ইদানীং এই এক সমস্যা। একদিন সিসিবি তে না আসলে এতো লেখা জমে যায় যে পড়ে কূল পাওয়া যায় না।এক সপ্তাহ দেশের বাইরে ছিলাম। এসে দেখি এতো লেখা । ২ দিন ধরে অফিসের ফাকে ফাকে পড়তেছি, তাও শেষ হয় নাই। আমার টুরের কিছু ছবি দিলাম। ছবিগুলো ব্যাংকক আর পাতায়া তে তোলা।
(অফ-টপিকঃ বীচের ছবি দিখে আবার কেঊ মিইন্ড খাইয়েন না। পাব্লিক ডিমান্ড ছিলো। )
from the plane (from 55000 ft)
পাতায়া বীচ
কোরাল আইল্যান্ড (পাতায়া)-১
কোরাল আইল্যান্ড (পাতায়া)-2
কোরাল আইল্যান্ড (পাতায়া)-3
Ripley’s believe it or not
tiger with tigress
BTS (skytrain) bangkok
১ম 😀 😀 😀
:awesome: :awesome:
:tuski: :tuski: :tuski:
:guitar: :guitar:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিরে রবিন কবে আইলি???
যাইহোক, আগের বারে মত সেরকম কিছু ছবি এইবারো চাই, বুঝছোসতো 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনি অন লাইন এ আসেন
কাইয়ূম ভাই, আই এম আফটার ইউ... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বউ-পোলা নিয়া পাতায়া বিচের পাশে গাড়ি পার্ক করে একটু এগোতেই দেখি পানি থেইক্কা উইট্টা আইতাছে পশ্চিমি টপলেস মধ্যবয়সী। নিজের আগ্রহ থাকলেও বউ পোলার ডরে লগে লগে উল্টা ঘুর! :bash: :bash: :bash: এরপর চইলা গেলাম এক আইল্যান্ডে। পোলারে নিয়া পাতায়া বিচ!! ~x( ~x( ~x(
এরপর গেলে একলা, নইলে :just: কাউরে নিয়া ..........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮
সানা ভাইয়েরও :just: কেউ আছে নাকি ??? ;;;
সিনিয়র ভাইয়ের চরিত্র নিয়া সন্দেহ প্রদর্শনের দায়ে মটর সাইকেল পানিশমেন্ট। স্টার্ট......... প্যারেড গ্রাউন্ড ১০ চক্কর!! কুইক। অ্যাডজুটেন্ট ইউসুফ?? x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁 🙁
:(( :((
ওকে বস্। এই ষ্টার্ট করলামঃ
:মোটর সাইকেল পানিশমেন্ট:
:প্যারেড গ্রাউন্ড ১০ চক্কর:
:কুইক:
:অ্যাডজুটেন্ট ইউসুফ:
সবই বুঝলাম, মাগার "অ্যাডজুটেন্ট ইউসুফ" টা কোন পানিশমেন্টের নাম? :-B
জ্বী, বস! ও কে বস!
😡 😡 😡 😡 :chup: x-( :chup: x-(
রহমান : তুমি অ্যাডজুটেন্টকে নিয়া মশকরা করতে পারলা? x-( তাও প্রকাশ্যে! 🙁 ব্যাপারটা অ্যাডজুটেন্টের হাতেই ছাইড়া দিলাম।
ইউসুফ হচ্ছে সিসিবির এমপির অ্যাডজুটেন্ট।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀
Life is Mad.
ভাই, অইখানে কাউরে :just: নিয়া যাবেন কেন? গেলেই :just: কাউরে পাইয়া জাবেন।
ভালোই বলেছ। সুকুমবিতে তো ডাকতেই থাকে! :shy: :shy: :shy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি সুকুম্বিত-৩ এ ছিলাম। গ্রেস হোটেল এর পাশে
আমি ছিলাম ৪-এ। ২০০৭ সালের ডিসেম্বরে গিয়েছিলাম ছুটি কাটাতে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
৪ এ একটা বিশাল এরিয়া আছে। গেছিলেন নাকি? 😀
ছি ছি ছি ছি! অশ্লীল আলোচনা।
অফ টপিকঃ আমিও যাপো :(( :((
যা ঘুইরা আয়
বাহ গ্রুপ ডিস্কাশন তো ভাল হচ্ছে।
তা টপিক্টা যেন কি ছিল? 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😛
:dreamy: :dreamy: :dreamy: :dreamy:
Life is Mad.
বীচের ছবি গুলা পছন্দ হয়নাই :no: । আমাদের কক্সবাজার বীচ অনেক বেশি সুন্দর :thumbup: ।
জানি, পাতায়া বীচ কি জন্য এত বিখ্যাত ;;;
ঐজন্য দেখতে গেলে অবশ্য কিছু বলার নাই 😛
একমত। ওরা ২ ফুট বীচ নিয়া বিখ্যাত। আর আমাদের এতো বড় বীচ। খালি টুরিস্ট দের ফ্যাসিলিটি দিতে পারলেই আমরাও বিখ্যাত থাকতাম
থাইল্যান্ডের মতো বিখ্যাত হতে চাওয়ার আগে ভাল করে ভাবতে হবে। ওদের 'সিরাম' বিষয়ে এতই সুনাম যে একবার এক ইংরেজি ডিকশনারী ব্যাংককের পরিচয়ে লিখেছিলো যেখানে অনেক পতিতা পাওয়া যায় :grr: :grr: :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমি বলতে চাইছিলাম যে, আমাদের অনেক কিছু আছে যেগুলা শুধু প্রোমোশনের অভাবে কিছু হচ্ছে না
আমার বিচখানা একেবারেই পছন্দ হয় নাই। :thumbdown: :thumbdown: প্লেন থেকে তোলা ছবিটা ভাল লেগেছে। :clap:
৫ নাম্বারটা ভাল ছিল । 😀
রবিন, ছবিগুলো ভাল ছিল, তবে ভাল করার আরো অবকাশ ছিল। :-B
অফটপিকঃ তুই না আমাকে কি সব ডকুমেন্টস মেইল করবি বলছিলি! এখনও তো মেইল করলি না! 😛 😛
কক্সবাজারের কাছে এইগুলার বেইল নাই, তবে কক্সবাজারে পানিটা আবার একটু ঘোলাটে......। পুরা নীল না।
অই রবিন, তোমার সাইন্স ফিকশনের কি অবস্থা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:clap: :clap:
Life is Mad.