দিলাম পাল্টে স্রোত

লেখনী শক্তি বা জৌলুস যাই বলেন না কেনো, কোনটা যে লোপ পেল বোঝা যাচ্ছেনা । বাংলা ভাষার দখল যাকে অনেকে বলে থাকেন তাকেই আবার অনেকে আদিখ্যেতা বলে চালিয়ে দিতে কুন্ঠা করেন না । আইজকাল কানের দুইপাশ দিয়া হাপরের লাহান ধুয়া উঠতাছে আমার, মাগার চান্দি ঠান্ডা না রাইখ্যা উপায় আছেনি ? প্রেম প্রেম গুলুগুলু ছব্দ যুদি মাতা থাইক্যা , কলম থাইক্যা না বাইর হয় আমার, হেইডা কি আমার দোস ? আজব কিসিমের হয়্যা গেলাম দেখি ! বান্দরের বাচ্চা যদি বুজবার পারে যে ফুটবল খেইল্যা বান্দরের বাচ্চার জীবন কাটলেও মাইনষের বাচ্চার জীবন চলতে পারে না… সেইখানে আমি যুদি বুজবার পারি যে সারাজীবন এই পেরেম ভালোবাসার গুষ্টি কলম আর মাথা দিয়া উদ্ধার না কইরাও মানুষরে নিয়া মানুষের জীবনরে নিয়া লেখা যায় তাইলে মনে লয় মহাভারত অশুদ্ধ করি নাই ।লেখালেখির বয়স তো বেশি নয় আমার। আট’ন বছরে মানুষ আর কতটুকুই বা লেখা শেখে ? তারপর আবার প্রেম সংক্রান্ত লেখার ব্যাপারে যথেষ্ট চুলকানি।

এই বিষয়ে না লিখলে কি সেটা লেখা হয়না ?

দেখিনা চেষ্টা করে…

৫৪৯ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।