ক্যাডেট নাম্বার ৭৫৭

এই মাত্র সদস্য সংখ্যা হলো ৭৫৭। আমার ক্যাডেট নাম্বারও এটা। গত কয়েকদিন থেকেই অপেক্ষা করতেছিলাম কখন সদস্য ৭৫৭ হবে।সালেকীন (২০০২-২০০৮) হলো সিসিবি এর সদস্য নাম্বার ৭৫৭।

সব ক্যাডেট এর মতো আমারো সেই প্রথম দিন থেকেই জীবনের সব জায়গায় এই নাম্বার পাকাপোক্ত ভাবে লেগে আছে।

কোথায় নাই এই নাম্বার? মেইল এর ঠিকানা, পাসওয়ার্ড এর অংশ , ওয়েব ডমেইন, এমনকি যখন আমি অফিস বা ভার্সিটি তে খেলার জার্সি নিতে যাই, তখনো মাথায় থাকে এই নাম্বার। কিন্তু জার্সি নাম্বার তো আর ৭৫৭ দেয়া যায় না, তাই দিলাম ১৯ (৭+৫+৭)।
যখন ডমেইন কিনি তখনো প্রথমেই মাথায় আসে ক্যাডেট নাম্বার। এমনকি আগে মোবাইল মানবার নেয়ার সময় ও ট্রাই করতাম ক্যাডেট নাম্বার যেনো থাকে।

আসলে এই নাম্বার থেকে আমাদের মুক্তি নাই, কেউ চাই ও না। সিসিবি জিন্দাবাদ, ক্যাডেট কলেজ জিন্দাবাদ।

২,৭৭১ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “ক্যাডেট নাম্বার ৭৫৭”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    হুম । পোস্ট লিখা শুরু করতে হয়। আমার ক্যাডেট নাম্বার ১৮৬১। পোস্টের সংখ্যা ১৬০০ পার হইছে দেখা যায়। আমার ক্যাডেট নাম্বার আবার কবিগুরুর জন্মদিনও। ভাবতেসি কবিগুরুকে নিয়ে চরম আঁতেলধর্মী গুরু গম্ভীর পোস্ট দিমু। 😀 😀 😀

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    আমিও জার্সি নিতাম ১৯। এইটা মিলছে। আর কিছু মিলে নাই।

    তোমার নাম্বার তো সুন্দর, দুইটা লাকি নাম্বার মাঝে একটা মৌলিক নাম্বার, আবার সবমিলে তিনটা মৌলিক নাম্বার, যেখানে তিন নিজেও একটা মৌলিক।

    তুমি তো মহাপুরুষ হে, 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।