দিনলিপিঃ ঈদ মোবারক এবং অন্যান্য

সিসিবি তে প্রথম দিকে লিখতে গেলে যেমন লাগতো, এখন অনেকটা সিরকম লাগছে। কারন অনেক অনেক দিন পর লিখতে বসলাম।

নাহ, আসলে তেমন কোনো কারন নাই না লিখার।বিভিন্ন কারনে লেখা হচ্ছিলো না। আর নতুন নতুন অনেক লেখকের লেখা দেখতে ভালোই লাগে। কিন্তু গত কিছুদিন ধরেই সিসিবি কেমন যেনো একটু আস্তে আস্তে যাচ্ছে। লেখা কম, কমেন্ট কম। আগে যেখানে দুই ঘন্টা কমেন্ট এর ট্র্যাক না রাখলে আর খুজে পাওয়া যেতো না, ইদানিং সকাল আর বিকাল এ একবার করে দেখলেই পাওয়া যায়। সবাই লেখা দাও/দেন।

পুরানো লেখকরা কই যে গেলো? সানা ভাই ইদানিং অনেক ব্যস্ত। মাসুম ভাই অবশ্য নিয়মিত লেখা দেন। ফয়েজ ভাই এক লাইন হলেও পোষ্ট দিয়ে থাকেন। হারিয়ে গেছেন স্বপ্নচারী ভাই, মরতুজা ভাই(আপনার সিরিজটার জন্য অপেক্ষা করতেছি ভাইয়া)। তাইফু ভাই যে কই গেলো বুঝলাম না।
টিটো তোর নাটক কবে আসবে? আমারে নিলি না তোর নাটকে। কাজটা কিন্তু ঠিক করলি না। কামরুল নাটক ছাইড়া পত্রিকা ধরলো, ভাবলাম তুই নিবি আমারে। নাহ, দুনিয়া থেকে আসলেই ইন্সাফ এক্সকিউজ নিয়া গেছে গা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমারে জন্মদিনে উইশ করার জন্য। রকিব জটিল একটা পোষ্ট লিখসোস (যদিও ওইদিন প্রথম থেকেই খেয়াল রাখসিলাম কোনো পোষ্ট আসে কি না) । সানা ভাই, থ্যাংক্স প্রথম উইশ করার জন্য। দিহান, ধন্যবাদ, এতো দূর থেকে কষ্ট করে ফোন করার জন্য।
সিসিবি গেট টুগেদার নিয়া চিন্তায় আছি। কবে হবে? ৮ তারিখ ওয়ার্কিং ডে। তারপরের শুক্রবার(১১ তারিখ) আমার একটা পরীক্ষা আছে। শনিবার হইলে ভালো হয়। আবার ১৪-১৯ ডিসেম্বর আমি দেশের বাইরে থাকমু। ৯৪ ব্যাচের একটা ট্যুর আছে। আয়োজকরা আশা করি বিবেচনা করে ভালো দিনেই করবেন।
যাক, অনেকদিন পর কিছু আজাইরা প্যাচাল পাড়তে পারলাম। আসলে হারাইয়া যাই নাই। তাই জানান দেয়ামূলক পোষ্ট এইটা। ঈদের আগে লাস্ট পোষ্ট এইটা । পরশু ময়মনসিংহে যাবো। (কেউ আছে নাকি একসাথে যাবার)
সবাইকে ঈদ মোবারক।

১,৫৫৫ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “দিনলিপিঃ ঈদ মোবারক এবং অন্যান্য”

  1. মরতুজা (৯১-৯৭)

    কই, আমি কই হারাইলাম 🙁
    নিজেরা মাস্তি কইরা সিসবির জন্মদিন খাইবা আর আমরা এইখানে বইসা আমসি খাই। যাই হউক, আবার জন্মদিনের শুভেচ্ছা (আগে কইছিলাম নাকি? ভুইলা গেছি। মেয়ে হওনের পর থিকা আর কিছু ট্র্যাক রাখার উপায় কই)

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    গতবার চিটাগাং থাইক্কা নড়ি নাই, পাব্লিক ঝুইল্লা ঝুইল্লা বাড়িত গেছে আর আমি প্যাটে তালি দিয়া হাসছি।

    এর পরে কত্তদিন চইলা গেল, সেই দিন আর নাই, ২৭ তারিখে রাইতে টিকিট, চিটাগাং থেইক্কা সোজা রংপুর, ভাইরে কইছি, সবার পরে ঈদের নামাজ হয় এই মসজিদ গুলারে ট্র্যাক করতে, যাতে ঈদের নামাজটা পরবার পারি।

    আর পোলাপাইন আমারে এরপরেও জিগায়, বিষন্ন ক্যান? নাহ


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. হোসেন (৯৯-০৫)

    আমি তো এখন সিসিবির সবচেয়ে বিজি রাইটার। গত অনেকদিন থিকা ফার্স্ট পেইজে সবসময়ই আমার দুইটা লেখা থাকে :awesome: :awesome:


    ------------------------------------------------------------------
    কামলা খেটে যাই

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    ঈদ মোবারক রবিন ভাই। সিসিবি আসলেই একটু স্লো হয়ে গেছে, বছরের শেষে আইসা সবাই মনে হয় ব্যস্ত।
    আপনার ঘুরাঘুরি দেখে আমার চরম হিংসা হয়।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    ঈদ মোবারক রবিন
    আফসোস ঈদটা ঢাকায় থাকা হচ্ছে না 🙁 তাইলে সিওর একলগে পিয়াজ খাইতাম..,না মানে সব সময় খাইতাম না যখন........ :dreamy: :party:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    কালকে নাকি ঈদ। সিরিয়াস !!!!
    দোকান থেকে কয়েক পাউন্ড মাংস কিনে আনছি; ঐটা ঝাল দিয়ে রান্না করে ভুনা খিচুড়ির সাথে খাবো। তারপর নাচতে নাচতে যাবো ভার্সিটিতে। আহা !! এইটারে বলে ঈদ !!!


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।