আমি এই ব্লগের একজন নীরব পাঠক।এখানে নতুন লেখা পড়ার জন্য প্রতিদিনই আসা হয়।
অনেক দিন ধরে পড়তে পড়তে হঠাৎ ইচ্ছা জাগলো কিছু লিখি।কি লিখবো খুঁজে পাচ্ছিলাম না।হঠাৎ খুঁজে পেলাম আমার পুরোনো একটা লেখা।এটা লিখেছিলাম কলেজ থেকে বের হবার দুই দিন আগের রাতের বেলা।পুরো লেখাটাকে দুই খন্ড করে আজকে প্রথম অংশটুকু দিলাম।
ঘড়ি বলছে এখন রাত বারোটা বেজে দশ মিনিট।এই চুপচাপ রাতে কোথাও একটা সুর বাজছে।বেদনার এবং বিদায়ের।বারবার যা মনে করিয়ে দিচ্ছে কলেজে আমাদের থাকবার দিন ফুরিয়ে এলো বলে।সত্যিই ভাবতে অনেক অবাক লাগে কেমন করে ছয় ছয়টা বছর পার করে দিলাম।সেই ক্লাস সেভেনে এসেছিলাম।কি সহজ সরল একেকটি মুখ।কত হাসি,কত দুঃখের স্মৃতি।যাবার বেলায় একে একে সব কিছু মনে পড়ছে।
ক্লাস সেভেনে থাকতেই শিখেছিলাম CCC মানে Comilla Central Custody.সত্যিই প্রথম এই কারাগারে আসার পর ক্লাস সেভেনে কতই না মন খারাপ করেছি কেন এখানে আসলাম ভেবে।মনে পড়ে ক্লাস সেভেনে একেকটি দিন একেকটি বছর মনে হতো।টার্ম যেন আর শেষ হতেই চাইতোনা।শুধু কাউন্ট ডাউন চলতো কবে আবার বাসায় যাবো।বাসায় যাবার আগের দিন যেন বাতাসে ভাসতাম।আবার বাসা থেকে আসার কয়েকদিন আগে থেকে শুরু হত “মন খারাপ পর্ব”।কিছু ভাল লাগতোনা তখন।আবার কলেজে এসে প্রথম রাতে চলতো সবার ভ্যাকেশন এর অভিজ্ঞতা শেয়ারিং।তখন আস্তে আস্তে আবার বাসার কথা ভুলে যেতাম।
আজকে এখানেই না হয় থামছি।বাংলালিংক এর নতুন এড এর মত করে বলি…”আমি কি আর লিখবো?”(না করলেও লিখবো কিন্তু…)
প্রিন্স ভাই, আপনাকে এখানে লিখতে কেউ না করবেনা।আপনি যা ইচ্ছা মন খুলে লিখুন।
আর এই লেখাটা একসাথে দিলেও পারতেন।খুব বেশি বড় তো নয়...
আর বাংলাটাও খুব শিগগির শিখে ফেলুন।অভ্র দিয়ে বাংলা লেখা ইংলিশ এর চেয়ে মোটেও কঠিন নয়।একবার ট্রাই করে দেখুনই না...
আরো লিখতে থাকুন।আমরা পড়ার অপেক্ষায় রইলাম...
প্রিন্স ভাই,
তাড়াতাড়ি করেন...ভাল হচ্ছে.. 😀
darun. porer tao den..
পরেরটা?????? ভাল লাগসে।
আমি পড়বার চাই।
ভাই, কিছুটা মনে হয় বাংলা লেখা সিখছি। আমি কিন্তু পরের টা দিসি। কিন্তু it shows waiting for review. what is means? kauke ki approve korte hobe?
wait করতে থাকেন। মডারেটরেরা দেখেশুনে ছাপাইয়া দিবে।
আমরাও wait করছি...
ভাইয়া আংরেজী তে লিখছেন। বাংলা করতে হবে...একটু ট্রাই করেন।
still waiting 4 da 2nd part. waiting for review
শুরুতেই সিক্সার :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি ব্যাপার আজকে সব পুরান লেখা পড়ছ যে? মন খারাপ নাকি?
নাহ ভাইয়া মন খারাপ না, কালকে পরীক্ষা...কিন্তু পড়তে ভালো লাগতেছে :(( :(( না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার পড়তে বসে যাও। পরীক্ষা ভালই হবে এই বিশ্বাস আছে।
দোয়া করবেন ভাইয়া। আর আপনার শরীর কেমন এখন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..