খেলার লেখা দেখে মনে পরে গেম ১৯৯৯ এর বিশ্বকাপ এর কথা। সেই ঐতিহাসিক বাংলাদেশ পাকিস্তান এর খেলার কথা।
তখন চলছিল আইসিসিএফএম এর প্রাকটিস। যেদিন খেলা সেদিন পুরা কলেজ কে গেমস অফ করা হল। কিন্তু আমাদের মাঠে যেতে হবে। কি মুস্কিল। মাঠে প্রাকটিস করছি আর হউস থেকে চিৎকার শুনছি। মেজাজ টা যে কি গরম লাগতেছিল বলার মত না। কিসের প্রাকটিস। মন তো খেলাতে। যাক তাও ভাল ছিল যে পাকিস্তান আগে ব্যাটিং করেছিল। প্রাকটিস শেষে দৈড়ে টিভি রুম। বাংলাদেশ এর ব্যাটিং পেয়েছিলাম।
হঠাৎ মনে পরল ঘটনা টা।
oi Miya ei match e Bangladesh age batting korsilo....and we defeated Pak for the first time ever.....ei khelar kotha gulay fellen kemne?apner naam e 3 ta ED issue kora hoilo.....
mistake hoiya gese. batting na bowling hoibo
কী যামানা এলরে!
জুনিয়র সিনিয়রের নামে ইডি ইস্যু করে!!
haha. din bodol hoise na?
@alam.....eibar reunion e giya dekhi class seven hoitese college er badsah,class 11 12 tader bhoye kape......(Thauk College authority re gali diya mukh kharap ar korlam na)
@ mashroof> keno?
বাংলাদেশ যেইবার পাকিস্তানের সাথে জিতলো তখনো আমরা কলেজে যাইনাই।যাবো যাবো করতেসি।কাজেই ঐ টা বাসাতেই দেখসি।আর মজাও হইসিল ব্যপক।সারা দিন রঙ ছিটাছিটি।খোলা পিক আপ এ করে পুরা শহর চক্কর দেয়া আরো কত্ত কিছু। আমার মনে আসে আমি একটা সাদা টি শার্ট পড়ে বাইর হইসিলাম।বাসায় ফিরে দেখি সব রঙ এ জানি কোত্থেকে কোত্থেকে জানি ঐটা তে এসে লাগছে খালি সাদা রঙ টাই নাই। 😆