ক।
প্রতিবার একি কাহিনি হয়। ঈদ এর আগে টেনশন কিভাবে বাসায় যাবো, খুজে খুজে দল ভারী করা কে কে যাবে, তারপর সেই টায়ারিং জার্নি করে অনেক ঝামেলা করে বাসায় ফেরা। ময়মনসিংহে মোটামোটি আমাদের ব্যাচের অনেকেই আছে তাই দল পেতে প্রবলেম হয় না। এইবারো যেমন সবাই আগে চলে গেলেও শেষ পর্যন্ত কালকে শুমারী করে পাওয়া গেলো আমি, শাহরীয়ার আর মুস্তাকিম (সিসি আর)। কালকে রাতে কনফারেন্স এর মাধ্যমে ঠিক করা হলো সকাল ৭টার মাঝে ওরা বাস স্ট্যান্ডে থাকবে। আমি আবার এই দিক দিয়ে সুবিধা পেয়ে থাকি। যেহেতু আমার বাসা থেকে হেটে বাস স্ট্যান্ডে যেতে ৫ মিনিট লাগে তাই আসা যাওয়া নিয়ে টেনশন করতে হয় না। মুস্তাকিম কে বললাম সকাল এ আমাকে ফোন দিয়ে উঠিয়ে দিস। তোরা রওয়ানা দেয়ার সময় উঠালেও আসতে আসতে রেডী হয়ে যেতে পারবো।
কিসের কি সকাল বেলায় আমাকেই ওদের ঘুম থেকে কল দিয়ে তুলতে হইছে। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে যথারীতি লাখ লাখ মানুষ। আমি ইচ্ছে করে এইবার ২ দিন লেট করলাম যে সবাই যাক, খালি হলে শান্তি মতো যাবো। হলো না। যথারীতি মহা গ্যাঞ্জাম করে ময়মনসিংহে আসলাম। তাও তো নিজের শহর বলে কথা। নামার পর আর কষ্ট মনে থাকে না। তার উপর যখন মনে হয় ইফতারির পর আমাদের সেই ক্যাডেট গ্রুপের বিশাল আড্ডা হবে নদীর পাড়ে, ভালোই লাগে।
খ।
গতকাল ইফতারী সারলাম কড়াই গোস্তে (ধানমন্ডি)। ওদের খাওয়া বেশ ভালো। ইফতারি শেষ করে নীচে নেমে আয়েশ করে সিগারেট এ টান দিতেই দেখি এক দল পরিচিত মুখ। আমাদের কলেজের ৯৫-০১ ব্যাচ। ওরা ওখানেই ইফতারি করেছে।অনেক্ষন আড্ডা হলো ওদের সাথে। তারপর গেলাম বসুন্ধরা সিটিতে। এইবার খুব বেশি মার্কেট এ যাওয়া হয় নাই। ২/৩ দিন। যেই জিনিষটা লক্ষ্য করলাম সেটা হলো অন্যান্য মার্কেট বেশ ফাকা থাকলেও বসুন্ধরা রাত ২ টার সময়ও জমজমাট। এটা মনে হয় আমাদের সময় বড় কম আজকাল। আমরা চাই একি জায়গা থেকে সব কাজ সেরে ফেলতে। যেমন আজকাল অনেক সুপার স্টোর গজাচ্ছে ঢাকাতে। আমরাও অনেক্ষন ছিলাম কালকে। রাত ১২৩০ পর্যন্ত। আমাদের অবশ্য ঈদ ছাড়াও আরেকটা কারন ছিলো। ঈদের পরেই আমার ভার্সিটি গ্রুপের এক ফ্রেন্ডের বিয়ে। তাই বিয়ের স্যুট কিনা হলো সবাই মিলে। এইবার ভেবেছিলাম কিছু কিনবো না ঈদে। তাও শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে একটা পাঞ্জাবী আর স্যান্ডেল কিনে ফেললাম।
গ।
যাক অবশেষে বেশ কয়েকটা দিন ছুটি পেলাম। একেবারে ২৭ তারিখে অফিস। ভাগ্য ভালো বসকে আগেই বলে রেখেছিলাম ২ দিন ছুটি নিবো। তাই শেষ কর্মদিবসে উনি জরুরি মিটিং ডেকে সবাই যেনো অবশ্যই আসে, কারো যেনো বিশেষ ছুটি না লাগে বলে দিলেন। আমাকে কিছু বলতে না পেরে শেষে এমন কিছু কাজ দিলেন যে ওইদিন অফিস থেকে বের হয়েছি রাত ৯টায়।
ঘ।
শেষে সিসিবি এর সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের পর আশা করি সানা ভাই এর কাছ থেকে সালামী কালেক্ট করবো। একটা ঈদ পূনর্মিলনীও হতে পারে। আর ময়মনসিংহে কেউ থাকলে আওয়াজ দিয়েন, সিসিবি এর সমসাময়িক ধারা বজায় রেখে সিসিবি-ময়মনসিংহ চ্যাপ্টার এর একটা গেট টুগেদার করা যাবে (তৌফিক না ময়মনসিংহে? আওয়াজ নাই কেন? )। ঈদ মোবারক।
৪১ টি মন্তব্য : “দিনলিপি ০৬- ঈদকথন”
মন্তব্য করুন
;;;
২য় B-)
২য় নাকি?? :shy:
উপরে দেখেন :grr:
ময়মনসিংহে আমাদের অন্তত ২০ জন আছি!খালি কন...কোথায় আসবেন??? B-) B-)
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
গেট টুগেদার???আমি খাড়া!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
শাহরিয়ার বোকা ছেলে ওইটা ভাইয়া কথার কথা বলেছেন ঢাকা বাদে গেট টু গেদার হয় B-)
রিবিন ভাইয়া ঈদ মোবারক :party:
ভাবি কে নিয়ে এই গরিবের বাসায় বেড়াতে আসবেন :shy:
:)) :)) :awesome: :awesome: :awesome: :pira:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
শাহারিয়ার কি রবিন ভাইয়ের এই ঐতিহাসিক নামটা জানতা না 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
😕 😕 :no: :no: ...আরে এইসব ব্যাপার না!আমরা আমরাই তো! :hug: :hug:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
রিবিন ভী আপ্নিকি ঈদের শুভেচ্ছা 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঈদের শুভেচ্ছা আশরাফ ভাই। :grr:
ঈদ মোবারক রবিন ভাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গতকাল ইফতারী সারলাম কড়াই গোস্তে (ধানমন্ডি)। ওদের খাওয়া বেশ ভালো।
আপ্নের বিবেকে বাধল না মাস্ফ্যুকে না নিয়া যাইতে?ওইখান থিকা আমার বাসা ২ মিনিটের রাস্তা x-( x-(
তোর বাসা মাত্র ২ মিনিটের রাস্তা হওয়ার পরও বাসা বাদ দিয়া লোকজনের হোটেলে খাইতে হইলো ?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:duel: :duel: :duel:
একদিন তো বাসায় যেতেও কইলি না মাস্রুফ... x-( x-(
রবিন ভাই, ঈদ মোবারক। কালকে বিকালের দিকে একটা ফোন পাবেন ইনশাল্লাহ। জ্বরে পড়ছিলাম, কিছুই ভালো লাগত না। তাই চুপচাপ ছিলাম। ঈদের পরদিন গেট টুগেদারের একটা আয়োজন করার চিন্তা ভাবনা করেন। আমি তো আছিই, মুহাম্মদরেও ধইরা আনবনে। ওর অবশ্য এমনিতেই ঈদের পরদিন আমার সাথে দেখা করার কথা। এই অধমের কথা মনে রাখছেন দেখে অনেক ধন্যবাদ। 🙂
পিরা ভাষার ডাই হার্ড সাপোর্টার হবার কারনে পোলাপাইনের ভুল দেখে ব্যাপক ক্ষুব্ধ হইলাম... x-(
পিরা ভাষার রীতি অনুযায়ী,
১। কোন নামকে পিরিত করা যাবে না। (তাই রিবিন ভাই লেখা যাবে না...)
২। শব্দের প্রথম অক্ষরের সাথে অবশ্যই 'ই' যোগ করতে হবে...(নাম ব্যতীত)
৩। শব্দের প্রথম অক্ষরে 'ই' কার আগে থেকেই থাকলে তার পরের অক্ষরে 'ই' যুক্ত করতে হবে...এভাবে চলতে থাকবে...
৪। কিছু কিছু শব্দকে পিরিত করা সম্ভব হবে না। যেমন- তিনি, চিনি...ইত্যাদি।
৫। সর্বপরি পিরা ভাষাকে কোন সমাজ ও আইনের পরিপন্থী কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না...
প্রচারে- পিরা ভাষা রক্ষা, উন্নয়ন ও প্রচার কমিটি।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ আইছে আমার বিরিক্ষের পিরা ভাষা রক্ষা, উন্নয়ন ও প্রচার কমিটি। 😛
কেমন আছিসরে??? 😀
রবিন ভি, ঈদি মিবারক... :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জানার কোন শেষ নাই! 😕 😕
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
* কোনটা
😀
রিবিন ভাইয়া গরিবের বাসায় ভাবি কে নিয়ে আসবে :shy:
:hug: :hug: :hug:
রবিন ভাই ঈদ মোবারক 😀
Sobaike eid mubarak. Ei matro taufiq ph kore khbor dilo mymensingh chapter er get together hoite pare. Senior batch hisabe amader ora invite korbe.r kono senior vai thakle awaz den. Dhur polapan ki j kore.@arman,amae vabi i mean tor bou re nia jaiite bola hoise
Dihan vabi eid kemon gelo?
Dihan vabi eid kemon gelo?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কাহিনী কিতা? ছোট ভাইয়ার মাথা দেখি পুরাই আউলাইয়া গেসে।
রবিন ভাই, কেমন গেলো আপনার ঈদ? আমাদের উইকেন্ড হওয়াতে ঈদ ভালোই গেলো 🙂
ভালো থাকবেন।
পরথম।
ধুরু মাথা আউলায় গেছে। :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি কইলি এইডা...?? 😮 😮
Kire rokib tor ki hoilo abar?tor sms paisilam
ঈদ মোবারক রিবিন ভি :hug: :hug: :hug:
ঈদ মোবারক
ঈদ মোবারক 😀 😀