এই মাত্র সদস্য সংখ্যা হলো ৭৫৭। আমার ক্যাডেট নাম্বারও এটা। গত কয়েকদিন থেকেই অপেক্ষা করতেছিলাম কখন সদস্য ৭৫৭ হবে।সালেকীন (২০০২-২০০৮) হলো সিসিবি এর সদস্য নাম্বার ৭৫৭।
সব ক্যাডেট এর মতো আমারো সেই প্রথম দিন থেকেই জীবনের সব জায়গায় এই নাম্বার পাকাপোক্ত ভাবে লেগে আছে।
কোথায় নাই এই নাম্বার? মেইল এর ঠিকানা, পাসওয়ার্ড এর অংশ , ওয়েব ডমেইন, এমনকি যখন আমি অফিস বা ভার্সিটি তে খেলার জার্সি নিতে যাই, তখনো মাথায় থাকে এই নাম্বার। কিন্তু জার্সি নাম্বার তো আর ৭৫৭ দেয়া যায় না, তাই দিলাম ১৯ (৭+৫+৭)।
যখন ডমেইন কিনি তখনো প্রথমেই মাথায় আসে ক্যাডেট নাম্বার। এমনকি আগে মোবাইল মানবার নেয়ার সময় ও ট্রাই করতাম ক্যাডেট নাম্বার যেনো থাকে।
আসলে এই নাম্বার থেকে আমাদের মুক্তি নাই, কেউ চাই ও না। সিসিবি জিন্দাবাদ, ক্যাডেট কলেজ জিন্দাবাদ।
1st 😀
তাই তো বলি সিসিবির সদস্য কেন আরেকটা বাড়েনা এইটা নিয়া অনেক লাফাইতেসস কেন? কবে লিখা রাখছিলি এই লেখা? 😀 😀
যাই হোক, শুভ লেখালেখি। 🙂 🙂
আরে কুমিল্লা এর লেখা তো বাড়ছে
আবার জিগস! :thumbup: :thumbup:
তুই ও লেখা দে।
😀 😀
😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
হাসেন কেন
😀 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনি থাকেন কই, নেট এ দেখি না কেন
নেটের ভিতর খুঁজলে কি হইব? x-( x-( যা, নিকেতনে গিয়া বসরে দেইখা আয়। 😀 😀
:dreamy:
আমিতো সারাদিনই নেটে থাকি ব্যাটা, কন্টিনিউয়াস নেট প্র্যাকটিস, বেশ সিরিয়াস খেলোয়াড় কিনা 😉
যাহোক, উনিশশ তেত্রিশ আইতে বহুদ্দিন বাকিও আছে। যাই ঘুমাই গিয়া :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার টার্ণ আসতে আসতে কাইয়ুম ভাইয়ের সেজো পোলা সিসিবির মেম্বার হয়া যাবোগা 😀
সাতেও নাই, পাঁচেও নাই
:)) =))
স্যাম দেখা যায় ভালো একটা ট্রেন্ড শুরু করে দিসে... 😛
ক্যাডেট নম্বর বহুত খারাপ জিনিস, সব কিছুতে ঢুকে পড়ে :chup:
:clap: :clap:
আপু কেমন আছো? ১১২৭ এর ট্রেন্ড টাই চলছে কিন্তু 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন?
আরে স্যাম, কি খবর? আমারে বোমা মারলা নাকি
:clap: :clap: :clap: নাইস টু গেট ইউ সিস্টার....।
Life is Mad.
রবিন ভাই, ভাল খবর 🙂 বোমা মারিনাই তো
সায়েদ ভাই, থ্যাঙ্কু ভাইয়া। আপনাদের সবাইকে পেয়ে আমার কেমন লাগতেছে এইটা আর নাই বললাম। 🙂
তাও ভালো
ঐ যে। আবার বোমাবাজি শুরু হইলো 😀
সাতেও নাই, পাঁচেও নাই
বোমাতে ভয়টয় পাও বলে তো মনে হচ্ছেনা 🙁
আহা! আগে বলে নিবাতো ভয় না পাইলে মন খারাপ করবা 🙁
নইলে ঠিকই ভয় পাইতাম ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
:gulli2: :gulli2:
আরে আজকে আমি সালেকীন রে দিয়া DOHS এ বসে সাঈন আপ করাইসি 😀
নাজমুল :boss: :salute:
DOHS টা কি ভাই 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
diffence officers housing society 😀
নিজেরে নিজে :boss: দেয়ায় :frontroll: শুরু
হুম । পোস্ট লিখা শুরু করতে হয়। আমার ক্যাডেট নাম্বার ১৮৬১। পোস্টের সংখ্যা ১৬০০ পার হইছে দেখা যায়। আমার ক্যাডেট নাম্বার আবার কবিগুরুর জন্মদিনও। ভাবতেসি কবিগুরুকে নিয়ে চরম আঁতেলধর্মী গুরু গম্ভীর পোস্ট দিমু। 😀 😀 😀
😀
কুমিল্লার ব্লগ বাড়ানোর ভাল সুযোগ 😀
যাই একটা পোষ্ট রেডি করে রাখি বলা তো যাই না কখন আবার ১০২৩ আইসা যায় 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
😀
😀 🙂 😀 🙂
Life is Mad.
আমিও জার্সি নিতাম ১৯। এইটা মিলছে। আর কিছু মিলে নাই।
তোমার নাম্বার তো সুন্দর, দুইটা লাকি নাম্বার মাঝে একটা মৌলিক নাম্বার, আবার সবমিলে তিনটা মৌলিক নাম্বার, যেখানে তিন নিজেও একটা মৌলিক।
তুমি তো মহাপুরুষ হে, 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধিন্যবাদ ভাই