দোস্তের শুভ দিনে…

ছোটবেলা থেকে পেরেন্টস এর কাছে শুনে এসেছি ভালো ছাত্রদের হাতের লেখা ভালো হতে হয় আর ভালো হাতের লেখা তাদেরই হয় যারা ফাউন্টেন পেন দিতে লিখে।
কলেজে যাবার পর দুইটা কথাই যার সাথে মিলে গেছে সে আমার কঠিন এক দোস্ত। মাইরে বাপ টাইপের ছাত্র।ভালো ছাত্র দের উদাহরন দিতে গিয়ে বলা হয়, জীবনে সেকেন্ড হয় নাই। আমার এই দোস্ত কিন্তু একবার সেকেন্ড হইছে। এস এস সি তে। জীবনে দেখি নাই কেউ পড়া বুঝতে গেছে ওর কাছে আর ও বলছে দোস্ত আমার সময় নাই, আমার সিলেবাস শেষ হয় নাই, আমার টাইম নাই। আমাদের অংকের টাইটানিক ছিলো সে। আমি নিজেই এস এস সি তে ভালো নাম্বার পাইছি শুধুমাত্র ওর কাছে টিউটোরিয়াল কইরা। তারপর বুয়েট কম্পিউটার , এখন জিপিতে আছে।
এক ফর্মে ছিলাম ছয় বছর। হাউসে অবশ্য ও দোতালা আমি তিন। আবার ডাইনিং হল এ ক্লাস ১২ একসাথে বসছি পাশাপাশি। আগে অনেক খেলাধূলা করতো। এখনো করে, কিন্তু কম্পিউটারে। অফিস আর বাসা। আর কোথাও যায় না , এতো অলস হইছে।
ওর বড় ভাই প্রায়ই আমাকে ফোন করে ঝারে। ও কেনো বিয়ে করতে রাজি হয় না। কেনো আমরা কিছু বলি না।
শুভ জন্মদিন তান্স।
তুই না কইছিলি তোর জন্মদিনে কেউ পোষ্ট দিবে না। আরে বেটা, তোরা হইলি তারকা মানুষ, তোদের টা সারা দুনিয়া সেলিব্রেট করবে। আমাদের মতো আম জনতারটা নাহয় কখন আসে যায় কেউ জানে না।
দোস্ত, অনেক বড় হইছিস। এইবার তিন প্রহরের বলে চল।
হ্যাপি বাড্ডে দোস্ত। উই লাভু।

৪,৭৫১ বার দেখা হয়েছে

৫০ টি মন্তব্য : “দোস্তের শুভ দিনে…”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
    আমি নিজেই এস এস সি তে ভালো নাম্বার পাইছি শুধুমাত্র ওর কাছে টিউটোরিয়াল কইরা

    এই ফাঁকে চামে রিবিন ব্রো নিজের গুনকীর্তন করে নিল মনে হয় 😛


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    তান্স, রুমকী যে মায়ের জন্য "ভ্যাঁ ভ্যাঁ" :(( করে কাদঁছে, তা কি তুমি দেখতে পাচ্ছ না, ভাই? বয়স তো কম হল না, বলি এইবার চোখ মেলে তাকাও!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)
    দোস্ত, অনেক বড় হইছিস। এইবার তিন প্রহরের বলে চল।

    রবিন, তিন প্রহরের বিল আছে জানি, কিন্তু বলও আছে নাকি?

    তানস….উইলাভু ম্যান


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    তানভীর তুমি শুইনা খুশি হইবা, সাইফ ভাই আর আমি এই দুইজনও কোনদিন পরীক্ষায় সেকেন্ড হই নাই। 😀

    শুভ জন্মদিন, ভালো থাইকো, 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  5. মইনুল (১৯৯২-১৯৯৮)

    দেরী হয়ে গেলো, তারপরেও শুভ জন্মদিন। এই বছর আরেকটু বড় হও। খুব তাড়াতাড়ি রুমকির মাকে খুঁজে বের করে ফেলো। তারপরে রুমকি, ঝুমকি, টুমকি, চুমকি, পাঁপড়ি -- ইত্যাদি শতেক গুনবান সন্তানের জনক হও। (কপিরাইট - ফয়েজ ভাই)

    জবাব দিন
  6. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    আরে বেটা, তোরা হইলি তারকা মানুষ, তোদের টা সারা দুনিয়া সেলিব্রেট করবে। আমাদের মতো আম জনতারটা নাহয় কখন আসে যায় কেউ জানে না।

    হাছা কতা।গরীবের আল্লাহ্‌ ছাড়া কেউ নাই। :dreamy:

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    বস, লেট করছি, কিন্তু এসএমএস আর ফেসবুকে আগেই বলে আসছি কিন্তু।।
    আবার কই, শুভ জন্মদিন টু রুমকী'স ড্যাড্ডী!! 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।