নাহ, এই আজকাল কোথাও শান্তি নাই। অশান্তি আর অশান্তি। সব কিছু দিন দিন অসহ্য হয়ে যিইতাছে। অফিস, জ্যাম ছাড়া মিনে হয় জীবনে আর কিছু নাই।
কেমন লাগে যখন অফিস থেকে ৩ ঘন্টা জ্যাম পার হয়ে বাসায় এসে ফেসবুকে চা ওয়ালার আবদার দেখলে? পুরাই মামার বাড়ি টাইপের। “একটা ফয়েজীয় টাইপের হইলেও লেখা দেন”।
কেমন বিয়াদপ, ফয়েজ ভাইয়ের বাসায় নাহয় গ্যাস নাই, তাই বলে এইভাবে বলতে হবে?
সিসিবিতে সকালে আমিনের লেখা দেখে আসলেই পুরানো অনেক কথা মনে পড়ে গেলো। পরশু হাসান আসছিলো অফিসে। ২ জনই বসে বসে সিসিবি এর সেই দিন গুলার কথা বলতেছিলাম।
“আগে কি সুন্দর দিন কাটাইতাম”।
পিকনিক চাই। পিকনিক চাই।
এই মাত্র খেয়াল করলাম, এইটা আমার ১০০ তম পোষ্ট (এর মাঝে ১৬টা সেলোগ্রাফী, জানি অনেকেই এইটা বলবে, তাই আগেই…)।
রকিব্বা, লেখা দিসি। চা দিয়া যা।
সেঞ্চুরির শুভেচ্ছা ভাই। গাব খাবো।
রিবিন ভি, এই নেন :teacup: , পয়সা লাগবে না 😀
ফয়েজ ভাই হলেন সিসিবির আইকন; বিপিএলের আইকন প্লেয়ারদের মতো। উনারে নিয়ে মস্করা অ্যালাউড না, বুইঝেন কিন্তু। :gulli:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সেঞ্চুরি হইয়া গেছে? তাইলে আশরাফুলের বদলে তোরে দলে নিতে বলি? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এট লিস্ট , ওই হালার চেয়ে ভালো খেলমু।
আমারও তাই মিনি হি।
আপনেও সেঞ্চুরি !!!
সাব্বাস চাওয়ালা সবাইরে ধইরা আইনা পোস্ট দেয়াইতাসে। আমি তো ভাবলাম বুঝি আমার ক্রেডিট।
যাউকগা ব্যাপার না। সিসিবি জমছে অনেক দিন পর। খুউব ভাল্লাগতেসে।
ক্রেডিট আপনারই; আপনার পোষ্ট পইড়া আমি আবেগে ইমোশোনাল হয়ে চিল্লাপাল্লা লাগাইছিলাম। ধন্যপাতা আমিন ভাই 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি চোক্ষে আজকাল ভাল দেখতে পাইতেসি না...মাথা কেমন চক্ক্র দিয়ে উঠল এই লিখা দিখা...
😉
রিবিন ভাই এর পোষ্ট, কত কিছু মনে পড়ে গেল 🙁
কি কি?ওইটা দিয়া একটা লেখা দে
সেঞ্চুরীর অভিনন্দন দোস্ত... :thumbup: চালায়ে যা...
পিকনিকের দাবীর সাথে সহমত পোষন করে গেলাম 🙂
রিবিন ভি কিমিন আছেন 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সেঞ্চুরীর মিস্টি কই :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
রকিবের দোকান এ। খেয়ে নিস মনে করে।
আহারে মনে খুব খায়েশ ছিল কানাডা যামু ঘুরতে
কিন্তু ভিসার যে ঝামেলা তাই বাদ 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
চালায়ে যা দোস্ত… :thumbup: সেঞ্চুরীর অভিনন্দন …
রবিনের পিকনিকের দাবীর সাথে তানভীরের সহমতের সাথে আবারো সহমত পোষন করে গেলাম :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
চালায়ে যান ভাই… :thumbup: সেঞ্চুরীর অভিনন্দন …
রবিন ভাই এর পিকনিকের দাবী, তানভীর ভাই এর সহমতের সাথে এবং টিটো ভাই এর আবারো সহমত এর সাথে পুনরায় সহমত পোষন করে গেলাম :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অভিনন্দন সেঞ্ছুরীর জন্য, কীবোর্ড টা উচা কইরা ধরেন দেখি।
মালসিংহিও ফেসবুক স্ট্যাটাস দেইখা সিসিবি তে আইসা চক্ষু ঘাড়ের উপর মাথার তালুতে চলে গেছে........জিপির নেট, সবগুলা একলগে ওপেন দিলাম.....আর প্রথমে আপনারটাই লোড হল 😛
অভিনন্দন সেঞ্চুরী পোস্টের জন্য :clap:
রকিব্বার দোকান না, আপনার ফ্রীজ থিকা মিষ্টি খামু :grr:
=))
কি যে সব হচ্ছে দুনিয়ায়...তুমি সেলোগ্রাফী ছাড়া পোস্ট দিসো এ ও আমায় দেখতে হলো!! :-B
:teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
যাক একজন অন্তত আমার নাম নিছে :awesome: