ভাই ও বোনেরা, (জ্বী সিসিবি তে এখনো আমার ভাই, বোন ছাড়া কোনো অতিথি নাই)
বহুদিন পর আমি আবার হাজির আমার অতি (কু/বি/অ)খ্যাত সেলোগ্রাফী নিয়ে। কিছু করার নাই। বহুদিন ফাকিবাজি করি না। আবার দেখি অনেকে তারকা ব্লগার দের লেখা খুজে। তাই ভাবলাম এই চান্সে পোষ্ট দিলে তারকা ব্লগার লিস্টে নাম এন্ট্রি হয়ে যেতে পারে, হয়তো আগামী জন্মদিনে পোষ্টও পাইতে পারি।
কিছুদিন আগে হয়ে গেলো ACOC এর পিকনিক। রাংগামাটি ওয়াটার ফ্রন্টে। চমকানোর কিছু নাই। চক চক করলে যেমন সোনা হয় না, তেমনি নাম রাংগামাটি হলেই এটা রাংগামাটিতে না। এটা গাজিপুর শফিপুর এ। জায়গাটা ভালোই। কিন্তু মেজাজ খারাপ হয়ে গেলো যাওয়ার সময়। শুক্রবার কই একটু আরামে যাবো, তা না ৪০ মিনিটের রাস্তা গেলাম ২.৩০ মিনিটে। আসার সময় যেটা হয়ে গেলো ৩.১৫ মিনিট। কারন মনে হয় না কাউকে বলতে হবে। আমাদের অতি আদরের ট্রাফিক জ্যাম।
আবার ওইদিন রাতে MECA এর গেট টুগেদার ছিলো ক্যাডেট কলেজ ক্লাব এ। সাথে মিলার গান।
অনেক কথা হলো। এইবার ছিবি এর পালা। বাচ্চালোক তালিয়া।
এইবার দেখেন মিলা কে। এমসিসি এর গেট টুগেদার এ।
তানভীরের পাশে ঐডা ক্যাডায়?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কোনটা?সাদা সার্ট -মাসফিক, সোয়েটার -শাহেদ
সোয়েটার কালা, হাফ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওইটা আমাদের শাহেদ
কাহিনী কি?? আপ্নে না সি সি আরের :-/
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কে কইলো????? 😕
......কবে থেইক্যা ??? 😮
:grr:
পোস্টে লাইক দেয়ার সিস্টেম থাকলে ভালো হইত, লাইক মাইরা যাইতাম, কমেন্ট করতে আলসেমী লাগে। 😛
এই জন্যতো সিসিবির বদনাম হইতেছে, সবাই শুধু বাটন খুঁজে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বহুদিন বাদে সেলোগ্রাফি... লাইক দিলাম 🙂
অফটপিকঃ মিলার জাওয়ানি নিয়ে প্রশ্ন উত্থাপিত হইছিল নাকি :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফুটবল মাঠে মনে হচ্ছে নিজেকে দেখতে পাচ্ছি 😀
ও আর খেলাতেও আমরা সিনিয়র ভাইয়াদের তুমুল আক্রমন সামলে ১-০ তে জিতসিলাম B-)
র্যাফেল ড্রতে যে ১ম হয়েছে তার ছবি না দেয়ার জন্য আপনাকে ভেন্গ্চায়
অবশেষে সিনিয়র কে ভেঙ্গানোর অপরাধে :frontroll: :frontroll:
......হ, ফুটবল মাঠে তোরে দেইখাই চেনা যাইতেছে। ওই সাইজ আপাতত সিসিসির আর কারও নাই। :grr:
কেন মাশফিক ভাই আসে না? 🙂
......মাশফিক ভাই কি তোর সাইজ এর নাকি?
......কই আইয়ুব খান আর কই খিলি পান। :grr:
খাবার পর ওটা তো আড্ডা ছিল না। ঐটা হলো "stop বললে বল কোথায়" খেলা।
......ফটুগুলান দেইখ্যা দুঃখই লাগতাছে। বিরাট মিস্ করছি। 🙁
মার্সিডিজ বেঞ্জ এর ললনা দের সাথে নাচ-গানের সেলোগ্রাফী কই :grr:
ঐ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এফ বি তে দেখ।
মিস 🙁
রবিন ভি নার্ভাস নাইন্টিতে দেখি ব্যাপক সাবধানে খেলতাছেন, ছয় মাস পরে একটা করে পোস্ট 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন রিবিন ভাই (নভেম্বর ২০, ২০১১) 😀
আমার বন্ধুয়া বিহনে
রিবিনভির বিবাহের ছবি দেখতে মঞ্ছায় 😉
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
......পুরাই। ;;;
আমি এখনো আমার তেলএর পায়সা পাইনাই !!! কষ্টে আছি ...!! : :bash: 🙁