১.১- ইদানিং কেনো জানি অফিস করতে একদমই ভালো লাগে না। বুঝতেছি না কেনো। এখনি এই কাহিনি হলে আরো তো সময় অনেক পড়ে আছে। কি যে হবে। প্রথমে ভাবতাম শুধু আমার। কিন্তু না, পরে অফিসে তানভীর বা অন্যান্যদের সাথে কথা বলে দেখি একি কথা সব দিকে। আগের দিনের মানুষ রাও কি এতো তাড়াতাড়ি বোরড হয়ে যেতো? কি জানি। নাকি যুগের অনূভুতি এটা। হতে পারে এক জায়গায় বেশকয়েক বছর চাকুরি করার ক্লান্তি। হয়তো যারা অনেক সিনিয়র তারা এই লাইন পড়ে হাসতেছেন “বাছা এই কয়েক বছরেই হাপিয়ে উঠেছো। যাক আরো কয়েক বছর, বিয়ে শাদি করো, তারপর বুঝবা চান্দু”।সেই চিন্তা এখন করতেও চাই না, আগে কাইয়ূম ভাই সামলাক।
১.২- বোরিং হয়ে যাবার একটা কারন আগেই বললাম। এক জায়গায় অনেকদিন (জিপি তে জয়েন করেছি প্রায় ৪ বছর)থাকার কারনে হতে পারে।আমার এতোদিন কার দায়িত্ব ছিলো কল সেন্টার এর সফটওয়ার ডেভেলপমেন্ট করা এবং কল সেন্টার এর সার্ভার মেইনটেইন করা।এতো দিন ভালোই এনজয় করছিলাম। নিজের লাইনের কাজ। আর যেহেতু সফটওয়ার বানানো কাজ টা আমি বেশ এনজয় করি তাই ভালোই ছিলাম।আরেকটা সুবিধা আছে কল সেন্টার এ কাজ করার। যেহেতু কল সেন্টার ২৪ ঘন্টার ইউনিট, আর আমাকে একটা টীম লীড করতে হয় তাই আমি অফিসে যেতাম ১০/১১ টার দিকে , বের হতাম ৮/৯ টার দিকে। কর্পোরেট পলিটিক্স এর একটা প্রধান মটো হলো “Break the comfort zone”।মানে যে যেইখানে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে ,তাকে সেখান থেকে সরিয়ে দাও।এটা যখন আমরা লীডারশীপ ট্রেনিং করি সেখানে শেখানো হয়।
১.৩- বেশ কিছুদিন থেকেই আমাকে আমাদের পুরা ডিভিশন এর সফটওয়ার ডেভেলপমেন্ট আর রিপোর্টিং এর দায়িত্ব দেয়ার জন্য ঐ ইউনিট এর বস অফার করতেছিলেন। কিন্তু কেনো জানি যেতে ইচ্ছা করতেছিলো না।ভালোই তো আছি। কি দরকার এতো দৌড়ের উপর থেকে। কি হবে এতো তাড়াতাড়ি মাথায় এতো বোঝা নিয়ে? কিন্তু ঐ যে, বোর লাগার কারনে গত সপ্তাহে যখন ঐ বস ৩য় বারের মতো অফার করলেন, তখন ভাবলাম, দেখি একটি চেঞ্জ করে। বসকে বললাম ঠিক আছে আমি রাজি দায়িত্ব নিতে। উনি বললেন ঠিক আছে আমি প্রসেস শুরু করি। এই হলো কর্পোরেট কালচারাল এর আরেক পিকিউলিয়ার নীতি।সব কিছুতেই প্রসেস। ভার্বালি আমাকে রাজি করিয়ে পুরা ডিভিশন এ মেইল করা হলো ঐ ডিভিশন এ একজন কে নেয়া হবে। যারা আগ্রহী তারা যেনো মেইল করে। তারপর পরশু বেশ কয়েকজন কে মেইল দিয়ে জানিয়ে দেয়া হলো আপনাদেরকে শর্ট লিষ্ট করা হয়েছে ইন্টারভিউ এর জন্য। আজকে ছিলো সেই ইন্টারভিউ। আরেকটা কাহিনি মনে হয় সব কোম্পানীর জন্য সত্য। এইচ আর এর লোকজনের অফুরন্ত সময়।
তো ইন্টার ভিউ এ আমাকে যখন সংশ্লিষ্ট ইউনিট এর বস কে বলা হলো কিছু জিজ্ঞাসা করার জন্য উনি যেই কথাটা বললেন শুনে খুব ভালো লাগলো। মনে হলো যে, এতো দিন যে পরিশ্রম দিয়েছি কিছুটা হলেও কাজে লেগেছে। উনি বললেন, “I know what is his skill and capability. So discussing this is a waste of time”(বস দের মুখে এই কথা শুনতে কার না ভালো লাগে)।
কিন্তু খারাপ কথা হলো যে, আমাকে রবিবার থেকে সকাল ৮ টায় অফিস এ যেতে হবে। কারন ৯টায় ডেইলি CEO থেকে শুরু করে সব ম্যানেজমেন্ট এ একটা রিপোর্ট প্রতিদিন দিতে হবে। তাও একটা চেঞ্জ তো হলো।আর পুরো ডিভিশন এর সফটওয়ার ডেভেলপমেন্টও এখন থেকে আমাকেই দেখতে হবে।
১.৪-বিকালে হঠাত খেয়াল হলো আরে আগামী দুই দিন তো বন্ধ। আহ, ছিটি।কামরুল কে ফোন দিলাম ক্লাব এ আয় আড্ডা দেই। ও বল্লো ঠিক আছে আয়। মুস্তাকিম আর সাদিকুর কে ফোন দিলাম ক্লাব এ চলে আয়।অফিস থেকে বের হয়ে বনানী পর্যন্ত আসতেই বস আমাদের এজিএম এর ফোন। বের হয়ে গেছেন? জ্বি বস, ৬৩০ বাজে। কালকে যে একটু আসতে হবে। কেনো? সার্ভার এ তো আপনি ছাড়া কারো এক্সেস নাই। কালকে এসে টাইম ১ ঘন্টা আগাতে হবে।কি জ্বালা। ঠিক আছে বস, আমি কালকে এসে করে দিয়ে যাবো দুপুরে।
১.৫-ক্লাবে বসে আড্ডা দিচ্ছি আমি কামরুল। বাকিরা তখনো আসে নাই।হঠাত কামরুল বলে, যাহ আজকে ধরা খাইলাম। কেন কি হইছে? অই যে, দরজায় দেখ কে? তাকিয়ে দেখি আমাদের সানা ভাই।উনি এসে আমাদের সাথে বসলেন। বেশ অনেক্ষন আড্ডা হলো উনার সাথে। তারপর উনি চলে গেলেন। আর আমরা ছিলাম রাত ১০৩০ পর্যন্ত। ভালোই দিন গেলো। কিন্তু কালকে অফিসে যেতে হবে চিন্তা করেই তো মেজাজ গরম হচ্ছে। ঐ মাস্ফু ১০টা ফ্রন্ট্রোল দে তো। দেখি মেজাজ ঠান্ডা হয় নাকি।
৪৬ টি মন্তব্য : “দিনলিপি ০৪: আবোলতাবোল”
মন্তব্য করুন
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
অন টপিক-অন্যকে যন্ত্রণা দিয়ে এই বিকৃত স্যাডিস্টিক মনোভাব প্রকাশের জন্য রিবিন ভিয়ের বিঞ্চাই :((
আর পুরো ডিভিশন এর সফটওয়ার ডেভেলপমেন্টও এখন থেকে আমাকেই দেখতে হবে।
রিবিন ভি ইঙ্গিতে জিনিয়ি দিলিন যি ইনার প্রিমোশিন হিইছে।
ইই ইপিলিক্ষি একটা খিওয়া-দিওয়া চিই :((
নারে, ওইটা হইলে তো ভালোই হইতো। ~x(
অভিনন্দন, রবিন ভাইয়া।
খানা টা মিস করলাম। এখনো ব্যচেলর হওয়াতে বেচে গেলেন। 🙂
দেশে গেলে ভাবির হাতের রান্না নাহয় খাবেন। 😀
খেতে পারলে আর কি !!!!!!!! 😕
ভাবি কোনো খানা তো হয় নাই। 😮
সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা সর্বভূক টাইপের।
ভাবি কোনো খানা তো হয় নাই। 😮
খানা হয়নাই সামনে নিশ্চই হবে, অইটার কথাই বলছিলাম। 🙂
অবশ্যই ভাবি হবে সামনে। কারন আপনিই তো বললেন
ঠিক মতো বাসায় পৌছেছিলি তো? 😉
সাদিকুর কিন্তু তিন পেগ খেয়ে বলছিলো 'কনকচাঁপাকে আজকে এতো সুন্দর লাগছে কেন?' :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তিন না বেটা, পাচ। :))
😕
:khekz:
একটু ডিটেইলস বলবেন ভাইয়া? 😀
পুরা সেকশনের দায়িত্ব পাওয়ায় অভিনন্দন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যেহেতু সফটওয়ার বানানো কাজ টা আমি বেশ এনজয় করি তাই ভালোই ছিলাম
দীর্ঘশ্বাস......
ভাইয়া, নতুন দ্বায়িত্ব পেলেন। কি খাওয়াবেন বলেন,
😀 😀 😀
কি জানি ............ সংসার করার চাইতে চাকরী করাটা আমার কাছে বেশী বিরক্ত লাগে ............
যাই হোক ...... অভিনন্দন রবিন ......
অভিনন্দন রবিন ভাই...... লেখা পড়ে ভাল লেগেছে, তবে সবচেয়ে ভাল লেগেছে শেষ দুই লাইন 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দায়িত্ব বেড়ে যাওয়ার একটা আলাদা স্যাটিস্ফ্যাকশন আছে। আশা করি শত ব্যাস্ততার মাঝে তুমি সেটার স্বাদ পাবে। অভিনন্দন! কিন্তু জুনিয়র ছেলেপেলে এই উপলক্ষে কি যেন চায় সেটা একটু খেয়াল রেখ। স্পেশালি মাস্ফ্যু বেচারা অনেকগুলো তোমার মনোরন্জনমূলক :frontroll: দিল সেটা একটু দেখ।
রিবিন ভিইইইইইইইইইইইইইইইইই, পির্টি খিবো :awesome: :awesome: :awesome: :awesome:
নাহ, এখনো মনে হয় ভালো ব্লগার বা লেখক হইতে পারি নাই। বুঝাতে চাইলাম এক, লোকজন বুঝলো আরেক।
ভাইসব, আমার কোনো প্রমোশন হয় নাই। খালি এক ইউনিট থেকে আরেক ইউনিট এ গেছি। আর এই লেখায় বুঝাতে চাইলাম আমার সকালে উঠার বেদনা, শুক্রবারে অফিসে যাবার কষ্ট। কেউ বুঝলো না। :bash:
ভাইয়া, আমরা সবাই অবশ্যই আপনার কষ্ট বুঝেছি। 🙂
অন্য ইউনিট এ গেলেও প্রমোশনের দোহাই দিয়ে ছোট ভাইরা কোনভাবেই খাওয়া টা মিস করতে চাইছেনা। 😀
এইগুলাতো আমাদের বুঝতে পারার কথাও না , তাইনা? ;;; ;;;
যিনি বুঝবেন তারে তাড়াতাড়ি ঘরে আনা দরকার। এই কথাতো আবার আপনে বুঝতে পারতেসেন না 😀
সাতেও নাই, পাঁচেও নাই
😀 :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বুঝা গেছে জিনিস্টা? 😉
আজকের প্রোগ্রাম মনে আছে তো?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অভিনন্দন রবিন ভাই…… লেখা পড়ে ভাল লেগেছে, তবে সবচেয়ে ভাল লেগেছে শেষ দুই লাইন 😀
মারা খায়া গেলি রে..... B-)
অনেক তো হলো রবিন ভাইয়ের; এবার কোন বাবাকেও বলবার সু্যোগ দিন, "আমার মেয়ের দায়িত্বটা নাও বাবা রবিন।"
:grr: :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যথার্থ বলেছ।
:khekz: :khekz:
😀 :grr: B-) 😉 ;;; :-B ;))
রবিন......আজকে সময়মত অফিসে আসছস তো?? নাকি ডে লাইট সেভিং এর খপ্পরে পইড়া দেরী কইরা ফেলছস?? :grr: :grr:
আশা করি এখন তোর প্রাপ্য প্রমোশনটা তাড়াতাড়ি হবে।
কোথায় পাবো সেই বাবা 😉
আপনি মেয়েটাকে খুজে আনেন, আমি বাবাকে খুজে আনবো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুই আমার জন্য মেয়ে আন। বাবা না হইলেও চলবো :grr:
ভাইয়া, উনাকে হলে কি চলবে? ;;) ;;)
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রিবিন ভি, আমাকে ফোন দিয়েছেন :party: :party: :party: :party: :awesome: :awesome: :awesome:
সিরিয়াসলি, আজকে মনটা বেশি ভালো হয়ে গিয়েছে। ভাইয়া অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। you r the best. :hug: :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কিরে ছবি কই? কিছু তো আসে নাই
এইখানে গেলেই পাইবেন। বুঝলাম না ছবি তো আমি দেখি, আপনি দেখেন না ক্যান :-/
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুই আগামী নেক্সট আমার সামনে আসার আগ পর্যন্ত :frontroll: দিতে থাক। সামনে আইসা লং আপ হইয়া থাকবি। 😡 😡
আগামী নেক্সটখিয়াল কইরা কিন্তু
সেকি ভাইয়া, ছেলেটা এত কষ্ট করে আপনার জন্য মেয়ে ঠিক করল, আর আপনি তাকে :frontroll: করতে বল্লেন? 😀
ভাবীপ্পু, দুনিয়ায় ইন্সাফ বলে আর কিছু রইলো না :(( :((
ভাবলাম রবিন ভায় সেলিব্রেটি মানুষ, উনার জন্য সেলিব্রেটি 😉 বউই ভালো, আর উনি কি না আমাকে ফন্টোলে পাঠাইলেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দুঃখ করনা ভাইয়া, মানুষের জন্য ভাল করতে নাই। 😀
ভাবী, আপনি বিচার করেন, আমি কি দেখতে এতোই খারাপ যে আমার জন্য রকিব( x-( ) এই ছবি দিলো? এট লিস্ট এইটা দিলেও তো চলতো।
চিন্তা করেন, পোলাটারে আজকেই ফোন কইরা খবর নিলাম, আর আজকেই আমারে পচাইলো।ঐ, রকিব, তুই দাড়াইয়া কেন। :frontroll: স্টার্ট
ভাইয়া, ছোট মানুষ তো ভুল হইয়া গেসে। দেশে থাকেন তো তাই দেশের সেলিব্রেটি দিল। বিদেশে থাকলে নাহয় আপনার ছবির মত কাউরে পছন্দ করত। 😀
এইবার মাফ কইরা দেন।
ঐ রকিব, যা ভাবি কইলো দেইখা এইবারের মতো মাফ কইরা দিলাম। এখন দে দেখি এক কাপ স্পেশাল চা।
এইডা কে ?????????? :-/ :-/ :-/ :-/ :-/
বাংলা চলচ্চিত্রের অত্যুজ্জ্বল নক্ষত্র মুনমুন, ওরফে মিসেসে হৈলেও হৈতে পারে রিবিন ভাবী 😉
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..