আমাদের এস এস সি এর প্রি-টেষ্ট পরীক্ষার আগে একদমই পড়ালেখা করি নাই। কি করমু, জীবনের প্রথম বড় পরীক্ষা। বুঝি নাই কতো টুকু সিরিয়াস হইতে হবে। তাই রেজাল্ট বেশি ভালো হয় নাই।বিশেষ করে উচ্চতর গনিতে আমরা কয়েকজন বেশ খারাপ করলাম। কোনোরকমে পাশ। আমরাও ওই সাবজেক্ট বেশি পড়ি নাই যেহেতু ৪র্থ বিষয়। কিন্তু প্রবলেম করলো স্যার। ঘোষনা করা হলো আমাদের আবার পরীক্ষা দিতে হবে। ভালো না করলে আমাদের ফর্ম ফিলাপ করতে দিবে না। কি ঝামেলা। যেভাবেই হোক মোটামুটি ভালো না করলে তো বিপদ। কি করি। দৌড়ালাম আমাদের এক জিনিয়াসের কাছে। যার কাছে অংক হলো পানিভাত। তাও না ,শুধু পানি। কয়েকদিন ওর কাছে অংক করলাম।তারপর আবার পরীক্ষা দিয়ে কোনোরকমে ইজ্জত রক্ষা করলাম।
কিন্তু তারপর একটা জেদ চাপলো। এই সাবজেক্ট এর জন্য এই অপমান? নাহ বোর্ড পরীক্ষায় ভালো করতে হবে। শুরু করলাম ওর কাছে অংক করা। এইটা তো সবাই জানে, ক্যাডেট কলেজে স্যার দের চেয়েও ভালো শিক্ষক বন্ধুরা। ওই জিনিয়াস যেই রাফ খাতা গুলা প্র্যাকটিস করে করে ফেলে দিতো আমরা ওইগুলা নিয়ে অংক করতাম। এইভাবে দেখতে দেখতে বোর্ড পরীক্ষা দিলাম। একেবারে খারাপ দেই নাই। তো রেজাল্টের পরে কলেজে গিয়ে কয়েকদিন পর স্যার আসলেন ফর্মে। আমাদের মার্ক শীট দেয়া হবে। মার্ক শীট হাতে নিয়ে আমি প্রথমেই দেখলাম উচ্চতর গনিতে কতো পেয়েছি। যা দেখলাম তাতে আমি উপরে ভালো করে চেক করলাম এটা আসলেই আমার কি না? না, নাম তো ঠিক আছে। আবার নাম্বার দেখি। হিসাব তো মিলে না। গেলাম ঐ জিনিয়াস এর কাছে। তুই উচ্চতর গনিতে কতো পাইছিস দেখি? দেখি ও পাইছে ৯৮। আমি আবার আমারটায় দেখি ৯৯। ওয়াও। জিনিয়াস এর কল্যানে আমি সর্বোচ্চ আমাদের ক্লাসে। এই হলো আমাদের জিনিয়াস এর কেরামতি।
আবার ক্লাস ১২ পুরোটা আমি আর ও বসেছি একসাথে ডাইনিং হলে। কতো কাহিনি, কতো ঘটনা। কলেজ থেকে বের হয়ে ও বুয়েটে কম্পিউটারে। ও ওর রেজাল্ট তো বলা হয় নাই। এস এস সি তে ২য়, এইচ এস সি তে ১ম।বর্তমানে ১ম সারির মোবাইল কোম্পানির ইঞ্জিনিয়ার।
খুবই আলসে প্রজাতির এখন। ও যে কেনো পি এইচ ডি বা এই ধরনের কিছু করে না এই নিয়ে অভিযোগ এর কোনো শেষ নাই। সিসিবি এর একজন নিয়মিত পাঠক, কমেন্টক। লেখে না তেমন। কিন্তু যা লেখে তাতেই হিট।
আজকে আমাদের এই জিনিয়াস ফ্রেন্ডের জন্মদিন। অনেক অনেক অনেক শুভেচ্ছা।
ও নামটা বলি নাই তো। তানভীর। দোস্ত শুভ জন্মদিন। কেক কুক খাইতে মন চায়।
(মাস্ফু জন্মদিনের পোষ্ট না দেয়ার অপরাধে আগামী ২৪ ঘন্টা লুংগি পইড়া………আশা করি বাকিটা বলতে হবে না)
১২৮ টি মন্তব্য : “এক জিনিয়াসের কাহিনী”
মন্তব্য করুন
🙂
বার বার আমি প্রথম...
বাকীরা কই?
শুভ জন্মদিন তানভীর, পিকনিক এ কেক নিয়া হজির হইও 🙂
অনেক ধন্যবাদ ভাইয়া।
ইনশাল্লাহ কেকের ব্যবস্থা হবে 🙂
তানভীর তাহলে তোমার ইতিহাস এই!!! শুভ জন্মদিন।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধন্যবাদ আপু।
আমার কোন ইতিহাস নাই শান্তাপু, পোলাপাইন খালি বাড়ায়ে বাড়ায়ে বলে। 🙂
উনি এত ভাল ছাত্র কিন্তু দুঃখে বুকটা ফাইট্টা যায় যখন দেখি এই ভাইয়ের ছোটভাইটাই এইরাম কুলাঙ্গার x-( ওই বেটা বুয়েটে এইবার ভর্তি পরীক্ষা দিছিল-বংশের মুখে চুনকালি দিয়া ১০০০ জনের মইধ্যে ১৩তম হইছে x-(
আমার আম্মা এনার আর তপু ভাইয়ের গল্প শুনে আর কয়-কি কপাল ওই মায়েদের যে এমন সন্তানের জন্ম দিছে!
🙁 🙁 🙁 🙁 🙁
:))
এত খেপিস না রে ভাই, পিকনিকে বেশি করে খেয়ে নিস। 😀
শুভ জন্মদিন তানভীর।
চমৎকার পোস্ট রবিন ...
ধন্যবাদ মইনুল ভাই। 🙂
অনেক কথা বলার ছিল। কিন্তু হঠাৎ মনে পড়লো গত বছর ঠিক এই দিনে তানভীরের জন্মদিনের লেখাটা আমিই লিখেছিলাম। এক বছর পরে সেটা পড়তে গিয়ে মনে হলো প্রিয় বন্ধুর জন্মদিনে ঠিক এই কথাগুলোই তো বলতে চেয়েছিলাম আমি-
-------------------------------------------
বন্ধু তোর লাইগা রে …
কলেজ থেকে ছুটিতে আসলে আমাদের প্রধান কাজ ছিল সব বন্ধুরা (ক্যাডেট পার্টি) একসাথে আমার বাসার সামনে বা আহমেদের বাসার সামনে দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলা। সকাল থেকে শুরু হতো একেবারে দুপুর গড়িয়ে বিকাল না হলে থামাথামির কোন নামগন্ধ ছিলো না।
ক্রিকেট আমার খুব প্রিয় খেলা। খেলতে এবং দেখতে। কিন্তু সমস্যা হলো খেলার সময় আমি আবার একেবারে আনাড়ী। ফলে দুই দল ভাগ করার সময় আমাকে সবাই বিপক্ষ দলের দিকে ঠেলে দিতো।
শুধু তাই না। বেছে বেছে সবচেয়ে ভয়াবহ বোলারের ওভারগুলি আমাকে ফেস করতে পাঠিয়ে দিতো। আমি মুখচোখ কালো করে ব্যাট করতে নামতাম আর ২/৩টা বল ফেস করে প্রায়ই নামের পাশে শুন্য রেখে ফিরে আসতাম। রান করার কোন উপায়ই ছিলো না, কারন ভয়াবহ বোলারদের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিলো তানভীর। শীতের সকালে আমার বাসার সামনে ঘাসে ঢাকা পিচে তানভীরের বল ফেস করার চেয়ে যেকোন পার্বতী'র মন জয় করা অনেক সহজ কাজ। অফ স্ট্যাম্পের একটু বাইরে পড়ে শরীরের দিকে আসা ওর ইন সুইঙ্গার গুলি থেকে যেকোন একটা মিডল স্ট্যাম্প বাচানো যেতো, নিজের না হয় ক্রিজের। আমি নিজের স্ট্যাম্প বাঁচাতাম, ক্রিজেরটা তানভীরের বলে উড়ে যেতো। অবশ্য উইকেট পেয়ে তানভীর বেশি খুশি হতো না, কারন আমার উইকেট সবাইই পেতো (এমনকি দুধ ভাত বোলার তারেকও)।
আড্ডায় তানভীর বেশির ভাগ সময় নিরব স্রোতা। নিজে গল্প বলতো খুব কম কিন্তু অন্যের গল্পে গুড় লাগাতে ও বেশ ওস্তাদ। কিছুক্ষন পর পর আমরা একজন অন্যজন কে পচাঁতাম। যার গল্প বেশি সেই সবচেয়ে বেশি পচঁতো। তানভীর কে পচাঁনো যেতোনা, কারন ওর গল্প কম। সবচেয়ে বেশি গল্প ছিলো তারেকের ফলে পচঁনিটা ও বেশি খেতো। এই কাজে আমি সশ্রম অংশ গ্রহন করতাম এবং নেপথ্য থেকে তানভীর আমাদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়ে যেতো ।
ছাত্র হিসেবে তানভীর ছিলো কেমন সেটা বলার জন্যে যে মিনিমাম মার্কস লাগবে তা আমার সারাজীবনের সব পরীক্ষার নম্বর যোগ করেও হবে না। ওর খারাপ রেজাল্ট গুলির একটা হচ্ছে ম্যাট্রিকে কুমিল্লা বোর্ডে মেধাতালিকায় ২য় স্থান। অবশ্য ইন্টারে যথারীতি প্রথম হয়ে আর বুয়েটে সেইরকম সিজিপিএ নিয়ে তানভীর ঠিকই সেই ঘাটতি পুরন করে দিয়েছে। এই বিষয়ে বেশি কথা বললে আমার নিজের মান সম্মান নিয়া টানাটানি পড়বে, তাই সাইড দিয়ে চলে যাই।
বন্ধু তানভীরের তুলনা শুধু তানভীর নিজে। গত ঈদটা আমরা প্রথম তানভীর কে ছাড়া করলাম। টাউন হলে গিয়ে সবাই জড়ো হয়েছি আড্ডা দিতে, ভুলে আমি দু'একবার বলেও ফেলেছি, 'তানভীর টা এখনো আসে না ক্যান? শালায় সব সময় লেট।' মনেই ছিলো না তানভীর ঢাকায় ইদ করছে। এই ইদও তানভীরকে ছাড়াই করতে হবে। এবং আমাদের কারো না কারো সেই একই ভুল হবে।
এবার আরো বেশি মিস করবো কারন আজ হঠাৎ মনে পড়লো আগামীকাল ঈদের দিন তানভীরের জন্মদিন।
শুভ জন্মদিন দোস্ত।
তিন প্রহরের বিল একদিন আমাদের দেখা হবেই।
বলি বলি করেও একটা কথা কোন দিন বলা হয়নি। আমরা সবাই তোকে খুব মিস করি। উই লাভ ইউ ম্যান।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
উই লাভ ইউ ম্যান ১ ২ ৩
তানভীর ভাই, আপনার সারাজ়ীবন কাটুক হাসি আনন্দ এবং সাফল্যে... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইর্ষা জাগানিয়া বন্ধুত্ব ......
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
"অফ স্ট্যাম্পের একটু বাইরে পড়ে শরীরের দিকে আসা ওর ইন সুইঙ্গার গুলি থেকে যেকোন একটা মিডল স্ট্যাম্প বাচানো যেতো, নিজের না হয় ক্রিজের।"
=)) =)) =)) =))
কেমস.....অনেক ধন্যবাদ দোস্ত! 🙂
শুভ জন্মদিন তানভীর ভাই :party:
অনেক ভাল থাকেন সারা জীবন 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
লেখাটা ভাল লেগেছে। 🙂
লেখকের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। :party: :guitar:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ আহমদ ভাই। 🙂
রাশেদ.....অনেক ধন্যবাদ। তুমিও ভালো থাক সবসময়। 🙂
জিনিয়াস তানভীর ভাইয়া
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা :party: 🙂
ফয়েজ ভাইয়ের দোয়া দিমু কিনা বুঝতাসিনা ;))
খাওয়ার পাওনা রইলো তোমার, দেশে আইসা লই 😀
দিহান.....থ্যাঙ্কু। 🙂
ফয়েজ ভাইয়ের দোয়া না দিলেই মনে হয় ভালো হয়। :no: :no:
দেশে আসলে অবশ্যই খাওয়া পাবা। 🙂
আমার পাওনা আছে তাতো বুঝলাম,
আমি তোমারে খাওয়ানির কথা বুঝালাম, ;))
বুঝে নাই যখন ও বাদ, ইয়ে আমি বুঝছি আর কি
তুমি তাইলে তানভীররে আর জানাইও না ;;;
আমি তো তোমার কাছে খাওয়া এমনিতেই পাই, জন্মদিন লাগে নাকি? 😀
হ, মনে আসে।
কিন্তু জন্মদিনের খাওয়ার হইলো ইস্পিসাল 😛
তাইলে স্পেশাল খাওয়ার জন্য রেডী হই 😀
ওকে ম্যাম
🙂 😀
তানভীর ভাই, শুভ জন্মদিন 🙂
থ্যাঙ্কু তৌফিক। 🙂
শুভ জন্মদিন তানভীর ভাই। :party:
ধন্যবাদ হাসনাইন। 🙂
সবার জন্মদিন কি একই দিনে নাকি? শুভ জন্মদিন তানভির ভাই।
সবার জন্মদিন এক না হলেও আজ অনেকর জন্মদিন। 😀
ধন্যবাদ শার্লী। এখন তুমি অনেক বেশি অনিয়মিত হয়ে গেছ সিসিবিতে।
হ্যাপি বাড্ডে তানভীর ভাই, 😀
এখানেই থেমে গেলে চলবেনা কিন্তু :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
থ্যাঙ্কু জিহাদ মিয়া।
জীবন গাড়ি তো আর চলে না, কিভাবে চালিয়ে যাব চিন্তা করতেছি 😛
পাশের সীটে একজন :just: সাহায্যকারিনী বসায় লন :shy:
আপনের যেইসব কাহিনী পড়লাম, আপনারে আগে সালাম দিয়ে নেই :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
শুভ জন্মদিন।
আরে ধুর! পোলাপাইন শুধু বাড়ায়ে বাড়ায়ে বলে!
ধন্যবাদ ইফতেখার। 🙂
প্রথমে খুব অবাক হয়েছিলাম... :-B
রবিন ভাই লেখা দিছেন??? 😮 😮
তাও আমারে নিয়া?????????? =)) =)) =))
পরে দেখলাম, না...তানভীর ভাই রে নিয়া লেখা... 😀
এই লোকটারে আমি খুব ভালা পাই... :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও তোকে খুব ভালা পাই জুনা....
আয়, বুখে আয় (ক.রা.: তাইফুর ভাই) :hug:
:khekz:
তানভীর ভাই, হেপীবাড্ডে !!!!
থ্যাঙ্কু সাব্বির 🙂
আজ মনে হচ্ছে জাতীয় জন্মদিন দিবস, সারা বছর কারো কোনো লেখা দেখা যায় না আর আজকে মাশাল্লাহ অনেক গুলো জন্মদিনের পোস্ট, যার একটাও মাস্ফু লেখে নাই!!!
রবিন ভাই আর কামরুল ভাইকে এত সুন্দর লেখা ও কমেন্টের জন্য :boss: :boss: :boss:
আর তানভির ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ সোনিয়া। আমার বন্ধুভাগ্য খুব বেশি রকমের ভালো। 🙂
হ্যাপি বাড্ডে দোস্ত, কামরুলের সাথে আমাকেও নিস বিল দেখতে ।
দোস্ত, তুই নেক্সট টাইম দেশে আসলে আর আমরা তখন বড় হইলে একসাথে তিন প্রহরের বিল দেখতে যামু নে 😀
দেশে তো আসবোই, আর এইবার বিল না দেইখা যামুনা 😀
আমাদের প্রিটেষ্টে হায়ার ম্যাথ এর প্রশ্ন খুব কঠিন হলো, ফলে সবাই কিছু নম্বর কম পেল, তার মধ্যেও একজন বেশ ভালো করল। ফলে হায়ার ম্যাথের নম্বর দেখার পর একটু ভাব নিয়ে পঁচালো যে, "আসলে তোরা হায়ার ম্যাথের উপযুক্ত না তোদের জন্য সাধারন গনিতই ভালো। ভালো করে সাধারন গনিত করে গোড়াটা শক্ত করে নে। তারপর না হয় উচ্চতর গনিত করবি।" ওর কথা সবাই মুখ বুঁজে সহ্য করল। তারপর যখন সাধারন গনিতের মার্কস দিলো তখন সে কিছু নম্বর কম পেলো। তখন সবাই ওকে পঁচানোর জন্য বলল 'তোর তো আগা মোটা গোড়া চিকন " ।
=)) =)) =))
পিরা গেলাম মান্নান ভাই আপনার লেখা পড়ে। =)) =))
=)) =)) =))
=)) =)) =)) =)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
=)) =)) =))
:grr: =)) :pira: :khekz: 😀 :)) :boss:
জিনিয়াস পোলাডা মনে হয় জানেনা, যে এই পোলাডারে ব্যাপক লাইকাই।
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি জানি কাইয়ূম ভাই।
আমিও আপনাকে ব্যাপক লাইকাই 😀
তানভীর ভাই হেপি বাড্ডে :party: :party: :party:
থ্যাঙ্কু রেজওয়ান। 🙂
রবিন দোস্ত....অনেক ইমোশনাল করে দিলি। আমি আসলে কি বলব বুঝে উঠতে পারছি না, ভাব প্রকাশে আমি বরাবরই দুর্বল। তারপরও জানি তুই তো বুঝবি-ই আমি কতটা খুশি হয়েছি।
অসাধারোন একটা বন্ধু-ভাগ্য আমার। স্কুল জীবন থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত পেয়েছি অসাধারণ বন্ধুদের, হয়েছি সৌভাগ্যবান। স্বার্থপরের মত তোদের ভালোবাসা নিয়েই গেলাম সবসময়!
অনেক ধন্যবাদ রবিন, আমার দিনটাকে স্পেশাল করার জন্য।
ইই রিবিন দিখ তিনভির ফির্মিলিটিস কিরি 😛
:pira: :pira:
:)) :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) =)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
শুভ জন্মদিন ভাইয়া। পরশুই রাশিদ ভাইর সাথে আপনাকে নিয়ে কথা হচ্ছিল।
অনেক অনেক ভাল থাকেন।
অনেক ধন্যবাদ তপু।
রাশিদ কেমন আছে? ও কিন্তু আমার স্কুল থেকে বন্ধু 🙂
তুমি কেমন আছ? লেখা দিচ্ছ না অনেকদিন।
তানস ভাইয়া, হ্যাফী ভার্ডে।
দোয়া করি রুমকীরে কয়েকশ ভাইবোন আইনা দিবেন।
অফটপিকঃ বস আমারে এট্টু আপনার পায়ের ধুলা পার্সেল কইরা পাঠায় দিবেন। গুলায়ে খাইয়া পরীক্ষা দিতে যামু। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঠ্যাংকু ছোট ভাই। তোর এসএমএস পেয়ে খুব খুশি হইছি, তোরে রিপ্লাই দিলে তো যায় না, তাই রিপ্লাই করিনাই।
দোয়াটা না করলেই তো ভালো ছিল রে! :no: :no:
'৯৪ ব্যাচে ধোনী, ধনঞ্জয়...ইত্যাদি ইত্যাদি নামে কেউ থাকলে তো কেলেংকারী হয়ে যেত... :no: :-B :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
:khekz: :khekz: :pira:
=)) =)) এইডা কি কইলেন জুনাভাই =)) =))
শুভ জন্মদিন দোস্ত। :party: :party: :party:
ধন্যবাদ দোস্ত। 🙂
দেরি করে ফেল্লাম তানভীর......................
ভালো থাকিস ...........আর জীবনের সব পরীক্ষায় বাংলােদেশের ১ম হোস.......
........................তোকে :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
অনেক ধন্যবাদ দোস্ত।
দোয়া করিস আর যাতে পরীক্ষা দিতে না হয়। 😀
দেরী হইলো মনে হয়। ভয়ে ভয়ে পোস্ট দেইখা লগাইলাম।
শুভ জন্মদিন তানভীর, অনেক বড় হও, শতেক সন্তানের জনক হও এই দোয়া করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, কবে যে আপনার কমেন্ট বুমেরাং হয়ে আপনার দিকে যাবে কে জানে।
ধন্যবাদ ফয়েজ ভাই।
দোয়া কইরেন ভাল কইরা যাতে অনেকগুলা বিয়া করতে পারি, নাইলে তো শতেক সন্তান হবে না। 😀
:)) :))
তানভীর ভাই, হেপি বাড্ডে। আপনের অফিসে চইলা আমু নাকি??? 😀 😀
থ্যাঙ্কু আমিন! যে কোন সময় চইলা আসতে পার। 🙂
কিরে তানভীর...আমার পুলাডারে তর মতন হইবার কমু নি? 😀 😀 😀
হায়...হায়...তাইলে তো ও আবার গাছ হইবার পারবো না!!! 😛 😛
কি যে করি? :awesome:
পোলারে গাছ বানামু... না কি জিন্স্ বানামু-- দিশা পাইতাছি না তো!!! ~x( ~x(
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জুলহাস ভাই, মাহীনের আমার মত হওয়া লাগব না। দোয়া কইরেন আমিই যাতে ওর মত স্মার্ট হইতে পারি।
ওরে গাছ না বানাইয়া সিসিসিতে দিয়া দেন, আরও অনেক বড় হইয়া আমাদের তিন প্রহরের বিল দেখাইতে নিয়া যাইতে পারবে। 😀
তানভীর ভাই, না দেইখাই আমরা সবাই আপনাকে কি পরিমান পছন্দ করি আপনি কি জানেন???
শুভ জন্মদিন...অনেক অনেক ভাল থেকেন। 🙂 🙂
তানভীর ভাই
হ্যাপ্পী বার্ড্ডে......
অনেক অনেক ভালো থাকেন...
রবিন ভাইয়ের পোস্টটাও খুব দারুণ হইছে...
মাহমুদ, অনেক ধন্যবাদ।
তুমিও ভালো থাক অনেক অনেক।
আর বেশিদিন অপেক্ষা না করে পোস্ট দিয়ে দাও....
গত শুক্রবার মনসুরের বৌভাত খেয়ে ফেরার পথে আমাদের মোকাদ্দেস বললো ওর এই 'জিনিয়াসনেস'-এর কথা........তাই ফেসবুকের জন্মদিনের মার্ক আর শিরোনাম মিলাইয়া শেষে দেখি, আমার ধারণা ঠিক.......দোস্ত তানভীর.......শুভ জন্মদিন!! :party:
ধন্যবাদ দোস্ত 🙂
মোকা কেমন আছে রে? ওরে সিসিবিতে আনার জন্য অনেক চেষ্টা করছি, তুইও একটু চেষ্টা করিস!
সামিয়া.....আমাকে তো লজ্জায় ফেলে দিলা 🙂
অনেক ধন্যবাদ, তুমিও ভালো থাক সবসময়।
রবিন পোস্ট দিসে??! তানভীর, আমার গিফটটা তো রবিন ই দিয়ে দিল। এখন কই খাওয়াবা বলো??
তোমার খাওয়াটা রবিনকে দিয়া পাঠাইয়া দিছি, পাও নাই? ;;;
=)) =)) =)) ...
বিলম্বিত হ্যাপি বার্থডে তানভীর ভাইয়া। অনেক অনেক শুভেচ্ছা। নেন :teacup: খান। পিকনিকে কেক খাওয়ায় দিয়েন 😀
আশরাফ ভাই, লেখাটা অনেক জোস হইছে :boss:
অনেক ধন্যবাদ আহমেদ। 🙂
পিকনিকে কেকের ব্যবস্থা তাইলে করতে হয়!
ওহহ... একটা কথা না কইলেই না। হাঁসের ডিমের মতন সাইজ নিয়া যখন কলেজে ঢুকছিলাম, ডাইন কইলে উপরে দেখতাম, সামনে কইলে বামে যাইতাম, ওইরকম ভয়াভহ সময়েও একটা ব্যাপার খুব ভালভাবে জানতামঃ আসিস্টেন্ট হাউস প্রিফেক্ট তানভীর ভাই মানেই হলো "বস", এই কথার ডাইনে, বামে, সামনে, পিছে আর কোনো কথা নাই। কসম খোদার, একটুও বাড়ায় কইতেছি না।
সালাম তানভীর ভাই :salute:
সময়মত পাঙাইলে পোলাপাইন আজকে আমার নামে এইসব কুকথা বলতে পারত না! আফসুস! :no: :no:
আফসোস তানভির ভাই,কেন যে সময় থাকতে ভাল মত পাঙাইলেন না!!
এখন আপনার এই মহান দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। 😉 ভাইয়া,অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের!! :party: :party:
অনেক ধন্যবাদ আপু।
বেশি পাঙাইওনা, হাজার হোক আমার হাউসের ছোট ভাই। মিষ্টি কইরা বুঝাইয়া দিলেই বুঝবে। 🙂
থ্যাঙ্কু তানভীর ভাই 🙂 বাচাইলেন B-)
পিকনিকে আপনারে কেক নিয়া বেশি জালামু না, আর কাড়াকাড়িও করুম না, কথা দিলাম 😐
নাহ পোলাপান কলেজের দেইখা ছাইড়া দিলাম। নাইলে লুংগি নিতা দেখা করতে বলতাম।
দেরি করে ফেল্লাম তানভীর ভাই...কিছু মনে কইরেন না...
শুভ জন্মদিন...অনেক অনেক শুভেচ্ছা... :hatsoff: :hatsoff:
এখনও দেরি হয়নাই মেহেদী। 🙂
শুভেচ্ছার জন্য ধন্যবাদ। 🙂
শুভ জন্মদিন তানভীর ভাই 🙂
রিবিন ভি, উনি যে ফ্যান্টাসি ফুটবলেও বস এটা তো কইলেন না, যেই লিডে আছে, মনে হয়না আর ধরতে পারমু :((
হাসান, ধন্যবাদ। 🙂
ফ্যান্টাসী ফুটবলের কোন আগা-মাথা নাই। আমারে ধরতে তোমার দুইটা গেইম-উইক লাগবে। 🙁
শুভ জন্মদিন তানভীর। তিন প্রহরের বিল দেখতে গেছিলা? সবুজ থেকো, ভালো থেকো। (কপিপেস্ট : ফেসবুক)।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক ধন্যবাদ লাবলু ভাই।
এখনও বড় হইনাই, তাই তিন প্রহরের বিল দেখতে যাওয়া হয়নাই। 🙁 আরেকটু বড় হইলেই আমি আর কামরুল যাব তিন প্রহরের বিল দেখতে।
দোয়া কইরেন আমি যাতে আপনার মত চিরসবুজ থাকতে পারি। (কৃতজ্ঞতাঃ ফেসবুক) 😀
লেখা আর কামরুলের কমেন্টে :hatsoff: :hatsoff:
বহুত হিংসা হচ্ছে 😀 😀 😛
শুভ জন্মদিন ব্রাদার।
Life is Mad.
অনেক ধন্যবাদ সায়েদ ভাই। 🙂
হিংসা কইরেন না, হিংসা করা ভালো না! 😛
প্রথমে ভাবলাম রিবিন ভাইর কি হইলো নিজেরে নিয়া ব্লগ লিখতেসে.... ;)) ;))
তানভীর ভাই,শুভ জন্মদিন...আপনার সাজানো বাগান ফুলে,ফলে আর সন্তানে ভারে উঠুক.... :grr: :grr: :grr:
ধন্যবাদ ফুয়াদ।
বাগান ফুলে, ফলে ভরে উঠলেই হবে, সন্তান লাগবে না। 😛
শুভ জন্মদিন তানভীর ভাই... ফ্যান্টাসী লীগরে তো আপনি আপনার ব্যক্তিগত সম্পত্তি বানায়া ফেলছেন... এই জন্য আপনার ব্যান চাই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আকাশ। 🙂
ফ্যান্টাসী লীগের কোন ঠিক-ঠিকানা নাই, টপ থেকে বটমে যাইতে বেশি সময় লাগে না। 🙁
শুভ জন্মদিন তানভীর ভাই
কিন্তু খাবার কই?
এই রাইতে তো খিদা লাগছে
থ্যাঙ্কু ইসলাম। 🙂
খাবার পাবা পিকনিকে। 🙂
শুভ জন্মদিন ভাইয়া।
ধন্যবাদ মঞ্জুর 🙂
শুভ জন্মদিন তানভীর ভাই 🙂
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ আশহাব। 🙂
তানভীর ভাই, শুভ জন্মদিন 🙂
ভাইয়া একদিন আপনার পা ধইরা সালাম করে আসবো,তাতে যদি সিজিপিএ র একটু উন্নতি হয়। অতি লেট হ্যাপি বার্থডে।
অরপিয়া,
ওর নাম নিয়া মনে মনে সালাম করো, তাতেও কিছু কাজ হবার কথা :grr:
শুভ জন্মদিন তানভীর ভাই 😀 😀 ।