ব্লগার দের জন্য আবারো আমি সেলোগ্রাফী নিয়ে হাজির। যার যে স্বভাব।
আমরা কতিপয় কিছুদিন আগে ঘুরে আসলাম পদ্মা রিসোর্ট থেকে। কঠিন শীত যখন ছিলো।
সেই দিনের কিছু ছবি।
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।
১৭ টি মন্তব্য : “ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৬, পদ্মা রিসোর্টে আমরা কয়েকজন”
উত্তর কঃ রবিন ভাবী রে এখনো খুজে পাওয়া যায় নাই। কোনো ভালো মানুষ খুজে পাইলে আওয়াজ দিয়েন।
উত্তর খ, গঃ উত্তর ক
উত্তর ঘঃ সিঙ্গেল পার্টি যেই ভাবে বিলুপ্তপ্রায়, ম্যারেড দের সাথে না ঘুইরা উপায় নাই
উত্তর উমঃ আমিও জানতে চাই কেমনে লিখে
পনের নম্বর ছবিতে সাদিকুর কে ঠান্ডা হবার উপদেশ হইল ...
বাকী কমেন্ট পরে দিতেছি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছবির ক্যাপশন গুলা দেখায় না কেন? উপরে কার্সর নিলে দেখায়। এতো কষ্ট করে এতোগুলা লেখলাম। যা দিয়ে আরো ৩ টা 'ইসসিরে' পোষ্ট দেয়া যাইতো।
যারা সিস্টেম জানেনা তাদের জন্য "কার্সর সিস্টেম"
তুই অসুস্থ্য, সিক রিপোর্ট ঘুইরা আয় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
প্রশ্ন নং ক। রবিন ভাবী কুন্ডা ??
প্রশ্ন নং খ। বিয়া করস্নাই এখনও ??
প্রশ্ন নং গ। করবি না ?
প্রশ্ন নং ঘ। ম্যারেড পার্টির লগে তোর এত ঝুলাঝুলি কিসের ??
প্রশ্ন নং উম। অভ্র তে উম ক্যাম্নে ল্যাখে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
উত্তর নং খ এবং ঘঃ রবিন বিবাহিত (মনে মনে), তাই সবার সাথে ঘুরতে যায়।
উত্তর কঃ রবিন ভাবী রে এখনো খুজে পাওয়া যায় নাই। কোনো ভালো মানুষ খুজে পাইলে আওয়াজ দিয়েন।
উত্তর খ, গঃ উত্তর ক
উত্তর ঘঃ সিঙ্গেল পার্টি যেই ভাবে বিলুপ্তপ্রায়, ম্যারেড দের সাথে না ঘুইরা উপায় নাই
উত্তর উমঃ আমিও জানতে চাই কেমনে লিখে
এভাবে,
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আর ৩টা দিলেই তো আপনার সেন্চুরি টা হয়ে যায়।
যতোই পদ্মা মেঘনা যমুনা ঘুরো, কপালে শেষ পর্যন্ত আছে শুধু আড়িয়াল খাঁ :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সাদিকুর ভাই মুডা হইছে
রিবিন ভাবী সহ পদ্মা রিসোর্ট ভ্রমণের ছবি দেখতে মুন চাই 😀 😛
পুরুষরা নাকি ২ প্রকার। জীবিত আর বিবাহিত। আমি মরতে চাই না......
ভাল জিনিষ, সামনে কোন ছুটিছাটা আছে নাকি, ঘুরতে যেতাম।
আছে, ফেসবুক গ্রুপ এ জয়েন কর আপডেট এর জন্য
এমজিসিসির এত্তগুলা জুটলো ক্যামনে? :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফজু ভাই প্রোফাইল পিকটা পাল্টান। বাংলাদেশের জার্সি লাগান।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
"অবতার" বানানো যাইবো? পামু কই? লিংক দাও 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না