একটি সাময়িক পোষ্ট

সিসিবি এর কেউ কি ডেন্টাল ডাক্তার আছেন?

১,৩৫৪ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “একটি সাময়িক পোষ্ট”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    সাময়িক পোস্টেও ট্যাগ 'কুমিল্লা' !! 😮
    তোরা পারিসও :-B

    ভাবতেছি প্রতিদিন দশটা করে এক লাইনের 'সাময়িক পোস্ট' দিমু :grr:

    রবিন ক্যামন আছিস? (ট্যাগ থাকবে 'সিলেট' ) 😉

    কি দিয়া ভাত খাইছিস? ( ট্যাগ থাকবে 'সিলেট' ) 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    আহারে বেচারা দাঁতের ব্যাথায় কাহিল আর ফাজিল পোলাপাইন কি সব কয়।

    ওই রবিন দাঁতের ডাক্তার লাগবো না, তুইল্লা ফেল সবগুলা দাঁত। 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।