ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৮, ইসিসি (একটি স্বপ্ন)

নাহ, দুনিয়া জুড়ে প্রচুর গিয়াঞ্জাম। কালকে হঠাত সিসিবি এর এফবি পেজ এ একটা কমেন্ট দেখলাম। পুরানো দিনের কথা মনে করে আফসোস করা হইতেছে। আসলেই আগে কি সুন্দর দিন কাটাইতাম। সারাদিন কমেন্ট র পোষ্টের বন্যা। এখন আর আগের সেই স্টার লেখকদের কাউকেই দেখি না। এমন কি আমাদের প্রিন্সিপাল স্যার ও অনেক বিজি। 🙁

কালকে কমেন্ট এ ফাইসা গেলাম। আবাহনীর আকাশ ( আবাহনী রে নিয়া আমিও খুব এ হতাশ এই সিজন এ) এর রিকোয়েস্ট একটা সেলোগ্রাফী হইলেও দেন। আরে এখনকার সদস্যরাতো আমার সেলোগ্রাফী পায় নাই, আবার কি মনে করে। তাও কথা দিলাম, যা ২৪ ঘন্টার মাঝে দিমু। এখন বুজতেছি ঠ্যালা।

যাক, বলছি যখন দিমু, দিতাছি।

যদিও সেলোগ্রাফী, তারপরও যেহেতু একটা নতুন স্বপ্ন নিয়ে লিখতেছি, তাই একটু ডিটেইলস দেয়া দরকার। ঢাকা তে এখন চলতেছে সাইকেল বিপ্লব। হুজুগে বাংগালীর নতুন হুজুগ। তাই ২ মাস আগেও পাত্তা দেই নাই। কিন্তু আস্তে আস্তে দেখলাম জিনিসটা দরকারী। সিএনজি ওয়ালা দের পা ধরার চেয়ে নিজের পা দিয়ে প্যাডেল মারা অনেক ভালো। টাইম ও কম লাগে। তাই কয়েকদিন গবেষনা করে কিনেই ফেললাম একটা সাইকেল। ( ভালো গবেষনা করছি, কেউ কিনতে চাইলে এক্সপার্ট কমেন্ট করতে পারবো)।

কিনার পরই দেখি ঢাকা তে বেশ কয়েকটা গ্রুপ আছে। এর মাঝে BDcyclists  সবচেয়ে নামকরা। কিন্তু, ওইযে ক্যাডেট। ভাবলাম, কেনো অন্য গ্রুপ এ যাবো। নিজেরা গ্রুপ বানাবো। এই চিন্তা থেকে করে ফেললাম Ex cadet Cyclists । শুরু তো কাউকে করতে হবে। একদিন নাহয় আমরাও বড় হবো। শুরুতে তো আর কেউ বিশাল হয় না।

এখন আমরা রেগুলার একসাথে রাইড দেই। কঠিন মজা।

যে কেউ জয়েন করতে পারেন আমাদের গ্রুপ বা রাইড এ।

আমাদের ঠিকানাঃ https://www.facebook.com/groups/excadetcyclists/

নেন, এইবার এই গ্রুপ এর রাইড এর সেলোগ্রাফী দেখেন। অনেক লিখে ফেলছি। ফয়েজ ভাই হইলে সারা বছর হয়ে যাইতো।

ইসিসি হাতিরঝিল এ জহুরুল (এমসিসি, ৯৪-০০) ও টুম্পা ইসিসি এর প্রথম রাইড ইসিসি এর প্রথম রাইড ইসিসি এর নাইট রাইড ইসিসি এর নাইট রাইড ইসিসি এর নাইট রাইড ইসিসি এর নাইট রাইড ইসিসি এর নাইট রাইড মাহমুদ (এমসিসি ৯৪-০০) সাইকেল কিনলো মাত্র কঠিন ছবি ইসিসি এর সাপ্তাহিক রাইড ইসিসি এর সাপ্তাহিক রাইড ইসিসি এর সাপ্তাহিক রাইড ইসিসি এর সাপ্তাহিক রাইড ইসিসি এর সাপ্তাহিক রাইড

২,১২১ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৮, ইসিসি (একটি স্বপ্ন)”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    পুলাপাইন সাইকেল চালায়।
    সাইকেল চালানো ক্যাডেটদের একটা ফেবু গ্রুপ ও আছে।
    https://www.facebook.com/groups/excadetcyclists/
    ভালো লাগে খুব।

    শরীর ফিট থাকলো, যান-জট ও এড়ানো গেলো।

    ঢাকা শহরের আদর্শ যান হইলো সাইকেল।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ফটু ব্লগ
    অথচ ছবিগুলা মধ্যযুগের হইছে।
    বাংলাদেশে পুলাপাইনের একটা কইরা এস এল আর থাকে আর কিছু না থাকলেও।
    অবাক হইলাম! :-B


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    আমি অনেকদিন ধইরা চিন্তা করতেছি সাইকেল কেনার।
    তিনতলায় থাকি তাই এখনো কিনা হয় নাই।
    এইখানের পাবলিকের আবার সাইকেল চুরি করায় বেশুমার সুনাম।

    চোরাই সাইকেল কেনা যায় কিন্তু নীতিতে বাধে।

    যাই হোক কিনা ফেলবো ভ্যাট দিয়াই একদিন।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  4. রাজীব (১৯৯০-১৯৯৬)
    সিএনজি ওয়ালা দের পা ধরার চেয়ে নিজের পা দিয়ে প্যাডেল মারা অনেক ভালো। টাইম ও কম লাগে। তাই কয়েকদিন গবেষনা করে কিনেই ফেললাম একটা সাইকেল।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  5. মোকাব্বির (৯৮-০৪)

    রবিন ভাই দেশে আইসাই ফিজিক্যালি জয়েন করতাসি! টেকাটুকা জমায় লই! চাইছিলাম এইখান থেইকাই সাথে একটা আমদানী করা যায় কিনা। ব্যাপারটা কঠিন! তাই আর চেষ্টা করলাম না। আর ছবি দেইখা যা মনে হইলো প্রায় একই জিনিস দেশেই পাওয়া যাইতেসে।


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    চল চল চল, রিবিন ভাই বস 😀 কবির সেই 'কেউ কথা রাখেনি' কে ভুল প্রমান করে আপন ঠিকই কথা রেখে ফেললেন। আমিই উলটো দেখতে দেরি করে ফেললাম।

    ছুটিতে ঢাকায় যেয়ে এত মানুষকে মাথায় ফুটাওয়ালা হেলমেট পরে সাইকেল লাগাতে দেখে আমারো সাইকেল চালাইতে মঞ্চাইছিলো 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।