আরেকটি সাইফুর কাহিনী

শওকত ভাই এর লেখায় সাইফুর রহমানের কাহিনি পড়ে অনেকদিন আগে শোনা আরেকটি কাহিনি মনে পড়লো।এটাও সাইফুর রহমান স্পেশাল।যেমন উনি সিলেটী ভাষায় প্রায়ই বলে আমাদের নিজেদের মাঝে সম্পর্ক আরো “গন” করতে হবে।

ঢাকাতে নতুন ভলভো গাড়ি আনার সংবাদ সম্মেলনে সাংবাদিক রা জিগায়, স্যার কি গাড়ি আনলেন? উনি বললেনঃ “বলবো”। ঠিক আছে সবাই অপেক্ষা করতে থাকলো।
একটু পরে আবার আরেকজন জিগায়, স্যার কি গাড়ি আনলেন?
সাইফুরঃ “বললাম তো বলবো”।
আবার অপেক্ষা।
সম্মেলন প্রায় শেষ। সব সাংবাদিক রা আবার বললো “স্যার বললেন না তো”।
সাইফুরঃ “আরে বললাম না বলবো। বলবো কোম্পানীর নাম শুনেন নাই?”
তখন সবাই বুঝতে পারলো আসলে ভলভো গাড়ির কথা বলতেছেন উনি।

২,৬৬২ বার দেখা হয়েছে

৪৩ টি মন্তব্য : “আরেকটি সাইফুর কাহিনী”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সময়টা সম্ভবত ২০০০ কি ২০০১ সাল। বিএনপি তখন বিরোধীদলে। মহাখালির অফিসে সাইফুর রহমানের একটা সাক্ষাৎকারের জন্য গিয়েছিলাম। প্রায় দুই ঘণ্টা ধরে সেই সাক্ষাৎকার চলছিল। আমাদের সামনে চেয়ারে দুলতে দুলতে সাইফুর রহমান কথা বলছিলেন আর কামড়ে কামড়ে আস্ত আপেল খাচ্ছিলেন। আমার সঙ্গে একজন জুনিয়র কলিগ ছিল। আপেল তো দূরের কথা এক কাপ চাও আমাদের অফার করার সৌজন্য দেখাননি এই ভদ্রলোক!

    সাইফুর রহমানের প্রসঙ্গ আসায় বিষয়টি উল্লেখ করলাম। তোমরা আবার মনে করো না আপেল না খাওয়ার দুঃখ আমার এখনো আছে!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. সেলিনা ম্যাডাম একদিন আমাদের ক্লাস টুয়েলভের এক ভাইয়া কে জিজ্ঞাসা করেছিলেন,
    -তোমাদের ফর্ম লীডার কে?
    -কাদের, ম্যাডাম।
    -তোমাদের।
    -কাদের।
    -আরে তোমাদের ফর্ম লীডারটা কে?
    -কাদের, ম্যাডাম।
    -আরে তোমাদের... তোমাদের...
    -কাদের
    ------- চলতেই থাকবে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।