আমরা সবাই জানি আগামী ১৯শে জুন, ২০০৯ থেকে আমাদের দেশের ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে নেয়া হচ্ছে। যার ফলে ১৮ই জুন রাত ১১ টায় আমাদের ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে ১৯শে জুন ০০.০০ ঘন্টা করতে হবে।
অনেক তর্ক বিতর্ক চলছে এই নিয়ে। অনেকে বলছে পুরা দেশের সব হিসাব চেঞ্জ হয়ে যাবে, অনেকে বলছে কোনো দরকার ছিলো না। অনেকে বলছে এটা অনেকের বুঝতে সময় লাগবে। আসলে যেহেতু এটা আমাদের দেশে প্রথম , তাই হয়তো অনেকের সমস্যা হতে পারে। কিন্তু ব্যাপারটা কিন্তু এতো জটিল কিছু না। যেমন আমি যখন ১৮ই জুন ০৯ এ এক ঘন্টা এগিয়ে দিবো আমার ঘড়ির কাটা, পরের দিন আমি কিন্তু অফিসে যাবো আগের সময়। মানে যখন আমার ঘড়িতে ৮ টা বাজবে। আবার অফিস থেকে বের হবো যখন আমার ঘড়িতে বাজবে ৫ টা ( লাস্ট কবে ৫ টায় বের হইছি মনে করতে পারতেছিনা, ডেইলি ৭/৮টা বাজে)। ব্যাপারটা হবে আমি যখন ৫ টায় বের হবো, তখন কিন্তু বর্তমান সময়ের ৪ টা। তাই এক ঘন্টা আগে সব অফিস ছুটি হচ্ছে। এতে হয়তো কিছু বিদ্যুত সাশ্রয় হতে পারে। এর চেয়ে বেশি হতো সারা দেশে যেই পরিমান এসি চলে তার ১০% ও যদি কম চলতো।
যাক, ওই গুলা নিয়ে কথা বলা আমার কাজ না। আমার আগ্রহ টেকি বিষয় নিয়ে। তো, এই সময় চেঞ্জের ফলে আমাদের সবার পিসি এর সময় ও চেঞ্জ করতে হবে। আর যেহেতু পিসি এর টাইম আমাদের উইওন্ডোজ/লিনাক্স এর সেটাপ এর সময় অটো করে দেই, তাই ভেন্ডর এর প্যাচ ফাইল ফিয়ে করলে আরো ভালো।লিনাক্সের টা বলতে পারবো না। কিন্তু উইন্ডোজ এর প্যাচ ফাইল অলরেডী মাইক্রোসফট করেছে। আমাদের কলেজের মসিউর ভাই (যিনি মাইক্রোসফট বাংলাদেশে কর্মরত আছেন) উনি কয়েকদিন আগে আমাদের গ্রুপ মেইল এ একটি মেইল করেন। আমি নিচে পুরো মেইলটাই তুলে দিলাম।
Dear All,
As the Govt. is going to introduce DST from June 19th at 11PM, please use the following link to enable DST option for your Windows OS (XP, Vista, 2003 Server, and 2008 Server). This would let you download a .mst file and once you run it, you’ll get a DHAKA option (Just below the ASTANA, Dhaka like you usually get) in the Time Zone settings. Just shift from ASTANA, DHAKA (Which we use by default while setting up the time zone) to DHAKA and this would automatically change your time on July 19th at 11PM.
http://support. microsoft. com/kb/972423
Server admins can roll out this .msi over your Win2003 or Win 2008 AD for mass network wide distribution using WSUS or something like System Center, SMS, MOM or Unicenter.
We’ll be releasing a press release on this within this week.
Please feel free to call me if you have any confusion.I’ ll let you know if there’s any further change or update from microsoft’s end regarding this.
Regards
Moshi/7
ভাবলাম সবার সাথে শেয়ার করি। কারো কাজে লাগতেও পারে।
🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কতদিন পর ১ম........... :(( :(( :(( :((
চউক্ষে স্রেফ পানি চইলা আইল..........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইবার তাইলে খাওয়া 😉
আরো কিছু আইবার কথা আছিলো নাকি? ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
রবিন এইটা কি বললা? তুমি টিটোর চউক্ষের ‘স্রেফ পানি‘ খাইবা? 😮
বাই দ্যা ওয়ে, জরুরি পোস্টটা দেবার জন্য ধন্যবাদ!
স্যার :salute:
:clap: চো প্রাউড অফ ইউ ।
:just: পানি ? :no:
না আসলে এতে হবে না। কারণ একঘন্টা আগে ছুটি হলেও অফিস শুরু হয়েছে কিন্তু এক ঘন্টা আগে। কীভাবে হয়, সেটা খুব সাধারণভাবে এইভাবে ব্যাখ্যা করা যায়-
ধরেন আগে আপনি ঘুমাতেন রাত ১২টায়, উঠতেন সকাল ৮ টায়। কিন্তু ঘড়ির কাটা একঘন্টা এগিয়ে দিলে আপনি যখন রাত বারোটায় ঘুমাবেন, তখন আসলে বাজে ১১টা। এই যে, একঘন্টা আপনার লাইটটা কম জ্বললো। এইভাবে সারাদেশ সকালে আগে উঠবে এবং রাতে আগে ঘুমাবে। শপিংমলগুলো আগে ৮ টা পর্যন্ত খোলা থাকতো এখনও থাকবে (যদিও আসলে খোলা থাকবে ৭টা পর্যন্ত।)।
ঠিক।
:thumbup: :thumbup:
পুলাডার দেখি পরচুর বুদ্ধি।
দেখতে হইব তো কুন কলেজের B-) B-)
সাম্প্রদায়িক কমেন্ট :thumbdown:
ধন্যবাদ রবিন ভাই :thumbup: :thumbup: :thumbup:
কিন্তু আমার জীবনের এক ঘণ্টার কি হইবো? কে কে ফিরাইয়া দিবো আমার এই মূল্যবান হারিয়ে যাওয়া এক ঘণ্টা? :(( :(( :((
(আবীর এখন আইস্যা কইবো, ভাইয়া আসলে কিন্তু এক ঘণ্টা হারায় নাই। আপনার মনে হচ্ছে এক ঘণ্টা আগে মরছেন, আসলে কিন্তু আপনি মরছেন এক ঘণ্টা পরে। বিষয়টা খুব সহজ। ধরেন, আপনি মরেছেন ২০ জুন রাত আটটায়। আসলে পুরোনো সময়ে আপনি কিন্তু মরছেন রাত ৯টায়!! :grr: :grr: :grr: )
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেকদিন ভালো মন্দ খাইনা। আপনার চল্লিশায় পেট ভরে খাইতে হবে :grr: :grr:
আসো, আমি নিজে বইস্যা থাইক্কা তোমারে আমার চল্লিশার খাওন খাওয়ামু! তোমারে খাওয়াইতে বড় মন চায়!! :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রায়হান পিঠে কুলা বাইন্ধা যাইস। সানা ভাইয়ের মতি গতি ভাল মনে হইতাসেনা :no: :no:
:(( আমিও খাপো :((
কি খাবি?
আমাদের দেশে আরো আগেই ডে লাইট সেভিং শুরু করা উচিত ছিল। এতে দিনটা বড় হয়, আগে আগে অফিস শুরু হয়ে আগে ছুটি হয়ে যাবে...আব্বুরা তাড়াতাড়ি বাসায় আসবে। বিদ্যুতের সাশ্রয় হবে...আরো কত সুবিধা!
:thumbdown: :thumbdown: আব্বুরা তাড়াতাড়ি বাসায় আসা মানে তো বিপদ... কারন আব্বু আসার আগ পর্যন্ত আমি থাকতাম বাসার মাস্তান আর আব্বু আসলেই......
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup:
আকাশদা এখন তো আপনি নিজেই বাবা হবেন কদিন পর তকন তো মশাই ঘরে আসার জন্যে কাছা বেঁধে তৈরি থ্বাকবেন মাইরি! 😛
:khekz:
রিবিন ভিই, ইমিদের টিকি প্রিফিক্ট।
টিকি কি রে?
টেকি
রবিন , তুই চুলে কোন জেল ইউজ করিস? 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ki korbi oita dia? tui ek kaj kor. "something about marry " dekh. oikhane gel er new idea pabi :grr:
:khekz: :khekz: :pira: :pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:dreamy: 😮
আচ্ছা একটা কনফিউসান আছে :-/ :-/ , সময় কি ১৮ জুন রাত ১১টায় ১ ঘন্টা বাড়িয়ে ১৯ জুন সকাল ১২টা করা হবে নাকি ১৯ জুন রাত ১১টায় ১ ঘন্টা বাড়িয়ে ২০ জুন সকাল ১২টা করা হবে? কারন মাইক্রোসফ্ট এর ওয়েব সাইটটাতে লেখা আছে-
এটা যদি হয় তাহলেতো ১৯ জুন ২৩:০০ ঘটিকায় এক ঘন্টা বাড়ালে সেটা ২০ জুন ০০:০০ ঘটিকা হয়ে যায়।
ধ্যাত ভুল যায়গায় কমেন্ট টা পরে গেছে :bash: :bash: নিচে আবার এটা দিচ্ছি ওি খানে কেউ উত্তর টা দিয়েন।
🙂
ধন্যবাদ 😀
আশাকরি অধমের মেসেজ পাইসেন 😕
ho paisi. tor sim er kichu korte hoile toder adjutant er maddome aste hobe. ki jani naam dekhlam. rezaul kabir may b.
সেটাতো আমিও জানি কিন্তু উনি তো MGCC ত্রান্সফার হই গেসে 🙁
ধন্যবাদ রবিন ভাই... :hatsoff:
তবে সমস্যা একটা রয়ে গেছে দেখলাম... যেহেতু বাংলাদেশ সরকার এই সিস্টেম শেষ করার কোন নির্দিস্ট তারিখ দেয়নি তাই এই আপডেট চালালেও যখন আবার সময় রিএডজাস্ট হবে তখন ম্যানুয়ালি বা নতুন আরেকটা আপডেট দিয়ে টাইম ঠিক করতে হবে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সমস্যার কিছু নাই আকাশ। এখনকার মতোই তখন সমন্বয় হবে। ভুলে গেলাম, সরকার বলেছে এটা ৩০ সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত চলবে। বাইরে বোধ হয় ০১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত DST চালু থাকে। দুয়েক বছর চললেই সবাই এতে অভ্যস্ত হয়ে যাবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া dst নিয়া কোন সমস্যা নাই... আমি খালি রবিন ভাইয়ের দেয়া ফাইলটার একটা সমস্যার কথা বলতেছিলাম...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ahsan, tumi jodi microsoft er link ta te jau tahole dekhbe oikhane lekha ache:
"No DST end date has been announced yet,This update creates a separate time zone for Bangladesh with the following DST setting:
* DST starts at 23:00:00 on June 19th, 2009
* DST ends at 23:00:00 on December 31st, 2009*
* Note The TZI value in the registry requires DST end date and time, thus Dec 31st, 2009 is set for now until future changes overwrite it."
r i think end time declare hole arekta patch pauya jabe. pelei ami share kormu ne
ধন্যবাদ রবিন। ভালো আপডেট। :clap:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ রবিন ভাই... :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
vaisob, linux e banglai lekhe kemne? ~x(
আচ্ছা একটা কনফিউসান আছে :-/ :-/ , সময় কি ১৮ জুন রাত ১১টায় ১ ঘন্টা বাড়িয়ে ১৯ জুন সকাল ১২টা করা হবে নাকি ১৯ জুন রাত ১১টায় ১ ঘন্টা বাড়িয়ে ২০ জুন সকাল ১২টা করা হবে? কারন মাইক্রোসফ্ট এর ওয়েব সাইটটাতে লেখা আছে-
এটা যদি হয় তাহলেতো ১৯ জুন ২৩:০০ ঘটিকায় এক ঘন্টা বাড়ালে সেটা ২০ জুন ০০:০০ ঘটিকা হয়ে যায়।
amader sorkar to announce korteche 18 tarik rater kotha
তাইলেতো প্যাচের ভাষ্য অনুযায়ি ওটা একদিন পরে মানে ১৯ জুন রাত ১১টায় সময় এক ঘন্টা বাড়াবে 🙁 🙁 🙁 কিন্তু দেশেতো ১৮ তারিকেই সময় বাড়বে আর আমাদের পিসি ১৯ জুন পুরাটা এক ঘন্টা পিছায় থাকবে :-/ :-/
dekhi kalke moshiur bhai re jigamu ne.
রবিন ভাই আজকে জিপি থেকেই একটা মেসেজ আসল যে ১৯ জুন রাত ১১টায়ই সময় ১ ঘন্টা বাড়ান হবে ১৮ জুন না, সে হিসেবে প্যাচটা ঠিকই আছে।
প্যাচ নিয়া দেখি প্যাচ লাইগ্যা গ্যাছে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার মনে হয় সরকারের উচিত ছিল এপ্রিল থেকে এটা চালু করা। দেরীতে হলেও এটা একটা ভাল উদ্যোগ। :thumbup: :thumbup:
আমাদের টিপ্রি (টিকি প্রিফিক্ট)- ভাল এবং দরকারী পোস্ট দিছিস্!
একদম ঠিক কথা আরো আগে থেকে এই সময় পরিবর্তন করা উচিত ছিল।
রবিন, খুবই ভালো এবং দরকারী একটা পোস্ট :thumbup:
:hatsoff:
দিয়া দিলাম লাইফের একটা ঘন্টা B-) কি আছে দুইন্যায় :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
একদিন আগেই দিয়ে দিলেন নাকি?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
যান,এই এক ঘন্টা আবার পাইয়া যাইবেন