গত ১৮ তারিখ রাতে ঢাকার র্যাডিসন হোটেলের বলরুমে হয়ে গেলো মার্সিডিস বেঞ্জ এর নতুন দুটি মডেল গাড়ি এর উন্মোচন অনুষ্ঠান ।
এর মাঝে মূলত যেই গাড়ীটি ফোকাসে ছিলো সেটি হলো “2010 Mercedes-Benz E Class Coupe”
প্রথম দেখায় ভালো লাগার মতো গাড়ি। জটিল। আর আফসোস লাগার মতো যে আমার হবার চান্স নাই। কারন যেই ২ পিস আনা হয়েছিলো তা নাকি উন্মোচনের আগেই বিক্রি হয়ে গিয়েছে। :grr: আমার সৌভাগ্য হয়েছিলো এই প্রোগ্রামটাতে থাকার।
এক নজরে-
2010 Mercedes-Benz E Class Coupe Specifications
Drivetrain
Layout Front Engine, RWD
Transmission 7 Speed Automatic
Suspension AGILITY CONTROL Sport Suspension with Individually Variable Shock Absorbers
Engine
Type: Mercedes-Benz V8
Horsepower 388 bhp
Torque 530 Nm (391 lb-ft.)
Performance
Fuel Consumption 10.9 liters per 100 km
পুরো প্রোগ্রামটাই ছিলো খুব সিম্পল কিন্তু গোছানো। আম্নত্রিত অতিথি ছিলো শুধুমাত্র বাংলাদেশে যারা মার্সিডিস বেঞ্জ এর মালিক তারাই। সংখ্যাটাও খুব কম না, ২১৩ জন।
আমি ওই তালিকার বাইরে থেকেই থাকার সুযোগ পেয়েছিলাম কারন পুরো প্রোগ্রামটা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম থেকে করেছি।
এইবার কিছু ছবিঃ
😀
😀 😀 😀 ২য়
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
৩য় B-)
গাড়ির পাশে কিছু মানুষ আছে তারা কি ড্রাইভার?? 😕
কি মনে হয়?? B-)
শাদা শাদা, আরো শাদা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ 😀
আমার বন্ধুয়া বিহনে
জব্বর পার্টনার ...একবারে সেইরকম 😀
গাড়ি কিনলে কি পাশে যারা আছে তারা FREE ???????
=)) =))
শাদা গাড়ি ভাল্লাসে না ...... তা ওই গাড়িগুলো কেজি কত ???
🙁
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আর একটু ক্লোজ ছবি কি দেয়া যাবে?গাড়ীগুলি একটু ভালমত দেখতাম,আর মাস্ফ্যু ভাই গাড়ীর সাথে যে নারীগুলি আছে,তাদেরকে দেখতো!
:grr:
৬ আর ৭ নাম্বার ছবিতে দুইজনের মাথার উপরে দেখলাম লেখা EXPLORE & ENJOY.
কাহিনী কী ? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 :-B 😮 :-B
গাড়ী নাই, নারী নাই
অর্থঃ কাছে এসে ভালবাসা নিতে হবে & দিতে হবে।
রবিন আসলে কি পাইতে চায়? 😕
রবিন ভাই সবই চায়!
এইখানে রবিন আইলো কোথা থেকে?
ওস্তাদ কোত্থেকে আসে,আর কোথায় যায়,এটা কি শিষ্যরা বুঝতে পারে?
আপনি বস মানুষ,কোত্থেকে আইলো তা আমরা জানি ক্যামনে?
:khekz: :khekz: :khekz: :khekz: :goragori:
সিরাম ভাই সিরাম 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
একটু ভুল হইছেঃ
অর্থঃ কাছে এসে ভালবাসার খোঁজ করতে হবে & তারপর উপভোগ করতে হবে
কেন গাড়ীর মডেল হিসেবে মেয়েরাই পারফেক্ট দেখার জন্যে সবাই নিচের পোস্টটা পড়তে পারেন 😛 😛 :
শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৭ [ এতদিনে বুঝলাম শুধু মেয়েদের কেন গাড়ীর মডেল হিসেবে নেয়া হয়, পুরুষদের কেন নয় ]
এরকম সাদা রঙ দিয়ে উদ্বোধন করলো কেন বুঝলাম না। ওদেরতো আরো ফাটফাটি রঙ আছে।।
আদীব,চোখ থেকে রঙ্গিন চশমাটা একটু খোল!
আরও চমৎকার কিছু ছবি ছিল, সেইগুলা রবিন অনায়াসেই এখানে শেয়ার করতে পারত! ;;; ;;;
কই সেইগুলা? 😛
উনার পিসির টুলসে ফোল্ডার অপশনে গিয়ে ভিউ অল ফোল্ডার দিয়ে এপ্লাই করে দিতে হবে
আমারে মেইল কইরা দিয়েন তো 😉
মার্সিডিজ চড়তে চাই না, পাশের জিনিসগুলা চড়তে চাই। :shy:
নাহ পোলাপানের লাজ শরম কিছু নাই।
২টা গাড়ি ছিলো তো, জক্স রে গিফট করতা একটা...আমার অফিস আসার ঝক্কিটা কমতো একটু 😐
তার চেয়ে অফিসটারে বল তোমার বাসার কাছে শিফট করতে, তাইলে তোমার আর কষ্ট করে এতটা পথ পাড়ি দিতে হবে না! 😛