দিনলিপি ০২:আমি ইহাকে পাইলাম

ইদানিং সকাল থেকে দুপুরের মাঝে অচেনা পিএসটিএন নাম্বার থেকে ফোন পেলেই আতংকে থাকি। অচেনা নাম্বার থেকে ফোন করে সুমিষ্ঠ কন্ঠে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অফার নিয়ে মিষ্টি, মিষ্টি কথা।বিরক্তিকর। স্যর ক্রেডিট কার্ড নেন, আমাদের এই লোন টা নেন, এই অফার টা আপনার জন্য বেষ্ট ইত্যাদি। অসহ্য হয়ে গেছি ইদানিং এইসব নিয়ে।
তাই ইদানিং পিএসটিএন থেকে কল আসলে পারতপক্ষে ধরি না।আজকে সকাল এ তেমনি ঘুম থেকেই উঠেই দেখি এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছিলো। চিন্তা করলাম, নিশ্চিত সেই রকম কোনো অফার এর ফোন।
হঠাত চিন্তা করলাম, আরে আজকে না শুক্রবার। আজকে তো এট লিস্ট ব্যাংকের ফোন হবার কথা না।তাহলে কে?
একটু পরে আবার ফোন এলো সেই একি নাম্বার থেকে।
“হ্যালো, এবিসি রেডিও থেকে বলছি।”
“জ্বি, বলেন”
“আপনি কি আমাদের ইগলু আইস ক্রীম এর জন্য এস এম এস করেছিলেন?”
“জ্বি করেছিলাম”
“আপনার কূপন্ টা এসে নিয়ে যাবেন ”
“কোথা থেকে কালেক্ট করতে হবে?”
“এবিসি রেডিও থেকে। ঠিকানাটা একটু লিখে নেন”
“ঠিকানা লাগবে না। আমি আপনাদের অফিস চিনি।(আমি খুব ভাব নিয়ে)”
“আপনি আমাদের স্টুডিও চিনেন? (এইবার সে নিজেই কনফিউজড)”
“জ্বি, আমি এসে নিয়ে যাবো। ধন্যবাদ”
যাক, জীবনে কোনো লটারী, কুইজ, র্যা ফেল ড্র না পেলেও এইবার সানা ভাই এর কল্যানে পেয়েই গেলাম। আমি পাইলাম, ইহাকে পাইলাম।
(অ টঃ কে কে যাবে আইস ক্রীম খেতে?)

১,৩৪০ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “দিনলিপি ০২:আমি ইহাকে পাইলাম”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।