অনেকদিন ব্লগে লগইন করা হয় না, কোথাও যাওয়া হয়না, গেট-টুগেদারে গিয়ে খাওয়া হয়না- দিন দিন জীবনটা যেন তেজপাতা হয়ে যাচ্ছে! এই তেজপাতা জীবন নিয়ে যে দুই-এক ছত্র লিখব- সেটা করা হয়ে উঠে না, আমার বিখ্যাত লেখকও হওয়া উঠে না ! দীর্ঘশ্বাসে ভরা এই জীবনের কাহিনী লিখতে গেলে এক বিরাট ইতিহাস হয়ে যাবে- থাক, ঐ দিকে আর না যাই।
ডিসেম্বর এক মহান মাস- আমাদের বিজয়ের মাস, অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মাস এবং অবশ্যই আমাদের সিসিবির জন্ম-মাস। সিসিবি বড় হয়ে যে জগৎ বিখ্যাত হবে সেটা আর নাই-বা বললাম, ধনু রাশির কিনা!
কি জানি লিখতে পোস্টটা শুরু করলাম, তা তো ভুলে গেছি। ও হ্যাঁ, আমার ভুলে যাওয়ার রোগটা এখন চূড়ান্ত পর্যায়ে! এটাই কি লিখতে চাচ্ছিলাম?? না মনে হয়…
শুভ জন্মদিন সিসিবি। তাড়াতাড়ি বড় হও, কামরুল তোমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে।
১ম নাকি?
অভিনন্দন দোস্ত 😀
সিসিবি ... :party:
চ্যারিটি বিগিনস এট হোম
সিসিবি ড়ক্স...
আহা কি আনন্দ আকাশে বাতাশে :party:
You cannot hangout with negative people and expect a positive life.
গেট-টুগেদার মিস করলাম এজন্য অনেক খারাপ লাগছে, তার উপর আপনার রান্না মিস করছি- এজন্য আরও বেশি খারাপ লাগছে আপু। 🙁
অন্য সময় হইলে ধুমায় পাঙ্গাইতাম, কিন্তু আজ হইল আমাদের বাড্ডে, সো,
কুনু চিন্তা নাই,
সাম্যের গান গাই,
ক্যাডেট ক্যাডেট ভাই ভাই!
:hug: :party: :tuski:
You cannot hangout with negative people and expect a positive life.
তান্স, মনে রাখিস আমি কিন্তু চিকেন পাই নাই ওদিন।
আপু সাম্য কেম্নে হইলো , শুধু ভাইগো কথা কইলেন আড় বোন গো দূরে সরায়া রাখলেন.....
কুনু চিন্তা নাই,
সাম্যের গান গাই,
ক্যাডেট বোন ক্যাডেট ভাই .. (খাইছে আমিও দেখি "কবিরাজ" হয়া যাইতেসি)
কবিরাজ আমিনরে ফয়েজ ভাইয়ের পাশে স্টিকি করা হোক :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে আমি কী দুষ করলাম, "কবিরাজ" আবদুল্লাহ ভাইয়ের হাতে রবিন ভাই বাইয়াত হওয়াতে আমিও উনার পিছন পিছন গেলাম ....
বিয়া করার পরেও আরেকজন বাইয়াত হওয়ায় তার পিছে পিছে যাস, ছিঃ :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
োই আমিন, জেন্ডার ডিস্ক্রিমিনেশন নিয়ে ডাউট দিবি কম। এই ভাই=ভাই ও বইন
You cannot hangout with negative people and expect a positive life.
শুভ জন্মদিন সিসিবি।
ইন দ্যা ইয়ার ২০০৯ এ তান্স ভাই নামে একজনরে চিনতাম, শুনছিলাম উনি নাকী কয়েক মাস আগে স্ত্রী-কন্যাসহ (কন্যার নামটা বড়ই মিষ্টি- রুমকী) ময়না দ্বীপে চলে গেছেন। :((
দাদা, আপনি কী উনারে চেনেন? (প্রশ্নটা এই পোষ্টের লেখকের উদ্দ্যেশ্য?) 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =))
ড়কিব্যা...ভালো হইয়া যা x-(
তোর সাথে অনেকদিন কথা হয় না রে 🙁
বহুদ্দিন পর!
আসলেই, অনেকদিন পর 🙁
শুভ জন্মদিন সিসিবি :party:
এইদিনকে কি 'সিসিবি ডে' হিসেবে ঘোষণা দেওয়া যায়?
প্রোগ্রাম কই?
আসলেই, এই দিনটাকে ‘সিসিবি ডে‘ হিসেবে ঘোষনা দেওয়া যায়।
প্রিন্সু স্যার কি বলেন?
তানভীর, ঘাটে নৌকা বান্ধা রাখছিস কার জন্য?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি হইলাম উদাস মাঝি, আমার নৌকা কি আর ঘাটে বান্ধা থাকে রে! 😛
বুঝছি, তুই খেপ মারতে পছন্দ করস। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঘাটের কাছে গেলেই না খেপ মারতাম রে! 😛
:grr: :grr: :grr:
=)) =)) =)) =)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঘাট নিয়া ঘাটাঘাটি করার অভ্যাসটা গেলো না তানস.... ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) :)) :))
কামরুল ভাই, এইটা মনে হয় তিন প্রহরের বিলের ঘাট, যেই ঘাটের একমাত্র মাঝি আপনে। আপনে অফিসে থাকায় আপনার ছবি তোলা যায় নাই, তাই তানভীর ভাই শুধুই নৌকার ছবি দিসে।
:)) :)) :))
🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
আছ কেমন নিবিড় সাহেব? লিখ না কেন ইদানিং?
এইসব পোস্টে রেটিং উন্মুক্ত করে দেয়ার দেলওয়ারী আহবান জানাই। আমি একের বেশী রেটিং করতে পারি না কেনু কেনু কেনু………………।। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওই রবিন দেখ, ফয়েজ ভাইয়ের জিব্বা আটকাইয়া গেছে।
এক কথা বারবার কইতেছে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এক কথা বারবার বলার অভ্যাসটা গেল না ফয়েজ ভাইয়ের 😀
ফয়েজ ভাইর জিহ্বা আটকােনার অভ্যাসটা গেলো না 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:pira: এবং মিরা গেলাম :khekz: :khekz: =)) =)) =))
You cannot hangout with negative people and expect a positive life.
ওরে খাইছে... 😮
তানভীর ভাই... :hug:
কেমন আছেন? ভাবি কেমন আছেন? বাচ্চা দুইটা? ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রুমকির পরে কি তানভীর ভাইয়ের ঘরে নতুন অতিথির আগমন হইছে নাকি? এই খুশিতে যাই মিষ্টি খাইয়া আসি 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোমাদের একটু ভুল হচ্ছে। তানভীরের বাচ্চা দুইটা না। তিনটা।
বড়টা এই বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে খুব ভালো রেজাল্ট করছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:hug:
বাইচ্যা আছি রে জুনা, কেউ খবর নেয় না আজকাল। 🙁
ভাবী আর বাচ্চাদের সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে পারলাম না বলে দুঃখিত 😛
প্রাইভেসি নিয়া আপনি অনেক কন্সার্ন দেইখ্যা অনেক ভাল লাগল... :thumbup:
আজকাল তো অনেকে বউ-বাচ্চা থেকে শুরু করে বাচ্চা হবার প্রডাকশন প্রসেস পর্যন্ত অন্যের সাথে পাবলিক প্লেসে শেয়ার করে... :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হা হা পি গে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
প্রাইভেসি নিয়া আমি যে অনেক কন্সার্ন এইটা দেইখ্যা তোর যে অনেক ভাল লাগল- এইটা দেইখ্যা আমারও ভালো লাগল।
পাবলিক প্লেসে শেয়ার করা খুব খারাপ, তারউপর আজকে শেয়ার বাজারের দরপতন- অর্থনীতিবিদ হিসেবে তোর কন্সার্ণ দেখে আমার অনেক ভালো লাগল। 😀
জুনা ভাই কী কইলেন .. হা হা পি গে
জুনার মন্তব্যে ঐ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওরে খাইছে… 😮
তানভীর … :hug:
কেমন আছোস? বউ কেমন আছে? বাচ্চা তিনটা? :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই
আপনার বড় ছেলেটা কেমন আছে? শুনলাম সরকারি ইউনিভার্সিটিতে সুযোগ না পাওয়ায় প্রাইভেটে ভর্তি করাইছেন?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
প্রাইভেটেতো বড় মেয়েটারে ভর্তি করাইসি। তোর পোলার টাতেই, একই সাব্জেক্ট। ডিপার্ট্মেন্টের বড় ভাই হিসাবে দেইখা শুইনা রাখতে কইস। ঠিক মতন দেখে শুনে রাখলে প্রাইজ দিমু।
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই,
আপনি নাকি নানা হইছেন?
মানে কি? সবে তো পড়তে গেল......এর মধ্যেই .....
যাই হোক কনগ্রাচুলেশন কাইয়ুম ভাই.....সিসিবির সাথে সাথে আপনারেও শুভেচ্ছা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ
ঐ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাইয়ুম ভাইয়ের কোন মেয়ের বিয়ে হইল, আর বাচ্চাই বা কবে হইল??পোষ্ট পাইলাম না যে!!! এনি ওয়, কংগ্রেটস কাইয়ুম ভাই :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
কি বলেন কাইয়ূম ভাই? 🙂
রিবিন, তর পোলার ঘরের নাতিন্টারে আমার স্কুলে দিবি বলসিলি, এ্যাডমিশন কিন্তু শুরু হইয়া গেসে :grr:
You cannot hangout with negative people and expect a positive life.
কাইয়ুম ভাই, সরকার নির্ধারিত বয়স্ক ভাতাটা যেন কত?
কাইয়ূম ভাই :hug:
বাইচ্যা আছি।
বউ-বাচ্চার কথা আর নাই বা কইলাম 🙁
বউ বাচ্চার কথা নাই বা কইলি, তাইলে কি আশা আর সম্পার কথা ক'বি? 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
🙂 🙂
কাইয়ুম ভাই............লেখা কই :-/ :-/ :(( :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সম্পার পরে এখন লেখার সঙ্গেও ! ছিঃ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বিশ্বাস কর টিটো, তোর লেখারে আমি নেই নাই 😉
কামরুল বা স্টিকি ফয়েজ ভাইরে জিগায়া দেখতে পারোস, উনারা দেখলাম 'লেখা'রে দিসে 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
ছিঃ কাইয়ুম ভাই, আপনি আমার নামে অপবাদ দিচ্ছেন।
লেখারে তো প্রথমে দিছে রবিন।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোর দোস্ত রবিন দেয়ার পর তুইও দিলি, ছিঃ
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই "লেখা" ( রেখা থেকে আহলাদের নাম) আপা কই ??
আয় হায় সবাই দেখি মিস্টি খায়া শেষ কইরা ফালাইছে... এখন সম্পাদি ই ভরসা।
আমিন ছি, তুইও বিয়ের পরে সম্পার সঙ্গে…..ছিঃ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিন ছিঃ! তোমার কাছ থেকে এইটা আশা করি নাই 😛
তানভীর ছিঃ তুই বিয়ের পরেও আশাকে করিস? ছিঃ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:grr: :grr:
তানভীর বিয়া করলো কবে????? কোনো আওয়াজ পাইলাম না ক্যান?????
আপনি কি মালয়েশিয়া এর বাইরে নাকি? কালকে কল করছিলাম। পাই নাই।
রিবিন ভিই দেখি সবাইকে কল করে বেড়াইতেসেন খালি আজকাল। কলবয় হয়ে গেলেন নাকি 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আলজেরিয়া আছি ভাই। ফেব্রুয়ারী পর্যন্ত এইখানে থাকবো। কল দিলে +২১৩৫৫৫০৫৩৯১৩ তে দিয়ো। ভালো কথা, তানভীর কবে বিয়ে করলো?
জন্য +২১৩৫৫৫০৫৩৯১৩
হবে +২১৩৫৫৫০৬৩৯১৩
মইনুল ভাই, এইটা কাল্পনিক বিয়ে...
ফয়েজ ভাই স্টিকি আছে এই ফাকে তুইও যা সম্পার কাছে :grr: :grr: :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নাই নাই, ছাইড়া দিছে আমারে :tuski: :tuski:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাইলে কি করা ...... (সম্পাদিত)
সম্পা আইজকা গ্রিনিজ বুকে নাম উঠাইবো মনে হইতেছে 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
উইঠাই গেছে এতক্ষণে
সম্পা সবাইরে দিতেসে দেইখা শেষমেষ বিদেশি ফরেনার গ্রিনিজের বুকে তুইলা দিলেন! 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =))
:party: ফয়েজ ভাইয়ের সামনে দিয়া
গ্রিনিজ যখন সম্পারে লইয়া
রংগ কইরা বিদেশ যায়
তখন-----
ফয়েজ ভাই ক্ষেইপ্পা যায়
ক্ষেইপ্পা যায়।
:frontroll:
বস, দিয়া না নিয়া?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাম্রুল এখন সম্পা রে ছাইড়া দিয়া রে ধরছে!
You cannot hangout with negative people and expect a positive life.
কামরুল ভাই, দিয়া ভাবি ভাল আছে?? :grr:
তুই ছবি বানায়া ফেলা "ভাবী কেন অভাবী ?"
স্ক্রিপ্ট লেখা শুরু করছি।কামরুল ভাই স্পন্সর। 😛
না ধইরা কিছু করা যায় নাকি?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হাছা কতা :clap:
প্লেটো মামা, তুমি কোথায়????
You cannot hangout with negative people and expect a positive life.
প্লেটো মামাটা আবার কেডা?? :((
আমাদের ছুডু ভাই আমীঈঈঈঈঈঈঈঈঈঈন এতোদিন পরে "সম্পা"রে পাইয়া প্লেটো মামারে ভুইলা গেসে 🙁
You cannot hangout with negative people and expect a positive life.
আমার নাম উচ্চারণে কয় আলিফ টানতে হয়?? 🙁
কামরুল, তুমি আমারে কলেজের কথা মনে করাইয়া দিলা।
ম্যাথ স্যার নতুন বিয়া কইরা ক্লাস নিতে আইসে।
স্যার: মনে করি `ক' জন শ্রমিক লাগে, `মনে করি' লেখবো না `ধরি' লেখবো?
আমরা: স্যার, মনে মনে করে মজা নাই। `ধরি' . . . :))
=)) =)) =))
এইগুলা কী কন নঈম ভাই 😮 😮
শুভ জন্মদিন সিসিবি :party:
দেরী করে ফেলসো, মিষ্টি খেতে পারো নাই 😀
১০০ 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:hatsoff:
তানভীর ভাই পোষ্ট দিসে? 😮
কেমন আছো? অনেকদিন কোন খবর নাই।
সিসিবি'র জন্মদিনে অনেক শুভেচ্ছা সবাইকে।
অনেকদিন পর পুরোন সবাইকে একসাথে দেখলাম। 🙂
শুভ জন্মদিন।
এইতো বেঁচে আছি 🙂
রাত ২টায় সবগুলা লুঙ্গি পিড়া প্যারেড গ্রাউন্ডে ফল-ইন! মেয়েরা অবশ্য স্লিপিং স্যুটে থাকবে! :grr: :grr: :grr:
ফয়েজ কাল সকালে আমি মিস্টি খাওয়া পার্টির সবগুলার নাকের আর চোখের পানির বন্যা দেখতে চাই!!!
B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
স্যার, আজ জন্মদিনের দিনে এক্সকিউজ পাওয়া যাবে না? O:-)
আ হা রে... সারাদিন দৌড়ের উপর গেলো।
এর মধ্যে এত্তগুলা পোস্ট এত্ত হইচই, সব মিস হয়ে গেলো।
সবচেয়ে বেশি মিস্ করেছেন কাল সিসিবিতে স্টিকি হয়ে থাকা মানুষটাকে 😛 😛