আরে ধান্দা আছিল, কুমিল্লার ২০০-তম পোষ্টটা নিজে দেওয়ার জন্য এই কাম করছে। :grr: :grr:
কিন্তু রবিনের "চিপা-বুদ্ধি" ভালোই বলতে হবে। গুড জব। 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
@কামস, সরি দোস্ত। অভ্যাসবশে ট্যাগ হইয়া গেছে। এখনি ঠিক করে দিচ্ছি।
@মাহমুদ ভাই, সেই রকম কোনো ইচ্ছা ছিলো না ভাই। তাই এখনি ট্যাগ থিক করে দিচ্ছি। আসলে আমার দাতে কিছু প্রব্লেম হচ্ছে। তাই ডেন্টাল ডাক্তার দরকার ছিলো।
সাময়িক পোস্টেও ট্যাগ 'কুমিল্লা' !! 😮
তোরা পারিসও :-B
ভাবতেছি প্রতিদিন দশটা করে এক লাইনের 'সাময়িক পোস্ট' দিমু :grr:
রবিন ক্যামন আছিস? (ট্যাগ থাকবে 'সিলেট' ) 😉
কি দিয়া ভাত খাইছিস? ( ট্যাগ থাকবে 'সিলেট' ) 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আরে ধান্দা আছিল, কুমিল্লার ২০০-তম পোষ্টটা নিজে দেওয়ার জন্য এই কাম করছে। :grr: :grr:
কিন্তু রবিনের "চিপা-বুদ্ধি" ভালোই বলতে হবে। গুড জব। 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
@কামস, সরি দোস্ত। অভ্যাসবশে ট্যাগ হইয়া গেছে। এখনি ঠিক করে দিচ্ছি।
@মাহমুদ ভাই, সেই রকম কোনো ইচ্ছা ছিলো না ভাই। তাই এখনি ট্যাগ থিক করে দিচ্ছি। আসলে আমার দাতে কিছু প্রব্লেম হচ্ছে। তাই ডেন্টাল ডাক্তার দরকার ছিলো।
কি হয়েছে ভাইয়া??
অফটপিকঃ ছুট্টবেলা থেইকা কালিদাশ নিমের মাজন দিয়া এ্যায়সা কইরা দাত মাজলে আজ এই যন্ত্রণা পোহাইতে হইতো না, রবিন ভাই :grr: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:))
ঠিক বলেছ কামরুল। প্রথমে ভাবছিলাম এই কথাটাও পোস্টে দিব।
হাহাহাহহা, হাসতেই আছি হাসতেই আছি...
আহারে বেচারা দাঁতের ব্যাথায় কাহিল আর ফাজিল পোলাপাইন কি সব কয়।
ওই রবিন দাঁতের ডাক্তার লাগবো না, তুইল্লা ফেল সবগুলা দাঁত। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার তিনজন ব্যাচমেট ডেন্টিস্ট,
কিন্তু ওরা কেউ সিসিবিতে নাই।
আমি কই।
আপ্নে তো টাইপিস্ট খুজেন তাই না। :))
এইবার ডেন্টিস্ট কাম টাইপিস্ট খুজেন।
মুনে কয় খারাপ হইবে না।
জাতি কি বলে?? 😀
x-(
:awesome: