সিসিবির হাজারতম পোষ্টে সবাই যার যার কথা বলে ফেলছে। অফিস করি আর লেখা পড়ি।এম্নিতেই ফাকিবাজির অভ্যাস প্রবল। বাংলা লিখতে পারি না অন্যদের মতো। যেই কারনে আমার ব্লগও অনেক কম। খালি সেলোগ্রাফী করি। তার উপর মাঝখানে বেশ কিছুদিন লেখা থেকে দূরে থাকার কারনে লেখতে গেলে আরো ফাকিবাজি মনে পড়ে। আজকে ঠিক করছি এই পোষ্টে লেখার। অফিস থেকে এসে ল্যাপটপ নিয়ে অনেক্ষন বসে আছি। কোথা থেকে শুরু করবো খুজে পাচ্ছিনা।
সিসিবি এর খোজ কবে কিভাবে পেয়েছিলাম কয়েকদিন ধরে চিন্তা করেও খুজে পাই নাই। মনে হয় কোনো সার্চ থেকে পাইছিলাম। আগের ওয়ার্ডপ্রেস এর টা। আমি যখন জয়েন করি তখন সদস্য মনে হয় ছিলো ৩০ এর মতো।
সিসিবি এর আগে ভার্সিটি বা অফিস এ মন খুলে ক্যাডেট কথা বলার জায়গা পেতাম না। হয়তো এমন হয়েছে, নন-ক্যাডেট দের কে কলেজ এর কথা শুনিয়ে বোর করছি, অথবা কাউকে ফোন করে কথা বলতাম। কিন্তু সিসিবি আসার পর মনে হলো আবার কলেজ লাইফ শুরু হলো। পারলে প্রতিটি পোষ্ট হাজারবার পড়ি। কতোবার যে একা একা হাসতে হাসতে পিরা (কপিরাইট) যাবার অবস্তা হইছে। আবার কিছু লেখা পড়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আবার মনের কথা গুলাই অন্য আরেকজন বলসে। “once cadet is always cadet”.
সিসিবি তে জয়েন করার পরই কথা হয় জিহাদ এর সাথে। আগেই ওর জন্য স্যালুট। ওর ডেডিকেশন নিয়ে কিছু বলার নাই।ও মনে হয় সপ্নেও সিসিবি নিয়ে দেখে। আর কারো নাম নাই বলি। কারন লিষ্ট অনেক লম্বা।
যারা বলে ক্যাডেট রা রোবট তারা এসে দেখুক ক্যাডেট রা কি ধরনের লেখা লিখতে পারে? এতো ইমোশন, এতো প্রান কয়টা ব্লগে আছে? সিসিবি এর আগে সামু তে মাঝে মাঝে যেতাম। কিন্তু শান্তি পেতাম না। হয়তো একটা ভালো লেখা, তার সাথে বিশটা আবর্জনা। তারেক এর লেখা তো ছয় বছর পড়েছি। কিন্তু এতো ভালো ভালো লেখক যে ক্যাডেট কি বলবো? সায়েদ ভাই এর টুশকি, আলদীন এর জটিল লেখা, কমেন্টবাজ জুনা, তানভির, জাস্ট মাস্ফু, কাইউম ভাই এর লেখা, তাইফু ভাই এর পাঞ্চ (ভাই মনে হয় ইদানিং ব্যস্ত), আহসান ভাই এর লেখা, আন্দালিব এর ভারী ভারী লেখা, আগের নিয়মিত লেখক তৈফিক (বানান টা লিখতে পারতেছি না), কামরুলতপু, রায়হান। কামরুল, টিটো এর জটিল লেখা, সানাউল্লাহ ভাই এর মতো বড় ভাই আরো অনেকে অনেকে।
সিসিবি আমাদের কি দিয়েছে? সিসিবি থাকাতেই আমরা টুসকি পেয়েছি, জাস্ট শব্দটা নতুন রুপে পেয়েছি, কামরুল , টিটো, সানাউল্লাহ ভাই (আপনার অফিসের খাওয়া কিন্তু পেন্ডিং আছে) এর মতো গুনী মানুষ পেয়েছি, তাইফু,কাইউম ভাই এর মতো বড়ভাই, জুনা, তানভীর এর মতো কমেন্টশিল্পী (তানভীর, আমরা একি অফিসে থেকেও তুই এতো কমেন্ট করার টাইম পাস কেমনে? আমি তো ইমো দিয়াও তোরে ধরতে পারি না), আমি সেলোগ্রফী দেয়ার জায়গা পেয়েছি, আর পেয়েছি সিসিবি এর বর্তমানে জনপ্রিয় “পিরা ভাষা”(আমি শীঘ্রি এর ব্যকরন লেখায় হাত দিবো, যেভাবে বিবর্তিত হইতেছে)।
সিসিবি থাকার কারনেই এখন আমরা সবাই আবার কলেজ লাইফে ফিরে যেতে পেরেছি। আর পেয়েছি আবার এডু স্যার। সিসিবি এর চেইন অফ কমান্ড হতে পারে যেকোনো ব্লগের জন্য অনুকরনীয়। আমি যতগুলো ব্লগ দেখেছি তার মাঝে সিসিবি এর কোনো তুলনাই নাই।
সিসিবি যাদের জন্য আজ এই জায়গায় তাদের কে সাবধান হয়ে স্যালুট জানাই। আশা করি সিসিবি থাকবে যুগ যুগ।
আজকে এখানেই থাক।
(জিহাদ, এই লেখাটা একটু সংকলন এ যোগ করে দিয়ো )।
৩৯ টি মন্তব্য : “সিসিবিঃ আমার কিছু নগন্য কথা”
মন্তব্য করুন
:dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রবিন ভি, এক পোস্টে এত শব্দ খরচ করলেন???? :-B
সিসিবির ১০ বছর পূর্তিতে লেখার জন্য কিছু শব্দ রাখলেন না...!!!!!!!!! :bash: :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( x-(
নাহ জুনা, আমি হতাশ তোর উপরে 🙁 মরতুজা ভাই এতো কষ্টকরেও তোরে গোনাগুনি শিখাইতে পারলেননা :-B :-B সিসিবির ৬৯ তম বার্ষিকীর জন্য লেখাটা লাস্ট আজকে এখানেই থাক লিখে কোটা ফিলাপ করে ফেললো রবিন :-B ১০ বছরের কোটাতো অফিস করি আর লেখা পড়ি এই লাইনেই শেষ ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই, নতুন বছর। দিন বদলাইছে না? 😉
তা-আ-ই নাকি :awesome: :awesome: :awesome: :awesome: ???
Life is Mad.
ফৌজিয়ান ভি, গিনাগিনি তি ইমি ইতো খিরাপ কিন??? :bash:
ইখন দিখলাম ইপনি তি ঠিকি বিলেছেন... :thumbup:
তিরমানে মিট ৭০ বিছর সিড়ে ছি মিসের কিটা রবিন ভি ইক পিস্ট দিয়ি পিরণ কিরে ফিললেন... :-B
(কিরণ শিষে ইবার লিখিছিন জিহাদ, এই লেখাটা একটু সংকলন এ যোগ করে দিয়ো 🙁 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তিইলি বিঝ কিন ইমি রবিনকি পিডিইতি চিইছি x-(
জিস্ট লিস্টির ই লিইনটি (জিহাদ, এই লেখাটা একটু সংকলন এ যোগ করে দিয়ো 🙁 ) যিদি নি থিকত তিইলি ইমরি মিনিমিম দিড় বিছর কিমিতে পিরতিম। কিন্তু ছিলিটা ইত ফিকিবিজ যি কি ইর বিলব 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :boss:
:salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও চামে একটা দিই... :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:boss: :boss: :boss: :boss: :boss: :boss:
কলেজের ৬টা বছর আমাদের এই প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছে।
Life is Mad.
x-( :thumbdown:
:-/ 😛
:just: :pira:
:salute:
:boss: :boss: :boss:
ভালো হয়েছে, তবে আরো ভালো করার অবকাশ আছে 😉
তোর লিখা কই?
ধুর ... পুরা লেখায় এক্টাও ইমো নাই।
কোর্ট বিল্ডিং'এর সামনে বসা 'কেরানি' দিয়া টাইপ করাইছস নাকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😛 ;)) :)) :)) =)) :khekz: :goragori: :just: :pira:
x-( x-( x-( x-( x-( x-(
=)) =))
যাহোক ইকটা ইফটিপিক মিরি 😀
সাব্বাশ ৯২ :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :boss:
:boss: :boss:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মাঝরাতে গ্রাউন্ডে থাকার জন্য (৯২-৯৮) ব্যাচের সবার ভ্যাঞ্চাই।
নিশিবালক :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
৯৯-০৫ এর হিসাব টা দিমু নি...???????
:grr: :grr: :grr: :grr: :grr:
বাদ্দে....হিসাব শুইনা পরে গ্রাউন্ডে অজ্ঞান হই গেলে?? :grr: :grr: :grr: :grr: :grr:
:khekz: :khekz: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তিড়াতিড়ি কির
লিখা( এই শব্দটা পিরা ভাষা থেকিই বোধ হয় বাংলা ভাষায় গেছে)দিরুন হিইছে :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:shy: :shy: :shy:
রবিন ভাইয়ের এতো বড় ব্লগ 😮
সেই ব্লগে আমার নাম 😮 😮
যাই, বাইরে গিয়া বরফের গাদায় মাথা ঢুকায়া বইসা থাকি কিছুক্ষণ। 😛
ব্যাটা ফাইজলামি করস আমার লগে? x-(
ফাইজলামি করি না তো... 🙁
চেইতেন না...নিজে নিজেই লাগাইলাম ১০ টা :frontroll:
:khekz: :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
পিরা ভিষার জিনিককে সিলিম।
ভিষা ভিল হিলে মিফ চিই।
প্রথম ভুলঃ জিনিক না জিনক হবে। শব্দের শুরুতে ই-কার হলে পরের টা হবে না। যেমন পরের লাইন এ লিখছো ভিষা। এইটা ঠিক আছে। ভিষি না হয়ে ভিষা হবে।
সে ভাবে সিলিম না হয়ে সিলাম হবে। 😉 😉
ভিল ধিরায়ি দিয়ার জিন্য ধিন্যবিদ।
বাপরে এ দেখি ব্যাকরনশুদ্ধা পিরা ভাষা!!! :boss: :boss:
যাক,এরপর সিভিতে লেখা যাবে..
কলেজের রেজাল্ট শীটে লেখা থাকবে
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :pira: :pira: :pira:
ইমার নিম নিকি?ইমি তি লিজ্জায় মিরা যিতাছি :shy: :shy: :shy:
মাস্ফুভাই,
কমেন্টবাজ জুনা
শুনলেই আমার খালি অন্য একটা বাজের কথা মনে পড়ে.... বুঝছেনতো?? 😉 😉
আমি এত খ্রাপ ক্যান?? :bash: