নাহ, দুনিয়া জুড়ে প্রচুর গিয়াঞ্জাম। কালকে হঠাত সিসিবি এর এফবি পেজ এ একটা কমেন্ট দেখলাম। পুরানো দিনের কথা মনে করে আফসোস করা হইতেছে। আসলেই আগে কি সুন্দর দিন কাটাইতাম। সারাদিন কমেন্ট র পোষ্টের বন্যা। এখন আর আগের সেই স্টার লেখকদের কাউকেই দেখি না। এমন কি আমাদের প্রিন্সিপাল স্যার ও অনেক বিজি। 🙁
কালকে কমেন্ট এ ফাইসা গেলাম। আবাহনীর আকাশ ( আবাহনী রে নিয়া আমিও খুব এ হতাশ এই সিজন এ) এর রিকোয়েস্ট একটা সেলোগ্রাফী হইলেও দেন। আরে এখনকার সদস্যরাতো আমার সেলোগ্রাফী পায় নাই, আবার কি মনে করে। তাও কথা দিলাম, যা ২৪ ঘন্টার মাঝে দিমু। এখন বুজতেছি ঠ্যালা।
যাক, বলছি যখন দিমু, দিতাছি।
যদিও সেলোগ্রাফী, তারপরও যেহেতু একটা নতুন স্বপ্ন নিয়ে লিখতেছি, তাই একটু ডিটেইলস দেয়া দরকার। ঢাকা তে এখন চলতেছে সাইকেল বিপ্লব। হুজুগে বাংগালীর নতুন হুজুগ। তাই ২ মাস আগেও পাত্তা দেই নাই। কিন্তু আস্তে আস্তে দেখলাম জিনিসটা দরকারী। সিএনজি ওয়ালা দের পা ধরার চেয়ে নিজের পা দিয়ে প্যাডেল মারা অনেক ভালো। টাইম ও কম লাগে। তাই কয়েকদিন গবেষনা করে কিনেই ফেললাম একটা সাইকেল। ( ভালো গবেষনা করছি, কেউ কিনতে চাইলে এক্সপার্ট কমেন্ট করতে পারবো)।
কিনার পরই দেখি ঢাকা তে বেশ কয়েকটা গ্রুপ আছে। এর মাঝে BDcyclists সবচেয়ে নামকরা। কিন্তু, ওইযে ক্যাডেট। ভাবলাম, কেনো অন্য গ্রুপ এ যাবো। নিজেরা গ্রুপ বানাবো। এই চিন্তা থেকে করে ফেললাম Ex cadet Cyclists । শুরু তো কাউকে করতে হবে। একদিন নাহয় আমরাও বড় হবো। শুরুতে তো আর কেউ বিশাল হয় না।
এখন আমরা রেগুলার একসাথে রাইড দেই। কঠিন মজা।
যে কেউ জয়েন করতে পারেন আমাদের গ্রুপ বা রাইড এ।
আমাদের ঠিকানাঃ https://www.facebook.com/groups/excadetcyclists/
নেন, এইবার এই গ্রুপ এর রাইড এর সেলোগ্রাফী দেখেন। অনেক লিখে ফেলছি। ফয়েজ ভাই হইলে সারা বছর হয়ে যাইতো।
রিবিন ভিই, ইমির তি সিইকিল নিই। ইমি কী কিরপি 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
টাকা নিয়ে দোকানে চলে আয়।
দেখ ডাউনলোড করা যায় কি না!
আমার সাইকেল ৬টা। গড়ে সব ডাচ লোকজনের ৩ টা করে থাকে, আমি যেহেতু ডাচ না, তাই আমার ৬টা।
এসব ভাড়া দিতে চাই রবিন ভাই। হাতে টেকাটুকার বড় অভাব।
৬টা
???
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
শাওন কি মানুষ না মাকড়শা, এত্তগুলা সাইকেল লাগে কেন?
একটা চুরি হয় আরেকটা কিনি। পরের দিন দেখি বাসার সামনে কে জানি, রেখে গেছে আগের সাইকেল। এভাবেই ৬টা হইছে।
হল্যান্ডে সাইকেল চুরি হচ্ছে ন্যাশনাল এডভেঞ্চার গেম। জরুরী প্রয়োজনে সবাই এ খেলা খেলে। 🙂
পুলাপাইন সাইকেল চালায়।
সাইকেল চালানো ক্যাডেটদের একটা ফেবু গ্রুপ ও আছে।
https://www.facebook.com/groups/excadetcyclists/
ভালো লাগে খুব।
শরীর ফিট থাকলো, যান-জট ও এড়ানো গেলো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ফটু ব্লগ
অথচ ছবিগুলা মধ্যযুগের হইছে।
বাংলাদেশে পুলাপাইনের একটা কইরা এস এল আর থাকে আর কিছু না থাকলেও।
অবাক হইলাম! :-B
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমি অনেকদিন ধইরা চিন্তা করতেছি সাইকেল কেনার।
তিনতলায় থাকি তাই এখনো কিনা হয় নাই।
এইখানের পাবলিকের আবার সাইকেল চুরি করায় বেশুমার সুনাম।
চোরাই সাইকেল কেনা যায় কিন্তু নীতিতে বাধে।
যাই হোক কিনা ফেলবো ভ্যাট দিয়াই একদিন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
রবিন ভাই দেশে আইসাই ফিজিক্যালি জয়েন করতাসি! টেকাটুকা জমায় লই! চাইছিলাম এইখান থেইকাই সাথে একটা আমদানী করা যায় কিনা। ব্যাপারটা কঠিন! তাই আর চেষ্টা করলাম না। আর ছবি দেইখা যা মনে হইলো প্রায় একই জিনিস দেশেই পাওয়া যাইতেসে।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পিরাদা, মেলাদিন পর সেলোগ্রাফী দিলেন।
আপনার দেখলাম ভূড়ি হইছে। ভালই 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দেশে নাকি এখন সাইকেল থাকলেই চলে না,সাথে হেলমেটও লাগে। 🙁
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
দ্বিচক্রযান যেহেতু হেলমেট পরিধান করতেই হয়! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
চল চল চল, রিবিন ভাই বস 😀 কবির সেই 'কেউ কথা রাখেনি' কে ভুল প্রমান করে আপন ঠিকই কথা রেখে ফেললেন। আমিই উলটো দেখতে দেরি করে ফেললাম।
ছুটিতে ঢাকায় যেয়ে এত মানুষকে মাথায় ফুটাওয়ালা হেলমেট পরে সাইকেল লাগাতে দেখে আমারো সাইকেল চালাইতে মঞ্চাইছিলো 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গ্রুপ টা খুলে চরম একটা কাজ করছেন,
গ্রুপ এর সর্বাঙ্গীণ সাফল্য ক্যামনে করছি . আর রবিন ভাই,
আপনার ফেসবুক আইডি টা দেন,
সাইকেল কিনব,
পরামর্শ চাই
আমার ফেসবুক আইডিঃ robin757