১।
“কিরে নীল, প্রাইভেট পড়তে যাবি না?”
“দেখ, ছুটির আছে আর ৫ দিন, তারপর তো আবার সেই জেল খানাতেই যেতে হবে।একটু এনজয় করতে দে। এতো পড়ে কি হবে?”
“ঠিক আছে, তুই আড্ডা দে, আমি একটা চক্কর দিয়ে আসি।”
আকাশ গেলো পড়তে। ধুর আজকে পোলাপান আস্তে এতো দেরি করতেছে কেনো?কলেজে যাওয়ার আছে আর পাচ দিন। তারপর তো আবার সেই বন্দী জীবন। ইস, কবে যে এই লাইফ শেষ হবে, আর ভার্সিটি লাইফ শুরু হবে।
ওইযে আসছে হাসান, তমাল আর সোহেল।তমাল ওর সাথে একই কলেজে।আর সোহেল ওর স্কুল ফ্রেন্ড।
সোহেলঃ “ওই আসার পথে একটা কাহিনি দেখলাম”।
নীলঃ “কি এমন কাহিনি যে তুই এতো উত্তেজিত?”
সোহেলঃ “আরে তোদের পাশের বাড়ি আছে না যেটা বহুদিন ধরে খালি পড়ে আছে, ওইটাতে দেখলাম নতুন ভাড়াটিয়া এসেছে।
নীলঃ কি বলিস, এতোদিন ধরে তো খালি পড়ে আছে। হটাত ?
সোহেলঃ তার উপর একটা মেয়েকেও দেখলাম। তোর তো কাহিনি হইয়া গেলো রে।
নীলঃ হ্যা। এমন ভাবে বলতেছিস, যেনো আমার সাথে ডেটিং করতে আসছে।
সোহেলঃ আরে তোরে চিনি না, ঠিকই কিছু একটা করবি।
নীলঃ আচ্ছা, দেখা যাবে পড়ে। চল, পার্কে যাই, বাতাস খেয়ে আসি।
২।
আড্ডা দিয়ে নীল বাড়িতে ফিরছে। বাসায় ঢুকার সময় হঠাত মনে পড়ল পাশের বাড়ির কথা। তাকিয়ে দেখে আসলেই সেখানে নতুন মানুষ দেখা যাচ্ছে। ওর মনে পড়ে গেলো অনেক দিন আগের এক ঘটনার কথা।
তখন ওই বাড়িতে থাকতো এক জজ সাহেব। খুবই রাগি ছিলেন তিনি। ওই বাড়িতে আবার ছিলো এক বিশাল আম গাছ। এক রাতে ওরা কয়েকজন গেলো আম চুরি করতে। মিশন প্রায় শেষ পর্যায়ে। হঠাত জজ সাহেবের হাতে ধরা পড়লো নীল আর সোহেল। সরাসরি ওর বাসায় কম্পলেইন। বাবা ওইদিন কি মারটাই না দিলেন ওকে।
বাসায় ঢুকেই নীলের চিতকার” মা, ভাত দাও।”
মা বল্লোঃ “গোছল করে আয়”
নীলঃ ধুর কলেজে তো আগে লাঞ্চ করি তারপর গোছল করি।
মাঃ এটা তোর কলেজ না। গোছল না করলে খাবার নাই।
নীলঃ ধুর, ওকে, এখনি আসতেছি।
খাবার পর নীলের বোন প্রিয়া এলো স্কুল থেকে।
প্রিয়াঃ কিরে ভাইয়া, পাশের বাসায় মনে হয় নতুন ভাড়াটিয়া এসেছে।
নীলঃ মনে তো হয়। তাতে তোর এতো খুশির কি আছে?
প্রিয়াঃ খুশির কিছু নাই। কিন্তু বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে ছিলো তো তাই।
নীলঃ যা ভাগ। রেস্ট নিতে দে।
৩/
বিকালে নীল বাইরে যাবার আগে ছাদে গেলো। হটাত দেখলো পাশের বাসার ছাদে একটি মেয়ে হাটছে।
বাহ বেশ সুন্দর তো।
আড্ডায় যাবার পরই সোহেলের চিতকার “ কিরে তোর আস্তে এতো দেরি হলো কেন? পাশের বাসায় টাংকি মারার ট্রাই করেছিলি নাকি?”
“হ্যা। তোর মাথায় তো এইসব ছাড়া আর কিছু ঘুরে না। কে কার সাথে টাংকি মারে, কার সাথে কার সম্পর্ক ইত্যাদি।“
দোস্ত, শোন, হাসানের অবস্তা কিন্তু বেশ খারাপ।
নীলঃ কেন? কি হইছে?
সোহেলঃ আরে হাসান বহুদিন ধরে একজন কে পছন্দ করে না? কিন্তু বলার সাহস পাচ্ছেনা।
নীলঃ ওকে দিয়ে কিচ্ছু হবে না। একটা মেয়েকে বলতে পারে না পছন্দের কথা, তাহলে কেম্নে হবে?
তমালঃ হ্যা, নিজের যখন হবে, তখন বুঝবা চান্দু।
নীলঃ ঠিক আছে দেখা যাবে। এখন চল, চা খেয়ে আসি।
৪।
সন্ধায় নীল যখন বাড়িতে ঢুকছে, দেখলো পাশের বাড়ির সেই মেয়েটি ওদের বাড়ি থেকে বের হচ্ছে।আরে আজব। এই মেয়ে আজকে আসলো, আর আজকেই ওদের বাসায় কি করে।
কিন্তু বাসায় ঢুকে তো কাউকে তো জিজ্ঞাসাও করা যায় না। মাকে দেখেই বললোঃ “কি মা, টেবিলের উপর চা বিস্কিট রেডি করা, মেহমান এসেছিলো নাকি?”
মাঃ কেনো, মেহমান চাড়া মনে হয় কোনদিন চা পাস না বাড়িতে।
নীলঃ তা না, এমনি বললাম আর কি।
মাঃ কথা রেখে চা খা। কয়েকদিন পড়ে তো চলেই যাবি। বাসা থেকে যা পারিস খেয়ে যা।
রাতের খাবারের আগে প্রিয়া এলো ওর রুমে।
প্রিয়াঃ ভাইয়া খেতে আয়।
নীলঃ ওই, সন্ধায় যেনো কাকে বাসা থেকে বের হতে দেখলাম
প্রিয়াঃ ওর নাম অনীতা। আমাদের পাশের বাসার নতুন ভাড়াটিয়া। আমাদের ক্লাশেই ভর্তি হয়েছে।আর কোনো তথ্য লাগবে?
নীলঃ না মানে আমি তো এমনি জানতে চাইলাম।
প্রিয়াঃ আমি জানিতো, তুমি এমনি জানতে চাইছো। আমিও এমনি বললাম আর কি।
নীলঃ তুই যা আমি আস্তেছি।
৫।
রাতে খাবার পর নীল শুয়ে শুয়ে চিন্তা করছে, ইস, কলেজে যাবার আর আছে, ৪ দিন। কেনো যে ,ছুটি গুলো এতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার তিন মাস বাসা, আড্ডা থেকে দূরে থাকতে হবে ভাবলেই মেজাজ খারাপ হয়ে যায়। আবার কলেজে যাবার পর যখন দুই দিন ধরে সবার ছুটির বিভিন্ন কাহিনি শুনা হয়, মন এম্নিতেই ভালো হয়ে যায়।না, এখন ঘুমাই, সকাল এ আবার বিরক্তিকর একটা প্রাইভেট পড়তে যাতে হবে। রসায়ন।
(আশা করি চলবে…)
৪০ টি মন্তব্য : “ভালোবাসার বন্ধুত্ব-০১”
মন্তব্য করুন
আবারো ১ম।
কি ব্যাপার জাতি কই??
জাতি ঘুমায়
সংসারে প্রবল বৈরাগ্য!
ধুরু আরো বড় কেনো লিখেন না।
একটু একটু কইরা লিখলে তো হবে না।
বেশী করে চাই।
নেক্সট পর্ব দ্রুত চাই।
ইনশাল্লাহ
যদি ছ্যাকা খাওনের গল্প হয়, পাঙ্গা আছে কিন্তু কয়া রাখলাম।
কেন ভাই?
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার জিগায় কেন ভাই ......... ??!!! এই সাইট পড়া শুরু করলাম ২ মাস হইতে চলতেছে, প্রেমের গল্প দেইখা যেইটা পড়তে যাই, দেখি সেইটা ছ্যাকা খাওনের গল্প।
আমি ত যদ্দুর জানি, ক্যাডেট পুলাপাইন প্রেমের লাইনে খুবই সফল হয়। ব্লগে সেটা টের পাওয়া যাচ্ছে না।
কি কন? ওইদিন ও তো তানভির এর গল্পে কি সুন্দর মিল হইলো লাস্ট এ
আরে তানভীর তো রুপে গুনে অতুলনীয়। ওর গল্পের নায়কেরা তো সেই রকমই হবে। ওর গল্পে যদি ছ্যাকা থাকে তাহলে সেটা অই মেয়েদের চোখে বা মাথায় সমস্যা। আমি আমাদের মতন ছা পোষা লোকজনদের কথা বলছি।
মইনুল ভাই, চামে দিয়া আমারে হেভী টিজ করলেন! 🙁 🙁
আপনি যদি ছা-পোষা হন তাইলে আমরা কি? 🙁 🙁
আচ্ছা ছা পোষা কথাটা উঠায়ে নিলাম। রবিন, আমি আমাদের মতন সাধারন লোয়াজনের কথা বলছি।
মইনুল ভাই, আপনি সাধারণ হইলে আমরা তো নগন্য। 🙁 🙁
এই ত দিয়া দিল।
ভাই, কারে সাধারন কইলেন? আপনি না আমি?
আমারে কইসি। ক্যান, কোনো ঝামেলা ????
কি কন ভাই,আমি অতি সাধারন।
এই কথাটা কিন্তু সিরম হইছে। "আমরা তো আর ভাই না, চাইলেও পাই না"
একমত হইতে পারলাম না। :(( :(( আপ্নে 😡 সফল :boss: বইলা কি সবাইকে তাই মনে করতে হবে?
ওই তুমারে কেডা কইছে আমি সফল ??
আড়ে বাড়ে তো দেখছি ভাই, দেইখাইতো কইতাছি যে ক্যাডেট পোলাপাইন প্রেমের লাইনে সফল।
হ ভাই আ্মরা তাইলে ব্যাঞ্চামু রবিন ভাইয়ের।
আরে ব্যাটা, মাত্র তো লেখা শুরু করলাম। আমি কেম্নে কমু মিল হইবো নাকি হইবো না?
তার পরেও সবাই খালি ছ্যাকা খাওয়ার কাহিনী দিয়া দেয়।
আমরা আর ছ্যাকা কাহিনী চাই না।
:(( :(( :(( :((
খুব ভাব নিয়া বসলাম গল্পটা শেষ করমু কীন্তু ফিনিসিং নাই :((
রবিন ভাই খুব ভালো হইছে চালায়া জান :clap: :clap:
দোস্ত, দারুণ হইছে! :clap: :clap:
পরের পর্বটা প্লিজ তাড়াতাড়ি লিখ।
ইচ্ছা আছে তাড়াতাড়ি লেখার
জোস হইসে। চালায়া যান রবিন ভাই। কিন্তু প্লীজ ছেকার কাহিনি বানাইয়েন না......
ওই বেটা ,ওইদিনও তো তানভীর কি সুন্দর একটা ফিনিশিং দিলো ওর গল্পে x-(
ওই রবিন তুমি কি সাইন্স ফিকশন শেষ করছ? মনে তো পড়ছে না। নতুন সিরিজ শুরু করলা যে? পুরানটার কি খবর?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইয়ে মানে ভাইয়া, একটু চেঞ্জ আর কি। এই গল্পটা বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরতেছে। আমি আবার চরম ডজার প্রজাতির কিনা, তাই ভাব্লাম পরে আর লেখা হবে না।
ধন্যবাদ, সাই ফাই টার কথা মনে রাখার জন্য।
কোন রসায়ন? শারীরিক, না মানবিক? 😉
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
:pira: :pira: :pira:
=))
আহ অনীতা 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
:dreamy:
আমার 'দি গার্ল লেক্সট ডোর' ছবিটার কথা মনে হইতেসে... এলিশা কাথবার্ট... ওহ্!
আহারে কি মনে করাইয়া দিলি রে।
এই সিরিজটা একটু দেরি করে পড়া শুরু করলাম।
হায় অনীতা :dreamy: :dreamy:
শার্লী 😉 😉