এক সুন্দর বিকেলের মিষ্টি রোদে বাসার লনের বেঞ্ছে বসে আছে এক যুবক এবং তার বুড়ো বাবা। বিকালের রোদে ঘাসের ডগাগুলো চিক চিক করছে।
যুবক টি খুব মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছে। বুড়ো বাবা চুপচাপ তার পাশে বসে আছেন।হঠাত পাশের গাছে একটি পাখি কিচিরমিচির করে উঠলো।বাবা জিজ্ঞাসা করলেন “ওটা কি পাখি?”
যুবকটি পত্রিকা থেকে চোখ তুলে দেখে উত্তর দিলো “বাবা ওটা চড়ুই পাখি”।
বাবা কি যেনো চিন্তা করলো। তারপর আবার জিজ্ঞাসা করলেন “ওটা কি পাখি?”
যুবক টি বল্লোঃ বাবা এইমাত্র বললাম ওটা চড়ুই পাখি।
এইবার পাখিটি উড়ে আরো কাছে এসে বসলো। বাবা আবার বল্লেনঃ ওটা কি?
এইবার যুবক টি একটু রাগত সুরে বল্লোঃ “বাবা এমন করছো কেনো?কতোবার বলবো ওটা চড়ুই চ-ড়ু-ই পা-খি । পাখি।এতোবার বলার পরও কেনো বুঝতে পারছো না?”
বাবা কিছুটা মন খারাপ করে উঠে বাড়ির ভেতর যেতে লাগলো। ছেলে চীতকার করে বললো”কোথায় যাচ্ছো?”
বাবা কোনো উত্তর না দিয়ে ভেতরে গেলো এবং একটু পর একটি ছোট ডায়েরি নিয়ে ফিরে এলেন।
তারপর ডায়েরির ভেতরের একটি পাতা খুলে দিয়ে ছেলেকে বললেন “জোরে জোরে পড়ো”।
যুবকটি পড়তে লাগলোঃ
“আজকে আমার ছেলে(যার বয়স তিন বছর) আমার সাথে পার্কে বসে ছিলো। হঠাত আমাদের সামনে একটি চড়ুই পাখি এসে বসলো।আমার ছেলে সর্বমোট ২১ বার আমাকে জিজ্ঞাসা করলো ওটা কি।এবং আমি ২১ বার ওকে বললাম যে ওটা একটি চড়ুই পাখি।সে আমাকে যতোবার জিজ্ঞাসা করলো ততবার আমি তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম বিরক্ত না হয়ে। ”
যুবক টি ডায়েরি থেকে চোখ নামিয়ে তার বাবা কে জ়ড়িয়ে ধরলো।
অসাধারন , তাই না? অন্তত আমার কাছে লেগেছে। এক চেইন মেইল এ এই ভিডিও টা পেয়ে দেখার পর অনেক্ষন কিছু চিন্তা করতে পারি নাই। আসলেই আমরা আমাদের পেরেন্টস এর সাথে কতো স্বার্থপর আচরন করি।
লিংকঃ
অসাধারণ রবিন ভাই।
:hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মন খারাপ জাগানিয়া পোস্ট । তোরে কইষা মাইনাস ।
আমারে মাইনাস দে। কিন্তু পেরেন্টস রে টাইম দিস।
মনটাই খারাপ করে দিলি রে!
আমরা আমাদের প্যারেন্টসদের সাথে অনেক দূর্ব্যবহার করি! 🙁 🙁
সহমত
স্নেহ নিম্নগামী ...... সুনীলের একা এবং কয়েকজন বইটাতে পড়েছিলাম।
খুবই সত্য কথা। :thumbup:
আসলেই ...... আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের জন্যে যেরকম ফিল করি, বাপ মায়ের জন্যে অতটুকু ফিল করিনা। এইটার সবচেয়ে বড় কারন হলো, আমরা আমাদের বাচ্চাদের কতটুকু ভালোবাসি সেটা তাদের আসল সময়ে, যখন তারা আসলেই সব কিছু বোঝা শুরু করে, আমার মতে কৈশোর এবং তারুন্য, বোঝাতে পারিনা।
এইটাতো জটিল কথা বলছেন
জটিল জটিল......।। :((
সিসিবিতে ভালো কিছু পাইলেই আম্মুকে দেখাই, আজকেরটা দেখাতে গিয়েও থেমে গেলাম। আমাকেই কি দেখানো হচ্ছে না এখানে?
রবিন ভাই, হ্যাটস অফ টু ইউ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নচিকেতার বৃদ্ধাশ্রম গানটার কথা মনে পড়ছে।
http://www.youtube.com/watch?v=kfyAvi890W8
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চেইন মেইলটা অনেকদিন আগে পড়েছিলাম কিন্তু ভিডিওটা এই প্রথম দেখলাম।
ধন্যবাদ রবিন।
:hatsoff:
আব্বু আম্মু থাকতে কখনো তাঁদের বুঝাতে পারি নাই যে কতটা ভালোবাসি তাঁদের...আজকের ভিডিও টা দেখে তাই চোখের পানি আটকাতে পারলাম না। ওনারা আজ নাই, মনটা সারাক্ষন তাই কাঁদে। আব্বু আম্মু'র সাথে ভালো ব্যবহার করা খুব কঠিন একটা কাজ, সারাদিনে কয়বার আমরা তাঁদের সাথে হাসিমুখে কথা বলি? আমাদের উচিত তাঁদের প্রতি অনেক বেশী সচেতন হওয়া। একটা বাণী আছে না...'রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা'..."আমরা যেনো বাবা-মা'র সাথে তেমন যত্নশীল হই, শিশুকালে তাঁরা আমাদের প্রতি যেমন ছিলেন"...
ভাইয়া আপুরা, যাদের আব্বু-আম্মু এখনো আছেন, প্লিজ প্লিজ তাঁদের সময় দিন, এপ্রিশিএট করেন, তাঁদের হাসিমুখে রাখুন...
আমি ইদানিং কেনো জানি এই কথা গুলা খুব ফীল করতেছি
চেইন মেইলটা আমিও আগে পড়ে বেশ ইমোশোনাল হয়েছিলাম। ধন্যবাদ রবিন আবার মনে করিয়ে দেয়ার জন্য। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দেখলাম রবিন ভাই। ধন্যবাদ।
আমিও আরেকটা দিয়ে যাইঃ
জোস। ভালো লাগলো।
কঠিন ...... :clap: :clap: :clap: :clap:
:thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:clap:
ভাইয়া
বড় ইমোশোনাল হয়ে গেছিলাম...
বড়ই সত্য কথা :hatsoff: :hatsoff: