যদি পাইতাম- [১]
ছবিগুলো নিউ ইয়র্ক কার শো,এপ্রিল ২০০৯ এর। জানি না গাড়ি নিয়ে কার আগ্রহ কেমন। ভালো লাগতেও পারে। না লাগলে আমার ব্যান চাই।

2010 BMW X6 M
2010acurazdx2010acurazdxf341img

2010-nissan-370z-roadster
যদি পাইতাম- [১]
ছবিগুলো নিউ ইয়র্ক কার শো,এপ্রিল ২০০৯ এর। জানি না গাড়ি নিয়ে কার আগ্রহ কেমন। ভালো লাগতেও পারে। না লাগলে আমার ব্যান চাই।
2010 BMW X6 M
2010acurazdx2010acurazdxf341img
2010-nissan-370z-roadster
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
যদি পাইতাম- :dreamy: :dreamy:
রিবিন ভি, (সিনিয়াররে টিজ করার অপ্রাধে :frontroll: :frontroll: )আর একটু ডিটেলস দেয়া যেতো না। যেমন ধরেন, কোন সালে বানানো, ডিজাইনার কে, etc, etc.
দেয়া যাবে না কেন? পরবর্তী থেকে দেয়ার চেষ্টা করবো।
কিছু তথ্যঃ নিউ ইয়র্ক অটো শো
তারিখঃ ১০-১৯ এপ্রিল, ২০০৯
location: Jacob Javits Convention Center 11th ave
ওডি'র গাড়ি নাই 😕
২০১১ এর মার্সিডিজ পছন্দ হইছে :boss:
ওডি এর একটা জোশ মডেল আসছে ২০০৯ সাংহাই অটো শো তে। দেখি নেক্সট পোষ্ট ঐটা নিয়ে দিবো নে।
বেশ সোন্দর সোন্দর সব গাড়ি দেখি।
বিভিন্ন নায়িকাদের ছবি দিয়া আমিও "যদি পাইতাম" নাম দিয়া একটা পোস্ট দিয়া দিমু নাকি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
শুরু করেন
কাইয়ুম ভাই,
শুরু করেন দেখি...
😀 😀
গাড়ি আমার ভাল্লাগে না :shy:
একটা ভাল দেখে রিকশা পাইলেই আপাতত চলে যেত 🙂
ওই মাস্ফ্যু পরীক্ষা শেষ হইলে সামিয়ার জন্য কিছু স্মার্ট রিকশাওয়ালা ধইরা আনিস। ও ইন্টারভিউ নিয়া চয়েস করলে বাকিটা আমরা কাজি ডেকে ম্যানেজ করে নিব। :grr:
:grr: :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জটিল কইসেন ভাই 😀 😀
আমাগো দোস্তের চয়েস হইলে আমরা...
সবার সামনে থাকব...
ওয়ে ওয়ে :awesome: :awesome:
ইশ! পুরান মডেল হইলেও আমি যদি একটা পাইতাম!
রবিন ভাই, যে গাড়িগুলা দেখাইলেন তার অধিকাংশই চালাইছি। ভালোই খারাপ না। 😀
চালাইছি অবশ্য এন এফ এস-এ। 😛
আপনার সাথে আমার এই ইন্টারেস্ট মিলে গেছে, আমি অবশ্য পাইতে চাওয়ার চেয়ে গাড়ির ইঞ্জিনিয়ারিং আর ডিজাইনেই বেশি আগ্রহী। :-B
আমিও চালাইছি ভাই...
সিরাম মজা পাইছি...
😀 😀
এই্টা হইলো আমার গাড়ি, ত্রিচক্রযান :grr: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:clap:
গাড়ী ত একটাও এই বর্ষায় ঢাকার রাস্তায় চালানোর মতো যথেষ্ট 'উঁচা' না দেখলাম। পানি উইঠা যাইবো...... ;;;
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
জটিল, জটিল।
=)) =)) =))
মাহমুদ ভাই, একখান খোজ দিলাম, দেখেন পসন হয় কিনা 😛
যেকুনু রাস্তায় চলবো, আর সিস্টেম করলে পুরা সিসিবি পার্টি আটবো ভিত্র বাইরে উপ্রে সাইডে মিলায়া। 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss:
যদি ফ্রী পাইতাম :dreamy:
spyker-c8-aileron :thumbup: :thumbup:
spyker-c8-aileron :thumbup: :thumbup: :thumbup: