সন্ধ্যা ও প্রেম বিষয়ক


ও সন্ধ্যা,তুমি ভিজেছো বুঝি আজ
সবুজের গায়ে রূপো খেলা করে তাই
আকাশের গায়ে ধূসরের কারুকাজ
:প্রেম বাড়ে অযথাই!

ও হাওয়া,আজ আশ্বিনের শেষ রাত
চাঁদ নিভে গিয়ে চারদিক ঘন কালো
চুপিচুপি এসে ছুঁয়ে দিও প্রিয় হাত
:প্রেম রঙ বদলালো!

৫৮৯ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “সন্ধ্যা ও প্রেম বিষয়ক”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।