ও সন্ধ্যা,তুমি ভিজেছো বুঝি আজ
সবুজের গায়ে রূপো খেলা করে তাই
আকাশের গায়ে ধূসরের কারুকাজ
:প্রেম বাড়ে অযথাই!
ও হাওয়া,আজ আশ্বিনের শেষ রাত
চাঁদ নিভে গিয়ে চারদিক ঘন কালো
চুপিচুপি এসে ছুঁয়ে দিও প্রিয় হাত
:প্রেম রঙ বদলালো!
ও সন্ধ্যা,তুমি ভিজেছো বুঝি আজ
সবুজের গায়ে রূপো খেলা করে তাই
আকাশের গায়ে ধূসরের কারুকাজ
:প্রেম বাড়ে অযথাই!
ও হাওয়া,আজ আশ্বিনের শেষ রাত
চাঁদ নিভে গিয়ে চারদিক ঘন কালো
চুপিচুপি এসে ছুঁয়ে দিও প্রিয় হাত
:প্রেম রঙ বদলালো!
:clap: