চারিদিকে এই যে আমার এত অভাব
তবু জল পেলেই নেমে পড়ার পুরনো স্বভাব
আজো আমার আগের মতই রয়ে গেছে
তরুণী ভাবছে ‘তাতে আমার বয়েই গেছে’!
কার যে কোথায় কি বয়ে যায় কেই বা জানে
এক ছবির দুজন করি জীবনভর ভিন্ন মানে!
ভার্চুয়াল কাব্যগ্রন্থ: নষ্ট হব, হবে?
১ মে ২০১৫
নিউক্যাসেল, অস্ট্রেলিয়া
বন্ধু, সুস্বাগতম আমাদের নিজেস্ব ব্লগস্ফেয়ারে।
এই যে শুনি, লেখকরা সেলিব্রিটি হয়ে গেলে ব্লগ মাড়ায় না, এইটা তাইলে তোর জন্য ঠিক না।
একজন সেলিব্রিটি কবি, উপন্যাসিক, গল্পকার, নাট্যকার হয়েও তুই যে ব্লগে এলি এটা আমাদের মত তুচ্ছ ব্লগারদের পরম সৌভাগ্য।
ভবিষ্যতেও লিখবি কিন্তু, বলে রাখলাম............
বাই দ্যা ওয়ে, কবিতাটা কতটা ফাটাফাটি, সেতো আগেই বলেছি ফেসবুকে। এইখানেও সেটাই ডিটো করে দিচ্ছি...
ফিলিং গ্রেট!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ব্লগে স্বাগতম হাসনাত ভাই, কবিতা দারুন লাগলো।
আশা করি নিয়মিত আপনার লেখা পড়তে পারবো, হ্যাপি ব্লগিং 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গ্রেট টু সি ইউ হিয়ার ।
জীবনভর ভিন্ন মানের ভিন্ন থেকে ভিন্নতর খেরোখাতা উঠে আসুক নিত্য ।
আমরা আপ্লুত হই । উদ্বেল হই । আরো তৃষ্ণার্ত হই ।
স্বাগতম হাসনাৎ ভাই।
অসাধারণ একটা লেখা দিয়ে শুরু করলেন।
আপনার বাকি লেখাগুলোও শেয়ার করেন প্লিজ।
৭৮-৮৪ ব্যাচটা তো দেখি মারদাঙ্গা ব্যাচ একখান!
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂 🙂
ব্লগে সুস্বাগতম হাসনাত ভাইয়া!
বাজীমাত প্রথম লেখাতে বলতেই হবে। নূপুরের সাথে আমিও একমত, ৭৮-৮৪ ব্যাচের ভাইয়ারা ব্লগ আলো করে আছেন।
স্বাগতম মিলটন, এতদিনে সত্যিকারের একজন কবির পাড়া পড়ল পাড়ায়
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
স্বাগতম মিলটন, এতদিনে সত্যিকারের একজন কবির পাড়া পড়ল এপাড়ায়
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
স্বাগতম :boss:
কবিতা :awesome:
পুরাদস্তুর বাঙ্গাল
সিসিবি'তে সুস্বাগতম!
চমৎকার কবিতা। মানের ভিন্নতাই তো কবিতার উৎস!
এই কবিতার বয়সে নেমে মন্তব্য করতে হবে...
তাহলে বলতেই হয়... ঝাক্কাসসসসসসস & জোসসসসসসসস হইসে।
চ্যারিটি বিগিনস এট হোম
সি সি বি তে আমি মোটামুটি নতুন, মাস ছয় হবে কিনা। আগে ব্লগ জগতের সাথে পরিচয় ছিল্ সামান্যই। এসে দেখি এ আরেক জগৎ।
তখন থেকেই ভাবছি আমাদের বোনাফাইড কবি এখানে নেই কেন।
স্বাগতম কবি :boss:
বন্ধু, বড় ভাই, ছোট ভাই-বোন সবাইকে ধন্যবাদ। পারভেজ, আমি ব্লগে লিখি না এটা সত্যি তবে ক্যাডেট কলেজ ব্লগতো স্রেফ ব্লগ না। দেশ থেকে এত দূরে থেকে, এত ব্যস্ততা সত্বেও ক্যাডেট কলেজতো ভাবনার একটা বড় অংশ জুড়েই রয়ে গেছে আজো। আমি চেষ্টা করব মাঝে-মধ্যে এখানে লেখার। চিয়ার্স।