হঠাত আজকে মাকে খুব মিস করছি। মা তুমি কেমন আছো? দুনিয়ার সব মায়েরাই এতো ভালো কেনো? এই প্রথম বাংলালিঙ্কের কোনো এড আমার ভালো লেগেছে। যেনো একেবারে আমার মনের কথা। সরি মা। তোমাকে সবসময় কষ্ট দেয়ার জন্য, সরি তুমি সবকিছু সহ্য করে হাসি মুখে আশীর্বাদ করার জন্য।
মনে আছে কলেজে যখন চান্স পেলাম, বাবা বলেছিলো যাওয়া না যাওয়া তোমার ইচ্ছা। তুমি চান্স পেয়ে প্রমান করেছো, তুমি পারো। মা এক ধমক দিয়েছিলো। বাজে চিন্তাও মাথায় এনো না। যেতে হবে। তখন মনে হয়েছিলো মা এতো নিষ্ঠুর? কিন্তু মা তখন অকথা না বললে জীবনটা কি এমন হতো? জীবন হয়তো চলে যেতো কিন্তু এমন হতো না, সিওর।
কখনো কোনো আবদার করে চিন্তা করি নাই, কিভাবে করবে? মার হাতে যেনো জাদুর লাঠি। সব পারে। সরি মা।
মায়ের খুব সখ ছিলো তার ছেলে ডাক্তার হবে। সেই জন্য অনেকটা জোর করে বায়োলোজীও পড়তে হয়েছিলো।
কিন্তু কলেজ থেকে বের হবার আগেই ছেলে ঠিক করে ফেলেছে মেডিকেলের এতো পড়ার প্রেসার কে নিবে? ধুর, তার চেয়ে কম্পিউটার সায়েন্সে পড়বে। এমনকি মেডিকেলের পরীক্ষার আগেই বাসায় না জানিয়ে ভর্তিও হয়ে গিয়েছিলো। সরি মা।
আজও যখন অফিসে হঠাত মা ফোন করে কিরে বাবা লাঞ্চ করেছিস? অবাক হই। মা রা কি এরকমই? সারাজীবন মমতাময়ী? মাঝে মাঝে মা বলে কিরে তোর তো অফিসের ফ্রি ফোন, তাও দিনে একবার ফোন দেস না? মা, মিটিং এ আছি পরে কথা বলতেছি বলে ফোন রাখতে হয় মাঝে মাঝে। সরি মা।
মাঝে মাঝে অনেকদিন দেখা হয় না তোমার সাথে। কিন্তু তুমি ঠিকই খবর নাও নিয়মিত। সরি মা।
সরি মা। খুব সরি। এড এর শেষ লাইন টা বলে শেষ করি। “জানি আমার সরি শুনে তোমার আরো কষ্ট হবে, তাই আজ একবার বলি যেই কথাটা অনেকদিন মুখে বলি না। তোমাকে খুব ভালোবাসি মা”
(অফ টপিকঃ হঠাত জানি কি হলো। যা মনে আস্লো লিখে গেলাম। মাফ চাই সবার কাছে।)
২০ টি মন্তব্য : “সরি মা”
মন্তব্য করুন
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভালো লাগলো, এবার মা দিবসে আমি আর কালক্ষেপণ করিনি, বলে ফেলেছি, মা তোমায় ভালোবাসি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
Khub e valo kaj korchis
আমার মা দেখবেনা জানি তাও একবার বলি.........তোমাকে ভালোবাসি মা।
ভাইয়া খুব সুন্দর হইসে। 🙂
সেই রকম হইছে ভাইয়া। :clap: :clap: :clap: :clap: বাংলালিংক এর এই এড টা সত্যিই খুব ভাল হইছে।
রিবিন ভি ইপনি তি ইমিকি ইমিশিনিল কিরি দিলিন 🙁
=)) :((
তির ইমিশন তি ইকদিকে।
:boss: :boss:
ভাই
ইমোশোনাল লাগতেছে তো !!
দারুণ করে লিখছেন ভাই।
ধন্যবাদ সুন্দর লেখাটার জন্য
সাবাস ব্যাটা,
খালি মা দিবস আইলেই মা'কে নিয়ে লিখব ...
মা দিবসের পরেও তোর মত সবাই, সারা বছর মা'কে নিয়ে লিখুক
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রিবিন ভিই ইপনির লিখা দিখা আবিগে ভিরাক্রান্ত হিলাম।
দারুণ :boss:
জোস লেখা হইচে । কলেজ এর কিছু কবিতা এড কর ॥ 😉
আরে দোস্ত, শেষ পর্যন্ত তুই আইলি সিসিবি তে। যাক, এক বছর ধইরা মনে হয় কইতাছি তোরে। কোন কবিতার কথা কস? তুই যেইগুলা এমজিসিসি এর মাঠে বইসা লিখতি নাকি হাসপাতালের পাশে বইসা লিখতি? ;))
=)) =)) :khekz: :khekz: :goragori: :goragori:
সিনিয়র কে নিয়া হাসিস? :frontroll: দে
রবিন ভাই, আপ নি দেখলেন কই থেকে? :))
আপ নারে তো দেখি নাই =))
Dekhei jokhon felsi,tumi kichukhon kan e dhoro. Tumader to panga oitai
রিবিন ভি, :boss: :boss:
:hug: :hug:
মা, তোমায় ভালবাসি.........
দারুন হয়েছে লেখাটা...।। :tuski: :tuski: