শওকত ভাই এর লেখায় সাইফুর রহমানের কাহিনি পড়ে অনেকদিন আগে শোনা আরেকটি কাহিনি মনে পড়লো।এটাও সাইফুর রহমান স্পেশাল।যেমন উনি সিলেটী ভাষায় প্রায়ই বলে আমাদের নিজেদের মাঝে সম্পর্ক আরো “গন” করতে হবে।
ঢাকাতে নতুন ভলভো গাড়ি আনার সংবাদ সম্মেলনে সাংবাদিক রা জিগায়, স্যার কি গাড়ি আনলেন? উনি বললেনঃ “বলবো”। ঠিক আছে সবাই অপেক্ষা করতে থাকলো।
একটু পরে আবার আরেকজন জিগায়, স্যার কি গাড়ি আনলেন?
সাইফুরঃ “বললাম তো বলবো”।
আবার অপেক্ষা।
সম্মেলন প্রায় শেষ। সব সাংবাদিক রা আবার বললো “স্যার বললেন না তো”।
সাইফুরঃ “আরে বললাম না বলবো। বলবো কোম্পানীর নাম শুনেন নাই?”
তখন সবাই বুঝতে পারলো আসলে ভলভো গাড়ির কথা বলতেছেন উনি।
1st
পিরিন ইকটা জিক্স সিইফিরইর নিমি চিলিয়ে তির মিনহিনি কিরির জিন্যি রিবিন ভি'র বিঞ্চিই... :awesome:
সহমত
সহমত।
এখনই ডিফেমেশন এর কেস করে দেই একটা? :-B
ঠিক আছে ভাই। আর দিমু না
😮
পারভেজ ভাই(কপিরাইট:রাশেদ :)) ),
আরও চাই,আরও চাই 😀
কিরে বন্য x-( আশরাফ ভাইরে আমার নামে কি বলস x-(
এইটা আশরাফ ভাই!!খাড়া একটু দেইখা লই... :-B
আরে!আশরাফ ভাই ই তো... 😀
রিগ কিরলিন নিক? 🙁 🙁
ভাল ছিল ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তবে আরো ভালো করার অবকাশ আছে 😉
সামনে উজ্জল ভবিষ্যৎ ও অমিত সম্ভাবনা দেখতে পাচ্ছি 😀
ঠিকাছে। পুরা লেখায় একটাও ইমো না দেওয়ার জন্য রবিন্সাইল ভাইয়ের ব্যাঞ্চাই। B-) B-)
আমিও আমার ব্যাঞ্চাই
সাইফুর রহমান দেখি আসলেই একখান জিনিস 😛
=)) =)) =)) =))
😀 😀 :)) :)) =)) =))
Life is Mad.
সহমত :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) =)) :)) =)) 😀
আমিও রবিন্সকমেন্ট দেই...
:pira: :khekz: :goragori:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:)) :)) :khekz: :khekz: :goragori: :goragori: :pira: :pira:
কিমেন্টকে পিষ্ট ইকারে দিয়ার জিন্য রিবনের ব্যিন চিই 😡
সময়টা সম্ভবত ২০০০ কি ২০০১ সাল। বিএনপি তখন বিরোধীদলে। মহাখালির অফিসে সাইফুর রহমানের একটা সাক্ষাৎকারের জন্য গিয়েছিলাম। প্রায় দুই ঘণ্টা ধরে সেই সাক্ষাৎকার চলছিল। আমাদের সামনে চেয়ারে দুলতে দুলতে সাইফুর রহমান কথা বলছিলেন আর কামড়ে কামড়ে আস্ত আপেল খাচ্ছিলেন। আমার সঙ্গে একজন জুনিয়র কলিগ ছিল। আপেল তো দূরের কথা এক কাপ চাও আমাদের অফার করার সৌজন্য দেখাননি এই ভদ্রলোক!
সাইফুর রহমানের প্রসঙ্গ আসায় বিষয়টি উল্লেখ করলাম। তোমরা আবার মনে করো না আপেল না খাওয়ার দুঃখ আমার এখনো আছে!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস আপনি আপেল এতো পিছন্দ করেন? আগে বলবেন না? 😉
হাওয়ারা দিলে আদম হিসেবে সেই আপেল লাবলু ভাই একটু বেশি লাইক করে 😀
আমি তো খাড়াইয়া থুরি বইয়া আছি, ডাকো হাওয়াগো, আপেল দিতে কও। জলদি। নাইলে কিন্তু আমি :(( :(( :((
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হাওয়ার আপেল খাইবেন??? 😮
কাপড় খুলার জন্য প্রস্তুত হন... :grr:
বন্য'র ব্যাঞ্চাই ...
ক্যাঞ্চাই ... সে কথা কইলে আমারো ব্যাঞ্চাওয়ার নাম্বার আসবেক...
তয় ব্যাঞ্চাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাইফুর ভাইরও ব্যাঞ্চাই
তাইফুল ভাইর ও ব্যাঞ্চাই
:grr:
:grr:
বন্য'র একটু লাগাম ছুইটা গেছে মনে হয়। 😛
কেউ টাইনা ধরেন। 😀
নাআআআআআআ..................
আমাকে ছেড়ে দেন শয়তান....
আপনাদের ঘরে কি জন্তু জানোয়ার নেই.......... :(( :(( :((
😕 😕
লাবলূ ভাই, নজরুল হুদা ভাইয়ের হাওয়া বিবি নামে একজন পিয়ন আছে, যাইতে পারেন।
দোস্ত, জ়টিল। :thumbup: :thumbup:
:just: :pira:
:salute: :salute:
খামাখা স্যালুট দেস ক্যান? :grr:
তানভীর জটিল বললো তো তাই
জটিল।
এই বার আমারে দে 😀
:boss: :boss: খুশি?
ভাল ছিল - বলবো সমাচার।
:clap:
সৈয়দ সাফী
সেলিনা ম্যাডাম একদিন আমাদের ক্লাস টুয়েলভের এক ভাইয়া কে জিজ্ঞাসা করেছিলেন,
-তোমাদের ফর্ম লীডার কে?
-কাদের, ম্যাডাম।
-তোমাদের।
-কাদের।
-আরে তোমাদের ফর্ম লীডারটা কে?
-কাদের, ম্যাডাম।
-আরে তোমাদের... তোমাদের...
-কাদের
------- চলতেই থাকবে।