চারিদিকে এই যে আমার এত অভাব
তবু জল পেলেই নেমে পড়ার পুরনো স্বভাব
আজো আমার আগের মতই রয়ে গেছে
তরুণী ভাবছে ‘তাতে আমার বয়েই গেছে’!
কার যে কোথায় কি বয়ে যায় কেই বা জানে
এক ছবির দুজন করি জীবনভর ভিন্ন মানে!
ভার্চুয়াল কাব্যগ্রন্থ: নষ্ট হব, হবে?
১ মে ২০১৫
নিউক্যাসেল, অস্ট্রেলিয়া
বিস্তারিত»
