলম্বনে...তাই, সিসিবির প্রথম রূপকথার লেখক তুমিই হবা...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
welcome sakeb.
বাহা তুই বাইচ্যা আছোস ? সিসিবিতে তোর কোন খবর নাই কেন ?
কিরে প্রেমকুমার 😡 ,
কেমন আছস?
ঠান্ডা কেমুন রে?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমিও প্রেমকুমার হপো :((
মাস্ফ্যু,
তুমি তো প্রেমকুমার না...
:just: প্রেমবন্ধু :awesome:
অথবা :just: বন্ধুকুমার :awesome:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
=)) =)) =)) =))
সাকেব,
ভাল ভাল লেখা গুলা সামু'তেই লেখিস ... ওইখানে পিঠ চাপড়াচাপড়ি শেষ হইলে এইখানে দিস। তাও যদি কষ্ট হয় ... লিংক দিস। আমি সামু'তে যাই না ... এইখানেই থাকি।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:just:
:thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অপবাদ দাও(দেন) আমায়...যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
বস,
এই লেখাটা দুই বছর আগের...তখনো তো সিসিবি আলোর মুখ দেখে নাই...সিসিবির জন্মের পর তো আমি সামু/সচল এ পা ও দেইনা... 🙁
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
জটিল জটিল, সাকেবের লেখার সাথে আগেই পরিচয় ছিলো :clap: :clap: পুরান লেখা হইলেও দারুন লাগলো :boss:
অবসঅর ভেঙ্গে আবার আগের ফর্মে সিসিবির লেখক প্রিফেক্ট দলে যোগ দিবি এই আশাই করি আমরা ম্যাঙ্গো সিসিবি রিডারস 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ভালো লাগছে।
আমিও সামুতে খুব একটা যাই না, যদি না কেউ লিঙ্ক না দেয়।
আপনি কষ্ট কইরা এইখানেই নতুন লেখা গুলি দেন না। 😀
সত্য ঘটনা রুপকথা বলে চালানোর কারনে সাকেবের ব্যান্ঞ্চাই। এবং সব সত্যঘটনা নিয়ে 'সাকেবের ঝুলি' নামে একটা সিরিজ চাই ।
:khekz: :khekz: :thumbup:
সাতেও নাই, পাঁচেও নাই
সাকেব ভাই, গল্পটার সুচনা অসাধারন হয়েছে। :clap: :clap:
সাকেব ভাই, আগে থেকেই জানতাম আপনি ভালো লেখেন। কিন্তু এত ভালো লিখেন তা বুঝিনাই!! ভাগ্যিস, লেখাটা সিসিবিতে দিয়েছিলেন, নাহলে কখনও আপনার লেখা পড়াই হতনা!
খুব ভালো লাগল ভাইয়া। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।
তানভীর কি হালকার উপর ঝাপসা 'হাতায়া' দিলা নাকি? :-/ (কপিরাইটঃ তাইফুর ভাই)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
🙂
www.tareqnurulhasan.com
তারেক, এই হাসির মানে কি? জাতি জানতে চায়!!!
এই পোস্টটা সামহোয়ার ব্লগে আমার প্রিয় পোস্টে আছে।
এইবার হাসির্ মানে বুইঝা নে!
www.tareqnurulhasan.com
চমৎকার লেখনী।
উপস্থাপনাটাও সুন্দর।
সৈয়দ সাফী
ভাই, অনেক ধন্যবাদ...
লইজ্জা পাইলাম... :shy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, পরের পর্ব কই? 😡
ওবায়দুল্লাহ্ ভাই এর মতন ঝটপট দিয়া দেন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অপার্থিব সুন্দর হইছে :clap: :clap: :clap: :clap: ।
Life is Mad.
বস,
আপনার কমেন্টের অপেক্ষায়ই ছিলাম... :shy:
জ্বর ভালো হইসে?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই দ্বিতীয় পর্ব কবে আসবে? সেটার জন্য হেল্প লাগলে বইলেন আরেকদিন নাহয় কেবাব খেয়ে আসলাম।
সাকেব, বাচ্চু, ঘটনা সত্য সত্য লাগে। কেসটা কি?
ওই "ফেরারী পাখি" কেডায়? তুমি জানো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সাকেব ভাই
সেরম হইছে :awesome: :awesome: :awesome:
:hatsoff: :hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সাকেব,
এক কখায় "অসাধারণ" হইসে।
ধন্যবাদ
:boss:
ভাইজান, দ্বিতীয় পর্ব কই??? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ছুটি মনে হয় এখোনো শেষ হয় নাই x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
ছুটির ব্যান চাই... x-( :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দুলাভাই পরের পর্ব হারায়া গেছে তো কি হইছে, আপনে তো আর হারান্নাই। তার্তারি ছাড়েন্তো। এর পরের পার্ট না পড়া পর্যন্ত আমার ঘুম ভাল হবে না।
পরের পার্টের কি দরকার? "শেষ হইয়াও হইলো না শেষ" - ছোটগল্পের মতই কিছু একটা ধরে নিলেই তো হয়।
গল্প হারায় গেছে বেচারা সাকেব ভাই-এর; উনারে আর পেইন না দেই!
সাকেব ভাই দেরী হয়ে গেলো, পড়তে।
চমৎকার :clap: :clap:
নিঘাত খাঁটি প্রেমের গল্প............... 😀 😀 😀