ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০৩

চলে গেল ইংলিশ প্রিমিয়ার লীগের আরেকটি সপ্তাহ, সাথে আমাদের ফ্যান্টাসী লীগেরও। এইটা নিয়ে কেন, কোন কিছু নিয়েই লেখা দেয়ার কোন ইচ্ছা আপাততঃ আমার ছিল না [আমি কাইয়ূম ভাইয়ের সেমিস্টার সিস্টেমে লেখা দেয়ার স্টাইল ফলো করছি কিনা ;;; ]। কিন্তু, আমার দুস্ত কামরুলের অনুরোধ ফেলতে পারলাম না, বসে পড়লাম লিখতে। যদিও দূর্জনেরা বলতে পারেন যে পরপর দুই সপ্তাহে প্রথমে থেকে ব্যাপক উৎসাহে লিখতে বসেছি, কিন্তু মনীষীরা বলে গেছেন দূর্জনের কথায় কান না দিতে। এবারে দেখাই সপ্তাহ শেষে আমাদের লীগে কার কি অবস্থানঃ

fantasy-premier-league-gw03

এ সপ্তাহ শেষে যথারীতি আমার টিম প্রথমে, যদিও লীড খুব কম, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। আমার টিম খুব একটা ভালো হয়নাই, এই সপ্তাহে পয়েন্টও কম। গত সপ্তাহে ব্যাপক লীডে ছিলাম বলে এখনও টিকে আছি। অবশ্য পয়েন্ট কম পাওয়ারও কারণ আছে, আমার টিমের অধিনায়ক সাহেব জনাব জেরার্ড শেষ ম্যাচে চরম ফ্লপ খেয়ে নিজের দলের সাথে আমার ফ্যান্টাসী লীগের দলকেও ডুবিয়ে দিয়েছেন। ব্যাপার না, আশা করি জেরার্ড আবার ঘুরে দাঁড়াবে [লিভারপুল ঘুরে না দাঁড়ালেও চলবে, শুধু জেরার্ড গন্ডায় গন্ডায় গোল করলেই হবে। 😀 ]

আমাদের হাসনাত, সিসিবিতে খুব একটা নিয়মিত না, কিন্তু সিসিবির ফ্যান্টাসী লীগে নিয়মিত প্রথম তিনজনের মধ্যে থাকে। ওর টিম যথেষ্ট শক্তিশালী। সিসিবির যে কয়েকজন সবসময় প্রথম দিকে থাকবে তার মধ্যে ও একজন।

সিসিবির ফ্যান্টাসী লীগে খুব মনযোগ দিয়ে দল নির্বাচন করে কামরুল। ফুটবল বিশেষজ্ঞদের সাথে নিয়মিত যোগাযোগ তার। ফলাফল- এই সপ্তাহে এক লাফে পাঁচ থেকে তিনে। দুস্তের উত্তরোত্তর সাফল্য কামনা করি, সেই সাথে তার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয় সেই দোয়া করি। 😀

আমাদের গোলাপজান ভাবী আর গেমস প্রিফেক্ট এহসান ভাই- উনারা দুইজন প্রথম পাঁচজনের ভিতরে ঘুরাঘুরি করতেছেন আমাদের মনে ভয় ঢুকায়ে দিয়ে। দুইজনের টিমই দারুণ শক্তিশালী- উনাদের টিম দেখলেই আফসুস বেড়ে যায় এই ভেবে যে আমি কেন ঐ প্লেয়ারকে নিলাম না। এহসান ভাই আর ভাবীর টিমের দিকে কড়া নজর রাখতে হবে, কখন কারে ক্যাপ্টেন করে সেই দিকেও খেয়াল রাখতে হবে। উনাদের টিম ফলো করলে সিউর সাকসেসের সম্ভাবনা অনেক বেশী।

আমাদের কিংকং (ফাহিম),উলুম্বুস (কামরুলতপু) আর হাসান- তিনজনেই তাদের স্থান ধরে রেখেছে। কিংকংয়ের টিমে আর্সেনালের কয়েকজন আছে-আমি আর্সেনালের, সেই সাথে কিংকংয়েরও সাফল্য কামনা করছি। দোয়া করি কিংকং,উলুম্বুস আর হাসান তাদের স্থান ধরে রাখুক সবসময়, বেশী উপরে উঠার দরকার নাই। 😀 বাংলাদেশ আর্সেনালের নাম নিয়ে টিম দেয়া রায়হান আবীরের অবশ্য পতন অব্যাহত আছে, গত সপ্তাহের আট থেকে এইবার দশে।

তালিকার নিচের দিকে থাকলেও মইনুল ভাই, তাইফুর ভাই আর আমাদের রবিনের গত সপ্তাহের পয়েন্ট কিন্তু অনেক ভালো। এই হারে পয়েন্ট পেতে থাকলে ভবিষ্যতে আমাদের ব্যাপক ফাইটে পড়তে হবে।

একদম তলানীতে থাকা তারিককে বলছি- দল নির্বাচনে আরেকটু মনযোগী হও, প্রয়োজনে এহসান ভাই আর কামরুলের পরামর্শ নাও।

সবশেষে একটা কথা না বলে পারলাম না, মুরুব্বীদের কথায় সায় জানিয়ে বলতেই হচ্ছে- ‘৯৪ ব্যাচ পাথরায়। এ সপ্তাহ শেষে সিসিবির ফ্যান্টাসী লীগের তালিকায় প্রথম তিনজনই যে ‘৯৪ ব্যাচের। 🙂

২,৩৫৯ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০৩”

  1. রকিব (০১-০৭)

    ভাবতাছি দুর্জনের কথায় কান দিমু নাকি !! :grr: :grr: 😛
    জেরার্ডরে কেয়ামত পর্যন্ত ফ্রন্ট্রোল দেয়াইতে মঞ্চায়। আমারে পুরাই ডুবাইছে। x-( ভাবতাছি নেক্সট সপ্তাহে রুনিঝুনিরে টিমে নিমু। আর জেরার্ড বাছাধনরে আউট কইরা ল্যাম্পুরে নিমু কিনা বুঝতাছি না। কি বলেন তানভীর ভাই? 😕 😕


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • তানভীর (৯৪-০০)

      ল্যাম্পার্ডকে নিয়া কতটুকু ফায়দা হবে ডাউট আছে, চেলসি খেলে ৪-৪-২ ফর্মেশনে, সুতরাং ওখানে স্ট্রাইকার দুইটার গোল করার সম্ভাবনাই বেশি। লিভারপুল খেলে ৪-৪-১-১ ফর্মেশনে, জেরার্ড হইল স্ট্রাইকারের পিছনের জন। সুতরাং, জেরার্ডের গোল করা বা এসিস্ট করার সম্ভাবনা বেশি। তারপরেও হয়ত দেখা যাবে ল্যাম্পু বেশী পয়েন্ট দিছে- কপালে না থাকলে সব কিছুই হয়! 🙁

      জবাব দিন
  2. আগের সপ্তায় রুনিকে নিয়ে ফাটা খাইসিলাম, এই সপ্তায় রুনিই মান সম্মান বাঁচাইসে ... টোটাল আটান্ন পয়েন্ট, রুনির একাই ছাব্বিশ 😀

    আর্সেনাল সবগুলিকে ভাগায় দিব, আর্সেনালের এটাকিং অপশন এত বেশি যে কে কখন ভালো খেলবে বলা মুশকিল ... এই সপ্তায় যেমন কোথাকার কোন ডিয়াবি দুই গোল দিয়ে বসে আছে ...

    সে তুলনায় ম্যান ইউর রুনি, লিভারপুলের জেরার্ড, চেলসির ড্রগবা, ম্যান সিটির আয়ারল্যান্ড সেইফ বেট ... সব ম্যাচেই খেলে, পজিশন গোল করার বা এসিস্ট দেয়ার জন্য উপযুক্ত, এক ম্যাচ পচাইলেও পরের ম্যাচে ভালো করার চান্স থাকে ...

    তবে শেষ কথা হইলো, এই খেলার কোন আগামাথা নাই ... আবু ডিয়াবি দুই গোল দিয়া বইসা থাকে আর আরশাভিন ঘাস খায় x-(

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    আফসুস, রুমকির বাবারে এই সপ্তাহেও ধরতে পারলাম না, আমার মিডফিল্ড ডুবাইছে।

    ল্যাম্পার্ডরে বেইচা দিমু, ওর দিন শেষ।
    জেরার্ড থাকবে।
    সামনের সপ্তাহে ম্যান ইউ vs আর্সেনালের খেলা। এই দুই দলের কোন প্লেয়ার নিমু না। কেডা জিতে হারে কোন ঠিক নাই।

    এই সপ্তাহে তারেকের জন্য এহসান ভাইয়ের উপদেশ ' লাগে রাহো মুন্না ভাই'।
    তাইফুর ভাইয়ের জন্যে আমার শুভকামনা।
    মুরুব্বীরা ঠিকই বলে, ৯৪ ব্যাচ পুরাই পাথরায়। 😛

    (রবিন, ইজ্জত মারিস না, ভালো কইরা খেল :grr: )।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. রহমান (৯২-৯৮)

    তানভীর,
    অনেকদিন পরে এসে তোমাদের এই লীগের আগামাথা বুঝতে পারছিনা। ফ্যান্টাসী লীগের শানেনযুল সহ ম্যানেজার হবার সহজ উপায় ব্যাখ্যা কর।

    অফটপিকঃ তোমার প্রিয় পোষ্টের তালিকায় "অন্যরকম ক্যাডেট কলেজ (১-৭) " পর্যন্ত দেখতে পেলাম, কিন্তু আমার লেখা ৮ম (শেষ পর্ব) পর্বটার নাম দেখলাম না। আমার লেখাটা কি ভাল লাগেনি? তুমি কিন্তু সুন্দর একটা মন্তব্য লিখেছিলে আমার ঐ লেখাটিতে...

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    ভাইয়া, ফ্যান্টাসী লীগের জন্য আপনাকে নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের খবর রাখতে হবে। নাহলে খেলে কোন লাভ নাই, অনেক পিছিয়ে থাকবেন পয়েন্টের দিক থেকে। তার উপর ইন্টারনেট সংযোগও জরুরী, নাহলে কোন পরিবর্তন বা নিজের দলের খবর রাখতে পারবেন না। ইংলিশ প্রিমিয়ার লীগের খেলোয়াড়দের মধ্য থেকে আপনি বেছে নিবেন ১৪ জনের একটা টিম যাদের মোট ভ্যালু ১০০ এর মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা খেলোয়াড়েরই তাদের নিজের মান অনুযায়ী একটা ভ্যালু থাকে। তার মধ্য থেকেই আপনাকে দল নির্বাচন করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এহসান ভাইয়ের এই পোস্টটা পড়ে দেখেন।

    অন্যরকম ক্যাডেট কলেজের সবগুলা পর্বই আমার খুব প্রিয়, কেমন করে জানি আপনার পর্বটা বাদ গিয়েছিল। আজ ওটাকেও প্রিয়তে নিয়ে নিলাম। 🙂

    জবাব দিন
  6. দিহান আহসান

    তানভীর ভাইয়া লেখা দিসে? 😮 আপনি'তো??? 😕 :grr:
    অভিনন্দন এই সপ্তাহে ও প্রথম স্থান 🙂
    দেশে এসে আপনার খাওয়া তাহলে পাওনা রইলো, 😀

    সবশেষে একটা কথা না বলে পারলাম না, মুরুব্বীদের কথায় সায় জানিয়ে বলতেই হচ্ছে- ‘৯৪ ব্যাচ পাথরায়। এ সপ্তাহ শেষে সিসিবির ফ্যান্টাসী লীগের তালিকায় প্রথম তিনজনই যে ‘৯৪ ব্যাচের। 🙂

    আবার জিগস :thumbup:

    জবাব দিন
  7. ফাহাদ (২০০২-২০০৮)

    2nd week এ জয়েন কইররা ত মুশকিলে পরলাম... জতই ভাল করি place পাবার কন আশা নাই 🙁 🙁 x-( x-( bt মজাই লাগতেসে খেইল্লা।
    gerrard বেয়াদব তা আমারেও ফ্লপ দিসে... gerrard এর বাঞ্ছাই । এই week তা নিয়া অনেক আশা , দেখা জাক কি হয় ন?

    জবাব দিন
    • এহসান (৮৯-৯৫)

      ব্যাপার না ফাহাদ, লেগে থাকো। এক সপ্তাহ কোনো ব্যাপার না। তুমি কাভার করতে পারবা। জেরার্ডের ভাগ্য ভালো সে কার্ড খায় নাই। এর ভাগ্য খারাপ ফ্রিডেল ওর তিনটা জেনুইন গোল সেভ করে দিসে। বছর শেষে সবচেয়ে বেশী পয়েন্ট পাওয়া মিডফিল্ডার হবে জেরার্ড আর ফ্যান্টাসী লীগে সবচেয়ে বেশী পয়েন্ট পাওয়া দল হবে Torres n Tevez

      জবাব দিন
    • সামি হক (৯০-৯৬)

      মিয়া, ওয়াইল্ড কার্ড মেরে পুরা টিম চেঞ্জ করতে পারো। তোমার টিম দেখলাম তুমি তো বেশি দামী প্লেয়ার কিনো নাই টাকা সব গেলো কই? ভালো একটা স্ট্রাইকার নাও যেমন ড্রগবা অথবা রুনি আর কম টাকায় ডেফো রে নিতে পারো, আর মিডফিল্ডে আয়ারল্যান্ড আর লেলন কে নাও।

      জবাব দিন
  8. রায়হান আবীর (৯৯-০৫)

    দল করছিলাম কয়েক মিনিটে। এমন অনেক প্লেয়ার ছিল যাদের চিনিই না। প্রথম সপ্তাহে ফ্যাব্রিগাস আর রুনির কল্যাণে প্রথম হইছিলাম বলেই মজা ধইরা গেছিল। যাই হোক, তারপরও আমার দলে অনেকেই ছিল যারা ম্যাচেই নামে না।

    অবনতি লজিক্যাল। দল ধীরে ধীরে গুছিয়ে আনার চেষ্ঠা করছি। আশা করি পরবর্তীরে আগাতে পারবো।

    জবাব দিন
  9. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    দূর!!! এইডা কোন কথা হইলো...?? 😡 😡 😡

    এই সপ্তাহে আমার টিম পুরাই ফ্লপ... প্রথম ২ ম্যাচে ফ্যাব্রিগাস খুব ভাল করছে দেখে নিলাম এই সপ্তাহে...... আমাকে লাড্ডু উপহার দিয়ে গেল...।।

    প্রথম ২ ম্যাচে এনেল্কার বাজে পারফর্মেন্স দেখে দিলাম ওরে বাদ, এই সপ্তাহে দেখি ওই ব্যাটাই হিরো।

    মূল গোল্কিপারের থেকে রিজার্ভ গোল্লকিপার বেশি পয়েন্ট দিল।

    আমার টিমটা আমার কাছে খারাপ মনে হয় না, তারপরও ৩য় সপ্তাহে মাত্র ২৯ পয়েন্ট পেলাম...... আর খেলুমই না... :no:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।