ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৫, ACOC পিকনিক,২০১১

ভাই ও বোনেরা, (জ্বী সিসিবি তে এখনো আমার ভাই, বোন ছাড়া কোনো অতিথি নাই)

বহুদিন পর আমি আবার হাজির আমার অতি (কু/বি/অ)খ্যাত সেলোগ্রাফী নিয়ে। কিছু করার নাই। বহুদিন ফাকিবাজি করি না। আবার দেখি অনেকে তারকা ব্লগার দের লেখা খুজে। তাই ভাবলাম এই চান্সে পোষ্ট দিলে তারকা ব্লগার লিস্টে নাম এন্ট্রি হয়ে যেতে পারে, হয়তো আগামী জন্মদিনে পোষ্টও পাইতে পারি।

কিছুদিন আগে হয়ে গেলো ACOC এর পিকনিক। রাংগামাটি ওয়াটার ফ্রন্টে। চমকানোর কিছু নাই। চক চক করলে যেমন সোনা হয় না, তেমনি নাম রাংগামাটি হলেই এটা রাংগামাটিতে না। এটা গাজিপুর শফিপুর এ। জায়গাটা ভালোই। কিন্তু মেজাজ খারাপ হয়ে গেলো যাওয়ার সময়। শুক্রবার কই একটু আরামে যাবো, তা না ৪০ মিনিটের রাস্তা গেলাম ২.৩০ মিনিটে। আসার সময় যেটা হয়ে গেলো ৩.১৫ মিনিট। কারন মনে হয় না কাউকে বলতে হবে। আমাদের অতি আদরের ট্রাফিক জ্যাম।
আবার ওইদিন রাতে MECA এর গেট টুগেদার ছিলো ক্যাডেট কলেজ ক্লাব এ। সাথে মিলার গান।

অনেক কথা হলো। এইবার ছিবি এর পালা। বাচ্চালোক তালিয়া।

এনাম ভাই (৯১-৯৭), আমি আর আরিফ ভাই (৯০-৯৬)

আড্ডা চলছে মাঠে

ক্রিকেট মাঠে

আম্পায়িরিং বড় কঠিন কাজ

৯৪-০০ এর আমরা

ক্রিকেট এর পর এইবার ফুটবল

মার জোরে

খাবার পর একটু রেস্ট সাথে আড্ডা

র‌্যাফেল ড্র এর প্রাইজ দিচ্ছেন লতিফা ম্যাডাম(উনি এমসিসি থেকে রইস স্যার কে নিয়ে এসেছিলেন)


এইবার দেখেন মিলা কে। এমসিসি এর গেট টুগেদার এ।

মিলা কি জাওয়ানি (পিচ্চিদের আবদার)

মিলার ভাষ্যমতে, ওর নাকি জাওয়ানি হয় নাই এখনো

আমরা

২,৫২১ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৫, ACOC পিকনিক,২০১১”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    বহুদিন বাদে সেলোগ্রাফি... লাইক দিলাম 🙂

    অফটপিকঃ মিলার জাওয়ানি নিয়ে প্রশ্ন উত্থাপিত হইছিল নাকি :-/


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রায়েদ (২০০২-২০০৮)

    ফুটবল মাঠে মনে হচ্ছে নিজেকে দেখতে পাচ্ছি 😀
    ও আর খেলাতেও আমরা সিনিয়র ভাইয়াদের তুমুল আক্রমন সামলে ১-০ তে জিতসিলাম B-)
    র‌্যাফেল ড্রতে যে ১ম হয়েছে তার ছবি না দেয়ার জন্য আপনাকে ভেন্গ্চায়
    অবশেষে সিনিয়র কে ভেঙ্গানোর অপরাধে :frontroll: :frontroll:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।