এই সপ্তাহে হয়ে গেলো এম সি সি এর রিইউনিয়ন। পোলাপানের সাথে ঘুরে আসলাম। ভাবলাম, এসে দেখবো সিসিবি তে ফটো ব্লগের ছড়াছড়ি। কই? সব আলসে হয়ে গেছে আমার মতো। তাই আমাকেই দ্বায়িত্ব নিতে হলো।
বরাবরের মতোই অনেকদিন পর আমি হাজির আমার সেলোগ্রাফী নিয়ে।
একাডেমিক ভবন
ফজলুল হক হাউস
যে ক্লাসে আমরা ছিলাম
আর্টসেল ইন একশন
নারী শিল্পী (নাম জানি না)
আমাদের মতো রিইউনিয়ন মিস করাদের মনে কষ্ট দিয়ে ছবি দেয়ার জন্য মাইনাস রবিন ভাইরে !!!
🙂 🙂
ছবি ভালু পাইলাম।
আমিন ভাই, কী যে মিস করলেন কল্পনাও করতে পারবেন না... 😀
আহা ! ওহো !! :goragori:
ফেসবুকে ছবি দেখতে দেখতে মিজাজ খ্রাপ কৈরা ভাব্লাম সিসিবি তে নস্টালজিক বা ভাববাদী কিছু লেখা পড়ি ... এসে দেখি রবিনভাই এর এই পোস্ট ... x-( x-( x-(
ধৈরা দিবানে কয়েক্টা ... তাইলে পোলাপাইন টের পাইবো ! 😉
আমার কাছে শেষ ছবিটাই ফাটাফাটি লাগল :thumbup: 😉
বাহ। সুন্দর হইছে 😀
শেষ ছবিটা শুনলান রিবিনভি নাকী পাখি ভাইকে দিচ্ছেন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোরে কইছে।